নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বালিশে মাথা রাখা মাত্র ঘুমিয়ে পড়ার সৌভাগ্য আমার না। আমাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়।
২। আমাদের নবীজি (স.) মাছের গন্ধ সহ্য করতে পারতেন না। তিনি কখনো মাছ খান নি। একবার ইয়েমেনে তাকে মাছ খেতে দেয়া হয়েছিল। দুর্গন্ধ বলে তিনি সরিয়ে রেখেছিলেন।
৩। আইনস্টাইন-কে প্রশ্ন করা হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন হতে পারে?
তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্ব যুদ্ধ কেমন হবে তা বলতে পারি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ লাঠি দিয়ে হবে!
৪। পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে,তার মধ্যে মানুষই সবচেয়ে বেশি নিষ্ঠুর।
৫। ব্রেনলেসরাই জগতে সুখী।
৬। পুরুষ অত্যন্ত স্বার্থপর। তারা ভুলে যায় যে নারীরও ব্যক্তিত্ব বলে একটা জিনিস আছে। তারা সব সময় নারীর উপর অধিকার এবং প্রভুত্বে দাবী ঘটায়। পান থেকে চুন খসালেই তার মনে অহেতুক ক্ষোভের সঞ্চার হয়। নারী যে দাসী নয়- জীবনসঙ্গিনী এটা মনে রাখা প্রত্যেক পুরুষের কর্তব্য।
৭। একজনের লেখা পড়া মানে তার সাথে একটু সময় কাটানো।এই সুযোগটি হাত ছাড়া করা ঠিক না।
০১ লা মে, ২০২০ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
২| ০১ লা মে, ২০২০ রাত ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনাদের গ্রামের বাড়ীতে যায়গা জমি এখনো আছে?
০১ লা মে, ২০২০ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: কোনো জায়গা জমি নাই। শুধু বসতভিটা আছে। তাও বসত ভিটা আমাদের ভাগেরটা নাই। এখন চাচার দখলে।
৩| ০২ রা মে, ২০২০ রাত ১২:০৮
ভুয়া মফিজ বলেছেন: আপনি তো মনে হচ্ছে নিশাচর প্রাণী! রাত্রীকালীন কোন একটা পেশার সাথে জড়িত হয়ে যান।
০২ রা মে, ২০২০ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: রাত অন্য রকম। একা একাজেগে থাকার মধ্যে আনন্দ আছে।
৪| ০২ রা মে, ২০২০ রাত ১:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করোনা আমার অভ্যাসও বদলে দিয়েছে
অফিস নাই তাই কাজ নাই
এখন রাত জাগি দিনে ঘুমাই।
০২ রা মে, ২০২০ রাত ১:২৭
রাজীব নুর বলেছেন: মুরুব্বী বয়স হয়েছে। নিয়ম মেনে চলাই উচিত। তা না হলে শরীর খারাপ করবে যে।
৫| ০২ রা মে, ২০২০ রাত ৩:৩৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছুই লিখতে পারলামনা বলে দুঃখিত!
০২ রা মে, ২০২০ রাত ৩:৫১
রাজীব নুর বলেছেন: ওকে।
৬| ০২ রা মে, ২০২০ রাত ৩:৪১
নেওয়াজ আলি বলেছেন: এই সময় রাস্তায় কিছু পাওয়া যাওয়ার কথা না
০২ রা মে, ২০২০ রাত ৩:৫১
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৭| ০২ রা মে, ২০২০ সকাল ১০:১৯
ইসিয়াক বলেছেন: পড়লাম
০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৮| ০২ রা মে, ২০২০ দুপুর ১২:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মুরুব্বী বয়স হয়েছে। নিয়ম মেনে চলাই উচিত। তা না হলে শরীর খারাপ করবে যে।
শরীরের নাম মহাশয়
যা সহাবেন তাই সয়!
০২ রা মে, ২০২০ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: এটা ভুল কথা।
৯| ০৩ রা মে, ২০২০ রাত ৯:৫৮
সাকলায়েন শামিম বলেছেন: ২নং এর,মানে ইয়েমেনের এই ঘটনার বিস্তারিত তথ্য কোথায় পাবো বা লিংক যাচ্ছি। দয়া করে দিন।
০৩ রা মে, ২০২০ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: এই তথ্য পেতে হলে আপনাকে হাদীস পতে হবে।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২০ রাত ১১:০৯
শের শায়রী বলেছেন: সময় কাটিয়ে গেলাম রাজীব ভাই