নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
অনেকদিন ব্লগে ছবি ব্লগ দেই না।
বাইরে যাওয়া হয় না, ছবিও তোলা হয় না। ছবি ব্লগ পোষ্টও দিতে পারি না। তাই আজ ঠিক করলাম আমার তোলা পুরোন ছবি দিয়েই আজ ছবি ব্লগ পোষ্ট দিবো। ছবি গুলো খুজে বের করতেও আমার বেশ সময় লেগেছে। কারন ছবি গুলো আমার যে ল্যাপটপে সেই ল্যাপটপ নষ্ট। আর এখন যে ল্যাপটপ চালাই সেটা তো কোনো ছবি নেই। যাই হোক, ছবি গুলো দেখুন। গত দশ বছরে বিভিন্ন সময়ে কোনো রকম কারন ছাড়াই ছবি গুলো তুলেছি। এদিকে যদিও দেশের পরিস্থিতি ভালো না। বাংলাদেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৯,৪৫৫ জন। এবং মোট মৃত্যু ১৭৭ জন। অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কে বাচি, কে মরি বলা যায় না। সামনের দিন গুলোতে কি হবে, না হবে কিছুই জানি না। চিন্তা করতে গেলেও ভয় লাগে। আচ্ছা, রাজাকার গোলাম আযমের নাকি একটা বই আছে ''আমার বাংলাদেশ'' নামে। বইটি আমার পড়া হয়নি। যিনি বাংলাদেশ চাননি, যিনি বাংলাদেশের কখনও ভালো চাননি, তার বাংলাদেশ কেমন হবে সহজেই অনুমান করা যায়। কেউ কি বইটি পড়েছেন?
১।
সবুজ আমার ভালো লাগে। পুরো বাংলাদেশটা সবুজ হলে খুব ভালো হতো। প্রচুর গাছ লাগাতে হবে। প্রচুর।
২।
বান্দারবান। অনেক পুরোনো ছবি।
৩।
এই ছবিটি তুলেছিলাম সিলেট থেকে।
৪।
পতেঙ্গা।
৫।
শরতের আকাশ। শরতের আবহাওয়া অতি মনোমুগ্ধকর।
৬।
ফু্ল মানুষের মনকে আনন্দ দেয়। কিন্তু ক্ষুধার্থ পেটে ফুল ভালো লাগে না। এমন কি ফুলের গন্ধও।
৭।
কাশফুল। শরতকালের ফুল। অনেক দেশেই কাশফুল হয়। কিন্তু বাংলাদেশের কাশফুল সবচেয়ে সুন্দর।
৮।
এই বাচ্চাটা এখন ক্লাশ ফাইভে পড়ে। বাচ্চাটার বড় চাচা বছরের ছয় মাস পাগল থাকে।
৯।
একবার একটা মেয়েকে অনেক গুলো কাচের চুড়ি কিনে দিয়েছিলাম। মেয়েটা গ্রাম থেকে এসেছিলো। খুব মায়া ভরা মুখ ছিলো।
১০।
নিজের ছায়া। মাঝে মাঝে নিজের ছায়াকেও ভয় লাগে।
১১।
কাকটা উড়তে পারছিলো না। মনে হয় অসুস্থ।
০৩ রা মে, ২০২০ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: এখানে আমার তোলা কিছু ছবি আছে। সময় পেলে দেখবেন।
২| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:২৪
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো আপনার ছবি ব্লগ।
০৩ রা মে, ২০২০ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
চাঙ্কু বলেছেন: প্রথম ছবিটার সবুজ দেখে মন সজীব হয়ে যায়! সেইরাম!
০৩ রা মে, ২০২০ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: সবুজ রঙ মানুষকে আনন্দ দেয়। শান্তি দেয়।
৪| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
মানুষ শহরে ফিরে আসছেন?
০৩ রা মে, ২০২০ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: লক ডাউন মানূষের কাছে অসহ্য লাগতে শুরু করেছে।
বিশেষ করে যাদের ঘরে খাবার নেই তারা পাগল হয়ে গেছেন।
৫| ০৩ রা মে, ২০২০ রাত ৮:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছবিগুলো সুন্দর ।
তবে আপনি যে বইটির কথা বলেছেন সেই বইটি আমি পড়তে চাই না।
০৩ রা মে, ২০২০ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: না না পড়ার দরকার আছে।
হারামজাদা কি লিখেছে তা জানার দরকার আছে।
৬| ০৩ রা মে, ২০২০ রাত ৮:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব সব কিছুর উর্ধ্বে এখন করোনা!!
চলতি মে মাসের মধ্যেই দেশে নভেল করোনা ভাইরাসে অন্তত
১০০০ মানুষের মৃত্যু হবে বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব,
রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আজ রবিবার (৩ মে) সচিবালয়ে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে শিল্প ও
ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ তথ্য জানানো হয়।
আইইডিসিআর জানায়, আগামী ৩১ মে পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের
সংখ্যা ৪৮ থেকে ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। একইসঙ্গে কোভিড আক্রান্ত হয়ে
১ হাজার মানুষের মৃত্যু হতে পারে।
উদ্বেগের বিষয় তাই না?
০৩ রা মে, ২০২০ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: খুব উদ্যোগের বিষয়। বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তিত। সমাধানের পথ খুজছি।
৭| ০৩ রা মে, ২০২০ রাত ১০:০৩
গুরুভাঈ বলেছেন: সব ছবির গল্প আছে
০৩ রা মে, ২০২০ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: গল্প আছে।
পুরোনো ছবি গুলো দেখলেই গল্প গুলো সব মনে পরে যায়। এমনিতে কিন্তু মনে পড়ে না।
৮| ০৩ রা মে, ২০২০ রাত ১০:১৭
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর
০৩ রা মে, ২০২০ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: কে আমি?
৯| ০৩ রা মে, ২০২০ রাত ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো খুব সুন্দর। বিশেষ করে সবুজ ধান ক্ষেতের ছবিটা চোখ জুড়িয়ে দেয়।
কাশফুলের ছবিটা কোথায় তুলেছিলেন? আর ২ নম্বরেরটা বান্দরবানের ঠিক কোথায় তুলেছিলেন?
বাচ্চাটার বড় চাচা না হয় বছরের ছয় মাস পাগল থাকে বুঝলাম, কিন্তু তার বাবা কী করেন?
সুন্দর ছবি ব্লগে প্লাস + রেখে গেলাম।
০৩ রা মে, ২০২০ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: কাশফুলের ছবিটা আফতাব নগর থেকে তুলেছিলাম।
বান্দরবানের ছবিটা মেঘালয় স্পট থেকে।
৫১ বর্তি পরিবারের ছেলে বাচ্চা টা। ওর বড় চাচা পাগল থাকে বছরের ৬ মাস। বাচ্চার বাপ ব্যবসা করে। গাড়ির ব্যবসা।
আমাকে তুমি করে বলবেন। প্লীজ।
১০| ০৩ রা মে, ২০২০ রাত ১০:৪৫
শোভন শামস বলেছেন: ভালো লাগলো আপনার ছবি , ছবিগুলো সুন্দর
০৩ রা মে, ২০২০ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
১১| ০৪ ঠা মে, ২০২০ রাত ১২:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: ২, ৬ ,৮ ও ৯ সবচেয়ে বেশী ভালো লেগেছে।
০৪ ঠা মে, ২০২০ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাই। অনেক শুকরিয়া।
১২| ০৪ ঠা মে, ২০২০ রাত ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৪ ঠা মে, ২০২০ রাত ১:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ০৪ ঠা মে, ২০২০ ভোর ৪:১৩
রিদওয়ান হাসান বলেছেন: প্রত্যেকটা ছবিই মনখেকো।
০৪ ঠা মে, ২০২০ ভোর ৪:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ০৪ ঠা মে, ২০২০ সকাল ৮:২১
মীর আবুল আল হাসিব বলেছেন: দারুন সব ছবি......
আপনার ক্যামেরার কনফিগারেশনটা দেওয়া যাবে???
০৪ ঠা মে, ২০২০ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: নাইকন ৩৩০০ মডেল।
১৫| ২১ শে মে, ২০২০ সকাল ১১:২৮
ফাহমিদা বারী বলেছেন: বাহ! ছবিব্লগ দেখলে মন ভালো হয়ে যায়।
ইউকে থাকাকালীন সময়ে তোলা কিছু চমৎকার ছবি আমার কাছেও আছে। ভাবছি একটা ছবিব্লগ বানিয়ে ফেলবো।
২১ শে মে, ২০২০ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: অবশ্যই অবশ্যই।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:২২
সোহানী বলেছেন: আপনার ছবিতোলার হাত কিন্তু অসাধারন। অনেক ভালোলাগা...........