নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তুমি কী রকম ফ্রিডম ফাইটার তার প্রমাণ দাও

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৪




১। আজ খুব কড়া রোদ উঠেছে। এখনও মাথাটা ভার ভার হয়ে আছে। কাঁচের মতো স্বচ্ছ রোদ। আহ !
রোদ নিয়ে একটা ছড়া আছে- 'চাঁদ মুখেতে রোদ লেগেছে, ডালিম ফেটে পড়ে।'
রাস্তার পিচ গলে স্যান্ডেলের সঙ্গে উঠে আসছে। রোদের চেয়ে বৃষ্টি ভালো এই কথাটাও বলতে পারি না। রোদেও কষ্ট, বৃষ্টিতেও কষ্ট। রাগে দুঃখে একবার ইচ্ছা করলো- সব কিছু বাদ দিয়ে কোনো এসি রুমে গিয়ে বসে থাকি। কফি খাই, আর প্রিয় মানুষদের সাথে গল্প করি।

রোদ নিয়ে একটা কবিতা আছে-

চিক চিকে রোদ, মিষ্টি রোদ, ফুটফুটে রোদ,
প্রকৃতির সব অন্ধকার গ্রাস করে মাথা তুলেছে।
অদম্য রোদ , উদ্ভান্ত রোদ, একরোখা রোদ,
আমি তো সেই আগের মত'ই রোদ মেখে হাঁটি পথে পথে

কর্মক্লান্ত মানুষের ঘাড়ে বসে সে তামাক ফুকে
মাটির ফেটে যাওয়া ধারে তার হাসি. . .
হুংকার দিয়ে ওঠে , 'আমি রোদ –আমি রোদ'

বর্ষাকে রুখে দেখা দেয় কিছু রোদ,
ঘর্মাক্ত রোদ-ক্লান্ত রোদ
পীচ ঢালা রাস্তার ধো্যাটে রোদ, হিংস্র রোদ,

ভবঘুরে রোদ, পথ ভোলা রোদ, ভেংগে যাওয়া রোদ. . .
পথিক রোদ পথ দেখায় সব পিছিয়ে পড়াদের।

২। 'নিমন্ত্রন' লেখক- তসলিমা নাসরিন।
নিমন্ত্রন পড়ে তো আমি হতবাক!!! মেয়েরা সুদর্শন ছেলে দেখে প্রেমে পড়ে এবং সেই ছেলের দ্বারা প্রতারিত হয়ে তার বন্ধু-বান্ধব‘দের দ্বারা ধর্ষিত হয়।
এই লেখিকার বই পড়ার আগে তার জীবনী ভাল করে পড়ে নিবেন। তসলিমা নাসরিন নিজেই নিজের সম্পর্কে সহজ সরল ভাষায় লিখেছেন।
খুবই সাহসী নারী। আমি তাকে শ্রদ্ধা করি। আমার ক্ষমতা থাকলে আমি তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতাম।

৩। তসলিমা নাসরিন হিমুর পিঠে হাত রেখে বললেন- আয়, আমি তোকে জুতো পরা শিখিয়ে দেই। হিমু তখন মিসির আলীর সাথে তর্কে মেতেছে। মিসির আলী হিমুকে বুঝাতে চাচ্ছেন- ইউরোপের সাহিত্য ও দর্শনের সঙ্গে কিছুটা পরিচয় না হলে আধুনিক পৃথিবীর অনেক কিছুই অজানা থাকে। এদিকে, পামেলা আইনষ্টাইনকে বলছেন- আমি মনে করি, শুধু রাত্রে স্বামীর শয্যাসঙ্গিনী হওয়াতেই নারীজন্মের সার্থকতা। রবীন্দ্রনাথ আমার দিকে তাকিয়ে বললেন- যদি এক্ষুনি এই ঘরের মধ্যে একটা বিষাক্ত সাপ দেখি, তা হলে অমনি তিড়িং বিড়িং করে লাগিয়ে উঠবো। কিন্তু এমনভাবে লাফিয়ে উঠা জমিদারের পক্ষে বড়ই বেমানান কাজ, কিন্তু কখনো কদাচিৎ তাও করতে হয়।

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৯

ফয়সাল হাওড়ী বলেছেন: বিমূর্ত ।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: বিমূর্ত মানে যেন কি? আমি জানি কিন্তু ঠিকেই মুহূর্তে মনে করতে পারছি না।

২| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: তাসলিমা নাসরিনের জন্য কষ্ট লাগে। পরিবেশ, পরিস্থিতি আর উনার কিছু ভুল অনেকের কাছেই উনাকে 'মন্দ' পরিচয়ে পরিচিত করলো। নইলে হয়তো আমরা গর্ভ করার মতো শক্তিমান একজন কবি পেতাম।
পোষ্ট ভালো লেগেছে। শেষের দিকে একটা টাইপো ভুল আছে।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৬

লাবণ্য ২ বলেছেন: তসলিমা নাসরিন একজন শক্তিশালী লেখিকা।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: সঠিক।

৪| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

দরজার ওপাশে আমি বলেছেন: তসলিমা নাসরিন সাহসী লেখিকা তবে কেনো জানি মনে হয় উনি ভূল সময়ে উদিত হয়েছিলেন সম্ভবত

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: এই কথাটা ঠিক বলেছেন।

৫| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

দরজার ওপাশে আমি বলেছেন: তসলিমা নাসরিন সাহসী লেখিকা তবে কেনো জানি মনে হয় উনি ভূল সময়ে উদিত হয়েছিলেন সম্ভবত

৬| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

রাকু হাসান বলেছেন: রোদ নিয়ে কবিতা ভাল লাগলো

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৫

নূর আলম হিরণ বলেছেন: তসলিমা নাসরিন শেষের দিকে এসে নিজের রাগ কন্ট্রোল করতে পারেননি। তাই বেশি বিপদে পড়েছে।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: কত দুষ্টলোক দেশে আছে আর উনি দেশে আসতে পারেন না।

৮| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

গরল বলেছেন: তসলিমা নাসরিণের লেখা আমিও খুব পছন্দ করি, কিন্তু শুনেছিলাম উনি নিজেই নাকি মোল্লদের ভাড়া করে উনার বিপক্ষে মিছিল করিয়েছিলেন। আপনি সাংবাদিক মানুষ, তাই আপনাকেই নির্ভরযোগ্য মনে করে জানতে চাইলাম। জ্বী আমি একজন ফ্রিডম ফাইটার, নিজের ফ্রিডমের জন্য ফাইট করছি আজন্ম। কারণ ফ্রিডম না পাওয়া পর্জন্ত মনে হয় না আমার জন্ম হবে।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: না তসলিমা মোল্লাদের কহকনও ভাড়া করেন নি।

ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

মো: নিজাম গাজী বলেছেন: তাহলে এখন থেকে তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য লেখা মুরু করুন প্রিয় লেখক। শুভকামনা।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১০| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

আল ইমরান বলেছেন: আমি ঠিক বুঝলাম না!! কি আপনার শিরোনাম আর কি লিখলেন!! আপনার বেশ কিছু মন্তব্যও পড়েছি বিভিন্নখানে। আপনার শুনতে খারাপ লাগতে পারে, তবুও বলি, আপনি প্রচন্ড অসংলগ্ন ও অপ্রাসঙ্গিক কথা বলেন। এধরনের কথা বার্তা বলে জ্ঞানী জ্ঞানী ভাব ধরতে চান কি না জানিনা। আমার যা মনে হল তাই বললাম। কষ্ট দিয়ে থাকলে দুক্ষিত।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: আপনি সত্য মন্তব্য করেছেন।
আমি মেনে নিলাম।

ভালো থাকুন।

১১| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১০

বলেছেন: শিরোনাম আর সরাংশ খোজার ব্যর্থ চেষ্টা
দুইবার পড়লুম---ক্লু পেলুম না,


০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: স্যরি ফর দ্যাট।

১২| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি বিভ্রান্ত তসলিমাকে নিয়ে...

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: না। একটু না।

১৩| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

স্রাঞ্জি সে বলেছেন: তসলিমার বই টা পড়েছিলাম।

পুরুষগুলো এত অমানবিক কেমন হতে পারে, ছিঃ।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৯

উদাসী স্বপ্ন বলেছেন: 'নিমন্ত্রন'- লেখক তসলিমা নাসরিন


লেখিকা হবে না এটা?

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.