নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৪৬

০৩ রা মে, ২০২০ রাত ১২:৫৮



১। মানুষের অর্থনৈতিক অবস্থার সাথে তার চিন্তা করার ক্ষমতার সম্পর্ক আছে।

২। যে শ্রমিক মৃত্যুর ঝুঁকি নিয়ে আকাশ ছোঁয়া ভবন বানায়, রাতে এসে সে বস্তিতে ঘুমায়।

৩। যে ব্যক্তি নিজের চেয়ে ছোট পদের ব্যক্তিদের সাথে ভালো আচরণ করেন না, তিনি কখোনোই একজন ভালোমানুষ হিসাবে গণ্য হতে পারেন না।

৪। প্রতিটা পুরুষ বিবাহের পর বলে এটা জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু মুখে তারা যত যাই বলুক ভিতরে ভিতরে তারা ভীষন সুখি থাকে।

৫। পৃথিবীতে একটা জিনিসের কোন অভাব নেই। সেটা হল মানুষের দুঃখ-কষ্ট।

৬। ধাঁধা-
অতি ক্ষুদ্র জিনিসটা, বহন করে মানুষটা।
উত্তর কি হবে?

৭। এক বাসায় গিয়েছি। তারা আমাকে দেখে খুব খুশি।
সাথে সাথে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করলো। কাটলো। কাটার পর হুলুদ-টলুদ মেখে ভাজতে শুরু করলো।
আমি বললাম, মাছ ধুয়ে নিলেন না?
তিনি বললেন- ইলিশ মাছ ধুলে গন্ধ চলে যায়। ইলিশ মাছের গন্ধটাই আসল।
আধোয়া ইলিশ মাছ ভাজা খেতে মন্দ নয়।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২০ রাত ১:১০

নতুন বলেছেন: ঠিকই তো ইলিশ মাছতো পানিতেই থাকে, সব সময় গোসলের উপরেই থাকে।

০৩ রা মে, ২০২০ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: হা হা হা---

২| ০৩ রা মে, ২০২০ রাত ১:১১

ব্লগার_প্রান্ত বলেছেন: ৬) জুতা?
আপনার প্রিয় মাছ কোনটি?

০৩ রা মে, ২০২০ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: ইলিশের ডিম ভালো লাগে।
রান্না ভালো হলে যে কোনো মাছই প্রিয়। তবে দেশী মাছ আরাম করে খাই। চাষের মাছটাছ ভালো লাগে না।

৩| ০৩ রা মে, ২০২০ রাত ১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১। সঠিক ভাবনা।
৬। জুতা হওটা সবার ধারণা আমি বলি অহংকার !!
ব্লগ এখন অগ্নিগর্ভ সাবধানে বিচরণ করুন।

০৩ রা মে, ২০২০ রাত ১:৪১

রাজীব নুর বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন: ব্লগ এখন অগ্নিগর্ভ সাবধানে বিচরণ করুন।


আমি কিছু দিনের জন্য ব্লগ থেকে বিদায় নেবো? সব ঠান্ডা হলে আবার আসবো?

৪| ০৩ রা মে, ২০২০ রাত ১:৩৮

নেওয়াজ আলি বলেছেন: ছবির এইটা কি ফুল রাজিব ভাই।

০৩ রা মে, ২০২০ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: কৃষ্ণচূড়া।

৫| ০৩ রা মে, ২০২০ রাত ১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমি কিছু দিনের জন্য ব্লগ থেকে বিদায় নেবো? সব ঠান্ডা হলে আবার আসবো?

মাথা ব্যাথার কারনে মাথাটাই কেটে ফেলতে হবে দেখছি!!

০৩ রা মে, ২০২০ রাত ২:০৬

রাজীব নুর বলেছেন: আমি মুরুব্বী ঝামেলা সহ্য করতে পারি না। ঝামেলা সমাধানে কোনো ভূমিকাও রাখতে পারি না।

৬| ০৩ রা মে, ২০২০ রাত ১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার প্রিয় মাছের ডিম হচ্ছে পুঁটি মাছের ডিম। এখন পুঁটি মাছ নেই তাই ডিমও নেই। ইলিশ ও শিং মাছের ডিম এগুলো মাছের ডিমের জগতে রাজা ও রাণী।

০৩ রা মে, ২০২০ রাত ২:০৮

রাজীব নুর বলেছেন: পুটি মাছের ডিম হয় নাকি?
সেদিন সকালে বাজারে গিয়ে দেখি বেশ বড় বড় পুটি মাছ বিক্রি করছে। ৫ শ' টাকা করে কেজি। এক কেজি নিলাম। কড়া করে ভেজে খাই। আজকাল তো দেশী শিং পাওয়াই যায় না।

৭| ০৩ রা মে, ২০২০ রাত ২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্যায়ের প্রতিবাদ করতে না পারুন
অন্তত নিন্দা জানান মনে মনে হলেও।
কারণ এটা ঈমানের সর্ব নিম্ন পর্যায়ের
ঈমানী দ্বায়িত্ব। যারা মিথ্যা ও সন্ধেহের
বশে অপরের চরিত্র হনন করে বা কালিমা
লেপন করে তাদের জন্য রয়েছে আল্লাহর
কাছ থেকে কঠিন শাস্তির হুমকি।

০৩ রা মে, ২০২০ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: দুষ্ট লোক থাকবেই।
আমাকে তো ফেসবুক ইনবক্সে সাবধান বানী দিচ্ছে।

৮| ০৩ রা মে, ২০২০ রাত ৩:১৬

শুভ্রনীল শুভ্রা বলেছেন: ৪ নম্বরটা জানতে পেরে ভালো লাগলো। এখন থেকে বরকে তাহলে ডায়লগটা দেয়া যাবে। :)

০৩ রা মে, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৯| ০৩ রা মে, ২০২০ রাত ৩:৩৮

মোবারক বলেছেন: শিক্ষণীয় , ধন্যবাদ ভাই।

০৩ রা মে, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১০| ০৩ রা মে, ২০২০ ভোর ৪:১৯

কূপমণ্ডূক বলেছেন: আপনার লেখা আমার ভালোই লাগে, অনেক লেখা পড়েছি। একটা গাছাড়া কেয়ারলেস টোন আছে।

০৩ রা মে, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

১১| ০৩ রা মে, ২০২০ ভোর ৪:৩২

চাঙ্কু বলেছেন: ইলিশ মাছ না ধুয়ে রান্না করে কেমনে? :|| এই গন্ধের জন্য আমার মাছ রান্না করতে ইচ্ছা করে না!

০৩ রা মে, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: কত রকমের মানুষ যে দুনিয়াতে আছে!!!

১২| ০৩ রা মে, ২০২০ ভোর ৫:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,অর্থনৈতিক এবস্থার সাথে শ্রেনী চরিত্রের সম্পর্ক আছে।গরিব,বড়লোক,মধ্যবিত্ত শ্রেনী ইত্যাদি।

০৩ রা মে, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: নুরুল ইসলাম ভাই ধন্যবাদ।

১৩| ০৩ রা মে, ২০২০ সকাল ১১:৩০

ভুয়া মফিজ বলেছেন: ৬. করোনা ভাইরাস!! :)

০৩ রা মে, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: হে হে হে---

১৪| ০৩ রা মে, ২০২০ দুপুর ১২:৪১

সাইন বোর্ড বলেছেন: নজরুল বলতে পেরেছিল, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়েছ খৃষ্টের সম্মান ।

রবীন্দ্র বিশ্ব কবি হওয়া সত্তেও এভাবে ভাবতে পারেনি, কারণ দারিদ্রকে সে কখনো অনুভব করেনি ।

ইলিশ মাছ না ধুয়ে রান্না করেছিল, এটা বিশ্বাসযোগ্য না । কারণ আইশ ছাড়াতে গেলে ধুতে হবেই, তবে আইশসহ যদি রান্না করে তাহলে সেটা ভিন্ন কথা ।

০৩ রা মে, ২০২০ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: একদিন তাদের বাসায় আপনাকে নিয়ে যাবো। ইলিশ মাছ খাওয়াবো।

১৫| ০৩ রা মে, ২০২০ বিকাল ৫:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইলিশ মাছ কাটার আগে ভালো মতো করে ধুয়ে নিতে হয়।
কাটার পরে হলুদ মাখিয়ে রান্না করলে গন্ধ থাকেনা।
আমাদের মাকে দেখতাম মাছ কাটার আগে ভালো
করে ধুয়ে তার পর মাছ কাটতে।

০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: মাছ কাটার পর আবার ধুয়ে নিতেন। অবশ্যই ধুয়ে নিতেন।

১৬| ০৩ রা মে, ২০২০ রাত ৮:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার আত্মীয়ের বাসায় একদিন নিয়ে যাবেন।
ইলিশমাছ ভাজা খাবো !!

০৩ রা মে, ২০২০ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: আমার আত্মীয় না।
আমার ক্লাশমেট ছিলো মেয়েটা। ওর মা ইলীশ রান্না কুরছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.