নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার মা

১০ ই মে, ২০২০ বিকাল ৫:২২



আমি মানুষটা খারাপ।
মার সাথে কঠিন ঝগড়া হয়েছে। কথা বন্ধ প্রায় আড়াই মাস হয়ে গেছে। একই বাসায় থাকি কিন্তু কথা বন্ধ। আমিও এগিয়ে যাই না কথা বলতে, মাও এগিয়ে আসে না। অবশ্য সুরভি অসংখ্যবার আমাকে বুঝিয়েছে। যাও মার সাথে কথা বলো। তুমি কেমন ছেলে মার সাথে রাগ করে আছো? পারো কিভাবে মার সাথে কথা না বলে থাকতে। আমি আমার মার সাথে রাগ করতাম, ঝগড়া করতাম কিন্তু কথা বলা তো কখনও বন্ধ করি নাই। যাও মাকে জড়িয়ে ধরে কথা বলো। মা তো তোমার সাথে ঝগড়া করে নাই। তুমিই ঝগড়া করেছো। দোষ তোমার। আমি আমার দোষ খুজে পাই না। সমস্যা এখানেই। মাতো পারে আমার কাছে এসে স্যরি বলতে। তাহলেই তো ঝগড়া মিটে যায়। এবার আমি নিজ থেকে মার কাছে যাবো না। নো নেভার।



খেয়াল করে দেখবেন কোনো ছবিতে আব্বা নাই।
আব্বা নাই কারন মা আব্বার সাথে কঠিন ঝগড়া করেছে। মা আব্বার সাথে কোনো ছবি তুলতে রাজী না। সারা জীবনই তারা ঝগড়া করেছে। কিন্তু গত দুই বছর ঝগড়া এত বড় মাপের হয়েছে যে কথা বন্ধ। ছবি তোলাও বন্ধ। অথচ একসময় দেখেছি তারা সারা রাত জেগে ভিসিআর এ সিনেমা দেখতো। কত গল্প করতো তারা। কত ঘুরে বেড়ানো। আব্বা দুই হাত ভরতি করে বাজার করতো। মা রান্না করতো। সবাই মিলে খেতাম। মার হাতের রান্না ভালো ছিলো। খেয়ে আরাম পেতাম। এখন মা রান্না করে না। যদি বলি মা আজ তুমি রান্না করো। তাহলে মা বলে রান্না ভুলে গেছি। তাছাড়া রান্না করলে এখন মজাও হয় না। কিন্তু আমি মার রান্না খুব মিস করি। মার মতো রান্না করতে সুরভিও পারে না। অবশ্য সুরভি মার কাছ থেকে অনেক রান্না শিখেছে। মাঝে মাঝে রান্না করে বলে, আজ মার মতো রান্না করেছি। মশলা কম দিয়ে।



মায়ের একটা ঘটনা বলি।
আমার প্রতি মায়ের কতটা ভালোবাসা ছিলো তা এই গল্প থেকে পরিস্কার হবে। বহু আগের ঘটনা। তখন আমি হামাগুড়ি দেই। নতুন হামাগুড়ি দিতে শিখেছি। কোলে থাকি না। সারাক্ষন হামাগুড়ি দিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়াই। একদিন বাসার কাছে কোথাও আগুন লেগেছে। বাইরে খুব হই চই হচ্ছে। উঠানে আমি হামাগুড়ি দিচ্ছি আপন মনে। নানা নানী বসে আছেন উঠানের কোনে। আমার মা কোথা থেকে ঝড়ের মতো ছুটে এসে আমাকে কোলে করে নিয়ে বাইরে দিলো দৌড়। আগুনের ঝামেলা মিটমাট হলে মা কয়েক ঘন্টা পর বাসায় ফিরে আসে আমাকে কোলে করে নিয়ে। আগুন লেগেছিলো আমাদের পাশের এলাকায়। সামান্য আগুন লেগেছিলো। নানা নানী মাকে বললেন, পুষ্প তুই তোর ছেলেকে নিয়ে দৌড় দিলি- বুড়ো বাবা মায়ের কথা একবার ভাবলি না। তখন মা বলেছিলো- আমার কাছে আগে আমার সন্তান। (মায়ের নাম পুষ্প না। তবু নানা নানী মাকে পুষ্প বলেই ডাকতেন)


মা এখন বেশ ভালো আছেন।
সারা দিন শুয়ে শুয়ে টিভিতে ইউটিউবে মুভি দেখে। গান শুনেন। যখন যা মন চায় দেখেন। তার কাছ থেকে রিমোট নেওয়া যায় না। মাসে দুইবার মা ডাক্তারের কাছে যান। প্রতিদিন অনেক গুলো করে ওষুধ খান। গত ত্রিশ বছর ধরে মাকে ওষুধ খেতে দেখছি। তার ওষুধের বাক্সে সব সময় ওষুধ থাকে। ঢাকা শহরে কোন রোগের জন্য কোন ডাক্তার কোথায় বসে সব মার মুখস্ত। ইদানিং মার সাথে কথা না বলে আমার খুব লস হচ্ছে। মার সাথে কথাবার্তা বন্ধ হবার কারনে- আমার বিরাট আর্থিক ক্ষতি হচ্ছে। কথাবার্তা অব্যহত থাকলে নিয়মিত টাকা পয়সা পেতাম। আড়াই মাসে আমার অনেক টাকা ক্ষতি হয়ে গেল। সামনে ঈদ। কি যে করি। এদিকে আমার হাত প্রায় খালি। মা তো পারে আমার জন্য টাকা পাঠিয়ে দিতে।

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


ভাইদের মাঝে আপনি কত নম্বর? আপনারা সুখী পরিবার, সবাই ভালো থাকুন।

১০ ই মে, ২০২০ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: আমি সেকেন্ড।
এখন পর্যন্ত আমরা সুখী আছি।

২| ১০ ই মে, ২০২০ বিকাল ৫:৫২

ওমেরা বলেছেন: আপনার তো আশা মন্দ না , মা এসে আপনাকে সরি বলবে !!

১০ ই মে, ২০২০ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: অতীতেও এরকম হয়েছে। তাই আশা করছি।

৩| ১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৪

সাহাদাত উদরাজী বলেছেন: সবই তো বুঝেন, আপনারে কে বুঝাইবো? হা হা হা.।.।.।। যান মায়ের কাছে যান!

১০ ই মে, ২০২০ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: দেখি আর কয়টা দিন।

৪| ১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৭

ইসিয়াক বলেছেন: মা কিন্তু মা ,মায়ের তুলনা কেও না। যখন মা থাকবে না তখন বুঝবেন। আজকের দিনটা বেশ ভালো। আজই মাকে গিয়ে স্যরি বলুন।
#আপনি এতো অহংকারী কেন? সবসময় খালি জিদ করেন বাচ্চাদের মতো।
#আপনাদের পুরো পরিবারের জন্য শুভকামনা রইলো সেই সাথে আপনার মায়ের জন্য সালাম। শুভকামনা।

১০ ই মে, ২০২০ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: অংহকারী না আমি। একদম সাদা সিদা মানুষ। মাটির মানুষ।

৫| ১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩২

সোহানী বলেছেন: শুনেন অনেক লস করেছেন, আর লস করা ঠিক হবে না। যান মায়ের জন্য একটা টাঙ্গাইল এর মেরুন কালারের শাড়ি কিনে নিয়ে জান। মাপ চাইতে হবে না, জাস্ট পাশে যেয়ে গলা জড়িয়ে ধরেন। দেখবেন দুনিয়াতে এর চেয়ে আর কোন শান্তি নেই।

মা আছেন বলে এর মর্যাদা বুঝতে পারছেন না। কি মমতার সমুদ্রে ডুবে আছেন। আমাদের যাদের মা চলে গেছেন তারা বুঝি এ পৃথিবী কতটা অন্ধকার, কতটা ভালোবাসাহীন।

১০ ই মে, ২০২০ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: দেখি আর ক'টা দিন।

১০ ই মে, ২০২০ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: কমপক্ষে আলমিরাতে মার ২০ টা নতুন শাড়ি আছে। যা একদিনও এখনও পড়ে নাই।

৬| ১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পারিবারিক কলহ প্রায় প্রতি পরিবারেই হয়।মা দিবসে মায়ের সাথে মিটমাট করে লুডু খেলতে বসেন।সাপ লুডু ঝগড়া কমহবে।সকল মায়েরা ভাল থাকুক।

১০ ই মে, ২০২০ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: লুডু আমি খেলি না। ওরা খেলে।
আমি মোবাইলে দাবা খেলি।

৭| ১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফসোস।
আপনি বিরাট অপরাধ করেছেন।
মায়ের সাথে কথা বলার সুযোগ এই বয়সে অনেকেই পায় না।
যেমন আমি।
আফসোস!!

১০ ই মে, ২০২০ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: ওকে।
খুব শ্রীঘই একটা ব্যবস্থা নিচ্ছি।

৮| ১০ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:১১

এনাম আহমেদ বলেছেন: মার সাথে ঝগড়া বোধকরি সব সন্তানেরই হয়। সকালে রাগারাগি হলে দুপুরে লাঞ্চ করতে এলে আমাদের আর কিছু মনে থাকে না। আপনার মার প্রতি শ্রদ্ধা। ভাল থাকুন পরিবার নিয়ে।

১০ ই মে, ২০২০ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

৯| ১০ ই মে, ২০২০ রাত ৮:১০

মীর আবুল আল হাসিব বলেছেন:

শহরে আপনার পরিবার এর মত পরিবার খুব কমই আছে। (একসাথে মিলেমিশে সবাই)

সরি মনে হয় আপনারই বলা উচিত।

১০ ই মে, ২০২০ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: মিলেমিশে আছি সত্য। এটা আমার মায়ের অবদান।

১০| ১০ ই মে, ২০২০ রাত ৮:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: ছোট থেকে বড়দের মুখে প্রায়ই শুনে আসছি, শিং গজিয়েছে।মতবিরুদ্ধে কিছু করলে মা কথাটা প্রায়ই বলতো। একটু বড় হয়ে বলতাম, তোমার ঐ এককথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। আজ মা নেই। বাবাও নেই। ঐ রকম বকাবকি করার কেউ নেই। কিন্তু ঐ কথাগুলো প্রচন্ড মিস করি।এই শূন্যতা কখনও পূরন হওয়ার নয়।
সোহানী আপুর কমেন্টটা ভালো লেগেছে। ভায়ের জায়গায় আমি হলে এক্ষুনি সেটাই করতাম।

সুন্দর পারিবারিক ছবিতে ভালোলাগা।

১০ ই মে, ২০২০ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: দাদা, মায়ের সমস্যা নাই। তার আরও তিন জন ছেলে আছে। হয়তো আমার কথা ভুলেই গেছে।

১১| ১০ ই মে, ২০২০ রাত ৮:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার এই গল্প আরো একবার শুনেছিলাম।
মায়ের সাথে রাগ করে আড়াই মাস কথা বলেন না।
মনে হয় খুব গর্ব হয় এটা বলতে !!
আমাদের নবী হযরত মোহাম্মদ (সঃ} তিন ব্যক্তির জন্য
বদ দোয়া করেছেন সেই হাদিস জানেনতো ?
মা আছতো তাই গায় লাগেনা !! যান আজই তার কাছে
মাপ চেয়ে তার দোয়া নিন।

১০ ই মে, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

১২| ১০ ই মে, ২০২০ রাত ১০:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
"জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব"

১০ ই মে, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: জ্বী। অবশ্যই।

১৩| ১০ ই মে, ২০২০ রাত ১১:১০

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা এবং ভালোবাসা

১০ ই মে, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ১১ ই মে, ২০২০ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন: মায়ের জন্যে অফুরন্ত ভালবাসা!

১১ ই মে, ২০২০ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ১১ ই মে, ২০২০ রাত ১:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: মা এর সাথে রাগ করে থাকবেন না ভাইয়া । আন্টির আসার কি দরকার আগে কথা বলতে । আপনি নিজে গিয়ে মিটমাট করে নিন । আল্লাহ্‌ও খুশী হবেন আর মা ও । আর আপনিও খুশী হবেন তাতে, দেখবেন আন্টি খুশী হয়ে আগের চাইতে অনেক বেশী টাকা পয়সা দিবেন আপনাকে :#)

মাত্রই আমার পোস্টে আপনার মন্তব্য এর উত্তর দিতে গিয়ে ভাবছিলাম অনেকদিন পরি কে দেখিনা । যাক আপনার পোস্টে পরির সাথে আরও অনেকের দেখা পেয়ে গেলাম । ভালোই লেগেছে ।

১১ ই মে, ২০২০ রাত ২:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

১৬| ১১ ই মে, ২০২০ বিকাল ৫:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খালাম্মার সাথে মিটমাট কি করে ফেলেছেন?

এই বিষয়টি নিয়ে আরেকটি পোস্ট প্রত্যাশা করছি।
রাগ করা কোন কাজের কথা নয়।

১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: না মিটমাট হয় নাই।
মিটমাট হলে আপনাকে জানাবো।

১৭| ১১ ই মে, ২০২০ বিকাল ৫:২৭

শোভন শামস বলেছেন: আপনার মার প্রতি শ্রদ্ধা। ভাল থাকুন পরিবার নিয়ে

১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ১১ ই মে, ২০২০ বিকাল ৫:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জীবনে বহুবার মায়ের সাথে রাগ করেছি। তিনবার বাড়িও ছেড়েছি।

১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: হায় হায়----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.