নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেশ উন্নয়নের মহাসড়কে

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৮

১।

২।

ছবি দু'টা প্রথম আলো থেকে নেওয়া।

যত যা'ই বলেন- দেশ উন্নয়নের মহাসড়কে। এগুলো মনে হয় অন্য কোনো দেশের ছবি।


এই ছবিটা চিটাগাং এর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নে বিশ্বে রোল মডেল।

৯ বছর একটানা সরকারের দায়িত্বগ্রহণ করে বিশ্বব্যাপী মন্দা থাকা সত্বেও দেশের অর্থনৈতিক উন্নতি অব্যাহত রাখতে সক্ষম আওয়ামী লীগ সরকার। ‘৯ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। মাত্র ৯ বছরেই পাল্টে গেছে দেশের সার্বিক দৃশ্যপট।

যোগাযোগ খাতের ব্যাপক উন্নয়ন এবং গণমাধ্যম স্বাধীন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে।

অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ ৫টি দেশের একটি বাংলাদেশ।


বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতা পেলে দেশে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের সৃষ্টি হয়। সকল সূচকে দেশ পিছিয়ে যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। বিশ্বের বহু দেশ আজ বাংলাদেশের উন্নয়ন দেখে হতবাক। দেশকে বিশ্বের মধ্যে অন্যতম উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।

(পুরোটাই কপি পেষ্ট)

মন্তব্য ৫৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:



ছবিগুলো সুন্দর! জলময় নগরী!!

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: এই জলের মধ্যে যদি আপনাকে নামতে হতো তাহলে বুঝতেন।

২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

স্রাঞ্জি সে বলেছেন: দেশের উন্নয়ন মহাসড়কে ।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নদী মাতৃক বাংলাদেশ।
ঘরে বাইরে নদী।
দেখি নিরবধি।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

৪| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

তারেক ফাহিম বলেছেন: দেখার মত

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: আসুন মন ভরে দেখি।

৫| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: জলমগ্ন নগরীর ছবিগুলি ভালো। তবে জীবন বড় দুর্বিষহ। আর এ ছবি উপমহাদেশের কমন সমস্যা ।

শুভকামনা রইল।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: এই নগরে প্রতিদিন আমাকে অনেক কষ্ট হয়।

৬| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৫

লায়নহার্ট বলেছেন: {কথা সত্য}

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:২১

ঢাকার লোক বলেছেন: খাল ডোবা নদী ভরাট করে
সবাই বানাই বাড়ি,
বৃষ্টির পানি কোথায় যাবে
সে চিন্তা কি করি?
রাস্তায় তাই নৌকা চলে
অচল রিকশা, গাড়ি;
উন্নয়নের জোয়ার এলো
এ যে ফসল তার ই !

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আহা !!!

৮| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩০

বলেছেন: উন্নয়ন-বৃষ্টি তো ঢাকাবাসীর তথা বাংলাদেশের জন্য কান্না আর অসস্থির কারণ,
দেশের মানুষ উন্নয়ন-বৃষ্টি চায় না
চায়
জলাবদ্ধতাহীন এক শহর নগর।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: সহমত।

৯| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরকম উন্নয়নের মহাসড়ক!

গাড়ীর বদলে চলে নৌকা! (নিজেদের মার্কা বলে কথা )

ছবি আর বক্তব্য কি দারুন সত্যায়ন
ভুক্তভুগির গাল শুনলে উন্নয়নের বক্তিমা অমন রাজপথে ভাসা ঘোলা জলে ডুবে আত্মহত্যা করতো!
হায় হিপোক্রসি!

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উন্নয়নের মহাসড়ক আছে পানির নীচে আর পানির উপরে পদ্মা সেতু...

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: পদ্মা সেতু আর মেট্রোরেল টা হয়ে গেলে- অনেক উপকার পাওয়া যাবে।

১১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৩

নতুন বলেছেন: দেশের জনগনই এই সমস্যা নিজেরা সৃস্টি করেছে...

এর সমাধানের দায়ীত্ব শুধুই খালেদা/হাসিনাকে দিলে হবে?

প্রতিএলাকাতেই পানি নিশ্কাসনের ব্যবস্হা...খাল, ড্রেন ভরাট করে দখল করে নিয়েছে যে যেটুকু পরেছে।

বৃস্টি হলে পানি কোথায় যাবে? কোন এলাকা পরিকল্পিত ভাবে তৌরি না... সব পানি রাস্তায় এসে জলাবন্ধতা তৌরি করে।

জনগন যেমন এই সমস্যা সৃস্টি করেছে.... তেমনি সরকারের সাথে জনগন মিলে এই সমস্যার সমাধান করতে হবে।

খাল, ড্রেনের জন্য জায়গা ছাড়তে হবে....

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: সহমত।

১২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:


অপরিকল্পিত দেশ; অপরিকল্পিত নগর; অপরিকল্পিত নদীশাসন; অপরিকল্পিত মানুষ; অপরিকল্পিত রাস্তা; অপরিকল্পিত নেতৃত্ব। ফলাফল মহাসড়কে নৌকা ভ্রমণ।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: দামী কথা। সত্য কথা।

১৩| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৭:১৭

সোহানী বলেছেন: দেশ উন্নয়নের মহাসড়কে (মহাসাগরে)........... ;)

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: হা হা হা

১৪| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন:

১৫| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: বেহল

১৬| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: বেহাল দশা।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: জ্বী।

১৭| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬

নীলপরি বলেছেন: এ যেন জলে ভেজা যন্ত্রণা ।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: কি যে যন্ত্রনা, যারা এর ভেতর দিয়ে যায় তারাই বুঝে।

১৮| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এক মুহূর্তের জন্য ইতালির ভেনিস শহরে চলে গিয়ে ছিলাম।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: বৃষ্টির দিনে দুর্ভোগ দশ গুন বেড়ে যায়।

১৯| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

খায়রুল আহসান বলেছেন: দিনে দিনে দেশের, বিশেষ করে রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ছে। পলিথিন পুনরায় দাপটের সাথে বাজারে ফিরে এসেছে, ব্যবহৃত হয়ে স্থান পাচ্ছে জলাশয়ে, ড্রেনা ও নালায়। পানি চলাচলের মুখ বন্ধ করে দিচ্ছে। পরিবেশবাদীদের কথা কেউই আমলে নিচ্ছেনা। ভূমিদস্যুরা জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছে।
ফলে, যা হবার তাই হচ্ছে। একটু বৃষ্টি হলেই মানুষ পানিতে ভাসছে, পথ ঘাট তলিয়ে যাচ্ছে পানির নীচে, ঐ অবস্থায় জলমগ্ন পথের উপর দিয়ে যানবাহন চলাচলের কারণে রাস্তাঘাট ভেঙে চুরে বিপজ্জনক হয়ে উঠছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটাচ্ছে।
আর এভাবেই দেশ চলছে উন্নয়নের মহাসড়কে।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: কেউ'ই সাহস করে বলতে পারছে না- দেশ আসলে উন্নয়নের মহাসড়কে না।

২০| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

গরল বলেছেন: উন্নয়ণের নদি বয়ে চলেছে দেশের ভেতর দিয়ে, এটা বুঝি আপনার সহ্য হচ্ছে না।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: আর কত সহ্য করবো?

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: আর কত সহ্য করবো?

২১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি কি আপনার সন্তানের জি পি এ পাইপ নিয়ে চিন্তিত ? আর নয় চিন্তা R@ZIBS স্যার আছেন আপনার সন্তানের তথা দেশের ১৭ কোটি মানুষের ঘরে ঘরে পৌছে দেবেন জি পি এ পাইপ !!!

এবারে পরিক্ষার প্রশ্ন ফাঁস বলতে ফাঁসি হয়ে গেছে: -

বাংলা ২য় পত্র
রচনা ১। নৌকা ভ্রমণ

ইংরেজী ২য় পত্র
রচনা ১। “এ জার্নি বাই বোট”

পুনশ্চ: আপনার দরকার জি পি এ পাইপ, তাই কারো নামের বানানে @ বর্ণ থাকতেই পারে তা নিয়ে নিশ্চিন্ত থাকতে বলা হচ্ছে - আদেশ ক্রমে
কর্তাপক্ক

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

২২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৬

সাগর শরীফ বলেছেন: বললে হবে না । ৫জি কিন্তু চালু হয়ে গেছে !

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: বাজারে জিনিসপত্রের দাম কি কমেছে।
এখনও মানূষ ফুটপাতে ঘুমায়?
এখনও দেশে বেকার আছে?
এখনও কি চিকিৎসার অভাবে মানুষ মরে?
এখনও ভিক্ষুক আছে?

২৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৩

পুলক ঢালী বলেছেন: জ্বী রাজীব ভাই উন্নয়নের ঠ্যালায় মহাসড়ক ভেসে গেছে এ আর এমন কি ! রাজনীতিবিদদের উন্নতি হলেই যথেষ্ঠ।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: এর থেকে পরিত্রান কি?

২৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, বাংলাদেশে সাধারণ বৃষ্টিপাত হচ্ছে সরকারি ভাষায় বলতে পারেন “ঢাকা চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত হতে পারে” বন্যা কিন্তু হয়নি ??? ২০০৪ সনের পর দেশে বড় রকমের বন্যা হয়নি, বন্যা হলে বাংলাদেশে কি কেয়ামত হয়ে যাবে ?

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: সেটা তো ভাবিনি।
ঠিক বলেছেন।

২৫| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪২

সাগর শরীফ বলেছেন: দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বেকারত্বের অভিশাপ, বিনা চিকিৎসায় মৃত্যু, ভিক্ষাবৃত্তি, শিশুশ্রম, বাস্তুহীন মানুষদের দুঃখ দুর্দশাজনিত সমস্যাগুলো কি তাদের ৫জি গতিতে সমাধান সম্ভব নয় ? :(

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: শালারা তো এটা বুঝে না।

২৬| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৩

সাগর শরীফ বলেছেন: বলা হয়, একটি গণতান্ত্রিক দেশে জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সেখানে গোলামের ভূমিকা পালন করছি।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

২৭| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০১

সাগর শরীফ বলেছেন: জ্বী ভাই। এবং নিজেদের দ্বাসত্ব থেকে বেড়িয়ে আসার কোন পথ খোলা রাখিনি। গোলামী আমাদের রক্তে মিশে আছে। হোক তা পরের কিংবা নিজেদের!

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: এই জন্য আমার দম বন্ধ হয়ে আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.