নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দেড় যুগ আগে এই শহরের একটা মেয়েকে দেখে-
কেমন একটা নেশাগ্রস্তের মতো হয়ে গেলাম যেন
সেই নেশাগ্রস্ত ভাবটা আজও আমার মধ্যে বিদ্যমান
তারপর হুহু করে সময় যেতে লাগলো মেঘের মতো
সমস্ত বাগানে কত ফুল ফুটেছে, সৌরভে ভরেছে মন
চারপাশের নানা মায়াজাল আচ্ছন্ন করে দেয় বারবার
মোহ আর ঘোরের মধ্যে আমি অবাধ্য হয়েছি শতবার
ডুবেছি অতল গভীর থেকে গভীরে প্রেম, ভালোবাসায়
কত বৃষ্টির রাতে ঝড়ো বাতাসে হাহাকার জেগেছে বুকে
স্বপ্নে কতবার যে ছুঁয়ে দিয়েছি মেয়েটির কপালের টিপ
আজও যায়নি একটুও সেই আনন্দময় ঘোর আর মোহ
নিজের সাথে নিজের বেশ কয়েকবার হয়েছে বোঝাপড়া
কত যে গভীর যন্ত্রনায় জ্বলেছে মন লম্বা রাতের পর রাত
বারবার মন পেতে চায় মেয়েটির স্বচ্ছ পবিত্র স্পর্শ আদর
দেড় যুগ আগে এই শহরের একটা মেয়েকে দেখে
গভীর প্রেম জেগেছিলো মনে
সেই ঘোর আর মোহ হৃদয়ে জাগে
মাস যায়, বছর যায়
তবুও সেদিনের সেই মেয়েটা আজও মোহ আর ঘোর হয়ে আছে।
.
০৯ ই মে, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: শুধু আমাকে না। আমার মতো অনেক মানুষকেও।
২| ০৯ ই মে, ২০২০ সকাল ৭:০৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঘোর কেটে যেত যদি একবার লঞ্চে বরিশাল যেতে পারতেন।গুরত্বসহকারে নিয়েন না।সবটাই মনযোগ সহকারে পড়লাম।
০৯ ই মে, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: বরিশাল যাবো। অনেকদিন যাই না।
৩| ০৯ ই মে, ২০২০ সকাল ৭:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কে, কে?
০৯ ই মে, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: আছে। আছে।
৪| ০৯ ই মে, ২০২০ সকাল ৮:০০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: চমৎকার রাজীব ভাই
০৯ ই মে, ২০২০ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: দূ্র! কি যে বলেন!!!!
৫| ০৯ ই মে, ২০২০ সকাল ১১:৪৭
নেওয়াজ আলি বলেছেন: অনন্য, অপূর্ব l
০৯ ই মে, ২০২০ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০৯ ই মে, ২০২০ দুপুর ১:৪৮
শের শায়রী বলেছেন: বাহ দারুন লাগল রাজীব ভাই।
০৯ ই মে, ২০২০ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: দূর কি যে বলেন!!!
ছাইপাশ হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২০ ভোর ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
করোনা আপনাকে অবরুদ্ধ করে রেখেছে!