নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলায় শোনা একটি গল্প

০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:১৪



একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল।
হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিল। মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন পানি ছিল না।

গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল।
বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামীর পুত'' তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখন তো দুজনেই মরব রে।

গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে?
বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিক কে।
আমি নিজেই তো বনের মালিক।
গরু বলে তুমি এখানেই দূর্বল, একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে।
বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল।

ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একাএকা পড়ে রইল।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:২৩

ইসিয়াক বলেছেন: বেশি অহংকার পতনের মূল।
গল্পে ভালো লাগা।

০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বন্ধু।

২| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:০৭

কল্পদ্রুম বলেছেন: এই জন্যই বাঘের সংখ্যা কমে যাচ্ছে।বাচ্চাদের গল্পে এসব খুনোখুনি ঠিক না।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: এই দেশে যেসব বাচ্চারা জন্ম নেয় তাদের সব কিছুই জানার দরকার আছে।

৩| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


গল্পটা বেশ হয়েছে। তবে, আজকাল গরুর সব মালিক বাঘকে মারবে না।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: খাবারের সন্ধানে বাঘ জঙ্গল ছেড়ে গ্রামে এলে- গ্রামের লোকজন বাঘকে পিটিয়ে মেরে ফেলে।

৪| ০৮ ই জুন, ২০২০ রাত ১২:০১

মীর আবুল আল হাসিব বলেছেন: ভালো লাগলো বাঘ আর গরুর গল্প।


কল্পদ্রুম বলেছেন: এই জন্যই বাঘের সংখ্যা কমে যাচ্ছে।বাচ্চাদের গল্পে এসব খুনোখুনি ঠিক না।
======================================================================

সামু রসিক সব ব্লগারে ভর্তি। ভুয়া মফিজ, গুরুভাই এসব ব্লগার না থাকলে সামু কেমন গুমোট গুমোট লাগে।

০৮ ই জুন, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: ভালবাসা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.