নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মজার প্রশ্ন উত্তর খেলা

০৮ ই মে, ২০২০ বিকাল ৪:৫৭



১। যদি ১০ কেজি গম থেকে ষাঁড়ে ৭ কেজি খেয়ে ফেলে তাহলে, আর কতো কেজি অবশিষ্ট থাকে?

২। দীক্ষা দেন না এমন গুরু, মন্ত্র দেন কানে, তবু তাকে গুরু বলেই অনেক লোকে যানে। সেই গুরু কে?

৩। জন লোক পুকুরে নেমে গোসল করছে কিন্তু তাদের চুল ভিজছে না এর কারন কি?

৪। একটি রাস্তা ৪০ মিটার লম্বা। প্রতি ১০ মিটার পরপর ১টি করে গাছ রাস্তার উভয় পাশে থাকলে, পুরো রাস্তায় কয়টি গাছ আছে?

৫। তিনি আপনার খালাতো ভাইবোনদের ‘খালামণি’। কিন্তু তিনি আপনার ‘খালামণি’ নন। কে তিনি?

৬। তিনটি ঘর। যেকোনো একটা ঘরে তোমাকে ঢুকতে হবে। প্রথম ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করছে একদল ভয়ংকর ডাকাত। তৃতীয় ঘরে আছে দশটা সিংহ, যেগুলো তিন বছর ধরে কিছু খায়নি। কোন ঘরটা তোমার জন্য নিরাপদ?

৭। বেড়ে যদি যায় একবার/ কোনো ভাবেই কমে না আর। কি?

৮। একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসে?

৯। যারা পড়াশোনা না করেও জ্ঞানীর ভাব নেয়, তারা কি?

১০। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!’ গানটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জন্মের আগে ‘বাংলাদেশ’ শব্দটি কোথায় পেলেন?

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:১৩

নতুন বলেছেন: ১) ৩ কেজি।

০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: এটা সহজ। যে কেউই পা্বে।

২| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


১০ নং:

এই এলাকার নাম আগেও বাংলা, বাংলাদেশ, বংগ ছিলো।

০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: উত্তরের কাছাকাছি আছেন।

৩| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:২৮

নতুন বলেছেন: ১) ৩ কেজি
২)

৪) ১০টা গাছ
৫) মা
৬) সিংহ না খেয়ে মারা গেছে তো।
৭) বয়স
৮)
৯)
১০) কবিরা শব্দ বানায়। হয়তো আগে অন্যকেই বাংলাদেশ ব্যবহার করেছিলেন। তিনি ব্যবহার করেছেন। সবাই জেনেছে তাই যখন আমাদের দেশের নামের কথা এসেছে তখন মানুষ হয়তো বাংলাদেশ শব্দ টি পছন্দ করেছে।

০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: বেশ অনেক গুলোই পেড়েছেন।
বাকি গুলোও একটু চেস্টা করলে পারবেন।
৮নং টা আমি বলে দেই- বল উপরের দিকে ছুড়ে মারলে।

৪| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ৯। ব্লগার

০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: না হয় নি।

৫| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫৩

সুপারডুপার বলেছেন:



১। ৩ কেজি
২। কবি গুরু
৩। তাদের কোথাও চুল নাই, সব জায়গায় ক্লিন সেভ
৪। ১০টি
৫। মা
৬। তৃতীয় ঘর
৭। বয়স
৮। ওপরের দিকে ছোড়া
৯। এটা মনে হয় চাঁদগাজী সাহেব , কারণ ইদানিং উনি চোখের সমস্যার জন্য পড়তে পাচ্ছেন না।
১০। বাংলাদেশ নামটি সম্ভবত ঐখান থেকেই আইডিয়া কপি করে শেখ মুজিবুর রহমান পাকিস্তান অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেন যে, “যদি পূর্ব বাংলার নাম পরিবর্তন করতে হয় তবে পূর্ব পাকিস্তান নয়, পূর্ববাংলার নাম ‘বাংলাদেশ’ রাখা হোক।

---------
৯ +১০ মজা করলাম। কেউ মাইন্ড করলে সরি ...

০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি আসলেই সুপারডুপার।

৬| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৫৮

জাফরুল মবীন বলেছেন: ১)৩কেজি ২)কবি গুরু ৩)টাক মাথা ৪)১০টি ৫) মা ৬)৩য় ঘর ৭)বয়স ৮)উপরের দিকে ছোঁড়া ৯)ছাগল ১০)উনিশ শতকের সাহিত্যে অবিভক্ত বাংলাকে বঙ্গ দেশ বা বাংলাদেশে নামে ডাকা হত।কবি নজরুল ইসলাম এবং সত্যজিত রায়ও এই নামে ডেকেছেন।

০৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

৭| ০৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,৩কেজি
৪,৮
৬,প্রশ্ন করেছেন বাচ্চাদেরকে'

০৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ০৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:২৩

গুরুভাঈ বলেছেন: ৩ নাম্বার কবি গুরু বলতেছে সবাই, মানে কি রবি ঠাকুর?

০৮ ই মে, ২০২০ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ০৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

তনিমা রশীদ সৃষ্টি বলেছেন: ১। ২-১/২ কেজি।
৩। তাদের মাথায় চুল নাই।
৪। ৮ টি।
৫। মা।
৬। তৃতীয় ঘর।
৭। বয়স।
৮। ওপরের দিকে ছোঁড়ে মারলে।

০৮ ই মে, ২০২০ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১০| ০৮ ই মে, ২০২০ রাত ৮:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সামনে কি বিসিএস পরীক্ষা নাকি।
ঘুষের টাকা রেডি রাখতে হবে।

০৮ ই মে, ২০২০ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: তা না।
আসলে এসব জানতে ভালো লাগে।

১১| ০৮ ই মে, ২০২০ রাত ৮:২১

এপোলো বলেছেন: বেশ কইয়েকটা উত্তর পারতাম, কিন্তু মনে হচ্ছে মেলাতে দেরী করে এসেছি।

০৮ ই মে, ২০২০ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: আরেকটা পোষ্ট দিয়েছে। দেখুন, সেগুলো পারেন কিনা।

১২| ০৮ ই মে, ২০২০ রাত ৮:৫১

Subdeb ghosh বলেছেন: উত্তরগুলো দেওয়া হয়ে গেছে আগেই,
দু চারটা পারতাম।

০৮ ই মে, ২০২০ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: ওকে।

১৩| ০৯ ই মে, ২০২০ রাত ১২:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি বলেনতো If যদি is হয় what কিন্তু but কি?

০৯ ই মে, ২০২০ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: উফ !!!!!

১৪| ০৯ ই মে, ২০২০ দুপুর ১:৩৪

তারেক ফাহিম বলেছেন: কয়েকটা পারতাম।

নুরু ভাইয়ার প্রশ্নটি :P

০৯ ই মে, ২০২০ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: হুম।
হা হা হা হা------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.