নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আপনার নাম কি? আপনার নামের অর্থ কী?
২। আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন?
৩। পাঁচ বছর পর আপনি নিজেকে কোন পর্যায়ে দেখতে চান?
৪। ক্রয়ক্ষমতার দিক থেকে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
৫। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
৬। ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
৭। ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
৮। ইমরান খানের জীবনী নিয়ে নির্মিত চলচিত্রের নাম কি?
৯। বর্তমান বিশ্বে প্রায় কত সংখ্যক বাঙ্গালি প্রবাসী হিসেবে বসবাস করে?
১০। পদ্মাসেতুর দুই প্রান্তের দুটি জেলা কি কি?
১১। বাংলাদেশে 3g চালু হয় কত সালে?
১২। বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন বলেন।
১৩। তথ্যের ক্ষুদ্রতম একক কি?
১৪। 'বাংলাদেশ দিবস' কোথায় পালিত হয়?
১৫। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত কত বার UN সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন?
১৬। 'পো ধরা' বাগধারাটির অর্থ কি?
১৭। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
১৮। ট্রাম্প যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্ট?
১৯। ইন্টারনেটের গতি মাপার আন্তর্জাতিক এককের নাম কী?
২০। আজ আমি বড় একা। এর ইংরেজি কি হবে?
২১। বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কী?
২২। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
২৩। বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট তৈরি করেছে কোন দেশ?
২৪। বাংলাদেশের ৫০০ টাকার নোট কোন দেশ থেকে ছাপা হয়?
২৫। বর্তমানে বাংলাদেশে মোট কয়টি ব্যাংক রয়েছে?
০৮ ই মে, ২০২০ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: তবুও জেনে রাখা ভালো।
২| ০৮ ই মে, ২০২০ রাত ৯:৩২
Subdeb ghosh বলেছেন: ভাইরে সবগুলো পারিনা,
তবে যেগুলো পারি?
এগুলোর উত্তর দিতে গেলে ব্লাড প্রেশার বেরে যাবে।
০৮ ই মে, ২০২০ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: থাক তাহলে।
৩| ০৮ ই মে, ২০২০ রাত ৯:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গুরুভাঈ বলেছেন: আমার চাকরির বয়সও নাই আর বিয়াও হয়েছে অনেক আগে। বেচে গেছি বাবারে বাবা তাই এইসব প্রশ্নের প্রেশার নেওয়ার দরকার নাই
০৮ ই মে, ২০২০ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: হে হে---
৪| ০৮ ই মে, ২০২০ রাত ৯:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই প্রশ্নের উত্তর দিতে পারলে কি কোন পুরস্কারের ব্যবস্থা আছে।
মানুষ লাভে লোহার বস্তা বহে, বিনা লাভে তুলার বস্তাও না।
কুইজ জিতলে পুরস্কার পাওয়া যায়, গাড়ী. বাড়ি আরো কত কি!!
পুরস্কার ঘোষণা ছাড়া আমি আপনার প্রশ্নের উত্তর কনো দিবো আগে বলেন!!
০৮ ই মে, ২০২০ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: এসব বিষয় জানা থাকলে কত ভালো তাই না?
জানার মধ্যে এক ধরনের আনন্দ আছে।
৫| ০৮ ই মে, ২০২০ রাত ৯:৫৮
কলাবাগান১ বলেছেন: এই সমস্ত বস্তাপচা ইন্টারভিউ এর প্রশ্ন এর জন্য প্রায় মননশীল বিহীন জনশক্তি বাংলাদেশের....এই প্রশ্নর উত্তর শুধু মুখস্ত করলেই হয় জীবনে কোন এপ্লিকেশন নাই...এর চেয়ে 2+2= ? প্রশ্ন করলেও কিছুটা মাথা ঘামাতে হয়
ও হ্যা ২০ং এর উত্তর:
Loneliness is my only companion now.......
০৮ ই মে, ২০২০ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
৬| ০৮ ই মে, ২০২০ রাত ১০:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,আমার নাম আমার পরিচয়
৩,চলমান বিশ্ব যে পরিমান পরিবর্তিত হয়
৬,২০১৪সাল চলে গেছে অনেক আগে
বাকিগুলো গুগলে ক্লিক করলেই পাওয়াযায়
গল্প লিখেন তাই ভাল!
০৮ ই মে, ২০২০ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: আগামীকাল গল্প লিখব। আজ শুধু মুভি। দেখব।
৭| ০৮ ই মে, ২০২০ রাত ১০:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ২০১৪ সালের টা কে ন?
০৮ ই মে, ২০২০ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে এরকম প্রশ্নও লোক জিজ্ঞেস করে।
৮| ০৮ ই মে, ২০২০ রাত ১০:৫২
নতুন বলেছেন: বেশির ভাগের উত্তর তো গুগুলেই পাওয়া যায়।
১) নতুন
৩) যেমন সুখী আছি তেমন সুখী থাকতে চাই।
০৮ ই মে, ২০২০ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: যখন প্রশ্নের উত্তর আপনার দরকার হবে তখন হয়তো হাতের সামনে গুগল নাও থাকতে পারে।
৯| ০৯ ই মে, ২০২০ রাত ১২:৫১
নতুন বলেছেন: মোবাইল ফোন কাছে থাকলে গুগুল সাথেই থাকে।
গুগুল না থাকলে আপনার যেই জিনিস জানা দরকার তার মধ্যে কয়েকটি জিনিসের মধ্যে কিছু হলো
* ফাস্ট এইড, * সিপিআর , * সাতার জানা * আগুন লাগলে কি করতে হয়, দূঘটনায় কি করতে হয় এমন সব বিষয়গুলি শিখে রাখতে হয়।
বাকি তথ্যমুলক জিনিস গুগুলেই পাওয়া যায়।
০৯ ই মে, ২০২০ রাত ১:১৭
রাজীব নুর বলেছেন: গুগল আছে বলে কিছু শিখবেন না? জানবেন না?
১০| ০৯ ই মে, ২০২০ বিকাল ৪:০৮
Subdeb ghosh বলেছেন: ১। আপনার নাম কি? আপনার নামের অর্থ কী?
উত্তর: সুবদেব ঘোষ,
নামের অর্থ জানা নেই।
২। আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন?
উত্তর:মেজর এম.এ জলিল
৩। পাঁচ বছর পর আপনি নিজেকে কোন পর্যায়ে দেখতে চান?
উত্তর:পাঁচ বছর পর দীর্ঘ পথ
এই জীবন সায়াহ্নে,
তবুও যদি এই পথ পেরোতে
সক্ষম হই, তাহলে নিজেকে দেখতে চাই
আমার পরবর্তি প্রজম্নের ভিড়ে,
তাদের মাঝে-তাদের পরিচ্ছন্ন
বুদ্ধিদীপ্ত মননে,
তাদের হাসিমাখা মুখের
অনলস সংগ্রামে,
রুঢ় বাস্তবতার নিরিখে।
৪। ক্রয়ক্ষমতার দিক থেকে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর:১৯০৯ মার্কিন ডলার।
৫। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
উত্তর: রুপি
৬। ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ব্রাজিলে
৭। ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর:ড.লোটে শেরিং
৮। ইমরান খানের জীবনী নিয়ে নির্মিত চলচিত্রের নাম কি?
উত্তর:কাপ্তান
৯। বর্তমান বিশ্বে প্রায় কত সংখ্যক বাঙ্গালি প্রবাসী হিসেবে বসবাস করে?
উত্তর: ৭৮ লাখ
১০। পদ্মাসেতুর দুই প্রান্তের দুটি জেলা কি কি?
উত্তর: মুন্সিগঞ্জ ও শরিয়তপুর
১১। বাংলাদেশে 3g চালু হয় কত সালে?
উত্তর:২০১২ সালে
১২। বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন বলেন।
উত্তর:শেখ মুজিবুর রহমান (১৭ মার্চ ১৯২০ - ১৫ আগস্ট ১৯৭৫), বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব,
যিনি বাঙালির অধিকার রক্ষায় ব্রিটিশ ভারত থেকে ভারত বিভাজন আন্দোলন এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি হিসাবে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের " জাতির জনক "
বা "জাতির পিতা " বলা হয়ে থাকে।
তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জনসাধারণের কাছে তিনি শেখ মুজিব এবং শেখ সাহেব হিসাবে বেশি পরিচিত ছিলেন
এবং তার উপাধি "বঙ্গবন্ধু "।
১৩। তথ্যের ক্ষুদ্রতম একক কি?
উত্তর:ডেটা
১৪। 'বাংলাদেশ দিবস' কোথায় পালিত হয়?
উত্তর:নেদারল্যান্ডস
১৫। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত কত বার UN সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন?
উত্তর: ৭৩ তম অধিবেশনে।
১৬। 'পো ধরা' বাগধারাটির অর্থ কি?
উত্তর:তোষামোদকারী
১৭। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
উত্তর:ফ্যাদোমিটার
১৮। ট্রাম্প যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্ট?
উত্তর: ৪৫ তম
১৯। ইন্টারনেটের গতি মাপার আন্তর্জাতিক এককের নাম কী?
উত্তর:ওকরল
২০। আজ আমি বড় একা। এর ইংরেজি কি হবে?
উত্তর:Today I grew up alone.
২১। বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কী?
উত্তর:ত্রিরত্ন
২২। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
উত্তর: ২৫ টি।
২৩। বিশ্বের সবচেয়ে হালকা স্যাটেলাইট তৈরি করেছে কোন দেশ?
উত্তর: ভারতে
২৪। বাংলাদেশের ৫০০ টাকার নোট কোন দেশ থেকে ছাপা হয়?
উত্তর: জার্মানিতে
২৫। বর্তমানে বাংলাদেশে মোট কয়টি ব্যাংক রয়েছে?
উত্তর: ৬৭ টি
০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৮
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
আপনার তুলনা হয় না। স্যলুট।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২০ রাত ৯:২৫
গুরুভাঈ বলেছেন: আমার চাকরির বয়সও নাই আর বিয়াও হয়েছে অনেক আগে। বেচে গেছি বাবারে বাবা তাই এইসব প্রশ্নের প্রেশার নেওয়ার দরকার নাই।