নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ঢং ঢং করে ঘড়ি বেজে উঠল।
রাত তিনটা। বিছানায় গিয়েছি রাত দুইটায়। আমি বিছানায় শুয়ে আছি। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। একটা সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি- নুহাশ পল্লীতে হুমায়ুন আহমেদ আর রবীন্দ্রনাথ ঠাকুর খুব গল্প করছেন। আমি তাদের পাশে গিয়ে বসলাম। রবীন্দ্রনাথ আমাকে চায়ের কাপ এগিয়ে দিলেন, বললেন- চা খাও।
আমি চায়ে চুমুক দিয়ে দেখি চিনি ছাড়া চা।
বললাম, চিনি ছাড়া চা আমি খাই না।
হুমায়ুন আহমেদ বললেন- এখন চিনি কোথায় পাবো?
আমি বললাম, তাহলে এক চিমটি লবন কি পাওয়া যাবে?
হুমায়ুন আহমেদ লবনের বদলে চিনিই ব্যবস্থা করে দিলেন।
আমাদের তিন জনের চা শেষ হলো।
রবীন্দ্রনাথ বললেন, আমরা তিনজন মিলে একটা করে প্রেমের গল্প লিখব। সময় এক ঘন্টা। হুমায়ুন তুমি লিখবে রুপাকে নিয়ে, আমি লিখব লাবণ্যকে নিয়ে আর রাজীব নূর তুমি লিখবে হিমিকে নিয়ে।
আমি বললাম, স্যার আমি পারব না।
রবীন্দ্রনাথ বললেন, তুমি পারবে- আমি হিমিকে নিয়ে তোমার কিছু লেখা পড়েছি। ভালো লিখেছো। একজন প্রকাশক এসে আমাদের তিন জনের হাতে সাদা কাগজ আর কলম ধরিয়ে দিলেন। আমার মনে হচ্ছে- বিশাল সমুদ্রের মাঝে ডুবে যাচ্ছি।
আমরা তিনজন দ্রুত লিখে চলেছি।
কেউ কারো দিকে তাকাচ্ছি না। সময় খুব কম। সবাই হয়তো মনে মনে চাচ্ছি জীবনের সেরা গল্পটা এখনই লিখে ফেলব। এক ঘন্টা দ্রুত কেটে গেল। আমাদের গল্প লেখাও শেষ হলো। প্রকাশক হলেন বিচারক। তার কাছে আমরা গল্প জমা দিলাম। তিনি বললেন, গল্প লেখার আগে একটা জরুরী ঘোষনা দিতে ভুলে গিয়েছিলাম। যার গল্প সবচেয়ে ভালো হবে তাকে এখনই হত্যা করা হবে। প্রকাশের হাতে একটা পিস্তল দেখা গেল। কোনো রকম ভূমিকা না করেই প্রকাশক আমার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলেন। আমি ছিটকে পড়লাম তিন হাত দূরে। আমার ঘুম ভেঙ্গে গেল।
(ছবিঃ আমারই তোলা)
১১ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: না। যাই নি।
যাবো না ঠিক করেছি।
২| ১১ ই জুন, ২০২০ বিকাল ৪:১০
মা.হাসান বলেছেন: ভালো স্বপ্ন গুলি সত্য হয় না ।
১১ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: ঠিক কথা।
স্বপ্ন তো দেখতে চাই না। তবু কে যেন দেখায়।
৩| ১১ ই জুন, ২০২০ বিকাল ৪:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেষ পর্যন্ত নিরাপদ হয়ে গেলেন।
বিপদজনক থেকে নিরাপদ ।
শুভকামনা ।
অভিনন্দন
১১ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: জ্বী আমি সেফ।
জাদিদ ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
৪| ১১ ই জুন, ২০২০ বিকাল ৪:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাবকে স্বাগতম
ব্লগে্ ফিরে আসার জন্য।
সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন।
মাথা গরম না করে গুরুর পদাঙ্ক
অনুসরণ করুন।
১১ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: আসলে মাথা গরম- এটা আমাদের বংশগত দোষ।
মানুষ বংশ থেকে জমিজমা টাকা পয়সা পায়। আমি পেয়েছি রাগ।
বাপ চাচাদের আছে শুরু রাগ। সেই থেকে আমারও রাগ হয়।
৫| ১১ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৪
কৃষিজীবী বলেছেন: (ছবিঃ আমারই তোলা)নেট স্লো, ছবি দেখতে পাচ্ছি না, পিস্তলওয়ালা প্রকাশক নাকি রবীন্দ্রনাথের ছবি তুলছেন
১১ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ১১ ই জুন, ২০২০ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
মতিঝিল থেকে নুহাশ পল্লী কত দুরে; কত একর জমি?
১১ ই জুন, ২০২০ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: জমি জমা কেনার ইচ্ছা আছে নাকি?
ঢাকা আসুন আমি আপনাকে নুহাশ পল্লী নিয়ে যাবো।
৭| ১১ ই জুন, ২০২০ বিকাল ৫:২৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: " রাজিব নুর নিরাপদ " - অভিনন্দন ।
মিলাদ হবে ।বিপদ মুক্তির জন্য।
- দীর্ঘমেয়াদী ভিত্তিতে আবার সামুতে স্বাগত জানাই ধারাবাহিকতা রক্ষার জন্য।
১২ ই জুন, ২০২০ রাত ২:০১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৮| ১১ ই জুন, ২০২০ বিকাল ৫:৫২
আখেনাটেন বলেছেন: বসে থেকে গুলি খেয়ে ছিটকে গেলেন তিন হাত দূরে। ওটা মনে হয় পিস্তল নয় কামান ছিল। স্বপ্নে ভুল হতেই পারে কি বলেন।
১২ ই জুন, ২০২০ রাত ২:০২
রাজীব নুর বলেছেন: না কামান না। কামান হলে তো উড়ে যেতাম।
৯| ১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৭
তারেক_মাহমুদ বলেছেন: যাক ভাল লাগলো আবারো ফিরে এসেছেন দেখে, সত্যি মহান সাহিত্যিকদের স্বপ্ন দেখাও ভাগ্যের ব্যাপার।
১২ ই জুন, ২০২০ রাত ২:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১০| ১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩০
ডার্ক ম্যান বলেছেন: আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে আপনাকে সমবেদনা জানায় নি ।
১২ ই জুন, ২০২০ রাত ২:৩৮
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১১| ১১ ই জুন, ২০২০ রাত ৮:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে সেইফ দেখেছি তা স্বপ্ন নয়তো?
১২ ই জুন, ২০২০ রাত ২:৩৮
রাজীব নুর বলেছেন: না বাস্তব।
১২| ১১ ই জুন, ২০২০ রাত ৯:২১
নেওয়াজ আলি বলেছেন: Congrats
১২ ই জুন, ২০২০ রাত ২:৩৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া আলি ভাই।
১৩| ১১ ই জুন, ২০২০ রাত ৯:৩৪
ঊণকৌটী বলেছেন: যাক আপনি এসেছেন। স্বস্তি পেলাম।
১২ ই জুন, ২০২০ রাত ২:৩৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ১১ ই জুন, ২০২০ রাত ১০:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: চাঁদগাজী বলেছেন:
মতিঝিল থেকে নুহাশ পল্লী কত দুরে; কত একর জমি
লেখক বলেছেন: জমি জমা কেনার ইচ্ছা আছে নাকি?
ঢাকা আসুন আমি আপনাকে নুহাশ পল্লী নিয়ে যাবো।
হা হা হা।
ভাই আমাকেউ নিয়ে যেয়েন।
১২ ই জুন, ২০২০ রাত ২:০৩
রাজীব নুর বলেছেন: ওওকে।
১৫| ১২ ই জুন, ২০২০ রাত ২:০৭
কাছের-মানুষ বলেছেন: মারাত্বক একটি টুইস্ট ছিল শেষে।
ভাগ্য ভাল রবীন্দ্রনাথ ভাল কিছু লেখে নাই এইবার তাহলে ভদ্রলোক এটা নিয়ে দুইবার মরত।
১২ ই জুন, ২০২০ রাত ২:৪০
রাজীব নুর বলেছেন: আসলেই কিন্তু আমি এই স্বপ্ন দেখেছি। বানিয়ে বানিয়ে লিখি নি।
১৬| ১২ ই জুন, ২০২০ ভোর ৪:৩৪
কানিজ রিনা বলেছেন: নিঃসন্দেহে রবীন্দনাথ ভাল লেখক,গুলি খাওয়া
দরকার ছিল রবীন্দ্রনাথকে,মরা মরাই থাকত।
অথচ গুলিটা আপনি খেলেন? সপ্নের দসা
ভাল মনে হচ্ছেনা। হুমায়ুন আহমেদ গুলি খেলেও
সমস্যা না কারন সেও তো মরা।
আবার এসেছেন ফিরে ধানশিরি নদীর তীরে।
শুভ কামনা
১২ ই জুন, ২০২০ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: স্বপ্ন অতি তুচ্ছ ব্যাপার।
১৭| ১২ ই জুন, ২০২০ ভোর ৫:৩২
ইসিয়াক বলেছেন:
অভিনন্দন
১২ ই জুন, ২০২০ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া বন্ধু।
১৮| ১২ ই জুন, ২০২০ সকাল ১০:৫০
কল্পদ্রুম বলেছেন: ভয়ঙ্কর স্বপ্ন।
১২ ই জুন, ২০২০ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: গুলি করার আগ পর্যন্ত স্বপ্নটা ভালোই ছিলো।
১৯| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:০৫
ইসিয়াক বলেছেন:
আমিও একটা গল্প লিখছি......
১২ ই জুন, ২০২০ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: পোষ্ট করুন।
২০| ১২ ই জুন, ২০২০ দুপুর ১:১৮
ইসিয়াক বলেছেন:
শেষ হয়নি তো।
১২ ই জুন, ২০২০ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: গুলি খেয়ে মরলাম। শেষ না হওয়ার কি আছে?
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২০ বিকাল ৪:০৯
মা.হাসান বলেছেন: আপনি এখনো ব্লগ ছাড়িয়া চলিয়া যান নাই?