নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকর সাদা মিথ্যা- ১০৪

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৯



১। ছোটবেলা গোপাল ভাঁড় কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে বুড়োরা তাকে ক্ষেপাত আর হাসত, ‘গোপাল, এর পর তোমার পালা।’
শুনে গোপালের খুব রাগ হত। বুড়োদের কিভাবে জব্দ করা যায়, সেই পথ খুঁজতে লাগল এবং এক সময় পেয়ে গেল।
শবদাহ আর শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়ে ঐসব বুড়োদের বলতে লাগল, ‘এর পর তোমার পালা!’

২। একটা গল্প বলি-
দুই ডাকাত একটা রাস্তার পাশে চায়ের দোকানে বসে বলতেছেঃ
প্রথম ডাকাত - প্রথমে ১০০ জন মানুষ খুন করবো তারপর ১ টা ছাগল খুন করবো
এই কথা শুনে দোকানদার বলতেছে - " ভাই, একটা ছাগল খুন করবেন কেন ? "
২য় ডাকাত - আমি কইছিলাম না একটা না একটা গাধা এই কথা বলবো যে ছাগল কেন খুন করবো; কিন্তু জিগাইবো না ১০০ মানুষ খুন করবো কেন !
আসলে বাঙ্গালি এই রকম-ই !

৩। ছোট বাচ্চাদের ঈশ্বর এক ধরণের বিশেষ ক্ষমতা দান করেছেন ! আর তা হল তাদের হাসি!!!!এই হাসি দেখে মন আর বেশিক্ষন খারাপ থাকে না ভালো হয়ে যায় ।কখনো কখনো তোমার মুখটা বন্ধ করতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল।এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিনত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।

৪। এক ভদ্রলোক তাঁর স্ত্রীকে জোরে একটা চড় মেরে বললেন, ‘যাকে মানুষ ভালোবাসে তাকেই মারে।
তাঁর স্ত্রী তাঁর গালে দ্বিগুণ জোরে এক চড় মেরে বললেন, ‘তুমি কি ভাব, আমি তোমাকে ভালোবাসি না?

৫। বাবা-মাকে না জানিয়ে ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরেছে। বউ দেখেই বাবার চক্ষু চড়কগাছ। মেয়ে দেখতে মোটেই সুন্দরী নয়।
বাবা ছেলেকে পাশের ঘরে ডেকে ফিসফিস করে বলছেন, তুই এটা কী করলি, রাস্তা থেকে একটা মেয়ে ধরে এনে বিয়ে করলি? এ মেয়ের না আছে রূপ, না আছে সৌন্দর্য! একটা ভালো দেখে মেয়ে বিয়ে করতি আমার আফসোস থাকত না।



ছেলে বলল, এত আস্তে বলার কোন দরকার নেই বাবা, জোরে বল। এই মেয়ে কানেও শোনে না..!!

৬। আজ পাঁচটি তথ্য জানলাম-

# সারাবিশ্বে COCA-COLA'র প্রস্তুত প্রণালী মাত্র দুজন জানে এবং তাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ!

# পিক্সেল এর হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেল!

# এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হলো ফিলিপাইন!!

# বৈবাহিক জীবন ৫০বছর হলে সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেয়া হয় - পোল্যান্ডে!

# বিল ক্লিনটন তার প্রেসিডেন্সির ৮ বছরে মাত্র দুটি ই-মেইল সেন্ট করেছিলেন নিজে।

৭। সুর্য পূর্ব দিকে উঠে পশ্চিম এসে ডুবে যায়, চাঁদ উঠে অন্ধকার পৃথিবীকে আলোকিতো করতে। কেন হয় এসব?
আমার জানতে ইচ্ছা করে না। এসব জেনে ফেলা মানেই পৃথিবীর প্রতি ভালোবাসা থাকবে না আর,পৃথিবীর মানুষের এ পৃথিবীর প্রতি আর আগ্রহ থাকবে না। এসব থাক না অজানা।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:২৬

ইসিয়াক বলেছেন: ++++

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব কিছু আল্লাহ পাক এর ইচ্ছা।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: তাহলে মানুষ হাত পা নিয়ে বসে থাকুক।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:২৯

ইসিয়াক বলেছেন: অনেক ভালো লেগেছে ।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ পাকের হুকুম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না, হবে না।

০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: এই যে ডেঙ্গুগু আক্রান্ত হাজার শিশু, এটাও কি আল্লাহর ইচ্ছায়?
এই যে দিনের বেলা একজন মানষ আরেকজন মানূষেকে কুপিয়ে মেরে ফেলে- এটাও কি আল্লাহর ইচ্ছায়?
এই যে দুষ্টলোকেরা অসৎ উপায়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় এটাও কি আল্লাহর ইচ্ছায়???

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



৬ নং: কোকাকোলার প্রস্তুত প্রণালী আমেরিকার 'ফুড এন্ড ড্রাগ এডমিনিষ্ট্রেশনের' কাছে লিখিতভাবে আছে।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
ধন্যবাদ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৮

তারেক ফাহিম বলেছেন: ভাই ছবিটি কি ভাবি তুলল?


বরাবরের মতই সুন্দর হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: জ্বী।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: শেষ প্যারার দার্শনিক মন্তব্যটা বেশ ভালো লেগেছে।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: ওয়াও---
আমার খুব সৌভাগ্য। আপনি এসেছেন আমার পোষ্টে।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কি ধারণা আল্লাহর ইচ্ছার বাইরে কেউ কিছু করতে পারে? পারলে তার নাম সহ একটি পোস্ট দিন।

০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: অবশ্যই পোষ্ট দিব।
যদি ভুলে যাই মনে করিয়ে দিবেন দয়া করে।
আজ খুব ব্যস্ত থাকবো সারাদিন।

৯| ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশই মনে করিয়ে দেব।

০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: বনে বাদাড়ে ঘুরে বেড়ানো সেই মানুষ থেকে আজকের এই আধুনিক মানুষের মাঝে অনেক কিছুই বদল হয়েছে। বদল হয়েছে তাদের পোশাক-আশাক, চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছুই। তবে কিছু জিনিস তাদের ভিতর এখনও সেই আগের মতই রয়েছে। তারই একটা হল বন্ধুত্ব। মানুষে মানুষে যে আকর্ষণ তারই অপর নাম হলো বন্ধুত্ব। একজন যখন অন্য একজনের কাছে থাকতে পছন্দ করে, পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসে আর আনন্দে এক সাথে হাসে তখনই বোঝা যায় বন্ধুত্ব কী।

১০| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা মানুষ কে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। তিনি কত ই না মহান। আলহামদুলিল্লাহ।

০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

রাজীব নুর বলেছেন: ক্লোরোফিলের গায়ে হেলান দিয়ে শুয়েছিল যে হরিৎ-ঈশ্বর

তার শরীর থেকে হঠাৎ খসে গেছে জীবনের আলখাল্লা;

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.