নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এক রাজার হটাত শখ হলো নিজের ছবি আঁকাবে
রাজ্যের সমস্ত চিত্রশিল্পীদের খবর দিয়ে আনানো হল
বলা হল যে সবচেয়ে সুন্দর এবং নিখুঁত ছবি আকবে
তাকে পুরস্কৃত করা হবে
তবে যদি ছবি দেখতে সুন্দর না হয়
তাহলে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড!
কেউ রাজার ছবি আঁকতে রাজি হল না
কারন রাজার এক পা এবং এক চোখ ছিল না
এবং তাকে দেখতে ভয়ঙ্কর লাগত
হটাৎ ভীড়ের মধ্য থেকে অল্প বয়সী এক ছেলে সামনে এসে দাঁড়ালো
সে রাজার ছবি আঁকতে চায়
ছবি আঁকা শেষ হল
রাজা ভীষণ খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন।
সবাই খুব অবাক! এটা কিভাবে সম্ভব!
দেখা গেলো ছেলেটি একেছে-
রাজা একটি কাটা গাছের গুঁড়ির উপর এক হাটু ভাজ করে,
এক চোখ বন্ধ করে- হরিন শিকার করছে
ছবিটি দেখে বুঝাই যাচ্ছে না রাজা অন্ধ এবং খোঁড়া
এটাই হচ্ছে দৃষ্টি ভঙ্গির তফাৎ!
আপনি একটা নির্দিষ্ট বিষয় কে কিভাবে দেখছেন
তার উপর অনেক কিছু নির্ভর করে।
২৯ শে মে, ২০২০ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
শিল্পি অবস্হা বুঝে, সঠিক সমাধান বের করেছে।
২৯ শে মে, ২০২০ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৩| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৩৩
ডার্ক ম্যান বলেছেন: প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা
২৯ শে মে, ২০২০ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৪| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৪২
Rajibrpsoft বলেছেন: উপস্থিত বুদ্ধি...... শিল্পীদের কেন জানি একটু বেশি হয়
২৯ শে মে, ২০২০ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: হা হা হা হা----
৫| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি একটা নির্দিষ্ট বিষয় কে কিভাবে দেখছেন
তার উপর অনেক কিছু নির্ভর করে।
..................................................................
দৃষ্টিভঙ্গীর কারনে কেউ ভালবাসে
কেউবা আঘাত করে ।
২৯ শে মে, ২০২০ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৬| ২৯ শে মে, ২০২০ সকাল ১১:০৭
বুরহানউদ্দীন শামস বলেছেন: দারুন...
যেভাবে পড়ে পানি , সেভাবে ধরো ছাতি...
২৯ শে মে, ২০২০ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: এই তো।
৭| ২৯ শে মে, ২০২০ সকাল ১১:০৯
মাস্টারদা বলেছেন: ভাল্লাগছে
২৯ শে মে, ২০২০ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৮| ২৯ শে মে, ২০২০ সকাল ১১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, বুদ্ধিমানদের সর্বত্র জয়জয়কার
২৯ শে মে, ২০২০ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: আমি কি বুদ্ধিমান?
৯| ২৯ শে মে, ২০২০ সকাল ১১:৩৮
গুরুভাঈ বলেছেন: great.....
২৯ শে মে, ২০২০ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
১০| ২৯ শে মে, ২০২০ সকাল ১১:৫৫
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার পোস্ট ।
২৯ শে মে, ২০২০ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১১| ২৯ শে মে, ২০২০ দুপুর ১২:২২
কল্পদ্রুম বলেছেন: ঐ যুগে ছবি আঁকা এবং এই যুগের ফটো এডিটিং। মনের ইচ্ছামত অনেক কিছু করা যায়।
২৯ শে মে, ২০২০ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: ছবি তোমার পর অনেক খুত চোখে পড়ে। খুত গুলো মুছে দিতেই এডিট।
১২| ২৯ শে মে, ২০২০ দুপুর ১২:৪৬
এস সুলতানা বলেছেন: চমৎকার
২৯ শে মে, ২০২০ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৩| ২৯ শে মে, ২০২০ দুপুর ১:২২
এস সুলতানা বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ। সময় করে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন।
২৯ শে মে, ২০২০ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই। এটা আমার দায়িত্ব।
১৪| ২৯ শে মে, ২০২০ দুপুর ১:৩০
নেওয়াজ আলি বলেছেন: নন্দিত ভাবে উপস্থাপন ।
২৯ শে মে, ২০২০ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই।
১৫| ২৯ শে মে, ২০২০ দুপুর ১:৪৯
আমি সাজিদ বলেছেন: আজকাল ব্লগে বলা নাই কওয়া নাই সেরা চিন্তাবিদ ঘোষনা হচ্ছে। আপনাকে আমি সময়ের সেরা চিন্তাবিদ উপাধি দিলাম। ধন্যবাদ।
২৯ শে মে, ২০২০ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ।
কিন্তু আমি তো অধম।
ভাঙ্গা কূলার ছাই বলতে পারেন।
১৬| ২৯ শে মে, ২০২০ বিকাল ৩:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ অর্ধেক ভরা গ্লাস পা্নি দেখে
আবার কেউ অর্ধেক খালি গ্লাস পানি দেখে
এটাই দেখার পার্থক্য !! নেতি বাচক ও ইতিবাচক
দৃষ্টিভঙ্গি । আপনার গুরু সবসময় নেতিবাচক মানুষ।
২৯ শে মে, ২০২০ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: গুরু আধুনিক মানুষ। চমৎকার বুদ্ধিমান এবং রসিক মানুষ।
১৭| ২৯ শে মে, ২০২০ বিকাল ৩:৪৪
নজসু বলেছেন:
দারুণ লাগলো।
গূঢ় তথ্য আছে।
২৯ শে মে, ২০২০ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২০ সকাল ১০:২১
ইসিয়াক বলেছেন: অবশ্যই।
#চমৎকার