নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি নাস্তিক নই

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০



বাইবেলে বলা হয়েছে, “God created man in His own image”। বাইবেলের কথাটা বদলে বলা যায়, “Man created God in his own image”। প্রায় সব ধর্মেই তাই। তাই ঈশ্বরও মানুষের মতো। তিনি জীবের দুঃখে কাতর হন, আনন্দে উল্লসিত, ক্রোধে উন্মাদ। তাই বলা যায় ঈশ্বর আসলে সৃষ্টির সেরা গুজব। নাস্তিকেরা এমনটাই বলে থাকে।

ঈশ্বর সম্পূর্ণ কাল্পনিক ব্যাপার।
ঈশ্বর জীবজগৎ সৃষ্টি করেননি। জীব জন্তু পশু পাখি কীটপতঙ্গ, মানুষ কিছুই ঈশ্বরের সৃষ্টি নয়। এসবই হয়েছে সৃষ্টির নিয়মে, বিবর্তনের হাত ধরে। প্রাণের ইউনিট যে অ্যামিনো এসিড তা এখন ল্যাবরেটরীতে কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হয়েছে, অর্থ্যাৎ প্রাণের উপাদান ইতোমধ্যেই ল্যাবরেটরীতে তৈরি করা সম্ভব হয়েছে। কে জানে হয়তো একদিন প্রাণও তৈরি করা সম্ভব হবে। বিজ্ঞান যে দ্রুতগতিতে এগোচ্ছে, তাতে ল্যাবরেটরীতে প্রাণ তৈরির সম্ভাবনা অসম্ভব নয়। সুতরাং বোঝা যাচ্ছে, যে জিনিস এখন ল্যাবরেটরীতে হতে চলেছে, সুদূর অতীতে এইভাবেই সে জিনিস প্রকৃতিতে সৃষ্টি হয়েছিল, এর সঙ্গে ঈশ্বরের কোন সম্পর্ক নেই। ঈশ্বর প্রাণ সৃষ্টি করেননি।

ঐ যে “বিগ ব্যাং” – এর পর নিউক্লিয়ন ইত্যাদি কিছু কণিকা সৃষ্টি হয়েছিল সে তো শূণ্য থেকে হয়নি। নিশ্চয় কিছু ছিল যা থেকে হয়েছিল। কারণ বিজ্ঞানের গোড়ার কথাই হল – matter cannot be created nor can it be destroyed। শুধু ম্যাটার নয়, এনার্জীর বেলায়ও এই কথা। তাহলে দেখা যাচ্ছে, ম্যাটার আর এনার্জী বিশ্বসৃষ্টির আগেও ছিল, বিশ্ব যদি কোনদিন ধ্বংস হয়ে যায় তখনো থাকবে। তবে আজ যেভাবে আছে সেইভাবে হয়তো থাকবে না। হয়তো আবার “ব্ল্যাক হোল”- এর মতো কিছু একটা হয়ে ম্যাটারগুলো সব এক জায়গায় জড়ো হয়ে যাবে, যেমন দেড় হাজার কোটি বছর আগে “বিগ ব্যাং”-এর আগে যেমন ছিল। তার মানে ম্যাটার আর এনার্জী আগেও ছিল, পরেও থাকবে-চিরকালই থাকবে। কেবল রূপ বদলাবে হয়তো।

অধিকাংশ প্রাচীন সভ্যতায় উল্লেখ থাকে যে, অলৌকিক ক্ষমতাসম্পন্ন কেউ একজন দূর থেকে আমাদের নিয়ন্ত্রণ করছেন। জীবনের প্রতিটি খুঁটিনাটি ঘটনা সেই একজনের বিশাল বড় এক ঐশ্বরিক প্ল্যানের অংশ বিশেষ। শিশুর উপযুক্ত জ্ঞানবুদ্ধি হওয়ার পরেই তার ইচ্ছা অনুসারে ধর্ম বেছে নেওয়ার সুযোগ দেওয়া ভাল? নাকি অবোধ শিশুর মাথায় দুম করে আপনার পছন্দের ধর্ম চাপিয়ে দেওয়া ভাল? যুক্তিসঙ্গত জনমত প্রার্থনীয়।


(সংগ্রহ)

মন্তব্য ৫৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

বাংলার মেলা বলেছেন: বিগ ব্যাং থেকে শুরু করে প্রাণের বিবর্তন পর্যন্ত সবকিছু এমনি এমনি হয়নি যেমনটা হয়নি ল্যাবরেটরিতে কৃত্রিম পদ্ধতিতে এ্যামিনো এসিডের উৎপাদন। এর পেছনে যেমন প্রজন্মের পর প্রজন্ম বিজ্ঞানীদের নিরলস শ্রম কাজে লেগেছে - এই মহাবিশ্ব সৃষ্টির জন্যও মানুষের চেয়ে কোটি কোটি গুণ বুদ্ধিমান কোন অস্তিত্বের এফোর্ট দেয়া দরকার হয়েছে। বিবর্তনের যে থিওরি - আমি যদি বলি এটা ডারঊইন নয়, আল্লাহর আবিষ্কার - এ কথা কেউ অস্বীকার করতে পারবে?

ব্যতিক্রম চিন্তা মানুষের মধ্যে আসবেই - এজন্যেই সে আহসানি তাকউইম - কিন্তু জ্ঞানের শুরুটা যদি হয় "পড়, তোমার প্রভুর নামে, যিনি তোমায় সৃষ্টি করেছেন" অথবা "সমস্ত প্রসংসা আল্লাহ্‌র, যনি এই বিশ্বজগতের প্রতিপালক, তাহলে জ্ঞানের জগতে বিভ্রান্তি ঢুকে পড়ার সুযোগ হয় খুব কম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

গরল বলেছেন: ছোট বেলায় ভূতের গল্প শুনলে যেমন ভূতের ভয় সারা জীবনের জন্য মনে গেঁথে যায়, ধর্মটাও সেরকমি। এই বিশ্বাস কিভাবে কাজ করে তার একটা গল্প আছে, ইচ্ছা হলে পড়ে দেখতে পারেন।

নীতিশিক্ষা এবং ধর্মশিক্ষা এমনই একটা রশি যা অধিকাংশ মানুষ ছিড়তে পারে না

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

ভুয়া মফিজ বলেছেন: ধর্ম হলো বিশ্বাসের ব্যাপার, প্রমানের ব্যাপার না। বিশ্বাস থাকলে আস্তিক, না থাকলে নাস্তিক। ইন বিটুইন কিছু নাই। সিম্পল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

রাজীব নুর বলেছেন: যে বিশ্বাস করে সেও বেঁচে আছে, যে বিশ্বাস করে না সেও বেঁচে আছে।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

আখ্যাত বলেছেন:
মানুষের সামর্থ্য বড্ড সীমিত
কল্পনাই তার সম্বল
ধর্মীয় কল্পনা, বৈজ্ঞানিক কল্পনা......

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

রাজীব নুর বলেছেন: মানুষের সীমাহীন ক্ষমতা। আজকের আদুনিক পৃথিবী মানুষের গড়া।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কারো কিছু মনে করার সাথে বাস্তবতার মিল থাকা জরুরী নয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: কুসংস্কার থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

খাঁজা বাবা বলেছেন: সৃষ্টির নিয়ম টা কে বানিয়েছে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: মানুষ।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

হাবিব বলেছেন: যাদের ধর্মে বিশ্বাস নেই তারা অচিরেই পাগল হয়ে যায়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: ব্রাটের্ন্ড রাসেল, আরজ আলী হুমায়ূন আজাদ এরা কি পাগল ছিলেন?

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

সাইন বোর্ড বলেছেন: বিশ্বাস একান্তই নিজের ব্যাপার, আপনি যদি নাস্তিকদের রেফারেন্স হিসেবে সৃষ্টিকর্তা এবং জগৎ সম্পর্কে উপরে বলে থাকেন, ঠিক আছে; কিন্তু উপরের ভাবনাটা যদি আপনার নিজের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে, আমি মনে করি/আমার মতে......। তাহলে আপনি আস্তিক না নাস্তিক - এটা বুঝতে পাঠকদের সুবিধা হবে ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: আমি কি সেটা বড় কথা নয়।
সবার আগে আমি মানুষ। তারপর আমার ধর্ম।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

আখেনাটেন বলেছেন: রাজীব নুর ভাই, ভালো আছেন তো? :D

একটি গল্প বলি: সে অনেক দিন আগের কথা। এক রাজ্যে এক অতি ভালো মানুষ বাস করত। কিন্তু তার সমস্যাও ছিল অনেক।
তারপরও আমরা তাকে ভালো মানুষ হিসেবেই দেখতে চাই। সে সকল সমস্যার কারণে রাজ্যের অনেকেই তাকে ভালো মানুষ ভাবতে কিঞ্চিত দ্বিধাই থাকত। তার অন্যতম প্রধান সমস্যা ছিল অন্যের জমি থেকে আলু-পটল-পিঁয়াজ তুলে নিজের জমির ফসল বলে বাজারে বিক্রি করা। যদিও সে নিজেই বেশ ভালো আলু-পটল চাষবাস করত। এবং সেগুলোর দামও ভালো পেত। তবুও বেশি বেশি বিক্রি ও লাভের আশায় ঐ কুকর্মটুকু করত। এবং সে এটা এতটা চমৎকার উপায়ে মডিউলে ভাগ করে করত যে কারো কোনো উপায় নেই বুঝার। দু-একজন সতর্ক করে দিলেও উনি এগুলোকে অবশ্য বড় কোনো অপরাধের মধ্যেই ফেলতেন না...।

অতঃপর তাহারা সুখে-শান্তিতে বাস করিতেছিল। সমাপ্ত।

আরো ভালো ভালো এরকম জ্ঞানগর্ভ লেখা আমাদের উপহার দিন হুজুরে আলা। :-B



০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ ভাবছেন নিজের জ্ঞানের পরিধির মাঝে থেকে; কার পরিধি কত বড়, সেটাই প্রয়োজনীয় সাহায্য! যাঁরা নাম লিখতে পারেন না, তাঁদের ভাবনার উপর ভর করে এরোপ্লেন তৈরি করা সম্ভব হয়নি; প্রয়োজনীয় সভ্যতা সৃষ্টি করেছেন শিক্ষিত মানুষজন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: এই সভ্য নগরী মানুষের অবদান।
অলৌকিক ভাবে কেউ করে দেয়নি।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ***গুন্ডা রাজনীতি আর ধর্ম চলে ভয়ে আতংকে***

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: যারা ধর্ম মানে না তারা বেশ ভালো আছে।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

জাহিদ অনিক বলেছেন: কখনো কখনো আমার মনে হয় যিনি ঈশ্বর আছেন-- তিনি খুব অসহায়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: একজন কবির মতোন মন্তব্য করেছেন।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

সনেট কবি বলেছেন: এমাইনো এসিড ও প্রাণ তৈরীতে যদি মানুষের প্রয়োজন হয় তবেতো সৃষ্টিকর্তার থাকাটাই প্রমাণ হয়ে গেল। এমনকি মানুষ যদি মানুষ বানাতেও সক্ষম হয় তাতেও সৃষ্টিকর্তা প্রমাণ হন। নাস্তিকদের কোন সমীকরনেই তাদের কথা প্রমাণ হয়না। সৃষ্টিকর্তা না থাকতে হলে এমাইনো এসিড ও প্রাণ এবং মানুষ কারো সহায়তা ছাড়া এমনি এমনি হতে হবে। কাজেই আপনার নাস্তিক না হওয়া একদম ঠিক আছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচা।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

পাকাচুল বলেছেন: ধর্ম পুরোটাই বিশ্বাসের ব্যাপার। আপনাকে না দেখেই বিশ্বাস করতে হবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: ভূতও বিশ্বাসের ব্যাপার। না দেখেই বিশ্বাস করতে হবে।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

আরোগ্য বলেছেন: একটা দুগ্ধপোষ্য শিশুর কাছে জাগতিক বিষয় বোধগম্য নয় তেমনি নাস্তিকের কাছে ঈশ্বরের ধারণা বোধগম্য নয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: ঠিক কথা।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৭

কলাবাগান১ বলেছেন: আপনি হা হা করে আপনাকে লিখা চোর বলা কে এড়িয়ে গেলেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: আসলে বিবর্তনবাদ নামক বই থেকে আমিও নিয়েছি আর উনিও নিয়েছেন।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

কলাবাগান১ বলেছেন: তাহলে এমনভাবে লিখলেন যেন নিজের লিখা..সোর্স তো দিলেন না...ধরার পর বললেন যে কোন বই থেকে কপি করেছেন....আপনার লিখার ব্যাপারে নিজেই কনফিউশন তৈরী করছেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: সোর্স দেওয়া উচিত ছিল। সোর্স দিলে আমি ছোট হয়ে যেতাম না। এটা ভুল বশত দেওয়া হয়নি। সময় কম ছিল তখন।
আসলে আমি ভেবেছিলাম ধরা খাবো না। ব্যাড লাক। আবার ট্রাই করবো।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: নকলবাজ লেখক রাজীব নুর কট খেয়েছেন পাঠকদের নিকট।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: থাক ব্যাপার না।
পাঠক ক্ষমা সুন্দর চোখে দেখবেন আশা করি।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৫

শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ,
তবে যারা এযাবৎ অদৃশ্য কিছুর উপর সকল অভিযোগ,অনুরোধ,ভরসা ও চাওয়া-পাওয়ার মাঝে বেশ সুখী ও স্বাচ্ছন্দ বোধ করতে অভ্যস্ত ও নিশ্চিত হয়ে আসছে। এবং তারা জানে যে অদৃশ্য শক্তিটা তাদের কথার মুল্য অবশ্যই দেয়,দিয়ে থাকে,তাদের পরিক্ষা করে,আবার অপরাধ করে ক্ষমা পাওয়ার সুযোগ আছে। এবং একদিন না একদিন পরকালে সকল হুর ও সুখের পাওনা হবে। পরকাল বিষয়ক সকল ভয় ও পরে সুখের সকল জল্পনা-কল্পনা লেখকের কথা মতো সব মিথ্যায় নষ্ট হয়ে যাবে,সেটা নিশ্চয় কারো আত্না চাইবেনা। বলতে হয়,ক্ষামাখা সম্পর্ক নষ্ট। সুতরাং যার যেমন বোঝা উচিত ও করা উচিত সে তেমনই করছে এবং করবে। এটাই নিয়ম এজগতের।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিজ্ঞানের উৎকর্ষতায় ঈশ্বর ধারণাটা দিনদিন দুর্বল হয়ে যাচ্ছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩১

এম এ কাশেম বলেছেন: মানুষ রবোট বানিয়েছে, প্রোগ্রামিন করেছে এমন ভাবে যাতে সেই রবোট আবার রবোট বানাতে পারে এবং সেই রবোটই আবার এখন রবোট বানাচ্ছে। এখন যদি রবোট বলে যে - রবোট হয়ে যখন আমি রবোট বানাচ্ছি তাহলে আমি কেন মানুষকে আমার স্রষ্টা মানতে যাবো?

মানুষ এখনও মানুষ বানাইনি, শুধু এমিন্যো এসিড বানিয়েছে। আহা তৃপ্তি!!!

আর কিছু বলতে হবে?

দয়া করে অর্থ ও ব্যাখ্যা সহ পুরো কোরান শরীফ এক বার , দুই বার , তিন বার , বার বার পড়ুন।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত করুক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: আমিন।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
শুনছিলাম আপনার 'পাগল চিকিৎসা' হয়েছিল।
এখন ভালো?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: শোনা কথায় কান দিবেন না।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১

আলমগীর জনি বলেছেন: কে নাস্তিক কে আস্তিক এটা আসলে যার যার ব্যপার। তবে কোন বিশেষ ধর্মকে গালাগালি করে নাস্তিকতা জাহির করাকে আমরা যারা আস্তিক আছি তাদের কিভাবে নেওয়া উচিত?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

বিবেকহীন জ্ঞানি বলেছেন: আপনার বিশ্বাসের উপর সব কিছু।
বিশ্বাস-ই আপনাকে যে কোন কিছুর সর্বোচ্ছ চুড়ায় নিয়ে যেতে সক্ষম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: এই জন্যই বলা হয়েছে- বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিও আস্তিক। এক আল্লাহতে পূর্ণ ঈমান।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: দুনিয়ার সকল নাস্তিক একদিন আস্তিক হবে। ইনশাল্লাহ।

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

তারেক ফাহিম বলেছেন: বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: জ্বী।

২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

আলমগীর কাইজার বলেছেন: আমি জানি আপনার প্রশ্নের উত্তর আপনার নিজের কাছেই আছে। শুধু বলি, আপনার লেখা ভালো লাগে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.