নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৪৮

১০ ই মে, ২০২০ দুপুর ১:৫২



১। "মুরদই লাখ বুড়া চাহে তো কেয়া হোতা হ্যায়
ওই হোতা হ্যায় যো মঞ্জুরে খোদা হোতা হ্যায়।"

অনুবাদঃ শত্রুরা আমার যতই অনিষ্ট কামনা করুক তাতে কিছুই হবে না। ঈশ্বর যা মঞ্জুর করবেন তাই হবে আমার ভাগ্যলিপি।

২। মানুষের মধ্যে অন্তহীন ক্ষমতা সম্পন্ন একটা সওা আছে, যে নির্জীব অবস্থায় ঘুমিয়ে আছে অথবা জড় অবস্থায় পড়ে আছে। তাকে যদি কোন সময়, বিশেষত শৈশবে শিক্ষার সময়, একটা আনন্দের স্পর্শ, একটা সৌন্দর্যের স্পর্শ, কিংবা সৃজনের স্পর্শ দেয়া যায় অর্থাৎ একবার যদি তার ঢাকনাটা খুলে দেওয়া যায় তাহলে তার মধ্য থেকে অসীম ক্ষমতাসম্পন্ন সত্তাটি বেরিয়ে আসবে। এতে পৃথিবীতে সে একটা অসম্ভব কান্ড ঘটিয়ে দিতে পারে- এ বিশ্বাস রবীন্দ্রনাথের ছিল।

৩। ভাই, বোন, বন্ধু- চলুন কিছুক্ষণ ফেসবুক- ব্লগ, ইউটিউব, টিকটক, ইস্টাগ্রাম বন্ধ রেখে নামাজটা পড়ে ফেলি।
প্রতিদিন একজন মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়।
একবার কিছুসংখ্যক লোক হজরত নবী পাককে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূল্লাহ (সা) সর্বোত্তম কাজ কোনটি?
উত্তরে আল্লাহর রাসূল বলেছিলেন- ঠিক সময় সালাত অর্থাৎ নামাজ আদায় করা। তিনি আরো বলেছেন, নামাজ বেহেশতের চাবিকাঠি।
আমরা নামাজের মাধ্যমেই নিজেদের আত্মা দেহ মন পরিশোধিত করে ফেলি এবং রাব্বুল আলামীনের বাণী অনুযায়ী সত্যিকারভাবে নামাজের মাধ্যমে সর্বপ্রকার অন্যায়-অপকর্ম ও লজ্জাজনক কাজ-কর্ম থেকে নিজেদের বিরত রাখি।
মহান আল্লাহ যেন আমাদের সবাইকে প্রকৃত নামাজী হবার তৌফিক দেন ।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হার্টের জন্য ভালো ।

৪। সিংহের সামনে দাঁড়িয়ে আপনি কি চিন্তা করবে? আমি সিংহ খাই না। তাই সিংহও আমাকে খাবে না?

৫। একটা প‌্যান্ট আছে আমার ওইটার জিপার কোন কারণ ছাড়াই একটু পর পর নিচে নামতে থাকে। আজকে কাজের ফাকে দেখি পোষ্টাপিস পুরা খোলা।

৬। জন্ম দিলেই মা হওয়া যায়, কিন্তু মাতৃত্ব আসে হৃদয় থেকে।

৭। শেষ কথা হচ্ছে -- বস, জাস্ট টিকে থাকো, লাইফ ইজ বিউটিফুল।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ দুপুর ২:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আবার ওয়াজ!!

১০ ই মে, ২০২০ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: হে হে---

দরকার আছে।

২| ১০ ই মে, ২০২০ বিকাল ৩:০৫

আল-ইকরাম বলেছেন: ভাল লাগলো। ৩ নং টি বেশী ভাল লেগেছে। ধ্রব সত্য যে, সঠিক ভাবে সালাত আদায়ের মাধ্যমেই আমরা নিজেদের কে সংশোধন করতে পারি। শুভেচ্ছা অগনিত।

১০ ই মে, ২০২০ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব।

৩| ১০ ই মে, ২০২০ বিকাল ৩:৫৬

সুপারডুপার বলেছেন:



এই আরবী মাসে বেহেশতের সব দরজা খোলা আছে। কাজেই এই মাসে বেহেশতের চাবিকাঠির দরকার নাই।

=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।

১০ ই মে, ২০২০ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: বেহেশ আমার ভালো লাগে না। আমিজেনে শুনে বুঝে দোযকে লাভ দিব।

৪| ১০ ই মে, ২০২০ বিকাল ৪:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই মাসের শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

১০ ই মে, ২০২০ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: বাকি ১১ মাস শয়তান কে ছেড়ে দেওয়া হয় কেন??

৫| ১০ ই মে, ২০২০ বিকাল ৫:৪৭

সুপারডুপার বলেছেন:



লেখক বলেছেন: বেহেশ আমার ভালো লাগে না। আমিজেনে শুনে বুঝে দোযকে লাভ দিব।
- এই মাসে পারবেন না। কারণ এই মাসে দোজখের দরজা বন্ধ।

=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।

১০ ই মে, ২০২০ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: মাই ব্যাড লাক।

৬| ১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: বাকি ১১ মাস শয়তান কে ছেড়ে দেওয়া হয় কেন??

আমি কি করে বলবো। আমি তো আর হুজুর না।

১০ ই মে, ২০২০ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: নুরু সাহেব মনে হয় এর উত্তর জানেন।

৭| ১০ ই মে, ২০২০ রাত ৮:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ৫ ওয়াক্ত নামাজ পড়া হয়না।
সিংহের সামনে দা২ড়ানোর সুযোগ নাই, তাই যা খুশী চিন্তা করা চলে।
কতবার আধাবেলা ঘুরে বাসায় এসে দেখেছি পোস্ট অফিস খোলাই ছিলো!!

লাইফ ইজ বি-ই-এ- ইউটি----ফুল।

১০ ই মে, ২০২০ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১০ ই মে, ২০২০ রাত ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: নুরু সাহেব মনে হয় এর উত্তর জানেন।

নুরু হুজুরেরাও জানেন না । উনারা পড়েছেন পৃথিবীতে মাত্র একখানা বই। মাত্র একখানা বইয়ের পৃথিবীর তাবৎ জ্ঞান থাকার কথা নয়।

১০ ই মে, ২০২০ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: আসলে ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ধর্ম কেড়ে নিলেই তারা অসহায় হয়ে পড়বেন। তখন তারা আর ধর্ম নিয়ে ব্যবসা করতে পারবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.