নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আপনি একদিন অফিস থেকে বাসায় ফিরলেন।
অফিস ছুটি হওয়ার দুই ঘন্টা আগেই বাসায় ফিরলেন। কি মনে করে স্ত্রীর জন্য এক তোড়া ফুল কিনে নিলেন। বাসায় ফিরে দেখলেন আপনার স্ত্রী একজন লোকের সাথে শুয়ে আছেন। আপনি ভীষন কষ্ট পেলেন। কষ্টে আপনার চোখে পানি চলে এলো। আপনি দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে ভাবলেন। লোকটাকে খুন করতে পারলে শান্তি লাগতো। আবার ভাবলেন না থাক। দুই বছরের সংসার জীবন আপনার। স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন। স্ত্রীও আপনাকে অনেক ভালোবাসে।
২। রফিক রাতে বিছানায় গেলেই তার ঘুম আসে না।
প্রতিদিন বিছানায় শুয়ে রফিক অনেকক্ষন ফ্যানের দিকে তাকিয়ে থাকে। তার ধারনা এই ফ্যানটা একদিন ভেঙ্গে তার উপরে পড়বে এবং তার মৃত্যু হবে। বেশ ভয় করে। দিনের বেলা ভয়টা থাকে না। মিস্ত্রি ডেকে একদিন রফিক ফ্যানটা দেখায়। সব ঠিকঠাক আছে কিনা। নাটবল্টু সব ঠিক আছে কিনা। মিস্ত্রি বলল, সব ঠিক আছে। আপনি চিন্তামুক্ত হলেন। ছাপান্ন ইঞ্চি ফ্যানের অনেক ওজন। অই দিন রাতেই ফ্যানটা রফিক সাহেবের মাথায় পড়ে। রফিক মারা যায়।
৩। মোবারকের আজ খুব মেজাজ খারাপ।
অথচ মোবারক খুব ঠান্ডা মানুষ। বেশ ভদ্র মানুষ। প্রানবন্ত হাসি খুশি মানুষ। সকালে মোবারক গোছল করে রেডি হয়েছে। নাস্তা খেয়ে খেয়েছে। অফিসে যাবে। কিন্তু তার বউ বলছে আজ অফিসে যেও না। আজ আমরা সারাদিন প্রেম করবো। মোবারক বলল, প্লীজ ঘ্যান ঘ্যান করো না। আজ অফিসে যেতেই হবে। জরুরী মিটিং আছে। কিছুতেই মোবারকের স্ত্রী বুঝতে চাচ্ছে না। সে তার স্বামীর গলা ধরে রেখেছে। মোবারক কিঞ্চিত রাগ করে স্ত্রীকে হালকা ধাক্কা দেয়। ধাক্কা লেগে মোবারকের স্ত্রী ছিটকে পড়ে। মাথায় আঘাত পায়। বেশ রক্তক্ষরন হয়। এবং মারা যায়।
৪। রাত নয়টা।
শফিক তার বন্ধুর সাথে আড্ডা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলো। হঠাত সে দেখলো রাস্তায় এক লোক পড়ে আছে। তাকে কেউ খুব মেরেছে। ঠোট দিয়ে রক্ত পড়ছে। শফিকের খুব মায়া হলো। শফিক লোকটির কাছে গেলো। বলল, আপনার কি হয়েছে? লোকটি বলল, আমাকে ছিনতাইকারী ধরেছিলো। ম্যানিব্যাগ আর মোবাইল দিতে চাই নি বলে খুব মেরছে। শফিক কি করবে বুঝতে পারছে না। ঠিক এমন সময় একটা পুলিশের গাড়ি থামলো। পু্লিশ শফিকের কোনো কথাই শুনলো না। তাকে ধরে থানায় নিয়ে গেল। পরের দিন দশ হাজার টাকা দিয়ে সে থানা থেকে ছাড়া পেল।
৫। গলির মধ্যে ছেলেরা ফুটবল খেলছিলো।
প্রতিদিনই খেলে। রহিমা খালা দোকান থেকে জরুরি কিছু সদাইপাতি নিয়ে গলির মধ্যে প্রবেশ করলেন। গলির শেষ মাথায় তার বাসা। রহিমা খালা আসতে আসতে হেঁটে আসছিলেন- ঠিক তখন ফুটবল এসে তার বুকে লাগলো। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। এবং মারা গেলেন।
মানুষের প্রতিটা মুহুর্ত সাবধান থাকা উচিত। কখন কি ঘটে যায় বলা যায় না। তাই সাবধান।
০১ লা মে, ২০২০ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: দুশ্চিন্তা থেকে কেউ মুক্ত নয়। আমি, আপনি বা শেখ হাসিনা।
রাত তো ইচ্ছা করে জাগি না। ঘুম আসে না, তাই রাত জাগি।
হুম লু্ডু এবং দাবা খেলি।
ঘরের কাজ সুরভি করে। আমি করতে চাইলেও সে আমার সাহায্য চায় না।
২| ০১ লা মে, ২০২০ রাত ১২:২০
নেওয়াজ আলি বলেছেন: রফিক মোবারক এবং শফিকের মত এখন আমার দিনকাল। তবে রহিমা খালা মরে যাওয়া মেনে নেওয়া যাবে না।
০১ লা মে, ২০২০ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: সমাজে এই গুলোই ঘটছে।
৩| ০১ লা মে, ২০২০ রাত ১২:২৯
ভুয়া মফিজ বলেছেন: ১. আপনি কি 'দ্য শশাংক রিডেম্পশান' মুভিটা দেখেছেন?
২. বহুবছর ধরে মাথার উপরে ফ্যান না দেখতে দেখতে দেশে গেলে রাতে শোয়ার সময়ে ভয়ে ফ্যান ছাড়ি না আমি। বেশী ভয় লাগলে খাটও সরিয়ে ফেলি।
৩. মোবারক কি ইনক্রেডিবল হাল্ক? যার হাল্কা ধাক্কায় স্ত্রী ছিটকে পড়ে?
৪. রাতের আধারে পুলিশ এবং ইলিশ, দু'টোই ভয়ংকর।
৫. পোলাপাইনের কোন দোষ নাই, দোষ রহিমা খালার কপালের!
০১ লা মে, ২০২০ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন:
১। দেখেছি।
২। হা হা হা---
৩। হয়তো জোরেই ধাক্কা দিয়েছে, সে বুঝতে পারে নি। অথবা হালকা ধাক্কাতে বউ এর পা পিছলে গিয়েছে।
৪। পুলিশ সব সময় ভয়ংকর।
৫। আসলেই কপালের দোষ।
৪| ০১ লা মে, ২০২০ রাত ১:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
জীবনে সাবধানে চলাচল করা খুব জরুরী। তারপরও মানুষ কোথাও না কোথাও ভুল করে। আর সামান্য ভুলের কারণে অনেক বড় ধরনের মাসুল দিতে হয়। এমনকি সারা জীবনে সে মাসুল দিয়ে শেষ করতে পারে না।
সিলিং ফ্যানের ঘটনা সঠিক। বাসাবড়িতে এক-হাতি ভুত থাকে। এরা সাধারণত ১৬-২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। মানুষের মতোই দেখতে তবে একটি হাত সাভাবিক আরেকটি হাত পায়ের গোড়ালী পর্যন্ত লম্বা। এরা খুবই ভয়ঙ্কর ও দুর্ধর্ষ হয়। হাসতে হাসতে ঘুমন্ত মানুষের ঘরে ছাদে ঝুলন্ত চালু ফ্যান খুলে মাথার উপর ছেড়ে দেয়। ঘুমন্ত মানুষকে বাসার ছাদে পানির ট্যাংকরে উপর নিয়ে শুইয়ে দিয়ে আসে। - বাসার দরজা জানালা টাইট করে বন্ধ করুন। এক-হাতি ভুত খুবই বদ নচ্ছার ভুত।
০১ লা মে, ২০২০ রাত ৩:০১
রাজীব নুর বলেছেন: আমি ঠিক করেছি আমি ভয় পাবো না।
৫| ০১ লা মে, ২০২০ রাত ১:২২
নতুন বলেছেন: ১) ঘরের জানালা তো বন্ধ থাকার কথা এবং কি দরজাও ভেতর থেকে বন্ধ থাকার কথা।
আর বেল বাজালে তো দুজনকে শুয়ে থাকা দেখার কথা না।
৩) মোবারক কিঞ্চিত রাগ করে স্ত্রীকে হালকা ধাক্কা দেয়। ধাক্কা লেগে মোবারকের স্ত্রী ছিটকে পড়ে। মাথায় আঘাত পায়। বেশ রক্তক্ষরন হয়। এবং মারা যায়।
কিন্চিত রাগ করে হালকা ধাক্কায় বেশ রক্তক্ষরন ??? জোরে ধাক্কা দিলে তো বাড়ীঘর ভেঙ্গে যাইতো।
০১ লা মে, ২০২০ রাত ৩:০২
রাজীব নুর বলেছেন: আরে ভাই মাঝে মাঝে পা পিছলে যায় না।
৬| ০১ লা মে, ২০২০ রাত ১:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এত দিন পরে সব মরা খবর নিয়ে আসলেন কেনো!!
করোনায় কি আপনাকে মৃত্যু ভয় ধরিয়ে দিয়েছে?
একা একা থাকবেন না। পরীর সাথে সময় ভাগাভাগি
করুন। সুরভী ভাবীকে মসলা (গরম মসলা) কম দিয়ে
তরকারী রান্না করতে বলুন। শাক সব্জি বেশী খা্ন. র্চিংড়ি
এড়িয়ে চলুন। নামাজ পড়ুন নিয়মিত দেখবেন সব ঠিক
হযে গেছে।
০১ লা মে, ২০২০ রাত ৩:০৩
রাজীব নুর বলেছেন: ইদানিং খুব চিংড়ি ফ্রাই খাচ্ছি। আজ দুপুরেও খেয়েছি।
৭| ০১ লা মে, ২০২০ রাত ২:২২
চাঁদগাজী বলেছেন:
করোনার সময়ে একটু জীবনের গল্প বলেন।
০১ লা মে, ২০২০ রাত ৩:০৪
রাজীব নুর বলেছেন: জীবনের গল্প আসবে।
এসবও কিন্তু জীবনের গল্প।
৮| ০১ লা মে, ২০২০ রাত ৩:২৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবগুলোই খামখেয়ালী চিন্তার ফসল।তবু লেখকের কাছে অনেক দাম আছে।গল্পইতো ভাল লিখছিলেন।জীবনেরই হোক বা কল্পনারই হোক।
০১ লা মে, ২০২০ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৯| ০১ লা মে, ২০২০ সকাল ৭:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেবল আপনি সাবধানে থাকলেই হবে না অন্যকেও সাবধানে থাকতে হবে। তাহলেই বিপদ কমে আসবে।
০১ লা মে, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: হুম সবাই মি্লে মিশে সাবধানে থাকতে হবে।
১০| ০১ লা মে, ২০২০ সকাল ৯:৫৬
ইসিয়াক বলেছেন: ২ নম্বরটা আমার ভাবনার সাথে পুরোপুরি মিলে গেলো। আবার কি আশ্চর্য নামের সাথেও মিলে গেলো। আচ্ছা আমার ভাবনাগুলো আপনি কি করে ধরে ফেললেন বলুন তো? খুব জানতে ইচ্ছা করছে।
০১ লা মে, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: কাকতালীয় ব্যাপার।
১১| ০১ লা মে, ২০২০ সকাল ১০:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাসায় মধ্যরাতে পানির কল থেকে টুপ টুপ পানির শব্দ কি শোনা যায়? বাথরুমের ভুত বাথরুমেই থাকে এরা বাথরুমের বাইরে যায় না। মধ্যরাতে বাথরুমে গেলে দেখবেন দরজা আর খুলছে না, বন্ধ হয়ে গেছে ছুটির ঘন্টা সিনেমার মতো! অনেক চেষ্টা চরিত্র করে ঘেমে একাকার হওয়ার পর হঠাৎ দরজা খোলে যাবে!
আমার ধারনা আপনি ভয় পেয়ে আনন্দ পান! আমিও আপনাকে ভয় দেখাতে পেরে কিছুটা আনন্দ পাই।
০১ লা মে, ২০২০ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: ভয় কে জয় করতে হয় এটা আমি জানি।
১২| ০১ লা মে, ২০২০ সকাল ১১:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি যত ভালো গাড়ি চালান না কেন অন্য লোকে যদি ভালো না চালায় তাহলে দুর্ঘটনা হতেই পারে । সে কারণে আপনি একা গাড়ি ভালো চালালে হবেনা অন্য সবাইকে ভালো চালাতে হবে । দেখা গেছে আপনার কোন দোষ নাই অথচ অন্য লোকের কারণে দুর্ঘটনা ঘটে গেছে । এ রকমটাই হয় বেশি বেশি।
তাই ভালো হতে হবে সবাইকে। কেউ খারাপ থাকলে হবে না।
০১ লা মে, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: সমাজ তো ভালো খারাপ মিলিয়েই।
১৩| ০১ লা মে, ২০২০ সকাল ১১:৫৬
সাইন বোর্ড বলেছেন: সব কথার শেষ কথা, সাবধানে অবশ্যই থাকতে হবে । তবে ১ নং এ সাবধানে থেকেও কোন কাজ হবেনা, স্বামী বেচারাকে কোলকাতা হারবালে নিয়ে গেলে কিছুটা সুফল পাওয়া যেতে পারে ।
০১ লা মে, ২০২০ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: হারবাল সমস্যা না। মানসিকতার সমস্যা।
১৪| ০১ লা মে, ২০২০ দুপুর ১২:৩৫
ক্ষুদ্র খাদেম বলেছেন:
"সাবধানের মার নেই"
০১ লা মে, ২০২০ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: হুম।
১৫| ০১ লা মে, ২০২০ বিকাল ৫:০৪
সাদা মনের মানুষ বলেছেন: রাত্রী যতোই দীর্ঘ হোক, এর শেষ আছে। ভোরেই পুবের আকাশে উদিত হবে নতুন সূর্য। কবির ভাষায় বললে বলতে হয়
"মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে"।
০১ লা মে, ২০২০ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: এটা গরীবদের জন্য নয়।
১৬| ০১ লা মে, ২০২০ বিকাল ৫:০৫
সাদা মনের মানুষ বলেছেন: দুঃখিত ভাই আমার করা দুটি মন্তব্যই মুছে দিবেন। রং নাম্বারে ডায়াল হয়ে গেছে
০১ লা মে, ২০২০ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: না থাক।
মন্তব্যটা আমার পছন্দ হয়েছে।
১৭| ০১ লা মে, ২০২০ রাত ৮:০৩
রাশিয়া বলেছেন: চাঁদগাজী নামের নামের অসভ্য শুয়োরটা ব্লগের সুস্থ সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে রিপোর্ট করুন।
https://www.somewhereinblog.net/blog/polatokmurg/30297304
০১ লা মে, ২০২০ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত নই।
ভালো থাকুন।
১৮| ০১ লা মে, ২০২০ রাত ১১:২৭
কানিজ রিনা বলেছেন: আমি সুরোভীকে বলছি যদি বাপের বাড়ি
থেকে এসে জানতে পারেন রাজীব বাসায়
অন্য নারী ডেকে এনেছিল তাহলে বিছানার
জাজীম তোশক বালিশ কাঁথা সবই বেলকনী
দিয়ে নীচে ফেলে দিন। আর রাজীবকে
পনের দিন কুয়ারিনটিনে রাখুন।
আমিতো প্রায়ই এরকম বালিশ সহ বিছানার
সবই ফেলে দিয়েছি। যদিও এখন করোনা
কিন্তু আমি এমনি এমনি কোয়ারিনে রেখেছি
১৫/২০/৩০ আরও বেশী। ধন্যবাদ সব গুলই
ভাললেগেছে।
০১ লা মে, ২০২০ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৯| ০২ রা মে, ২০২০ রাত ১২:০৫
কানিজ রিনা বলেছেন: ভেবেছিলাম আপনি একটু হলেও হাসবেন।
আসলে আপনি দুঃচিন্তায় আছেন তাই
হাসানোর মত কমেন্ট করলাম।
০২ রা মে, ২০২০ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: মানুষের চিন্তা ভাবনার শেষ আছে?
আমার সহজে হাসি পায় না। এমন কি কমেডি মুভি দেখলেও হাসি পায় না। মনে হয় আমার সমস্যা আছে।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২০ রাত ১২:০৭
সোহানী বলেছেন: রাজিব ভাই, দু:শ্চিন্তা কম করেন, রাত জাগা বন্ধ করেন আর দিনের ঘুম বন্ধ করেন। ভাবীকে ঘরের কাজে সাহায্য করেন, মেয়ের সাথে সাপ লুডু খেলেন। (জানি আপনি জমিদার মানুষ, ঘরের কাজে হাত লাগানো অপমান মনে করেন। কিন্তু একবার হাত লাগিয়ে দেখুন সুরভী ভাবী কেমন খুশি হয় !!)