নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমরা করোনা থেকেও শক্তিশালী।
এই কথাটা যে বলেছেন ঠিকই বলেছেন। আমাদের দেশের লোকজন লকডাউন মানছে না। পাড়া, মহল্লা আর বাজার গুলোতে বেশ ভিড। ইফতারী কেনার জন্য লোকজনের বেশ ভিড় দেখেছি। আল্লাহর রহমতে ১৮ কোটি মানুষের দেশে করোনায় মৃত্যুর সংখ্যা মাত্র ২১৪ জন। অবশ্যই কম। নিজের চোখেই দেখেছি- লোকজন নিয়ম কানুন মানছে। করোনায় এক লাখ মারা যাবে ভেবেছিলাম। কিন্তু মরে নি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আক্রান্তের সংখ্যা তেমন বেশি নয়। মোট আক্রান্ত ১৩৭৭০ জন। আল্লাহর রহমত না থাকলে আক্রান্তের সংখ্যা হতো কমপক্ষে পাঁচ লাখ। দেশের মানুষজন যে পরিমান অসচেতন তাতে.........। রহমত আছে। আল্লাহর রহমত আছে।
নিউ ইয়র্কে অনেক বড় বড় গ্রোসারি শপে খাবার নেই। ভেবে দেখুন ধনী দেশ। তারপরও খাবার নেই। কিন্তু আমাদের করোনার এই পরিস্থিতির মধ্যেও বাজারে খাবারের কোনো অভাব নেই। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করতে পেরেছি বলা যায়। গত একমাসে আমি কমপক্ষে পাঁচ বার বাজারে গিয়েছি। চলছে রমজান মাস। তারপরও কোনো প্রকার খাদ্য দ্রব্যের অভাব দেখি নি। পেয়াজের দাম একেবারে কমে গেছে। মাত্র ৪৫ টাকা। আমাদের দেশে করোনার কারনে কেউ না খেয়ে মারা গেছে এরকম কথা শোনা যায় নি। এটাও আল্লাহর রহমত। কেউ কেউ হা-হুতাশ করেন- গরীবদের অনেক কষ্ট। অথচ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন না।
পৃথিবীর অন্যান্য ধনী দেশের অবস্থা ভালো না। তবে আমরা ছোট দেশ, দরিদ্র দেশ এবং বিপুল জনসংখ্যা নিয়েও তুলনামূলকভাবে ভালো আছি। ইউরোপ আমেরিকা আফিকার অবস্থা ভালো না। এর মধ্যেও আমাদের প্রবাসী ভাইয়েরা দেশে ৯ কোটি টাকা পাঠিয়েছেন। আন্তর্জাতিকভাবে আমদানি রপ্তানি বন্ধ। জাহাজ চলছে না। বিমান চলছে না। সড়ক পথেও এক দেশে থেকে আরেক দেশে পন্য লেনদেন বন্ধ। আমাদের প্রধানমন্ত্রী নিয়ম নীতি মেনে সীমিত আকারে কারখানা খুলতে বলেছেন। এটা অবশ্যই ভালো উদ্যোগ। কলকারখানা বন্ধ থাকলে তো উৎপাদন হবে না, মানুষ না খেয়ে মরবে। চা্কা চললে, জীবন চলবে। তবে মসজিদ বন্ধ থাকলে দেশের কোনো ক্ষতি হবে না। নামাজ ঘরেও পড়া যায়।
সরকার কি করলো আর করলো না সেটার আশায় না থেকে এ অবস্থায় সব মানুষকেই তার সামর্থের মধ্যে আশে পয়াশের দরিদ্র অসহায় মানুষের সাধ্যমত সাহায্য সহযোগিতা করতে হবে। আপনি মানুষ তাই মানুষের জন্য করতে হবে। সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। মানবতার পরিচয় দিতে হবে। টাকা জমিয়ে রেখে লাভ কি ভাই? এই বিপদে মানুষের জন্য কিছু করুন। মন দিয়ে করুন। শান্তি পাবেন। আল্লাহ খুশি হবেন। দেখুন একজন ভিক্ষুক পর্যন্ত তার জমানো দশ হাজার টাকা দান করে দিয়েছেন। ভিক্ষুক যদি দশ হাজার টাকা দান দিতে পারে আপনি কেন পারবেন না? উন্নত মানসিকতা পরিচয় দেওয়ার এখনই সময়।
আল্লাহ না করুক- এখন যদি বড় রকমের বন্যা, ভূমিকম্প বা ঘূর্নিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মারাত্মকভাবে আসে, সাথে করোনার জন্য ভেঙ্গে পড়া বিশ্ব অর্থনীতি এইসব এক হয়ে বিরাট বিপদ হবে পুরো বিশ্বের। যাই হোক, এখন হাতে অনেক সময়। অফিস আলাদত বন্ধ। সময়টাকে কাজে লাগান। ভালো ভালো বই পড়ুন। মুভি দেখুন। পরিবারের সাথে আনন্দময় সময় কাটান। নিজের সন্তানকে পড়তে বসান। নিজেকে নিয়ে ভাবুন। নিজেকে সময় দিন। নিজেকে গোছান। নিজের ভেতর-বাহিরে থাকা ক্ষতে মলম দেন। মানুষকে ভালোবাসুন। দেশকে বাসুন। মানুষের জন্য কিছু করুন।
সংসারে মনোযোগ বাড়াও। সময় দাও।
০৯ ই মে, ২০২০ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: এখন তো কাম কাজ সব বন্ধ। যা পাঠিয়েছে এটাই বেশি।
২| ০৯ ই মে, ২০২০ রাত ৯:৫৩
ডার্ক ম্যান বলেছেন: কি আর বলবো , আমার আশেপাশে সব লকডাউন । কোনদিন আমি আক্রান্ত হয় সে আতংকে আছি ।
বই আর মুভি নিয়ে সময় কাটে না ।
০৯ ই মে, ২০২০ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: লিখুন। দুই হাত খুলে লিখতে থাকুন।
৩| ০৯ ই মে, ২০২০ রাত ১০:০৪
মীর আবুল আল হাসিব বলেছেন:
আসলেই, রহমত আছে আমাদের উপর।
আর কত মুভি দেখব? মুভি দেখতে দেখতে আ্যাকশান মুভি পানসে লাগে; থ্রিলার মুভি কমেডি লাগে।
০৯ ই মে, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: আমি তিনটা মুভির নাম দেই-
শাহজাহান রিজেন্সী
বিজয়া
নামতে নামতে
৪| ০৯ ই মে, ২০২০ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " এখন তো কাম কাজ সব বন্ধ। যা পাঠিয়েছে এটাই বেশি। "
-সংখ্যাটা ৯ হাজার কোটী হবে; আপনার ভুল হয়েছে।
০৯ ই মে, ২০২০ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।
৫| ০৯ ই মে, ২০২০ রাত ১০:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পড়তে পড়তে একেবারে শেষ লাইনে এসে হোঁচট খেলাম।সময়োপযোগী লিখা
০৯ ই মে, ২০২০ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ০৯ ই মে, ২০২০ রাত ১১:০৭
শের শায়রী বলেছেন: রাজীব ভাই দারুন ভাবনা। নিজেকে নিজের চেনার উপলদ্ধি করার এই তো সময়। যত পারছি পড়াশুনা করছি, যদিও আগে থেকেই এই অভ্যাস আছে। নিজের ক্ষুদ্রতা সীমাবদ্ধতা উপলদ্ধি করছি।
১০ ই মে, ২০২০ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
যত পড়ি, নিজেকে তত নির্বোধ বলে মনে হয়।
৭| ০৯ ই মে, ২০২০ রাত ১১:৫০
আমি সাজিদ বলেছেন: হুম
১০ ই মে, ২০২০ রাত ১২:৪৮
রাজীব নুর বলেছেন: ওকে।
৮| ১০ ই মে, ২০২০ রাত ১২:৪০
নিমো বলেছেন: লেখক বলেছেন: আমরা ছোট দেশ, দরিদ্র দেশ এবং বিপুল জনসংখ্যা নিয়েও তুলনামূলকভাবে ভালো আছি।
আপনার প্রায় পোস্টেই আপনার বাংলাদেশের বিপুল জনসংখ্যা নিয়ে আশাবাদ ব্যক্ত করা দেখলেই আমার প্রফেসর হ্যান্স রসলিং (অত্যন্ত দুঃকজনক উনি বেঁচে নেই) এর কথা মনে হয়। আগ্রহ থাকলে নিচের ভিডিও দুটো দেখতে পারেন যেখানে বিপুল জনসংখ্যা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, সেখানে আমাদের ছোট , দরিদ্র এবং বিপুল জনসংখ্যারর বাংলাদেশও আছে।
view this link
view this link
১০ ই মে, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: ভাই আমাদের এই বিপুল জনসংখ্যাকে কাজে লাগাতে পারলে এই দেশটা পিথিবীর সেরা দেশ হতো। দক্ষ জন শক্তি থাকলে আমরা আর গরীব দেশ থাকতাম না। অবশ্য অদক্ষ লোকদেরও দক্ষ বানানো যায়।
১০ ই মে, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: ভিডিও টা দেখা শুরু করলাম। বেশ বড় ভিডিও।
৯| ১০ ই মে, ২০২০ ভোর ৪:১০
নেওয়াজ আলি বলেছেন: তবুও নেতা বলে প্রবাসী নবাবজাদা । সারা বিশ্বে কতজন দেশী মরলো হিসাব নাই।
১০ ই মে, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: হুম।
১০| ১০ ই মে, ২০২০ রাত ১১:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একি কথা শুনি আজ মন্থরার মুখে !!!
১০ ই মে, ২০২০ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: মানুষ বদলায়।
১১| ১০ ই মে, ২০২০ রাত ১১:৪৫
নিমো বলেছেন: লেখক বলেছেন: ভাই আমাদের এই বিপুল জনসংখ্যাকে কাজে লাগাতে পারলে এই দেশটা পিথিবীর সেরা দেশ হতো। দক্ষ জন শক্তি থাকলে আমরা আর গরীব দেশ থাকতাম না। অবশ্য অদক্ষ লোকদেরও দক্ষ বানানো যায়।
আপনার এই মন্তব্যের সঠিক প্রতিমন্তব্য করতে হলে আমাকে আসলে আস্ত একটি পোস্ট দিতে হবে। রোস্টার ডিউটি, ওয়ার্ক ফ্রম হোম, কেবিন ফিভার সব মিলিয়ে এই মুহূর্তে হাতে সময় নেই বললেই চলে। ব্লগে মন্তব্য করাটাও আমার জন্য এক রকমের বিলাস বলতে পারেন।
লেখক বলেছেন: ভিডিও টা দেখা শুরু করলাম। বেশ বড় ভিডিও।
হা হা হা! বলেন কী ? দীর্ঘ দীর্ঘ চলচ্চিত্র দেখে ফেলেন, এ আর তার তুলনায় এমন কি। ভালো থাকুন।
১০ ই মে, ২০২০ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: ফিরে এসে আবার মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২০ রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
প্রবাসী ভাইয়েরা মাত্র "৯ কোটী" পাঠায়েছেন? এদেরকে দেশে আসতে দেয়া হবে না; টাকা আয় করে ওখানে সব উড়ায়ে দিচ্ছে?