নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঝুমঝুম বৃষ্টি নেমেছে আজ

০১ লা মে, ২০২০ দুপুর ২:০৪



আকাশ ভরা মেঘ দেখলে তার বড্ড আনন্দ হয়
ঝুমঝুম বৃষ্টি যেন তাকে সম্মোহিত করে তোলে
শেষরাত থেকেই আকাশ কালো হয়ে আছে বেশ
ব্রডগেজ ট্রেনের সাথে পাল্লা দিয়ে ঝুম বৃষ্টি নেমেছে
এবার বেশ বন্যা হবে, তবে নদী গুলো প্রান পাবে
রেলস্টেশনটা বড্ড ফাঁকা বৃষ্টির দিন বলেই হয়তো
তার কোনো বন্ধু নেই, তাই সে জেনেছে এতদিন
পৃথিবীর প্রতিটা বৃক্ষ, কীটপতঙ্গ, নদী, পাখি আর
ফুল তার বন্ধু। খুব ভালো বন্ধু। প্রানের বন্ধু
কিন্তু এরা কি তা টের পায়? হয়তো পায়!

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ দুপুর ২:১৫

সোনালি কাবিন বলেছেন: আপনি বৃস্টি দেখেছেন, বৃস্টির ছবি এঁকেছেন.....

০১ লা মে, ২০২০ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: তা ঠিক।
যখন লিখলাম ছ্যান ছ্যান করে বিষটি পড়েই যাচ্ছিল। তখনই লিখলাম।

২| ০১ লা মে, ২০২০ দুপুর ২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের এখানে প্রতি দিন বিকাল হলেই বৃষ্টি শুরু হয়ে যায় ।
এটাই এখনকার প্রতি দিনের ঘটনা।

০১ লা মে, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: মালোশিয়া খুব বৃষ্টি হয় জানি। এই জন্যই তো রাস্তায় ধুলো ময়লা অনেক কম। বলা যায় পরিস্কার পরি্চছন্ন।

৩| ০১ লা মে, ২০২০ দুপুর ২:৪৩

গুরুভাঈ বলেছেন: বন্যার পানিতে করোনা ভাইরাস যাওয়ার সম্ভাবনা আছে নাকি?

০১ লা মে, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: না। একটুও না।

৪| ০১ লা মে, ২০২০ বিকাল ৩:০৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ ফিরছে গ্রাম থেকে?

০১ লা মে, ২০২০ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: লুকিয়ে চুকিয়ে কিছু মানুষ ফিরছেই।

৫| ০১ লা মে, ২০২০ বিকাল ৩:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব এ্টা কি ডিজিটাল কাব্য !!!
কথাগুলো বেশ
শেষ হয়েও হইলোনা শেষ
রয়ে গেল রেশ!!

০১ লা মে, ২০২০ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি তো আমাকে প্রতিভা শূন্য মানুষ বলে মনে করেন।

৬| ০১ লা মে, ২০২০ বিকাল ৩:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: মালোশিয়া খুব বৃষ্টি হয় জানি। এই জন্যই তো রাস্তায় ধুলো ময়লা অনেক কম। বলা যায় পরিস্কার পরি্চছন্ন।

এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা প্রতি দিন সকালে বের হন রাস্তাঘাট পরিষ্কার করার জন্য । এমনকি ধুলোবালি পর্যন্ত সংগ্রহ করে পলিথিনে ভরে নিয়ে যাযন। এ কারণে রাস্তাঘাটে ময়লা-আবর্জনা দেখা যায় না। বৃষ্টি হয় , বৃষ্টির কারণে যে পরিষ্কার বিষয়টা কারো নয় ‌ । আরেকটি ব্যাপার। সকাল বেলা যারা রাস্তাঘাট পরিষ্কার করেন তাদের বেশিরভাগই বলতে গেলে বাংলাদেশী নাগরিক।

বাংলাদেশের পৌরসভা ও সিটি কর্পোরেশন গুলিতে পরিছন্নতা বিভাগ আছে । পরিচ্ছন্নতাকর্মী আছেন। কিন্তু তারা কেউই কাজ করেন না । অনেকে আবার দিনের বেলা ঝাড়ু দিয়ে পথচারীদের ময়লা করে ফেলেন। আফসোস।

০১ লা মে, ২০২০ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের লোকজন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন না। এই জন্য দেশ পিছিয়ে আছে।

৭| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনি তো আমাকে প্রতিভা শূন্য মানুষ বলে মনে করেন।

কে বলে আপনার প্রতিভা নাই!! আপনি সুরভীর মতো একটা লক্ষ্মী বউয়ের স্বাম, পরী নামের
ডানা কাটা পরীর গর্বিত পিতা, তার পরেও আর একটা বিয়ের খায়েশ মনে !! প্রতিভার উপর প্রতিভা !!

০১ লা মে, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: মুসলমানদের ৩/৪ টা বিয়ে যায়েজ আছে।
যেহেতু আমি জন্মসুত্রে মুসলমান। হে হে---

৮| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

ইসিয়াক বলেছেন: মোটামুটি।

০১ লা মে, ২০২০ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: মোটামোটি না। আসলে কিছুই হয় নাই। আপনারা আমাকে করুনা করে বা ভালোবেসে দুই চারটা ভালো কথা বলেন। এটা আমার কপাল। ধন্যবাদ আপনাদের।

৯| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫০

নেওয়াজ আলি বলেছেন: আয় বৃষ্টি ঝেপে ধান দিবো মেপে

০১ লা মে, ২০২০ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: ওকে।

১০| ০২ রা মে, ২০২০ রাত ১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: মুসলমানদের ৩/৪ টা বিয়ে যায়েজ আছে।

বাসায় জানে ?

০২ রা মে, ২০২০ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: বাসায় জানে না।
জানানো যায়?

১১| ০২ রা মে, ২০২০ সকাল ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে। কবিগুরু প্রথম গদ্যকবিতা লিখেছিলেন। সেদিক থেকে ভায়ের প্রচেষ্টা অব্যাহত থাকুক।
ছবিটি কোথাকার? খুব সুন্দর।

নুরু ভায়ের সঙ্গে যেটা চলছে তা যেন আর না বাড়ে। বাড়লে খবর আছে। দোজখ হাতে চলে আসবে। হেহেহে

০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১২| ০২ রা মে, ২০২০ দুপুর ১২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদাতিক ভাই
খানসাবের বিয়ের বাতিক উঠছে!!
তবে এ বউ তার জন্য নয় এটা সুরভী ভাবীকে
কাজে সাহায্য করার জন্য।
বড়ই দয়াবান
আমাদের খান!!

০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মুরুব্বী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.