নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটা গল্প

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৩



রাত দুইটা।
বই পড়ছি। সহজ সরল অতি সাধারণ একটা বই। বইয়ের নাম- 'মেম সাহেব'। বইটা আগেও দু'বার পড়েছি। মূলত প্রেমের উপন্যাস হলেও এখানে রয়েছে দেশভাগের কথা, এক রিপোর্টারের অজানা জীবনকথা। আরও অনেক কিছু আছে।

গলা শুকিয়ে গেছে। পানি খাবো।
অনেকক্ষন ধরেই তৃষ্ণা পেয়েছিল কিন্তু বই ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না। প্রবল তৃষ্ণার কারণে আমি এক সময় বই বন্ধ করতেই দেখি একটি মেয়ে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে মিষ্টি একটা গন্ধ। কিছুক্ষনের জন্য যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি এরকম সুন্দরী মেয়ে আমার জীবনে দেখিনি। মেয়েটির হাত ভরতি কাঁচের চুড়ি। মাথা ভরতি চুল। চোখে মোটা করে কাজল দেয়ার কারণে কিনা কে জানে মুখটা খুব বেশি মায়া-মায়া লাগছে। এই রকম একটা মুখের দিকে তাকিয়ে একটা জীবন পার করে দেয়া যায়।

আমার অবস্থানটা বর্ণনা করে নিই- আমি আছি পুরান ঢাকার কলতা বাজার এলাকায়। ছোট মামা আর মামী সাত দিনের জন্য মালোশিয়া গিয়েছেন বেড়াতে। আমাকে বাড়ি ঘর পাহাড়ে দিতে রেখে গিয়েছেন। বাসায় আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। তাহলে এই মেয়ে এলো কোথা থেকে? রাতে আমি হোটেল থেকে খেয়ে আসছি। যদিও মামী রান্না করে রেখে গেছেন ফ্রিজে। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করার ধৈয্য আমার নেই।

যাই হোক, আমি চিৎকার দিতে গিয়ে নিজেকে সামলে নিলাম এবং বুঝালাম- মনে হয় বই পড়তে গিয়ে ঘুমিয়ে গিয়েছি এবং ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। এই মধ্যরাত্রে মেয়েটিকে দেখে একটুও ভয় পাচ্ছি না। বরং রুপবতী মেয়েটিকে দেখে আমার ভাল'ই লাগছে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি কে? ঘরে ঢুকলে কি করে? বাইরে তো ঝড় তুফান হচ্ছে খুব। মেয়েটি দু'পা হেঁটে হাতের গ্লাসটি টেবিলের উপর রাখল। তখন বুঝতে পারলাম পায়ে তার নূপুর আছে।

আমি এক আকাশ ভালোবাসা নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। এক সময় মসজিদে ফযরের আযান হলো। মেয়েটিকে আর দেখা গেল না। তারপর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। একেবারে দুপুর পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে ভাবলাম সুন্দর একটি স্বপ্ন দেখেছি। অনেক সময় নিয়ে গোছল করলাম। গোছল করতে করতে দুই লাইন রবীন্দ্রনাথের গানও গাইলাম- ''চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে।''

দুপুরে খেতে বাইরে গেলাম না।
ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেলাম। সন্ধ্যায় কি মনে করে ঘর থেকে বের হলাম এবং একটা শাড়ি কিনে ফেললাম। মোটা পাড়। নীলের মধ্যে ছোট ছোট ফুল আঁকা। আকাশের অবস্থা ভালো না। যে কোনো সময় ঝুম ঝুম বৃষ্টি নামবে। হোটেল থেকে রাতের খাবার খেয়ে রাত ১১ টায় বাসায় ফিরলাম, ছোট এক বাটি ভ্যানিলা আইসক্রীম নিয়ে। টিভিতে একটা নাটক দেখতে দেখতে আইসক্রীমের বাটি খালি অর্ধেক করে ফেললাম। শরীর ঠান্ডা থাকলে রাতে আজে বাজে স্বপ্ন দেখব না।

আমি বই পড়ছি কিন্তু বইয়ে মন দিতে পারছি না।
গত রাতে দেখা মেয়েটি কি আজও আসবে? রাত একটা। মেয়েটি এখনও এলো না। মনটা খারাপ হয়ে গেল। এক সময় ঘুমিয়ে পড়লাম। এবং গুনগুন শব্দে ঘুম ভাঙ্গল। কে যেন গান গাইছে। তাকিয়ে দেখি মেয়েটি এসেছে। আমার দিকে তাকিয়ে মিষ্টি করে একটু হেসে দিল। আহ কি সুন্দর হাসি! আমি বললাম, কী খবর? আজ আসতে দেরী করলে যে?
ঠিক এই সময় কোথাও বাজ পড়লো। গত রাতের মতো আজও ঝুম বৃষ্টি হচ্ছে। সাথে ধমকা হাওয়া। আমি বললাম, চলো ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। ''আজ আমরা বৃষ্টি বন্দী ভালোবাসার অপরাধে!'' বৃষ্টিতে ভেজার পর ভেজা জামা নিয়ে তোমার বসে থাকতে হবে না। তোমার জন্য একটা শাড়ি কিনেছি। শাড়িটা মেয়েটা হাতে নিল। আনন্দে তার চোখ মুখ ঝকমক করছে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: প্লট টুইস্ট : পরদিন সকালে আপনার ঘাড় মটকানো মৃত দেহ পাওয়া গেল

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: হা হা হা

২| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৫

ইসিয়াক বলেছেন: একটা ভয়ঙ্কর ঘটনা বলি, গতকাল একজনের করোনা ধরা পড়েছে আমাদের যশোহর শহরে । সে আজ যশোরের বড় বাজার সহ অলি গলি ঘুরে বেড়েয়েছে। তার বক্তব্য হলো তার যেহেতু করোনা ধরা পড়েছে সে মরলে একা মরবে না সবাইকে নিয়ে মরবে। পুলিশ একটু আগে তাকে আমাদের বাসার সামনে বসা অস্থায়ী মাছ বাজার থেকে ধরে নিয়ে গেছে। মারাত্নক একটা অবস্থা।কি যে হবে!

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: হায় হায়-----

৩| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মেম সাহেব ঃঃঃঃঃঃঃঃঃঃঃএএএএএঐঐঐঐঐ

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: মেম সাহেব পড়েছেন??

৪| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৪

নেওয়াজ আলি বলেছেন: , ভালোই হয়েছে।

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: না ভালো হয় নাই।

৫| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫

গুরুভাঈ বলেছেন: পুরান ঢাকায় করোনা আক্রান্ত বেশি

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: চিন্তা কইরেন না নতুন ঢাকাও আক্রান্ত বেশি হবে।

৬| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: মেয়েটা যে অত রাতে আসে নিশ্চয় স্বপ্নে। যদিও বিবাহিত জীবনে স্বপ্নে বা বাস্তবে অন্য নারীর আসা দুঃস্বপ্নের বৈকি। বাসায় জানতে পারলে খবর আছে। হেহেহে

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: বাসায় জানতে পারবে না। সর্তক আছি।

৭| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অতিরিক্ত মসলাযুক্ত খাবার পরিহার করুন
তা হলে আজগুবী খোয়াব দেখতে হবেনা

২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: সুরভিকে বলুন।
রান্না তো সেইই করে।

৮| ২৬ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি দশম শ্রেণীতে থাকাকালীন মেম সাহেব পড়ে শেষ করে ফেলেছি । পুরোটাই একটা চিঠি । নিমাই ভট্টাচার্য সাহেব একটি চিঠি লিখেছিলেন তার দোলা বৌদিকে।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: জ্বী। ধন্যবাদ।

৯| ২৬ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেক বই দেখাযায় আপনার দুইবার পড়া।এটা পারেন কিভাবে?

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: যে কোনো বই বা সিনেমা আমি দুই বার তিন বার করে দেখি, পড়ি।

১০| ২৬ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

এম এ হানিফ বলেছেন: ভালো লিখেছেন

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১১| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৫৭

সাইন বোর্ড বলেছেন: আপনার স্বপ্নে দেখছি প্রায়ই মেয়ে মানুষ আসছে, আর এক আকাশ ভালবাসার দৃষ্টি নিয়ে তাকাচ্ছে । মাঝে মাঝে ছেলে,মেয়ে দুজনকেই আসার সুযোগ দিন, তাহলে ভাবনা ও প্রকাশে আরো বৈচিত্র আসবে ।

২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
এটা আমিও ভেবেছি।
সামনে কিছু এওরকম কিছু একটা করবো।

১২| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৩

মীর আবুল আল হাসিব বলেছেন: বুঝিনা, আপনি আর অপু তানভীর ভাই এত রোমান্টিক কি করে থাকেন?

২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: হা হা হা---

১৩| ২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

জাতির বোঝা বলেছেন: Je vais plutôt bien. Merci beaucoup.

১৪| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০০

আমি রানা বলেছেন: নতুন কোন লিখা পাচ্ছি না...

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: আগামীকাল ঠিক এই সময় নতুন পোষ্ট পাবেন।

ভালো থাকুন।

১৫| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: সুরভিকে বলুন। রান্না তো সেইই করে।
বাজারতো আপনি করেন, বেশী মসলা (গরম মসলা) কম কিনবেন
তা হলে সে বেশী মসলা দিতে পারবেনা।

গাজীসাবতো মুক্তি পাইছে, তা হলে আপনি পোস্ট দিচ্ছেন্ না কেন?
দুষ্ট লোক থেকে সর্বাদা দূরে থাকবেন। ওরা আপনাকে তাদের স্তরে
নামিয়ে আনার চেষ্টা অ্নবরত করে যাবে।

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আজ রাত থেকে পোষ্ট দেওয়া শুরু করবো।

১৬| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



টেষ্ট কমেন্ট

১৭| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


আমার কমেন্ট ক্ষমতা ফিরে এসেছে, আমি এখন থেকে পদাতিক চৌধুরী, শের শায়েরী, বিদ্রোহী ভৃগু, ইসিয়াক ও নেওয়াজ আলীর মতো কমেন্ট করবো!

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: আপনি আপনার মতোন করেই কমেন্ট করবেন।
আমি আজ রাত থেকেই পোষ্ট দেওয়া শুরু করবো।

১৮| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার পোস্ট এর জন্য অপেক্ষা করতে লাগলাম।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: রাত ১২ টায় পোষ্ট করবো।
লিখে রেখেছি অনেক আগেই।

১৯| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবের আগমন
শুভেচ্ছা স্বাগতম।
খানসাব পোস্ট দেন
ঘুচে যাক অভিমা্ন।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: কিছুক্ষনের মধ্যেই দিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.