নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
হাদীস অত্যন্ত গুরুত্বপূর্ন মুসলমানদের জন্য।
যদিও দুষ্টলোকজন হাদীসের ভুল ব্যাখ্যা করে থাকেন। তাতে সমাজে বিরুপ প্রভাব ফেলে। ইসলামকে আঁকড়ে ধরতে হয় মহাগ্রন্থ আল কুরআন এবং হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের মহাকালের সংকলন তথা হাদীসের মাধ্যেমে। আল কুরআন আল্লাহর বাণী, ঐশী গ্রন্থ, যা হযরতের মাধ্যেমে ২২ বছরে লিপিবদ্ধ হয়। কিন্তু হাদীস হচ্ছে হযরতের জীবনাদর্শ ও বাণী। এই হাদীস গুলোর অথেনটিকেশনের উপর নির্ভর করে ৬টি লিপিবদ্ধ গ্রন্থকে সর্বোচ্চ মূল্যাবন ধরা হয় যেগুলোকে একত্রে সিহাহ সিত্তাহ বলে।
অদ্ভুত ব্যাপার হচ্ছে, ৬টি গ্রন্থের লিপিবদ্ধকর্তা কেউই আরব অঞ্চলের বা মক্কা মদীনার বাসিন্দা নয়! হলে চলুন জেনে নেই তারা কোথাকার লোক।
১। সহীহ বুখারী, সংগ্রাহকঃ ইমাম বুখারী।
অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৭২৭৫ টি হাদীস।
ইমাম বুখারী একজন বিখ্যাত হাদীসবেত্তা ছিলেন। তিনি "বুখারী শরীফ" নামে একটি হাদীসের সংকলন রচনা করেন, যা মুসলমানদের নিকট হাদীসের সবোর্ত্তম গ্রন্থ বিবেচিত হয়। তার নাম মুহাম্মদ। উপনাম হলো আবু আবদুল্লাহ। আমিরুল মুমিনীন ফিল হাদীস তার উপাধি। বুখারা তার জন্মস্থান বলে তাকে বুখারী বলা হয়। ইমাম বুখারীর উপাধি "আমিরুল মুমিনীন ফিল হাদীস" (হাদীস বর্ণনায় মুমিনদের নেতা)।
জন্মঃ ৮১০ খ্রিস্টাব্দের ২১জুলাই, বুখারা বর্তমান উজবেকিস্তানে অবস্থিত।
মৃত্যুঃ ৩১শে আগস্ট, ৮৭০ খ্রিস্টাব্দ (৬২ বছর) খরতঙ্গ, সমরকন্দ।
২। সহীহ মুসলিম, সংগ্রাহকঃ মুসলিম বিন হাজ্জাজ।
অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৯২০০ টি হাদীস।
জন্মঃ ৮১৫ সালে, নিশাপুর, খোরাসান, (বর্তমান ইরান)
মৃত্যুঃ মে ৮৭৫, সমাধি স্থানঃ নাসারাবাদ (নিশাপুরের একটি শহর)।
৩। সুনানে নাসাই, সংগ্রাহকঃ ইমাম নাসাই।
অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৫৭৫৮ টি হাদীস।
জন্মঃ ৮৩০ খ্রিষ্টাব্দ, নাসা, তুর্কমেনিস্তান।
মৃত্যুঃ ৯১৮ খ্রিস্টাব্দ, রামলা বা মক্কা।
৪। সুনান আবু দাউদ, সংগ্রাহকঃ আবু দাউদ।
অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৫১৮৪ টি হাদীস।
জন্মঃ ৮১৭–১৮ খ্রিষ্টাব্দ, সিজিস্তান, আফগানিস্তান।
মৃত্যুঃ ৮৮৯ খ্রিষ্টাব্দ।
৫। সুনান আল-তিরমিজী সংগ্রাহকঃ মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি।
অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৩৬০৮ টি হাদীস।
ইমাম তিরমিজি বলে পরিচিত মুহাম্মাদ ইবনে ঈসা আত-তিরমিজির।
জন্মঃ ৮২৪ খ্রিষ্টাব্দ, তিরমিজ, বর্তমান উজবেকিস্তানে অবস্থিত।
মৃত্যুঃ ৮ অক্টোবর ৮৯২ খ্রিষ্টাব্দ, বুগ, তিরমিজের নিকটে।
৬। সুনান ইবনে মাজাহ, সংগ্রাহকঃ ইবনে মাজাহ।
অন্তর্ভুক্তি সংখ্যাঃ ৪৩৪১ টি হাদীস।
জন্মঃ ৮২৪, খোরাশান, ইরান।
মৃত্যুঃ ৮৮৭।
২৭ শে মে, ২০২০ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: আসল কথা কি কোনো হাদীসই ১০% নির্ভেজাল নয়?
২| ২৭ শে মে, ২০২০ দুপুর ২:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
টেকনোলজি আসলেই মানব সভ্যতাকে বদলে দেয়।
ধরুন, ওই সময় যদি বিদ্যুৎ ও ইন্টারনেট এবং ইউটিউব, ফেসবুক ইত্যাদি থাকতো তাহলে একবার কল্পনা করে দেখেন তো আপনি যে সমস্ত হাদিসের আলোচনা করলেন সেই হাদিস এভাবে যোগাড় করতে হতো না । সরাসরি নবীজির মুখ থেকে আপনারা শুনতে পারতাম সেই আলোচনা। আজেবাজে সব হুজুরের তৎপরতাও থাকতো না।
২৭ শে মে, ২০২০ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: সেটাই।
তখন ইন্টারনেট এবং ইউটিউব, ফেসবুক থাকলে ঝাল হাদীস প্রতিষ্ঠা পেত না।
৩| ২৭ শে মে, ২০২০ দুপুর ২:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রাজীব নুর বলেছেন: নামাজ পড়লে আল্লাহ খুশি হোন। নামাজের মধ্যে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহপাক দিয়ে দেন। তাই আমাদের বেশি বেশি নামাজ পড়তে হবে। ।।
এই অদ্ভুত তথ্য আপনি কোথায় পেলেন? তাহলে তো সবাই চাইতেই থাকত। চাইতেই থাকতো।
২৭ শে মে, ২০২০ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: চাইলেই তো পাওয়া যায়।
৪| ২৭ শে মে, ২০২০ বিকাল ৩:০৯
নতুন নকিব বলেছেন:
হাদিসের বিশাল ভান্ডার আমাদের এবং গোটা বিশ্ববাসীর অমূল্য জ্ঞানের সম্পদ।
২৭ শে মে, ২০২০ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৫| ২৭ শে মে, ২০২০ বিকাল ৩:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: চাইলেই তো পাওয়া যায়।
আপনি নিজে কি পেয়েছেন তার একটা তালিকা দেন । নইলে আপনার বক্তব্য ওয়াজকারীদের বক্তব্যর মত হয়ে যাবে।
আপনি তো হুজুর নন। আপনি প্রগতিশীল মানুষ । আপনার কাছে প্রগতিশীল বক্তব্যই জাতি আশা করে।
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: চেয়ে তো কোনো দিন কিছু পাই নি।
কেউ পেয়েছে বলেও শুনি নি। যারা বলে পেয়েছেন, আওস্লে তারা মিথ্যা বলেন।
৬| ২৭ শে মে, ২০২০ বিকাল ৩:৫৫
নতুন বলেছেন: এরা রাসুল সা: এর ইন্তেকালের কত বছর পরে জন্ম গ্রহন করেছেন সেটা উল্লেখ করে দেন।
২৭ শে মে, ২০২০ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: গড়ে বলা যায় ২০০ বছর পরে তো হবেই।
৭| ২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪২
ইসিয়াক বলেছেন: পড়লাম।
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
বেশীরভাগ হাদিস সৃষ্টি করেছে বাংগালীরা।
মক্কা ও মদী দখলের আগে নবী (স: ) কি বলছেন, কি করছেন সেটা নিয়ে আরবের মানুষ ব্যস্ত হওয়ার কথা নয়; তখন সেখানকার মানুষেরা লিখতে জানতো না; যারা লিখতে জানতো, তারা উনার বিরোধী দলে ছিলো বেশী; কারণ, তারা ইহুদী ধর্মের কাছাকাছি কোন ধর্ম পছন্দ করতো না।
২৭ শে মে, ২০২০ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: তার মানে সমস্ত হাদীসই বানোয়াট।
৯| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৪
উদাসী স্বপ্ন বলেছেন: হাদিস ঠিক ভাবে পালন করলে যারা সঠিক ভাবে নিয়মিত নামাজ পড়ে না তারা ধিম্মি হয়ে জিযিয়া কর দিতো আর তা দিতে না পারলে নিজে বৌকে কারো যৌনদাসী ও নিজেরে অন্যের দাস হয়ে দাসত্ব খাটতে হতো।
আইএসআইএস সহী খেলাফত পালন করে দেখিয়েছে। সহী ইসলামের পরশ যে কত সুন্দর তা তালেবান আইএসআইএস চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে।
দেশের মানুষ অতি মুসলিম বলেই এসব বর্বর জীবন চায় আর তাই সহী ইসলাম যে কত বর্বর ....
হাসি আসে।
যেসব হাদিস সংগ্রাহকের কথা বললেন তারা প্রায় প্রত্যেকেই বেইজ্জতি হইছে এবং মৃত্যু পূর্বে মুসলমানদের দ্বারাই কস্ট পাইছে। তাদের সংগৃহিত হাদিস সমূহ আসলে তাদের হাদিস দ্বারাই অবৈধ কারন নবী মোহাম্মদ নিজেই এটা বারন করছেন। বক্কর সংগ্রহ করে জ্বালিয়ে দিয়েছেন। তাই হাদিস সংগ্রাহকদের পরনতি নিয়ে বলতে হয় তাদের নিয়তি ছিলো
১০| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
রাজীব নুর বলেছেন: সবচেয়ে বড় কথা বর্তমান দিনকাল এবং মানুষজন কোরআন হাদীস দিয়ে জীবন যাপন করে না।
১১| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
উদাসী স্বপ্ন বলেছেন: পালন করে না বলেই ফটোসাংবাদিক হয়ে নিজের জীবিকা করে খাচ্ছেন। স্ত্রীকে নিয়ে নিজের পছন্দমত জীবন যাপন করছেন। গান কবিতা আড্ডা দিয়ে দিন পার করছেন দুটো ভালো মন্দ খেয়ে। যদি জীবনে কখনো সুযোগ হয় ইরান সৌদী ব্রুনাই পাকিস্তানের মতো শরীয়া শাসিত দেশ গুলো ঘুরে আসবেন নিজের স্ত্রীকে নিয়ে। তাদের মাসনা সুলাসা রূবাআ দাসী আজল এবং মেয়েদের খতনা কিভাবে করে সেটাও জেনে আসবেন। আপনার স্ত্রীকেও দেখাবেন। তারপর একটা ব্লগ লেখেন।
আমার পরিচিত অনেকেই মাসনা সুলাসা রুবাআ শুরু করেছে তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম ওদের দাদা বা বাবা যদি এটা করতো তাহলে তারা কিভাবে নিতো? সৎ মা এর ঘরে বড় হওয়া অথবা সম্পত্তি নিয়ে শরীকের মধ্যে লাগালাগি.. সেটা নিয়ে তারা খুব একটা সদুত্তর দেয় নি। কারন তারা শুধু একটা কথাই বলতো,”তুই শালা কাফের, তোর চিন্তা কি! তোর এত মাথা ব্যাথা কেন!”
এটাই হলো ইসলাম
২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০১
রাজীব নুর বলেছেন: সৌদী ব্রুনাই পাকিস্তানেরথা বলছেন?
আমি যাবো আমস্টারডাম, গ্রিস, কানাডা।
১২| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৯
উদাসী স্বপ্ন বলেছেন: ইসলামে মেয়েদের খতনা মানে মুসলমানি করানো সুন্নতে মুস্তাহাব আর তাই ব্রুনাইতে রাস্ট্রিয়ভাবে এটা পালন করা হয়। মিশরে খতনাকালীন মৃত্যু হবার কারনে সেখানে ২০০৮ সালে নিষিদ্ধ করলেও প্রাকটিসিং মুসলমানরা সেটা মানে না এবং গোপনে এখনও চলছে। সৌদী আরব কাতার বাহরাইনের মেয়েদের লাবিব মেজর মাইনর বড় হলেই কেটে ফেলে এবং এটার বৈজ্ঞানিক কোনো উপকারিতা নেই।
যে বেদুইনদের দেখে মোহাম্মদ এটা করেছিলো ইসরাইলের সে বেদুইনরা ২০০৯ সালের পর রহিত করছে। মোহাম্মদআল হাদিসে উল্লেখিত স্বামী যে যৌনসুখ পাবে সেটার জন্য সুদান সোমালিয়া খতনা করার পর সেখানে ক্ষার জাতীয় দ্রব্য লাগানো হোক যাতে যৌনাঙ্গ টাইট থাকে। এটা করা হয় বিয়ের আগে।
আপনার হাদিস থেকেই মেয়েদের খতনার এই উতপত্তি।
আপনি কি চাইবেন আপনার আদরের মেয়ের সাথে এটা করা হোক?
সহী ইসলাম কায়েম হলে এটা শুরু হবে। সহী ইসলাম হাদিসের এটা একটা ছোট্ট উদাহারন। এর চেয়েও বড় বড় উদাহারন পড়ে আছে। এগুলো আমার প্রোপাগান্ডা না, এগুলো বাস্তবতা।
উইকিতে একটু সামারী পাবেন
২৭ শে মে, ২০২০ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: আমি ভাই এসব শুনতে চাই না। বুঝতে চাই না। আমার ভালো লাগে না।
১৩| ২৭ শে মে, ২০২০ রাত ১০:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব গাজীসাবের কথায় কষ্ট পাবেন না।
তার কথায় কর্ণপাত না করলেও চলবে।
উনি নিজেকে সব কাজের কাজী ভা্বেন
কিন্তু মস্তিস্ক লিলিপুটিয়ান।
২৭ শে মে, ২০২০ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: আপনার কথাটা মানতে পারলাম না।
উনার চিন্তা ভাবনা উন্নত।
১৪| ২৭ শে মে, ২০২০ রাত ১০:৪৯
গুরুভাঈ বলেছেন: বাংলাদেশে বেশি চলে জাল হাদিস এবং যে পীরের বা যে কথিত ইসলামি দলের যে হাদিস প্রয়োজন।
শিক্ষার জন্য চীন দেশে যাও।
মুর্খের ইবাদতের চাইতে গেয়ানীর নিদ্রা উত্তম। ইত্যাদি। এখন আবার শুনতেছি সাহাবীগন যা বলছে তাও হাদিস, পরে আবার শুনবো সাহাবিগন যা করছে তাও সুন্নত।
২৭ শে মে, ২০২০ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: আমি শুধু চুপ করে দেখে যাবো। কিচ্ছু বলব না।
১৫| ২৮ শে মে, ২০২০ ভোর ৬:৩০
ডঃ এম এ আলী বলেছেন:
হাদিস গ্রন্থগুলির মুদ্রিত সংস্করণ সম্পর্কে রয়েছে বিভিন্ন গুঞ্জরণ
সে কারণে হাদিসগ্রন্থগুলি নিয়ে বিবিধ প্রকারের গুঞ্জরণ করতে বিদুরণ
হাদিস সংকলন সম্পর্কে এ মহুর্তে বিস্তারিত গবেশনা কর্ম প্রয়োজন ।
২৮ শে মে, ২০২০ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: হাদীস তো জীবনে চলার পথে কেউ মানছে না।
১৬| ২৮ শে মে, ২০২০ বিকাল ৪:১৯
ডঃ এম এ আলী বলেছেন:
জাল আদিসগুলি মানছেনা তবে কোরানের সাথে সাংঘর্ষিক নয় এমন হাদিসগুলি মানছে ।
২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৮
রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২০ দুপুর ১২:৫১
আহলান বলেছেন: এর মধ্যেও ব্যপার আছে। ওনারা কেউই ওনাদের জ্ঞ্যাত সকল হাদিস নির্দিষ্ট গ্রন্থ সমুহে স্থান দেন নাই। ফলে অনেক শূণ্যতাও রয়ে গেছে ..