নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আজ সমস্ত শহরে আর একটি বৃষ্টির দিন-
কোথাও বা কেউ কেউ ছেঁড়া ছাতার নীচে আশ্রয় খুঁজছে
এবং তোমার গোপন কথা সে কখনও জানছে না
আজ বৃষ্টির দিন, খুব বৃষ্টির দিন, ভীষণ বৃষ্টির দিন
এবং সে এক খন্ড মেঘের মতো সর্বদাই ছায়া দেবে-
ঊঁড়ে যাবে না কখনও।
আমি মেনে নিয়েছি- এটাই যে বেশ ভালো
আর একটি গানের কয়েকটি কথায়-
তোমার সম্পর্কে কি বলবো?
তুমি খুব কঠিন অথচ নরম শীতল।
কিন্তু তোমাকে ছেঁড়ে কিছুকাল কাটালে-
দিন শেষে কিছুই তো পাই না।
শহরের দেয়ালে বারবার ধাক্কা খাই
মাথা ঘুরতে থাকে, ভন ভন
এবং তখন'ই বিপদ আসে
তখন ভাবি, এভাবেই কি থাকতে হবে?
সুতরাং আসো আমরা হাত ধরাধরি করি।
আমি দৌঁড়াচ্ছি সময়ের সঙ্গে-
চলমান ব্যস্ততায় তুমি!
কিন্তু তুমিই-আমার হৃদয় এবং আত্না
ট্যাক্সিতে অল্পক্ষনের প্রেমের চিন্তা
দরজা খুলে নামতেই হারিয়ে যাচ্ছে।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৮
এ.এস বাশার বলেছেন: প্রাণ ঢালা শুভেচ্ছা নিয়েন....
কবিতা ভষিন ভাল লেগেছে....
৩| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৯
এ.এস বাশার বলেছেন: প্রাণ ঢালা শুভেচ্ছা নিয়েন....
কবিতা ভিষন ভাল লেগেছে....
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১
সিগন্যাস বলেছেন: বর্ষাকাল অথচ বৃষ্টি হয় না । শীতকালে আবার সারাদিন বৃষ্টি হয় । প্রকৃতির মাথা খারাপ হয়ে গেছে
২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
রাজীব নুর বলেছেন: এজন্য দায়ী আমরা।
৫| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কাব্য ভায়া
ভাললাগা রইল
+++
২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫২
জাহিদুল হক শোভন বলেছেন: শেষের চরন গুলো বেশি ভালো লাগলো। চালিয়ে যান।
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোভাই,
সুন্দর প্রচেষ্টা । সাফল্য কামনা করি।
সঙ্গে অনেক ভালোলাগা রইল।
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
ভালো থাকুন।
৮| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৬
চঞ্চল হরিণী বলেছেন: বিচ্ছিন্ন টুকরো টুকরো অনুভব। আপনি কি চিন্তায় লিখেছেন জানি না, কিন্তু যদি ঈশ্বরের সাথে প্রেমকে চিন্তা করি তাহলে সব মিলিয়ে সুন্দর একটা ছবি মনে ধরা দেয়। আর আমি সেটাই ভাবতে চাই। শুভেচ্ছা, রাজীব ভাই।
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
৯| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:০২
রাকু হাসান বলেছেন: হুম...বুঝেছি ভাইয়া আপনি কবি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন । লিখুন ,আমরা পড়ি , ‘‘তুমি খুব কঠিন অথচ নরম শীতল’’ দারুণ লেগেছে ।
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:০৫
কাওসার চৌধুরী বলেছেন:
রাজীব ভাই তো ইদানিং কবিতা লেখেন; হুম, আমার ভালই লাগে। শুভ কামনা রইলো প্রিয় ভাইয়ের জন্য ...............
২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
১১| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০
ল বলেছেন: different touch
আপনি বহুমুখী অভিজ্ঞতা সম্পূন লেখক
০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: কি যে বলেন
লজ্জা লাগে।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৫
স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু নিয়েন।
কবিতায় মুগ্ধতা।