নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকলেট খায়। বছরে গড়ে প্রতিজন খায় প্রায় ১০ কেজি করে।
২। আফ্রিকা মহাদেশে অন্য যে কোনো প্রাণীর আক্রমণের চেয়ে জলহস্তীর আক্রমণে বছরে বেশি মানুষ মারা যায়।
৩। পৃথিবীর মোট উৎপাদিত খেলনার মধ্যে ৭০ ভাগই চীন তৈরি করে থাকে!
৪। আজ পর্যন্ত যতো মানুষ মারা গেছে, তার তুলনায় বর্তমানে বেঁচে আছে এমন মানুষের সংখ্যা বেশি!
৫। চীন দেশে কোন জাতীয় ফুল ও পাখি নেই!
৬। পিঁপড়েরা কখনো ঘুমায় না।
৭। ইন্দিরা গান্ধীকে হাজার বছরের শ্রেষ্ঠ নারী বলা হয়।
৮। এডলফ হিটলার পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যাক্তি।
৯। কঙ্গো দেশে ছাগল চুরির অপরাধে মৃত্যুদন্ড দেওয়া হয়।
১০। ভারতের বোম্বাই শহরে অন্ধদের জন্য যাদুঘর রয়েছে।
১১। অনলাইনে প্রতি মিনিটে পর্নো দেখে প্রায় ২০ লাখ মানুষ!
১২। একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।
১৩। কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।
১৪। পৃথিবীর মানুষের মোট ওজোন, পৃথিবীর পিপড়ার মোট ওজোনের সমান।
১৫। হিটলার এবং স্টালিন যারা ৪ কোটি মানুষ হত্যার জন্যে দায়ী। তারাই শান্তিতে নোবেল পুরুস্কারের জন্যে মনোনীত হয়েছিলেন।
২১ শে মে, ২০২০ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: ব্লগে কিছু ভুল লিখলে জ্ঞানী ব্লগাররা তা অবশ্যই শুধরে দিবেন।
২| ২১ শে মে, ২০২০ দুপুর ২:১৩
নেওয়াজ আলি বলেছেন: সাধারণ জ্ঞান ভালো আপনার ।
২১ শে মে, ২০২০ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: জ্ঞান সংগ্রহ করি।
৩| ২১ শে মে, ২০২০ দুপুর ২:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এইগুলো জেনে কি লাভ হবে?
২১ শে মে, ২০২০ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: আহ নতুন কিছু জানাতে আনন্দ আছে না!!!
৪| ২১ শে মে, ২০২০ বিকাল ৩:০৮
কল্পদ্রুম বলেছেন: ১৫। একজন জিতেছেন।অং সাং সু কি।
২১ শে মে, ২০২০ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।
৫| ২১ শে মে, ২০২০ বিকাল ৩:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই সব জানাজানি নিয়ে আইনস্টাইন একটা কথা বলেছিলেন।
বলুন তো কি সেই কথা?
২১ শে মে, ২০২০ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: জানি না।
৬| ২১ শে মে, ২০২০ বিকাল ৩:৪২
ইসিয়াক বলেছেন: আমার বিরুদ্ধে শুধু অভিযোগ। আমি মন্তব্যের উত্তর দেই না। খোঁজ রাখেন আমার? কাল যে কতো বড় দূর্যোগ গেলো।
# মন্তব্য করবো তখনই কারেন্ট চলে গেলো তারপর ঝড় শুরু হলো....।এখন বিদ্যুৎ এসেছে।আমাদের এলাকায় দুজন মানুষ মারা গেছে ঝড়ে ।ভয়ঙ্কর ঝড় আমি আর সেই সাথে মারাত্মক বৃষ্টি আমি আগে এরকম ঝড় বৃষ্টি দেখেনি।
২১ শে মে, ২০২০ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: হায় হায়----------------!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৭| ২১ শে মে, ২০২০ বিকাল ৪:১০
কল্পদ্রুম বলেছেন: চায়নার ফুল ও পাখির ব্যাপারে খোঁজ নিলাম।জাতীয় ফুল peony এবং পাখি red crowned crane
২১ শে মে, ২০২০ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: হায় হায়-----
৮| ২১ শে মে, ২০২০ বিকাল ৪:১২
চাঁদগাজী বলেছেন:
ঝড়ের কারণে ঢাকায় বৃষ্টি হয়েছে?
২১ শে মে, ২০২০ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: হালকা বিষ্টি, হালকা বাতাস।
৯| ২১ শে মে, ২০২০ বিকাল ৪:১৪
অনল চৌধুরী বলেছেন: ৮।এডলফ হিটলার পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যাক্তি, ১৫। হিটলার এবং স্টালিন যারা ৪ কোটি মানুষ হত্যার জন্যে দায়ী। তারাই শান্তিতে নোবেল পুরস্কারের জন্যে মনোনীত হয়েছিলেন- কে বলেছে? সেকি কি বৃটিশ,ফরাসী বা এ্যামেরিকার লোকদের চেয়েও বেশী মানুষ মেরেছে? এসব ওদেরই অপপ্রচার ।
হিটলার ষ্ট্যালিন মারা যাওয়ার পর ১৯৪৫ সাল থেকে গত ৭৩ বছরে পৃথিবীর ৩ কোটি মানুষ এ্যামেরিকা একাই মেরেছে।তাদের প্রতি ঘৃণা কই?
https://www.jugantor.com/todays-paper/ten-horizon/118622/?__cf_chl_jschl_tk__=41fd36aab5acefe72a706bb43963a9e1012b1a79-1590056037-0-AU0E3qRZsA5BmVvGeb_8i3Hf1B4q5swMzd5ecxYP9ALFslTkMF059-ELmyShlo8iRzcSEBNqdSuvUz_5_tzfYuCUDESJ-Vu5yYdOHBiLFr_eQ1qAxOsWPhBV4PB_-3XnLWdFYgqGfUKqAQrm0vrC24WwgZFniyrqHacfM4lNzxP4BjvW6qmNyneqP4MHbXrQqZRsD1a8RRqv4hmfzIYgYtR5IZ0-4gR28zraYspiPVF09B6qt2Edy9em6X7zBdvi7hb9yC6Pdj-aotTtpMl3Of7t3aIiQ58NSwvK2u5eZDD196_nkoja9l97AnhpTO62Qg
২১ শে মে, ২০২০ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: আমেরিকা ৩ কোটি মানুষ মেরেছে!!!!!!!!!!!!!!
১০| ২১ শে মে, ২০২০ বিকাল ৪:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়ার জাতীয় ফল আসলে পেপে। কিন্তু বেশীর ভাগ মানুষই মনে করেন এখানকার জাতীয় ফল ডুরিয়ান।
ডুরিয়ান সিংগাপুরের জাতীয় ফল।
২১ শে মে, ২০২০ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: পেপে???
১১| ২১ শে মে, ২০২০ বিকাল ৪:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মারামারির কাজটি একমাত্র মানুষ নামক প্রাণীটাই বেশী করে। অন্য কোন প্রাণী মানুষের মতো এতো বেশী মারামারি করে না।
২১ শে মে, ২০২০ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: আমার মারা,মারি ভালো লাগে না।
১২| ২১ শে মে, ২০২০ বিকাল ৪:৪৪
সাইন বোর্ড বলেছেন: জানলাম ।
২১ শে মে, ২০২০ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ২১ শে মে, ২০২০ বিকাল ৪:৫৬
অনল চৌধুরী বলেছেন: আমেরিকা ৩ কোটি মানুষ মেরেছে!!!!!!!!!!!!!! ১৯৪৫ এর পর ৩ কোটি তার আগে আরো ১৫ কোটি।
https://en.wikipedia.org/wiki/Genocide_of_indigenous_peoples
২১ শে মে, ২০২০ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আমার ধারনা ছিলো আমেরিকা সভ্য দেশ।
১৪| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:০৬
রুদ্র নাহিদ বলেছেন: পিপড়া ও মানুষের যুদ্ধ হলে পিপড়া অনায়াসে জিতবে
২১ শে মে, ২০২০ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: না মানুষ জিতবে।
১৫| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অজানা অনেক তথ্য জেনে ভালো লাগলো।
২১ শে মে, ২০২০ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৬| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:৩৯
আমি সাজিদ বলেছেন: এক নাম্বারের সূত্র ধরে বলি - ডার্ক চকলেট মস্তিষ্কের জন্য ভালো।
২১ শে মে, ২০২০ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: ডার্ক চকলেট খেয়ে আরাম পাই না। তিতা লাগে।
১৭| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:৫৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: জানতে ভাললাগে নাকি জানাতে?
২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: দুটাই।
১৮| ২১ শে মে, ২০২০ বিকাল ৫:৫৬
ইসিয়াক বলেছেন: পৃথিবীর মানুষের মোট ওজন পৃথিবীর পিঁপড়ার মোট ওজনের সমান।
সত্যি? জানা ছিলো না।
২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: হে হে---
১৯| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০৬
Rajibrpsoft বলেছেন: নতুন কিছু জানলাম....।
২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
২০| ২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৬
মীর আবুল আল হাসিব বলেছেন: নতুন নতুন সব তথ্য পেলাম।
এটা কি সিরিজ আকারে চালু রাখা যায়???
২১ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: অবশ্যইয যায়।
২১| ২১ শে মে, ২০২০ রাত ৯:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আমার মারা,মারি ভালো লাগে না।
আপনি বলেছেন মারামারি ভালো লাগেনা। কিন্তু মারা মারির সিনেমা তো খুব মজা করেই দেখেন।
২১ শে মে, ২০২০ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: সিনেমাতে মারামারি ভালো লাগে। বাস্তবে না।
২২| ২২ শে মে, ২০২০ সকাল ৭:৫৮
সোহানী বলেছেন: সামনে কি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা!!!
সারা বিশ্বের প্রায় আশি ভাগ সুপেয় পানি কানাডায় ।
২২ শে মে, ২০২০ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: না না--
এমনি জানতে মন চায়। । পড়াশোনা করতে ভালো লাগে।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০২০ দুপুর ২:০৫
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ আপনাকে। এই তথ্য গুলোর পাাশাপাশি এর সূত্রগুলো উল্লেখ করলে গ্রহণ যোগ্যতা সহজলভ্য হয়। শুভেচ্ছা অগনিত।