নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আসুন নরওয়ে দেশটি সম্পর্কে জানি

২৩ শে মে, ২০১৯ দুপুর ২:০৮



বর্তমান বিশ্বে নরওয়ে’র পরিচয় শান্তির দেশ হিসেবে।
ছবির মতো পরিস্কার পরিচ্ছন্ন একটি দেশ। দেশটির অপরাধ প্রবণতা একেবারে কম এবং এই দেশটি জীবন ধারনের জন্য নিরাপদ। নরওয়ের রাজধানি ‘অসলো’। অসলো কে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম ব্যায়বহুল এবং সমৃদ্ধ শহর। নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর বারগেন। নরওয়ের পূর্বে সুইডেন, দক্ষিণে ফিনল্যান্ড ও পশ্চিমে রাশিয়া অবস্থিত। নরওয়ের উত্তর আটলান্টিক মহাসাগর ও ব্যারেন্টস সাগরের জলসীমা আছে।

নরওয়ের আয়তন ৩,৮৫,২৫২ বর্গ কিলোমিটার।
নরওয়ে ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র। সবচেয়ে বেশি তেল ও গ্যাসের খনি রয়েছে দেশটিতে। নরওয়ে পৃথিবীর ১১৯তম জনবহুল দেশ। নরওয়েতে গ্রীষ্মকালে ৬ মাস যেমন সূর্যের আলো থাকে তেমনি শীতকালে এই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন থাকে। নরওয়ে এর মুদ্রার নাম নরয়েজিয়ান ক্রোন। পুরো নরওয়েতে যে কোনো সমস্যা হলে ১১২ তে কল করলেই সাথে সাথে পুলিশ চলে আসবে আপনাকে সাহায্য করার জন্য। দেশটির প্রধান দুটি রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং লিবার পার্টি। এই দুই দলের মধ্যে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হয়। এখানে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোন রকম দ্বন্দ্ব-সংঘাত হয় না। হরতাল, কারফিউ বা কোনো রকম দলাদলি নেই।



বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বে চতুর্থ। রাতে চলাচলে সবচেয়ে নিরাপদ ধরা হয় নরওয়েকে। চুরী, ছিনতাই এবং ডাকাতি হয় না। দেশটির ৮৬ শতাংশ মানুষ রাতের বেলা রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তার অভাব বোধ করে না। ১৯৭১ থেকে এখন পর্যন্ত নরওয়েতে বিভিন্ন কারণে যত’ই বাংলাদেশিরা আসেন নাই কেন, নরওয়েতে স্থায়ী কিংবা অস্থায়ী সর্বমোট বাংলাদেশিদের সংখ্যা কোনোদিনই ৮ হাজারের উপরে উঠেনি। বর্তমানে প্রায় সাড়ে পাঁচ হাজার বাঙ্গালী নরওয়েতে থাকে। ইউরোপে কাজ করার জন্য সবচেয়ে জরুরি হলো দক্ষতা। কেননা, অদক্ষ মানুষের জন্য কোনো কাজ নেই ইউরোপে।

নরওয়েতে রয়েছে হাজার হাজার নয়নাভিরাম হ্রদ। মার্চ থেকে জুলাই সময়টাই নরওয়ে ভ্রমণের জন্য আদর্শ। এসময় তাপমাত্রা বেশ সহনীয় পর্যায়ে থাকে। পর্যটক হিসেবে আপনি ৯০ থেকে সর্বোচ্চ ১৮০ দিনের ভিসা পেতে পারেন। বর্তমানে বাংলাদেশ এমব্যাসি অফ ডেনমার্ক (বাংলাদেশ ডেনমার্ক এম্বেসি) নরওয়ের হয়ে ভিসার ব্যাপার গুলো দেখাশোনা করে থাকে। তাই নরওয়ে ভিসার জন্যে ডেনমার্ক এম্বেসিতে আবেদন করতে হবে। ঢাকা থেকে নরওয়ে এর দূরত্ব ৭,৩০০ কিলোমিটার। প্লেন ভাড়া সাধারণত ৭২,০০০/- টাকা থেকে শুরু হয়।



সবচেয়ে বড় কাঠের তৈরি গির্জা হেডাল স্টেভ চার্চ নরওয়েতে অবস্থিত। পৃথিবীর গুটিকয়েক দেশের মধ্যে নরওয়ে ''টিউশন ফি '' ফ্রিতে এডুকেশন দিচ্ছে। তবে সব কোর্সে না। নরওয়ের অ্যাপ্লিকেশন সেশন বছরে একবার। সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলে এই সেশন। তবে কন্স্যুলেট আছে! এখানে একজন শিক্ষার্থীর থাকা, খাওয়া, কাপড়, বই, যোগাযোগ ইত্যাদির জন্য প্রতি মাসে প্রায় এক হাজার ৩৪৫ মার্কিন ডলার লাগে।
অনেক অদক্ষ লোক এদেশে এসে কোনো কাজ পায় না, শেষমেষ তারা ভিক্ষা করে।


এক নজরে
পুরো নাম : কিংডম অব নরওয়ে।
রাজধানী ও সবচেয়ে বড় শহর : অসলো।
দাপ্তরিক ভাষা : নরওয়েজিয়ান।
লেখার ধরন : লাতিন।
সরকার পদ্ধতি : ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল মনার্কি।
রাজা : পঞ্চম হেরাল্ড।
প্রধানমন্ত্রী : আরনা সোলবার্গ।
আয়তন : তিন লাখ ২৩ হাজার ৮০২
বর্গ কিলোমিটার।
জনসংখ্যা : ৫৫ লাখ ৬৭ হাজার ৬৪৬,
ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১৫.৮ জন।
জিডিপি : মোট ৩৭৭.১ বিলিয়ন ডলার,
মাথাপিছু : ৭০ হাজার ৬৬৫ ডলার।
জাতিসংঘে যোগদান : ২৭ নভেম্বর ১৯৪৫।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৯ দুপুর ২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে মে, ২০১৯ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ২৩ শে মে, ২০১৯ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

কত কম মানুষ সেখানে

২৩ শে মে, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: কম বা বেশি মানুষ কথা না। তারা বড্ড ভদ্র। মানবিক- এটাই সবচেয়ে বড় কথা।

৩| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৩:২৬

মেঘ প্রিয় বালক বলেছেন: খুব ভালো লাগলো,অাগে থেকেই অনেক কিছু জানা ছিলো,নতুন করে আবার জানলাম। অসংখ্য ধন্যবাদ জানিবেন,আমি খুবি খুশি হয়েছি,আপনি আমার কথা মতো নরওয়ে দেশকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। শুভকামনা নিঃশেষ।

২৩ শে মে, ২০১৯ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: আপনি আগ্রহ নিয়ে একটা কথা বলেছেন। সেটা অবশ্যই আমি শুনবো-মানবো।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

৪| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৩:৩১

জাহিদ অনিক বলেছেন:
চলে যাব একদিন

২৩ শে মে, ২০১৯ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: আমাকেও সাথে নিবেন।

৫| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৪০

ভুয়া মফিজ বলেছেন: অনেক অদক্ষ লোক এদেশে এসে কোনো কাজ পায় না, শেষমেষ তারা ভিক্ষা করে।
ভিক্ষার মিনিমাম রেট কতো? একজন ভিক্ষুকের দৈনিক আয় কতো?.......এই দুইটা তথ্যও অনুগ্রহপূর্বক পোষ্টে যোগ করেন। পটেনশিয়াল ভিক্ষুকদের কাজে লাগবে। B-)

২৩ শে মে, ২০১৯ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: মজা করছেন?

৬| ২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


নরওয়ের সুখের কারণ হলো, "ফ্রি পড়ালেখা"; আমাদের বানরেরা এটা বুঝতে পারলো না।

২৩ শে মে, ২০১৯ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে শিক্ষা নিয়েই সবচেয়ে বেশি ব্যবসা হয়।

৭| ২৩ শে মে, ২০১৯ রাত ৮:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নরওয়েতে অভিবাসন প্রক্রিয়া কেমন?

২৩ শে মে, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: সঠিক এবং প্রয়োজনীয় কাগজ পত্র থাকলে খুব সহজ।

৮| ২৩ শে মে, ২০১৯ রাত ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এত বড় একটা দেশ। অথচ তার লোক সংখ্যা মাত্র 55 লাখ‌ ভাবতে পারেন? আচ্ছা বাংলাদেশের লোক সংখ্যা যেন কত? বাংলাদেশ কি নর ওয়ের চেয়ে আয়তনে বেশি বড়?

২৩ শে মে, ২০১৯ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: জনসংখ্যা কোনো সমস্যা না। জনসংখ্যা আশীর্বাদ।
আমাদের সরকার পারছে না সঠিকভাবে চালাতে। এই দোষ জনগনের না।

৯| ২৩ শে মে, ২০১৯ রাত ৯:২৮

এস এম মামুন অর রশীদ বলেছেন: There are some wrong pieces of information, such as the locations of Russia and Finland, populousness (not the 2nd most populous in Europe). The country is overall clean, but major cities, esp. Oslo, rank a bit poorly in cleanliness. Other info. is Ok.

২৩ শে মে, ২০১৯ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ২৩ শে মে, ২০১৯ রাত ১০:৪৪

তাসনুভা রায়া বলেছেন: চমৎকার এক দেশ

২৩ শে মে, ২০১৯ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: জ্বী।

১১| ২৪ শে মে, ২০১৯ রাত ২:২৯

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: আমাকেও সাথে নিবেন। নিশ্চয়ই নেব

২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৩৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া শুকরিয়া।

১২| ২৪ শে মে, ২০১৯ রাত ২:৩৫

ওমেরা বলেছেন: বাংলাদেশে কি ডেনমার্কের এ্ম্বাসী আছে?

২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৪১

রাজীব নুর বলেছেন: বাড়ি# এন ই(এন) ৯
রোড# ৯০
গুলশান মডেল টাউন
ফোন (৮৮০-২)৮৮২৭৬৬-৬৭

১৩| ২৪ শে মে, ২০১৯ রাত ৩:২২

বলেছেন: নরওয়ের রাজনৈতিক অবস্থান কিছু এড করেন।।।

শিক্ষামূলক পোস্ট +++

২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৪২

রাজীব নুর বলেছেন: নরওয়ের রাজনীতিতে কোনো সমস্যা নেই।
তারা ভদ্র রাজনীতি করেন। মারামারি দলাদলি চাটুকারিতা নাই।

১৪| ২৪ শে মে, ২০১৯ সকাল ৯:২০

এ.এস বাশার বলেছেন: সুন্দর শিক্ষামূলক পোস্ট.........

২৪ শে মে, ২০১৯ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: হুম।

১৫| ২৪ শে মে, ২০১৯ সকাল ১০:১৪

মেঘলামানুষ বলেছেন: খুবি সুন্দর লেখা। আমি গিয়েছিলাম। পাহার এর উপর থেকে দেখলে মনে হয় এই সুন্দর দেখে পাগল হয়ে যাই।

২৪ শে মে, ২০১৯ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: আপনি ভাগ্যবান।

১৬| ২৪ শে মে, ২০১৯ দুপুর ২:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: অসম্ভব ঠান্ডা তো। ভালো লাগলো ভাইয়ের পোষ্টের মাধ্যমে নরওয়ে সম্পর্কে খুঁটিনাটি জেনে।

২৪ শে মে, ২০১৯ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.