নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটি অতি সাধারন ছবি ব্লগ

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১২



আমাদের দেশে বর্তমান করোনা পরিস্থিতি-
সরকারী হিসাব অনুযায়ী এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮২ জন। এবং মোট করোনাতে আক্রান্ত ১০,১৪৩ জন। আমি সবাইকে একটা কথাই বলবো, যত বেশি সম্ভব ঘরে থাকুন। আপনার কাজ এখন এই একটাই। বাকি কাজটা করবে আমাদের জলবায়ু, মূলত আমাদের আর্দ্রতা ও তাপমাত্রা।
এক যুবক এক সন্ন্যাসীর কাছে গিয়ে বলল- "বাবা, আপনার কাছে আমার তিনটি প্রশ্ন আছে। অনুমতি দেন তো করে ফেলি?"
সন্ন্যাসী সম্মতি সূচক মাথা নাড়লেন। এবং যুবকটি একে একে তার তিনটি প্রশ্ন পেশ করল।
১) একদিন যখন মরে যেতেই হবে, তখন সবাই চিরকাল বাঁচতে চায় কেন?
২) অর্থ ও সম্পত্তি মানুষ সঙ্গে নিয়ে যেতে পারে না, তাও সে গুলোকে কেন নিজের জীবন দিয়ে রক্ষা করে?
৩) মানুষ মানুষকে না ভালবেসে উল্টে শত্রুতা করে কেন?
সন্ন্যাসী মন দিয়ে তিনটি প্রশ্ন শুনলেন। তারপর তিনি দেশলাই বাক্স থেকে তিনটি কাঠি বার করলেন। দুটি কাঠি মাটিতে ছুড়ে ফেলে দিলেন ও তৃতীয় কাঠিটি লম্বালম্বি অর্দ্ধেক করলেন। একটি অংশ নিয়ে উপরের কালো বারুদটা ফেলে দিলেন ও নিচের দিকটা নখ দিয়ে খুঁটে আরো সূচালো করে নিলেন। তারপর সেই সরু কাঠিটা দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বললেন, "আমি জানি না।"


১।
আরিশ। আমার ছোট ভাইয়ের ছেলে। আরিশ সাহেব বিরাট বদ। সে সারাক্ষন দুষ্টমি করতেই থাকে। প্রতিদিন বিকেলে সে তার মায়ের কাছে পড়তে বসে মাইর খায়। কারন গত একমাস ধরে সে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কয়টি শিখতে পারে নি।

২।
আজ কিছু কেনাকাটা করার জন্য বাজারে গিয়েছিলাম। ঘর সংসার করা বিরাট দিকদারি। একটা সংসারে কত কিছু যে লাগে! তবে মাশাল্লাহ বাজারে কোনো জিনিসের ভাব নেই। বেশ লোকজন আছে।

৩।
সুরভি করলা গাছ লাগিয়েছে। অতি অল্প সময়ে বেশ কিছু করলা ধরেছে। পুইশাকও বেশ দ্রুত হয়। তিনবার খেয়ে ফেলেছি। যদি একটু জায়গা থাকতো আমার মনে হয় সবজি বাজার থেকে কিনতে হতো না।

৪।
পরী বেশ আছে। লেখাপড়া করছে। সে নতুন একটা খেলা আবিস্কার করেছে। ঘর ঘর খেলা। সে তার পড়া শেষ করে অস্থায়ী ঘর বানায়। পরীকে ঘর বানাতে সাহায্য করে আরিশ। সেই ঘরে মাঝে মাঝে আমি মেহমান সেজে যাই। আমাকে চকলেট খেতে দেওয়া হয়।

৫।
রিকশাওয়ালা যাত্রী পায় না। তাই রিকশায় করে কলা বিক্রি করছে। ছবিটা আজই তুলেছি বাজারে যাওয়ার সময়। রিকশাওয়ালার মাথায় বুদ্ধি আছে।

৬।
এই আম টা আমাদের পাশের বাসায়। ছাদে গেলেই আমটার দিকে আমি চেয়ে থাকি। মনে হচ্ছে আমটা পেকে গেলে খেতে বেশ লাগবে। ইচ্ছা আছে আমটা আমি চুরী করবো। আমারও একটা আম গাছ আছে। দুঃখজনক ব্যাপার হলো- এবার গত বছরের মতো আম হয় নি। পুরো গাছে মাত্র একটি আম।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:২৩

ইসিয়াক বলেছেন: আপনি লুঙ্গি পরে বাজারে গিয়েছিলেন ভাইয়া?

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: আমি লুঙ্গি পতে পারি না। হাফ প্যান্ট পড়ি। তবে আমার চার টা লুঙ্গি আছে।

২| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:২৮

ইসিয়াক বলেছেন: #চমৎকার ছবি ব্লগ ।
#আপনার চুলের কি অবস্থা হা হা হা ......।
#পরি আর আরিশকে কিউট লাগছে। ওদের জন্য অনেক আদর রইলো।
#করলা ডায়েবেটিসের জন্য ভালো।
# অন্যেরটা না বলে নিতে নাই সেটা যতই লোভনীয় হোক না কেন।
ভালো থাকুন ভাইয়া।

০৪ ঠা মে, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

৩| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


স্কুল খুললে পরীকে স্কুলে দেবেন না।

০৪ ঠা মে, ২০২০ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: কতদিন অপেক্ষা করবো?

৪| ০৪ ঠা মে, ২০২০ রাত ১০:০৯

মীর আবুল আল হাসিব বলেছেন: #আরিশ এর পরী অনক কিউট।

#আরিশ দুষ্টু এটা তার চেহারা দেখলে বোঝা যায়। =p~ =p~

#রিকশাওয়ালার ছবিটা দেখা যাচ্ছোনা।

#আপনার আর আমার চুলের একটি মিল আছে সেটা হলোঃ- দুজনেরই আমাজান জঙ্গল। |-) |-) |-)

৫| ০৪ ঠা মে, ২০২০ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন:

এই যে রিকশাওয়ালার ছবিটা।

৬| ০৪ ঠা মে, ২০২০ রাত ১০:২৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সব গুলো ছবিই অসাধারন।

০৪ ঠা মে, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৫ ই মে, ২০২০ রাত ১২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করোলাগুলে বেশ দেখতে!
আমটাও লোভনীয়।
দুষ্ট ছেলে আরিশ আর
মিষ্টি পরীরর জন্য শুভকামনা।

০৫ ই মে, ২০২০ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: মুরুব্বী আপনাকে ধন্যবাদ।

৮| ০৫ ই মে, ২০২০ রাত ১২:৪২

মুহা. নাজিম উদ্দীন বলেছেন: আসলেই, আমটা দেখে আমারো খুব খেতে ইচ্ছে করছে!! রাজীব ভাই, আমটি আপনি চুরি করলে আমার একটা অংশ চাই কিন্তু।
আরিশ আর পরীর জন্য অফুরন্ত শুভকামনা।

০৫ ই মে, ২০২০ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ০৫ ই মে, ২০২০ সকাল ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পোস্ট পড়ার পর আপনার জন্য শুভ কামনা করছি।

০৫ ই মে, ২০২০ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: ভাইরের শুভ কামনায় কিচ্ছু হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.