নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ব্লগের সবচেয়ে খারাপ দিক এবং সুবিধাটা হলো নিজের আসল নাম ব্যবহার না করে লেখার সুযোগ মিলে। তাই যাচ্ছেতাই লেখা যায়, মন্তব্য করা যায়।
২। শুধু মুক্তচিন্তা এবং বিজ্ঞান চেতনার প্রসারই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।
৩। যে বিক্রি করে সে জিনিসটি চায় না। যে কেনে সে জিনিসটি ব্যবহার করে না। আর যে ব্যবহার করে সে জিনিসটি দেখতেই পায় না। কি সে জিনিস?
৪। আপনি হয়তো কোনো কোম্পানীতে চাকরি খুঁজছেন- তখন আপনারই বয়েসি কেউ একজন সেই কোম্পানীর ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে।
৫। পারিবারিক বন্ধন সুদৃঢ় হলেই- দেখবেন পৃথিবীর সব কিছু কত সুন্দর হয়ে উঠবে আপনার কাছে।
৬। প্রেম অতি সস্তা একটা বিষয়।
প্রেমের সময় বেশির ভাগ ছেলেই নির্জন জায়গা খুঁজে বেড়ায়। একশো টা প্রেম করা যায় অনায়াসে। প্রেমে কোনো দায়-দায়িত্ব থাকে না। রিকশায় করে ঘুরো। গিফট দাও। ফাস্ট ফুডে যাও। মুভি দেখো। রাতে মোবাইলে কথা বলো। আজাইরা রাগ দেখানো। সব কিছু মিলিয়ে মিথ্যা কথা আর মিথ্যা অভিনয়। যার কোনোটাই বাধ্যতামূলক নয়।
পারলে বিয়ে করে দেখা। তারপর বউ নিয়ে ফাস্ট ফুডে যা, রিকশায় করে ঘুর। গিফট দে। মুভি দ্যাখ। তাহলেই বুঝা যাবে তুমি কেমন ব্যাটা। তোমার কত মুরোদ।
৭। শুধু রুটির দোকানে চাকরি করলেই নজরুল হওয়া যায় না। কিংবা স্কুল-কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না, বেশির ভাগই তো সারাজীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয়।
আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর। আপনাকে পৃথিবীর পথে নামতে হবে।
০৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: হতে পারে।
২| ০৮ ই মে, ২০২০ ভোর ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
৩ নং:
দেহ সৎকারের কাসকেট
০৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: কাসকেট কি কফিন?
৩| ০৮ ই মে, ২০২০ ভোর ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগের সফটওয়ার হচ্ছে কম্প্যুটিং'এর সর্বাধুনিক অবদানের একটি; ইহা আধুনিক মত বিনিময়ের প্লাটফরম।
০৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: মত বিনিময় আর গালি দেওয়া বা খারাপ কথা বলা নিশ্চয়ই মত বিনিময় নয়।
৪| ০৮ ই মে, ২০২০ ভোর ৪:৫৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১
,যার জানার দরকার ,সে কিন্ত ঠিকই জানতে পারবে।তাই সাবধান
৬,মাঝে মাঝে লঞ্চ ভ্রমনে যাওয়ার নাম প্রেম
৭,শুধু পথে নামলেই হবে না,মাথায় কিছু নিয়ে নামতে হবে
৫,সেটা কল্পনায় হবে,বাস্তবে না ,আপনি শুধু পরিবারের অংশ না,আপনি সমাজের অংশ ,রাষ্টের ও ,পরিবেশের অংশ।এসবও সুন্দর হতে হবে।তবেই সবকিছু সুন্দর হয়ে উঠবে আপনার কাছে।
০৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ০৮ ই মে, ২০২০ ভোর ৬:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মেধা থাকতে হবে। মেধাকে কাজে লাগানোর জন্য পরিবেশ ও সুযোগ থাকতে হবে
। যেটা পৃথিবীর অনেকেই পায় না।
০৮ ই মে, ২০২০ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: আমি ও পাই নাই।
৬| ০৮ ই মে, ২০২০ দুপুর ১২:১৯
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
১নং - হক কথা।
৬নং - প্রেম সস্তা নয়, দূর্মূল্য। যে প্রেম সস্তা সেটা প্রেম নয়, মোহ বা কামুকতা।
৭নং - আপনি নিজে কতোদূর এগিয়েছেন ? খালি তো গপ করতেই দেখি আর রাস্তায় খুঁজে খুজে ডায়েরীর ছেঁড়া পাতা খোঁজেন। এ পর্যন্ত ১৪৭টা জোগাড় করেছেন। পাগলের লক্ষন...
০৮ ই মে, ২০২০ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: পাগল হতে চাই না। তার চেয়ে ভালো মাথা থেকে সব মুছে যাক।
৭| ০৮ ই মে, ২০২০ দুপুর ১:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১। ব্লগের সবচেয়ে খারাপ দিক এবং সুবিধাটা হলো নিজের আসল নাম ব্যবহার না করে লেখার
সুযোগ মিলে। তাই যাচ্ছে তাই লেখা যায়, মন্তব্য করা যায়।
এ কারনে যারা স্বনামে লিখে মতের অমিল হলেই তারা বেনামীদের কাছ থেকে আজে বাজে মন্তব্য ও
ব্যাক্তিগত আাক্রোশের তোপের মূখে থাকে। এ থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। শুধু ব্যান করলেই
সমস্যা সমাধান হবেনা। তাদের পরিচয় প্রকাশ করতে হবে যাতে তাদের থেকে সাবধান থাকা যায়।
০৮ ই মে, ২০২০ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: সহমত।
৮| ০৮ ই মে, ২০২০ দুপুর ২:৪১
মেহরাব হাসান খান বলেছেন: ৬ নং কি রিসার্চ? নাকি লিখে দিলেন আরকি?
০৮ ই মে, ২০২০ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: চারপাশ দেখে শুনে বুঝে তাই তো মনে হয়।
৯| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:২৭
সাইন বোর্ড বলেছেন: ছদ্ম নামও এখন খুব বেশিদিন ছদ্ম থাকেনা, সব ছেলেই সাধারনত বিয়ের পর বুঝতে পারে ভালোবাসা আসলে ফালতু একটা ব্যপার, শুধুই সময় নষ্ট করা !
০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: হুম। ঠিক।
১০| ০৯ ই মে, ২০২০ রাত ৩:১৮
অনল চৌধুরী বলেছেন: ব্লগে প্রত্যেকের আসল নাম--ঠিকানা দেয়া বাধ্যতামূলক করা উচিত,যাতে মানহানি করলে ব্যবস্থা নেয়া যায়।
প্রকাশ্যে না দিলেও অন্তত কর্তৃপক্ষের কাছে একটা আবেদনপত্রে নিজেদের নাম-ঠিকানা,জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/গাড়ি চালানোর অনুমতিপত্রের অনুলিপি দিতে হবে- এমন নিয়ম থাকা উচিত।
ব্লগের নামে কিছু নীচ চোরের মতো নিজেদের ভূয়া নাম ব্যবহার করে অসভ্যতা আর নীচতার মাধ্যমে পরিবেশ নষ্ট করছে,যা বন্ধ হওয়া প্রয়োজন।
০৯ ই মে, ২০২০ ভোর ৪:১৫
রাজীব নুর বলেছেন: কথাটা ঠিকই বলেছেন।
১১| ১১ ই মে, ২০২০ সকাল ১০:৫৩
সুপারডুপার বলেছেন:
লেখক বলেছেন: ১। ব্লগের সবচেয়ে খারাপ দিক এবং সুবিধাটা হলো নিজের আসল নাম ব্যবহার না করে লেখার সুযোগ মিলে। তাই যাচ্ছেতাই লেখা যায়, মন্তব্য করা যায়।
- বর্তমান প্রেক্ষাপটে এই কথাটা খুবই হাস্যকর। কলমের জবাব কলমের মাধ্যমে দেয়ার মুরদ নেই ধর্মকানাদের, আশ্রয় নিতে হয় চাপাতি কিংবা বোমার অথবা জংলীদের লেলিয়ে দেওয়ায় । তাই বাধ্য হয়ে নিরাপত্ত্বার স্বার্থেই ছদ্ম নাম ব্যবহার করতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, কেউ আসল নাম ব্যবহার করে লেখলো নাকি ছদ্ম নাম ব্যবহার করে লেখলো, সেটা গুরুত্বপূর্ন নয়। সে যে কথাগুলো বলছে, সে কথাগুলো লজিকেল কিনা, সেটাই গুরুত্বপূর্ন।
একজন ব্যাক্তি আসল নাম ব্যবহার করে যাচ্ছেতাই মিথ্যা, অযৌক্তিক কথা বললে, আর অপর আরেকজন ছদ্ম নাম ব্যবহার করে সত্য, যৌক্তিক কথা বললে কার কথাটা গ্রহন করবেন আপনি?
=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।
১১ ই মে, ২০২০ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে র্ক করবো না।
আমি আপনার মতামত সম্মান করতে চাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২০ রাত ৩:৫৯
ওমেরা বলেছেন: আপনার ধাঁধার উত্তর মনে হয় কাফনের কাপড় ।