নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। সকালে উঠেই শাশুড়ি মায়ের সাথে ভিডিও ফোনে কথা বলেছি । প্রতি বছর মা দিবসে তাঁকে গিফট দিতাম, ফুল কিনে দিতাম। এ বছর তো দেশে গিয়ে আটকা পড়ে আছেন।
২। তোর মায়রে আমি....
এই গালি দেয়া ছেলেটাও আজ মাকে নিয়া শ্রদ্ধায় গদগদ হয়ে পোস্ট দিছে।
এটা ট্রাজেডি নাকি কমেডি?
৩। রাহুলকে এনালাইসিস করার সময় এখনো আসেনি। কারণ, তার সেক্রিফাইস হয়তো একদা ভারতে মূল্যায়ন হবে। যদিও তার মা সোনিয়া এখনো মুঘল সম্রাটদের মত অপয়া, হাজার চেষ্টা করেও ইন্ডিয়ান হতে পারল না, ইটালিয়ান রয়ে গেল কট্টর হিন্দুত্ববাদীদের চোখে।
৪। আমার হবু শ্বাশুড়ি কেও হ্যাপি মাদার্স ডে'র শুভেচ্ছা ।
৫। যে পুরুষ তার মাকে ভালোবাসে, সে যেন তার সন্তানের মাকেও ভালোবাসে।
৬। শুধু একটা ছবি না থাকার কারনে প্রমান দিতে পারতেছিনা, মাকে কতো ভালোবাসি।
৭। জগতের সকল সন্তান মাকে ভালো রাখুক। কেউ তার মাকে জঙ্গলে বা বৃদ্ধাশ্রমে ফেলে না আসুক, কেউ মাদকের টাকা বা সম্পত্তির জন্য মায়ের গায়ে হাত না তুলুক!
৮। যাদের মা আছেন, তারা কী জানেন, তারা কত সুখী মানুষ? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না, তাদের বলি, প্রতিদিনই মায়ের খোঁজ নিন, যত্ন নিন। যখন মাকে ভালোবাসবেন, তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ পাবেন। মা হারানোর কী বেদনা, মাকে ভালোবাসার কী সুখ, অনেকেই মা বেঁচে থাকতে তা বুঝতে পারেন না।
৯। জীবন থেকে সবকিছু হারিয়ে গেলেও আবার হয়তো অর্জন করা যায়। কিন্তু মা মা-ই। তার বিকল্প নাই।
১০। কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়!
১১।
১১ ই মে, ২০২০ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: বুড়ো বয়সে বাপ মার দিকে বেশি খেয়াল রাখতে হয়।
২| ১১ ই মে, ২০২০ রাত ১২:৪১
শুভ্রনীল শুভ্রা বলেছেন: কুমাতা হয়না ? যে মা ছোট্ট সন্তানের ভবিষ্যৎকে অনিশ্চিত করে প্রেমিকের হাত ধরে পালায়, পরকীয়ার টানে সন্তান খুন করে সে কি সু -মাতা ?!
১১ ই মে, ২০২০ রাত ২:২০
রাজীব নুর বলেছেন: না মোটেও না।
৩| ১১ ই মে, ২০২০ রাত ২:২০
ডার্ক ম্যান বলেছেন: বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু মা গেলে মা পাওয়া যায় না
১১ ই মে, ২০২০ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৪| ১১ ই মে, ২০২০ রাত ২:৫৩
জহির ডিজিপি বলেছেন: আমি এমন দেখেছি যে মাকে অনেক ভালবাসে কিন্তু বউ এর কারনে মা এর সাথে তার ভালবাসা প্রকাশ করতে পারে না ।
আমি এমন দেখেছি যে সন্তান তার মায়ের ভালবাসা বুঝতে পারেনা
আমি এমন দেখেছি যে সন্তান তার মা কি খাচ্ছে সেটার খবরও নিচ্ছে না
আমি এমন দেখেছি যে বাবা সাথে রাগ করে তার মায়েন খবর নিচ্ছে না
১০ই মে এর মত জীবনে প্রতিটি দিন হোক মা ময় । মা এমন এক শব্দ যেটা অনেক ছোট কিন্তু তার সাথে কোনো তুলনা হয়না।
দয়া করে কেউ মাকে কষ্ট দিবেন না । দিনে অন্তত একটি বার মা এর খবর নিন।
১১ ই মে, ২০২০ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১১ ই মে, ২০২০ রাত ৩:১০
শুভ্রনীল শুভ্রা বলেছেন: বউ এর কারণে মা এর খোঁজ নেয়না এটা এক ধরণের অজুহাত। মা আর বৌ এর মধ্যে বৈপরীত্য তৈরী করে দিলে দ্বন্দ্বের কখনো অবসান হবেনা বরং বাড়তেই থাকবে।''বৌ গেলে বৌ পাওয়া যাবে'' এগুলো তো খুব সাধারণ মানুষদের কথা। দুইজন ই সম্মানী কিন্তু প্রতিদ্বন্দ্বী না। একদিক থেকে না ভেবে দু'দিক থেকেই নিরপেক্ষভাবে ভাবুন। আপনার বৌ ও আপনার সন্তানের মা। সবাইকে তার প্রাপ্য সম্মানটুকু দিন।
১১ ই মে, ২০২০ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: ইয়েস ইউ রাইট।
৬| ১১ ই মে, ২০২০ রাত ৩:৫৩
আসাদবেস্ট বলেছেন: সুন্দর লিখেছেন।
১১ ই মে, ২০২০ সকাল ১১:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ১১ ই মে, ২০২০ ভোর ৫:৪২
মীর আবুল আল হাসিব বলেছেন: মা আমাদের জন্য ১২ মাস চুলার আগুন সহ্য করে। বছরের প্রতিটা দনি হাড়ভাঙা খাটুনি করে। তাই আমার মনে হয় বছরের স্পেশাল একটা দিনে তাকে নিয়ে এমন হাউ মাউ করাটা বোকামী। মাকে ভালোবাসতে হবে বছরের পুরোটা সময়; জীবনের প্রত্যেকটা মুহূর্ত
১১ ই মে, ২০২০ সকাল ১১:৫৩
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৮| ১১ ই মে, ২০২০ সকাল ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: ১১ নং এর ছবিটাই অধিকাংশ ক্ষেত্রে বাস্তব সত্য।
প্রথম মন্তব্যদুটো ভাল লেগেছে। তবে সবচেয়ে ভাল লেগেছে ৫ নং মন্তব্যটা। সেটার জন্য শুভ্রনীল শুভ্রা কে ধন্যবাদ।
বছর চারেক আগে আমার মায়ের আটপৌরে জীবন নিয়ে একটা কবিতা লিখেছিলাম। সেটা একবার পড়ে আসার আমন্ত্রণ রইলোঃ
মায়ের আক্ষেপ
পোস্টে দ্বিতীয় প্লাস + +।
১১ ই মে, ২০২০ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: আসসালামু আ্লাইকুম।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
৯| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১০। আপনি আড়াই মাস আপনার মায়ের সাথে কোন কথা বলেন না।
অধিকার বঞ্চিত নারী ও শিশুদের স্বার্থ সংরক্ষণ করা দলের নেত্রী
বাসায় তার গৃহ পরিচারিকাকে নির্মমভাবে নির্যাতন করার ইতিহাস
আমরা জানি।
১১ ই মে, ২০২০ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: কথা বললেও মনে মনে সারাক্ষন কত কথা বলি।
১০| ১১ ই মে, ২০২০ বিকাল ৪:৩৭
মেহবুবা বলেছেন: সব মা যেন ভাল থাকে সর্বত্র ।
১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১১| ১১ ই মে, ২০২০ বিকাল ৫:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মাকে কোন নগন্য একটি দিবসের মধ্যে আবদ্ধ রাখার দরকার কি?
তিনি এমনই মহান এক ব্যক্তি যাকে কোন দিবসের মধ্যে সীমাবদ্ধ করে রাখা বোকামী।
১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৩
রাজীব নুর বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২০ রাত ১২:২৯
নেওয়াজ আলি বলেছেন: আগে মা দিবস নিয়ে এতো পোষ্ট আসতো না এইবার বেশী । আশা করি মা বাবা আশ্রয়হীন কম হবে