নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
৩১ তারিখ থেকে সাধারণ ছুটি শেষ।
ট্রেন, বাস, লঞ্চ সবই চলবে। সরকার বলবে স্বাস্থ্যবীধি মেনে, সীমিত আকারে। যদিও দেশের অসভ্য জনগন তা মানবে না। লকডাউন শেষে অমুক জায়গায় যাবো, তমুকের সাথে খাবো, ঘুরে বেড়াবো, বাড়ি যাবো- ভুলেও এসব করতে যাবেন না। প্লীজ। ভুলে যাবেন না- লকডাউন না থাকলেও করোনা কিন্তু আছে। নিজে কিভাবে বাচবেন এবং নিজের পরিবারকে কিভাবে বাচাবেন তা আপনাকেই খুজে বের করতে হবে। আপনার নিজের এবং পাশের জনের সুরক্ষার দায়িত্বও আপনার। নামে মাত্র করোনা ইউনিট খুলেছিল ইউনাইটেড হাসপাতাল। ভেতরে দাহ্য পদার্থের ছড়াছড়ি। আবার আগুন নেভানোর জন্য রাখা ১২ এক্সটিংগুইশারের ৯ টাই ছিল বিকল। সুস্থ থাকলে হলে- কিছু বিষয় খেয়াল রাখা জরুরী।
১। পরিবারের সিনিয়র সিটিজেনদের এবং অন্য রোগে অসুস্থ যারা তাদের আলাদা ভাবে যত্নের সাথে রাখুন। তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ান। খাবারের সাথে লেবু অবশ্যই রাখবেন। ভিটামিস সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আল্লাহ না করুক করোনা হয়েই গেলে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারাই বেঁচে যাবেন।
২। শখের শপিং বাদ দিন, বিনা কারনে বাইরে যাওয়া সম্পূর্ন বন্ধ করুন। খুব জরুরী ছাড়া কিছুই কিনতে বের হবেন না। আগে বাচুন। বাচলে বহু কেনাকাটা করতে পারবেন।
৩। প্রতিদিনের বাজার প্রতিদিন না করে সপ্তাহে একদিন করুন, পনের দিনে একদিন বা মাসে একদিন করার চেষ্টা করুন। মনে রাখবেন বাইরের বিপদ। ঘরে বিপদ নাই। নিজের বুঝ তো পাগলেও বুঝে। আপনি বুঝবেন না কেন?
৪। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা বাদ দিন। আড্ডা যদি দিতেই হয়- ফোনে আড্ডা দিন বন্ধুদের সাথে। কিছু কিছু মানুষ কাজ নেই তবু রাস্তায় ঘুরাঘুরি করে। এই আহাম্মক শ্রেনী দেশের শত্রু। বাসায় থাকুন। বই পড়ুন। মুভি দেখুন। রান্না শিখুন। ঘরের কাজ করুন।
৫। চাকরির খাতিতে যদি বাইরে যেতেই হয়- ভীড়ের বাস এড়াতে সাইকেল কিনে ফেলুন। সাইকেল না থাকলে আর অফিস যদি কাছেই হয় হেঁটে অফিস যান। মোট কথা ভিড়ের মধ্যে যাবেন না। বন্ধু হোক, কলিগ হোক, হোক মামা চাচা।
৬। পারলে বাসায় পার্মানেন্ট কাজের মানুষ রাখুন কিন্তু কোনোভাবেই ছুটা কাজের মানুষ রাখবেন না। ছুটা বুয়াকে ছুটি দিয়ে দেন। তবে হ্যা তাকে সেলারি অবশ্যই দিবেন। করোনায় দয়া করে অমানবিক হবেন না।
৭। কারো বাসায় যাবেন না। ভাই, বন্ধু, কলিগ, আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যাওয়া পরিহার করুন। বিয়ে, দাওয়াত, মেজবান, চল্লিশা, জন্মদিনের পার্টির মত বিষয়গুলো আপাতত শিকেয় তুলে রাখুন। বিয়ে যদি করতেই হয় তবে অনুষ্ঠান না করে কাজি আর দুপরিবার মিলে করুন। নিচে বাচুন। অন্যকেও বাচতে দিন।
৮। যেসব অফিসে হোম অফিসে কাজ করা সম্ভব তারা এমপ্লয়িদের বাসায় রেখেই কাজ করান। অবশ্য কিছু খাইস্ট্রা মালিক আছেন। তারা কর্মীদের অফিসে নিবেনই। কিছু করার নেই। বদ লোক তো দুনিয়ায় ভরা। যদি আপনার টাকার সমস্যা না থাকে তাহলে অফিসেও যাবেন না।
৯। অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং হাত সাবান দিয়ে অনেকবার ধোন। নাকে, চোখে, মুখে হাত দেবেন না। সচেতন হোন, সর্তক থাকুন। বেঁচে থাকুন। অন্যকেও বাচতে দেন।
২৮ শে মে, ২০২০ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: হে হে হে---
২| ২৮ শে মে, ২০২০ রাত ১০:৪৫
রাকু হাসান বলেছেন:
বাঁচতে হলে মানতে হবে। এখন নিজের সুরক্ষার প্রতি আরও বেশি সচেতন হতে হবে আমাদের।
২৮ শে মে, ২০২০ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।
৩| ২৮ শে মে, ২০২০ রাত ১০:৪৯
নেওয়াজ আলি বলেছেন: সব কিছু ওপেন করার পর বাড়বে
২৮ শে মে, ২০২০ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ২৮ শে মে, ২০২০ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা অনেক বেশী বুঝেন, এদের নিয়ে সমস্যা নয়; সমস্যা হচ্ছে, সরকার ও ব্লগের বাহিরের জনতা নিয়ে।
সরকার মানুষের কথা শোনে না, মানুষ সরকারের কথা শোনে না, পিগমিল্যান্ড
২৯ শে মে, ২০২০ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: এইভাবে তো শান্তি আসবে না। উন্নয়ন আসবে না। করোনা দূর হবে না।
৫| ২৮ শে মে, ২০২০ রাত ১১:২০
ওমেরা বলেছেন: আচ্ছা আমাকে বলেন তো লকডাউন দিয়ে বাংলাদেশ লাভ হয়েছে কিছু নাকি ক্ষতি হয়েছে?
২৯ শে মে, ২০২০ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: লাভ হয় নাই।
৬| ২৯ শে মে, ২০২০ রাত ১২:২৩
কল্পদ্রুম বলেছেন: উপকারী উপদেশমালা।
২৯ শে মে, ২০২০ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: উপদেশ নয় অনুরোধ।
৭| ২৯ শে মে, ২০২০ রাত ১২:২৫
গুরুভাঈ বলেছেন: @ওমেরা
লাভ সীমিত আকারে হলেও হয়েছে। লক ড়াউন ছিলোনা, ছিলো করোনা ভ্যাকেশন।
২৯ শে মে, ২০২০ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: সেটাই।
৮| ২৯ শে মে, ২০২০ রাত ১২:২৫
গুরুভাঈ বলেছেন: @ওমেরা
লাভ সীমিত আকারে হলেও হয়েছে। লক ড়াউন ছিলোনা, ছিলো করোনা ভ্যাকেশন।
৯| ২৯ শে মে, ২০২০ রাত ১:০১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সকল পয়েন্টে একমত কিন্ত বাইরে ঘুরাঘুরি আপনি বেশি করেন।
২৯ শে মে, ২০২০ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: আমি বাইরের অবস্থা বুঝতে বাইরে যাই। বাইরের অবস্থা বুঝে ব্লগে লিখি। এজন্য যেতে হয়য়।
১০| ২৯ শে মে, ২০২০ রাত ৩:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৯। খানসাব কি করি বলেনতো ?
আমার শুধু নাক আর চোখই চুলকায়!
যেটা নিষেধ তাই করতে মন চায়!
যখন লকডাউ কঠোর করার দরকার
তখনই খুলে দিলো। ভবিষ্যত মারাত্মক
হবে যদি আল্লাহ রক্ষা না করে!!
২৯ শে মে, ২০২০ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: ৯। দুই হাত রসি দিয়ে বেধে রাখুন।
লকডাউন এ জাতীকে দমিয়ে রাখতে পারবে না।
১১| ২৯ শে মে, ২০২০ সকাল ৮:৩৯
ইসিয়াক বলেছেন: আপনার পোস্টে প্রেম করার ব্যপারে তো কোন দিক নির্দেশনা পেলাম না। এ ব্যপারে যদি একটু বিস্তারিত বলতেন, তাহলে বোঝেনই তো ধন্য হতাম।
#আচ্ছা, করোনার কারণে কি প্রেমিকার সাথে পার্কে বেড়ানো, ফুচকা খাওয়া, বাদাম খাওয়া এগুলো কি বাদ? অন্য কিছু না হয় বাদই দিলাম। কিন্তু রোমান্স কি করে চালিয়ে যাবো, হাত না ধরলে তো প্রেম জমবে না।
২৯ শে মে, ২০২০ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: আপনি আমাকে ফোণ করবেন। বলে দিব।
১২| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:২০
ইসিয়াক বলেছেন: এখনই ফোন দিচ্ছি
২৯ শে মে, ২০২০ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: না এখন না। সময় হোক।
আমার মোবাইল নম্বরই তো আপনার কাছে নেই। হে হে---
১৩| ২৯ শে মে, ২০২০ সকাল ১১:০৫
বুরহানউদ্দীন শামস বলেছেন: সচেতনতাই একমাত্র মুক্তির পথ...
২৯ শে মে, ২০২০ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১৪| ২৯ শে মে, ২০২০ বিকাল ৫:২০
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: না এখন না। সময় হোক।
আমার মোবাইল নম্বরই তো আপনার কাছে নেই। হে হে---
যদি থাকে।
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৮
রাজীব নুর বলেছেন: হুম।
১৫| ৩০ শে মে, ২০২০ রাত ২:৩৭
মোঃমোজাম হক বলেছেন: কথায় আছে না চোরে না শুনে ধর্মের কথা
আমাদের দেশের জনগন বা সরকার কেউ শুনছেনা
৩০ শে মে, ২০২০ রাত ৩:৩৯
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০২০ রাত ১০:৩৩
গুরুভাঈ বলেছেন: "বিয়ে করতে হলে পাত্র এবং পাত্রীর অবশ্যই হালনাগাদ করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।" সতর্ক বাণীতে গুরুভাঈ