নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সফল হোক বইমেলা ২০১৯

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২



নতুন কোনো লেখকের বই বের হলে, সবাই তাকে শুধু শুভেচ্ছা আর অভিনন্দন জানায়। ব্যাপারটা খুব দুঃখজনক। সহজ সরল সত্য কথা হলো- লেখকরা শুধু শুভেচ্ছা আর অভিনন্দন চায় না। নতুন লেখক চায় সবাই এক কপি করে তার বই কিনুক। আমি স্পষ্ট করে- শুভেচ্ছা আর অভিনন্দনওয়ালাদের বলতে চাই- দয়া করে বই কিনতে শিখুন।

আমরা সাধারণত নতুন লেখকদের বই কিনি না। এতে করে আমরা তিনটা ভুল কাজ করি।
এক, নতুন লেখক বের হয়ে আসার পথ নষ্ট করি।
দুই, নতুন অভিজ্ঞতা, অনুভূতি আস্বাদনের পথ বন্ধ করি।
তৃতীয়টি মারাত্মক, ভাষা সাহিত্যের বিকাশের পথ বন্ধ করি।

বই মেলায় অন্তত তিনজন নতুন লেখকের বই কিনুন। একটা বিষয় দারুণ সত্য যে পৃথিবীর সবচেয়ে খারাপ বইও অন্তত একটা ভাল লাইন আপনাকে আস্বাদন করতে দেবে। সবচেয়ে অপ্রয়োজনীয় বইও মগজকে একবার নাড়া দিবে।

বইমেলার সঙ্গে সংস্কৃতির যোগাযোগ নিবিড়। বাংলার এই সংস্কৃতিতে থাকে সব ধর্মের মানুষের সংস্কৃতির সমন্বয়। পুরো ফেব্রুয়ারী মাস জুড়ে থাকে বইমেলা। দেশের সবগুলো প্রকাশনী তাদের যতো বই আছে, প্রায় সবগুলো নিয়ে মেলায় তাদের স্টল সাজায়। আর আমরা সবাই মেলায় যাই, বই নেড়েচেড়ে দেখি, নতুন বইয়ের ঘ্রাণ নেই, আর পছন্দের বই গুলো কিনে বাসায় আসি। তারপর নতুন বইয়ের টাটকা ঘ্রাণ থাকতে থাকতেই সেগুলো পড়ে ফেলি।
শীতের বুড়ি ফেরত যাওয়ার রাস্তা খুঁজছে। প্রকৃতিতে লেগেছে ফাগুনের ছোঁয়া। নতুন বইগুলোকে ঘিরে লেখক-পাঠক-প্রকাশকেরা সব্বাই ভীষণ ব্যস্ত। মেলায় লেখক পাঠক হাত নেড়ে নেড়ে খুব গল্প করে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। খুব ভালো লাগে।

প্রতিদিন চায়ের কাপের পাশে বই থাকুক, মনিটরের পাশে থাকুক বই, বিছানায় বালিশের পাশে থাকুক বই, বই থাকুক বাথরুমে, জ্যামের বাসে, কিবা যাত্রা পথে। ইলেকট্রিক বিল অথবা ব্যাংকে লম্বা লাইনে দাড়িয়ে আপনার হাতে একটা বই থাকতেই পারে। সময়কে উপভোগ করতে চান বা সময় থেকে পালিয়ে থাকতে চান বই হোক শ্রেষ্ঠ সঙ্গী।

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দুর্দিন যাচ্ছে! এবার বইমেলায় যাওয়া হচ্ছে না মনে হয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: না না, কি বলেন!!!
অবশ্যই যাবেন।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯

চাঙ্কু বলেছেন: বইমেলা যেতে পারব না কিন্তু মনে-প্রানে চাই বইমেলা সফল হোক, কোন দূর্ঘটনা না ঘটুক!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: আমি এবার শুধুই নতুন লেখকদের বই কিনবো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন। সাহিত্যের বিকাশে পাঠকের যথেষ্ট অবদান রয়েছে। পাঠকেরাই সাহিত্যকে সার্থক করে তুলতে পারে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচা।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: বই মেলায় যেতে পারবো কি না ভাবছি।। পাঠক এবং ক্রেতা লেখকদের উৎসাহিত করতে পারেন বহুবিধ উপায়ে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

হাবিব বলেছেন: আপনার কথায় একমত, কিন্তু একটা কথা হচ্ছে বই মেলায় কি শুধু মেয়েরাই যায়?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নতুন প্রজন্মের ভাল বই বেশী বেশী পড়া উচিত। তাহলে তারা বিপথে যাবে না...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

বাকপ্রবাস বলেছেন: অবসরে হাতে হাতে মোবাইল টেপার চাইতে বইটা থাকলে আরো ভাল হতো, বই কিনুক, বই পড়ুক সবাই এটাই কাম্য

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

নজসু বলেছেন:


শুভকামনা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক কথা বলেছেন। সারা বছর টাকা জমিয়ে রাখা উচিত যাতে মেলায় কম করে হলেও ১০০ টি নতুন বই কিনে ফেলা যায়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: শুধু বই কিনলেই হবে না। পড়তেও হবে।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

নীল আকাশ বলেছেন: আমি এবার ঢাকায় এসে বই মেলা থেকে শুধু এই ব্লগের ব্লগারদের বই কিনব। আমরা যদি এদের পশে না থাকি তাহলে কে থাকবে বলুন?
সময় উপযোগি পোস্ট দিয়েছেন। আপনার সাথে আমি ১০০ ভাগ স হ ম ত।
ধন্যবাদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

প্রিন্স হ্যামলেট বলেছেন: গত বছর প্রায় ২৫টির মত কিনেছি, তার মধ্যে ২০টির মত নতুন লেখকের বই। তবে বেশিরভাগ লেখার মান খুব একটা ভাল নই ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: একেবারে মানহীন বই কেনার দরকার নেই।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

তারেক ফাহিম বলেছেন: আগে মেলায় যাই... তারপর B-)

ইচ্ছা আছে কিন্তু সময় পাচ্ছি না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: শুক্রবার যাবেন।
ইচ্ছা থাকলে উপায় হয়।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৪

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,



সৈয়দ মুজতবা আলী বলেছেন, বই খানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়!
তেমন একখানা বই-ই কিন্তু আমার- আপনার জীবনের বই! "জীবন" নামের এই বইখানা আমাদের কাছেই থাকে প্রতিটি পল, ঘন্টা, মাস,বছর।
তাই চলুন বইমেলায় , অন্যরকম বইয়ের খোঁজে..........................

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত ছোট ভাইয়ের সঙ্গে । কলকাতার বইমেলায় ব্লগারদের বই না পেয়ে আমি হতাশ। যদিও দুজন নবাগত লেখকের বই কিনেছি
; তবে সংখ্যাটা আরো বাড়তে পারত- এই আরকি ।
কাজেই এক্ষেত্রে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো ছাড়া যে নিরুপায়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: একমত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২০

আলমগীর কাইজার বলেছেন: সবসময় বই হোক শ্রেষ্ঠ সঙ্গী। ভালো লাগল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৩

এস এম ইসমাঈল বলেছেন: সময়োপযোগী পোস্ট, ধন্যবাদ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৫

কাওসার চৌধুরী বলেছেন:
আমার গল্পের বায়স্কোপ। মেলায় ভাল সাড়া ফেলেছে। সিলেটে বইমেলায় পাঁচ দিনেই শেষ হওয়া হওয়ার পথে। এজন্য খুব ভাল লাগছে। ঢাকায় ১৩ তারিখ থেকে বইমেলায় "উৎস প্রকাশন" এর স্টলে বসবো। এবার সংকল্প করেছি ঘুরে ঘুরে সব ব্লগারের বই অটোগ্রাফ সহ কিনবো। সবার সাথে পরিচিত হব।



০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:২৭

বলেছেন: সময়োপযোগী দারুণ একটা পোস্ট - এরজন্য আপনি একজন আদর্শ ব্লগার।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৩৬

এম এ কাশেম বলেছেন: বই মেলায় কি ছেলেরা যায় না?
বই কি শুধু মেয়েরা কেনে?

সবাই বই কিনুক, পড়ুক এবং উপহার দিক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



নতুনদের বই কেনার চেষ্টা করি । তবে আজকাল অনেকেই ফেসবুকে দুই কলম লিখেই বই লিখে ফেলছে যেটা মান সম্মত হয়না অনেক সময় । তাই কেনা হয়ে ওঠে না ।

আবার অন্য দিকে ব্লগারদের বইয়ের কোন লিস্ট পাওয়া যায় না । না হলে ঠিক ই কিনে ফেলতাম ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.