নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ইদানিং আমার মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে।
ঘর সংসার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কিছুই ভালো লাগছে না। কিচ্ছু সহ্য হচ্ছে না। মুখ দিয়ে খারাপ গালি বের হয়ে আসে। দেয়ালে যেন পিঠ ঠেকে গেছে। ইচ্ছা করছে রসুলপুরের মতোন কোনো সুন্দর শান্ত গ্রামে চলে যাই। কিন্তু বঊ আর বাচ্চার জন্য বাঁধা পড়ে যাচ্ছি। বিয়ে করাটাই বোকামি হয়েছে। পুরুষ মানুষের বিয়ে করা উচিত না। বিয়ে করা মানেই আটকে যাওয়া। বন্ধী হয়ে যাওয়া। কোনো বিবাহিত পুরুষ ভালো নেই। যাদেরকে ভালো ভাবছেন আসলে তারা ভালোর ভান করে থাকে। বিয়ের পরই একজন পুরুষের দুনিয়া ছোট হয়ে আসে। মন হয়ে যায় সংসারকেন্দ্রিক।
সুরভিকে সাহস করে বলেই ফেললাম।
আমি কিছু দিনের জন্য ঢাকার বাইরে যেতে চাচ্ছি। তোমরা সুন্দরভাবে থাকো। তোমাদের কোনো অসুবিধা হবে। আমি দুই মাসের বাজার একসাথে করে দিয়ে যাবো। যাবতীয় সব খরচ দিয়ে যাচ্ছি। আমাকে যেতে দাও। আমি না বলেও চলে যেতে পারতাম। কিন্তু বলে যাওয়াটাই শোভন। সুন্দর। তাছাড়া আমি পালিয়ে যাচ্ছি না, কিছুদিন পর ফিরে আসবো। ঘর সংসার থেকে শুরু করে জগত সংসার কিছুই ভালো লাগছে না। ঘরে বাইরে কোনো মানুষকেই সহ্য করতে পারছি না। খুব বিরক্তি এসে গেছে। দম হয়ে যাচ্ছে আমার। আমি নিঃশ্বাস নিতে পারছি। অল্প কিছু দিনের জন্য হলেও আমাকে দূরে কোথাও যেতে হবে।
এই কথা শুনেই সুরভি কান্নাকাটি করে অস্থির।
চিৎকার চেচামেচি করে পুরো বাড়ি মাথায় তুললো। আর আমি তো চোখের পানি সহ্য করতে পারি না। বললাম, ঠিক আছে যাবো না। কান্নাকাটি বন্ধ করো। আমি তোমাদের খুব ভালোবাসি, তাতো জানো? বিয়ে করার পরেই একজন পুরুষের সব শখ, আনন্দ, বিলাসিতা মাটি চাপা পরে যায়। সংসারের ঘানি টানতে টানতে জীবন শেষ। আর সংসারের অভাব কোনোদিন শেষ হয় না। সংসার যেন এক তলা ছাড়া বাক্স। যে বাক্স কোনো দিন ভরবে না। শুধু নেই আর নেই।
কিন্তু আমার মন পড়ে আছে মাটির রাস্তায়।
ধুলো উড়িয়ে সারা বিকাল মাটির রাস্তায় হেঁটে বেড়াবো। মাইলের পর মাইল সবুজ ধানক্ষেত। সেই জমিতে কৃষকের সাথে সারাদিন পাল্লা দিয়ে কাজ করবো। বিশাল পুকুর। পুকুরে দাপাদাপি করে গোছল করবো। জাল ফেলে পাঁচ মিশালী মাছ ধরবো। আকাশ ছোয়া বিশাল বিশাল গাছ। গাছের পাতার ফাঁক দিয়ে আকাশ দেখবো। স্কুলে গিয়ে বাচ্চাদের গল্প শোনাবো। বিকেলে স্কুল মাঠে বাচ্চাদের সাথে ফুটবল খেলব। রাতে পল্লী বিদ্যুতের আলোতে সবাই মিলে উঠোনে খেতে বসবো। পাশেই থাকবে বিড়াল। সে একটু পরপর মিউমিউ করে তার উপস্থিতি জানান দিবে। তাকে মাছের কাটা খেতে দিব। মিটমিটে আলোয় ঘুম না আসা পর্যন্ত বই পড়বো। খুব ভোরে মাটির পথ দিয়ে হেঁটে যাবো রসুলপুর বাজারে।
(ছবিঃ আমার তোলা)
১২ ই জুন, ২০২০ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: আমি তো বড় অস্থির।
২| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:৩১
মীর সাজ্জাদ বলেছেন: আপনার সাজানো জীবনের ধারনা দেখে লোভ লাগে। মনে হয় বিয়েটা করেই ফেলি। তবে বিয়ের পরই একজন পুরুষের দুনিয়া ছোট হয়ে আসে আপনার কথায় আবার সাহস হারিয়ে ফেললাম।
১২ ই জুন, ২০২০ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: বিয়ে না করাই ভালো।
৩| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:৩৪
ভুয়া মফিজ বলেছেন: আর হ্যা.....বলতে ভুলে গিয়েছিলাম। স্বামী-স্ত্রীর ছবিটা খুব সুন্দর হয়েছে।
১২ ই জুন, ২০২০ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: বানরা কি বিয়ে করে?
হাতের কাছে যে ছবিটা পেয়েছি সেটাই দিয়েছি।
৪| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:৩৯
কৃষিজীবী বলেছেন: বাংলাদেশে তো মোট আটটা রসুলপুর আছে, আপনে যাইবেন কোনটায়
রসুলপুর , কাহারোল; (দিনাজপুর জেলা)
রসুলপুর , গফরগাঁও; (ময়মনসিংহ জেলা)
রসুলপুর , ঘাটাইল; (টাঙ্গাইল জেলা)
রসুলপুর , চরফ্যাশন; (ভোলা জেলা)
রসুলপুর , দেবিদ্বার; (কুমিল্লা জেলা)
রসুলপুর , নিয়ামতপুর; (নওগাঁ জেলা)
রসুলপুর , বেগমগঞ্জ; (নোয়াখালী জেলা)
রসুলপুর , সাদুল্লাপুর; (গাইবান্ধা জেলা
১২ ই জুন, ২০২০ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: আমি যাবো বাগের হাটের রসুলপুরে। সুন্দরবনের কাছে একটা ছোট গ্রাম।
৫| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:৫৮
অগ্নি সারথি বলেছেন: রসুলপুর দিনাজপুর গেলে আমাকে জানাইয়েন। আমার গ্রামের বাড়ি ঐদিকে।
১২ ই জুন, ২০২০ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: ওকে।
হে হে---
খুব ভালো।
৬| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
রসুলপুর, সরাইল - ব্রাহ্মণবাড়িয়া জেলা স্থানীয় লোকজন রসুলপুর না বলে বলেন লসুলফুর!
এক কাজ করলে কেমন হয়। বৃদ্ধ তার গরুর জন্য ভুষি নিয়েছেন। আমরা তার বস্তা বাড়িতে পৌছে দেই। তার সাথে তাদের গ্রামে থাকার একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে।
১২ ই জুন, ২০২০ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: গ্রেট আইডিয়া।
ব্লগার শায়মা আপনাকে খুব পছন্দ করেন।
৭| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:২০
শায়মা বলেছেন: ৩. ১২ ই জুন, ২০২০ দুপুর ২:৩৪০
ভুয়া মফিজ বলেছেন: আর হ্যা.....বলতে ভুলে গিয়েছিলাম। স্বামী-স্ত্রীর ছবিটা খুব সুন্দর হয়েছে।
১২ ই জুন, ২০২০ বিকাল ৩:০৬০
লেখক বলেছেন: বানরা কি বিয়ে করে?
হাতের কাছে যে ছবিটা পেয়েছি সেটাই দিয়েছি।
ভাইয়া হাসতে হাসতে মরেই গেছি!!!!!!!!!!!!!!!
কিচ্ছু করার নেই । আই এ্যম হেল্পলেস!!!!
তবে তাই দেখে যদি আবার কোনো ব্রেইনলেস মানুষ ............. তাইলে কিন্তু
১২ ই জুন, ২০২০ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: ব্লগাররা ব্রেইলেস হয় না।
তারা অনেক বুদ্ধিমান আর মানবিক।
৮| ১২ ই জুন, ২০২০ বিকাল ৩:৩১
কল্পদ্রুম বলেছেন: বাগেরহাট আমাদের গ্রামের বাড়ি।কিন্তু আমি ওদিকে কম থেকেছি।বাগেরহাটের রসুলপুর যেতে চান শুনে কেন জানি ভালো লাগলো।এক জ্যোৎস্না স্নাত রাতে এক বস্ত্রে গৃহত্যাগ করেন।এভাবে বলে কয়ে কখনো যেতে পারবেন বলে মনে হয় না।
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
রাজীব নুর বলেছেন: বউ বাচ্চা আছে, আমি তো গৌতম বুদ্ধের মতো তাদের একটা ব্যবস্থা না করে কোথাও যেতে পারবো না।
আপনাদের বাড়ি কি রায়েন্দা? নাকি মোড়লগঞ্জ?
৯| ১২ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনকে শান্ত করুন।
ধর্মকর্মে মনোনিবেশ করুন।
অস্থিরতা কমে যাবে।
অ.ট. নিজের পরিবারের ছবি না দিয়ে
বানরের পরিবার যথার্থ হয়েছে!
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
রাজীব নুর বলেছেন: এখন থেকে ব্যাক্তিগত ছবি আর দিব না।
ধর্মকর্ম করলে শান্তি পাবো পরকালে। অথচ আমার দরকার ইহকালে শান্তি।
পরকাল নিয়ে আমি মোটেও চিন্তিত না।
১০| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রসুলপুরে আপনার আসমানীর বাড়িও দেখতে পাবেন
আসমানিকে দেখতে যদি তোমরা সবে চাও
ফরিদপুর সদরের ঈশান গোপালপুর
ইউনিয়নের রসুলপুর গ্রামে যাও
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১
রাজীব নুর বলেছেন: ফরিদপুর যাব না। অনেকবার গিয়েছি। সুন্দরবনের পাশের রসুলপুরেই যাব।
১১| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:১১
ইসিয়াক বলেছেন:
https://www.youtube.com/watch?v=KRowAw-XOjc
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১
রাজীব নুর বলেছেন: !
১২| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:১২
সাইন বোর্ড বলেছেন: বর্ষার ভেতর গেলে কাঁচা রাস্তায় চলা সমস্যা, তাই বর্ষার পরে যাওয়ায় ভাল ।
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২
রাজীব নুর বলেছেন: এটা একটা ভালো পরামর্শ দিয়েছেন।
১৩| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহামতি গৌতম বুদ্ধ ও একদিন আপনার মতো যন্ত্রণায় অস্থির সংসার ছেড়ে দিয়েছিলেন ।
চলে গিয়েছিলেন গহীন অরণ্যে।
তাঁর সংসার থেকে পলায়ন করার থেকে পৃথিবীতে নতুন একটি ধর্ম সৃষ্টি হয়েছে ।
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৪
রাজীব নুর বলেছেন: আমি একটা ভালো মানুষের দল করবো।
১৪| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
ঢাকার আশেপাশে ১টা খামার করতে পারেন কিনা দেখেন।
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৫
রাজীব নুর বলেছেন: খামার!!
আইডিয়াটা আমার মাথায়ও আছে।
১৫| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
এনাম আহমেদ বলেছেন: বিয়ে এবং পুরুষ নিয়ে আপনার ধারণাটা ভাল লেগেছে। আমিও এরকমই চিন্তা করি। ভাল থাকবেন।
১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: আরে ভাই আমি অভিজ্ঞ মানুষ। সব সময় খাটি কথা বলি। প্রতিভা আছে আমার। কিন্তু প্রতিভা কাজে লাগাতে পারলাম না।
১৬| ১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৯
এনাম আহমেদ বলেছেন: নিজেকে ব্যর্থ মনে হয় নাকি?
১২ ই জুন, ২০২০ রাত ১০:৫৯
রাজীব নুর বলেছেন: আমি অবশ্যই ব্যর্থ মানূষ।
১৭| ১২ ই জুন, ২০২০ রাত ৮:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আমি একটা ভালো মানুষের দল করবো।
বাংলাদেশের তো ভালো মানুষই নেই। আপনি ভালো মানুষ কোথায় পাবেন যে ভালো মানুষ নিয়ে দল গঠন করবেন । ভালো মানুষ রাজনীতি করতে আসবে না । কেননা তারা জানে খারাপ মানুষেরাই রাজনীতি করে । দেশপ্রেমের জন্য কেউ রাজনীতিতে আসে না ।মানুষের সেবা করার জন্য কেউ রাজনীতিতে আসে না। রাজনীতিতে আসে টাকা কামাই করার জন্য , ক্ষমতা অর্জন করার জন্য।
১২ ই জুন, ২০২০ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: যাদের টাকার লোভ নেই, ক্ষমতার শখ নাই তাদের নিয়ে দল করবো। তারা হবে মানবিক এবং হৃদয়বান।
১৮| ১২ ই জুন, ২০২০ রাত ৯:৫৬
নেওয়াজ আলি বলেছেন: কিছুই বললাম না । শুধু একটা দীর্ঘ শ্বাস ফেললাম।
এই চার মাস বন্ধি থেকে এতই বিরক্তি এসে গিয়েছে যে পালিয়ে গেলে বাঁচি।
১২ ই জুন, ২০২০ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: হা হা হা----
বুঝি বুঝি।
১৯| ১২ ই জুন, ২০২০ রাত ১১:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: যাদের টাকার লোভ নেই, ক্ষমতার শখ নাই তাদের নিয়ে দল করবো। তারা হবে মানবিক এবং হৃদয়বান।
এই রকম মানুষ বাংলাদেশে পাবেন না।
১৩ ই জুন, ২০২০ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: এরকম মানুষ তৈরি করে নিব।
২০| ১২ ই জুন, ২০২০ রাত ১১:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কৃষিজীবী বলেছেন: বাংলাদেশে তো মোট আটটা রসুলপুর আছে, আপনে যাইবেন কোনটায়।
বাংলাদেশে কয়েক শত রসুল পুর গ্রাম আছে। নবীর নামে গ্রাম। কেউ হাত ছাড়া করতে চায় না। আমাদের দোহারেও একটি গ্রাম আছে রসুলপুর নামে।
১৩ ই জুন, ২০২০ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: আমার ধারনা পুরো বাংলাদেশে রসুলপুর আছে এক হাজারের উপরে।
২১| ১২ ই জুন, ২০২০ রাত ১১:৫৬
কল্পদ্রুম বলেছেন: কইচকা মানে কচুয়া।আমার বাড়ি বলা যায় না।বাপ মায়ের বাড়ি বলা যায়।এখন পর্যন্ত মাত্র কয়েকবারের জন্য গিয়েছি।
১৩ ই জুন, ২০২০ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ফিরে এসে আবার মন্তব্য করার জন্য।
২২| ১৩ ই জুন, ২০২০ রাত ১:২৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনার প্রভাব।একা একা নাগিয়ে পরিবার পরিজন নিয়ে,বান্দরবনের কোন নিভৃত এলাকায় কয়েক দিনের জন্য বেরিয়ে আসুন,সব ঠিক হয়ে যাবে।
১৩ ই জুন, ২০২০ রাত ৩:০০
রাজীব নুর বলেছেন: শুধু করোনা না আরো অনেক কিছুর প্রভাব।
২৩| ১৩ ই জুন, ২০২০ রাত ১:৫৬
সাহাদাত উদরাজী বলেছেন: সংসারের মায়ায় যে একবার পড়েছে, সেই কি আর কিছু দেখে!
১৩ ই জুন, ২০২০ রাত ৩:০০
রাজীব নুর বলেছেন: বনের পাখি বনে উড়ে যায়। মায়া পড়ে থাকে।
২৪| ১৩ ই জুন, ২০২০ ভোর ৬:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: বউ বাচ্চা আছে, আমি তো গৌতম বুদ্ধের মতো তাদের একটা ব্যবস্থা না করে কোথাও যেতে পারবো না।
আপনাদের বাড়ি কি রায়েন্দা? নাকি মোড়লগঞ্জ?
জায়গাটির নাম হবে মোড়েল গঞ্জ। কোন মানুষের নাম যেমন ভুল বলা ঠিক না তেমনি কোন জায়গগার নামও বেঠিক বলা ঠিক না। এতে করে জায়গাটি মনে খুব কষ্ট পায়।
আমি যখন পাথরঘাটায় চাকরি করতাম তখন বাসে করে যেতাম। বাস যেত মোড়েল গঞ্জের উপর দিয়ে।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: জায়গার নাম, মানূষের নাম আর সন তারিখ আমার মনে থাকে না।
২৫| ১৩ ই জুন, ২০২০ ভোর ৬:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: কেন ভাইয়ের মধ্যে এত অস্থিরতা বা চিত্ত বিক্ষিপ্ত কেন বুঝলাম না। তবে এখন করোনা সমস্যায় মানুষের মধ্যে নানান দুশ্চিন্তা দেখা দিতে পারে।ওগুলোকে পাত্তা না দিয়ে একটু বেশি ব্লগে সময় দিলে মফিজ ভাইয়ের ইংল্যান্ড কিম্বা সোহানীআপুর কানাডা বা ওমেরা আপুর সুইডেন থেকে ঘুরে আসতে পারেন। তবে কোনো অবস্থাতেই যেন আমেরিকায় যাওয়ার কথা মাথায় আনবেন না,যতই প্রিয় বা গুরুদেব স্থানীয় কেউ থাকুন। আর যদি রসুলপুরেই যেতে হয় তাহলে আমাগো এখানে বর্ধমান জেলায় একটা রসুলপুর আছে। খুব কৌতুকপ্রিয় গ্রাম।জি বাংলায় গিয়ে এখানকার এক মাঝে মাঝে হাসিয়ে আসে।
টিনের চালে স্বামী স্ত্রী কি সেফ দূরত্ব নিয়ে বসে আছে?
শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: দাদা মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৬| ১৩ ই জুন, ২০২০ সকাল ৯:৫৪
আমি রানা বলেছেন: করোনা কিছুটা পালালে আমার বাইকের পিছনে বসে পড়িয়েন। সকল রসুলপুর ঘুরে দেখবো প্রতিটি অলিগলিতে গিয়ে।
আপনাদের সংসার জীবনের গল্প থেকে উৎসাহ পাই, সংসার না করার জন্য।
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: বাইকে উঠতে আমার ভয় করে।
সংসার জীবনে প্রবেশ না করাই ভালো।
২৭| ১৩ ই জুন, ২০২০ সকাল ১০:০৭
শেরজা তপন বলেছেন: ঠিক ঠিক- এমনটা করতে আমারও ইচ্ছে করে! শেষ দৃশ্যগুলো একটু ভিন্ন হবে এই যা অনেক ভাল লাগল লেখা পড়ে
১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।
২৮| ১৩ ই জুন, ২০২০ দুপুর ২:০৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: "এই মন চায় যে মোর"
মাঝে মাঝে প্রচলিত সবকিছু ছেড়ে ছুড়ে যেতে অনেক অনেক মন চায়।কিন্তু, মন যা চায় কখনও কি শতভাগ এটি করা সম্ভব ?সম্ভব না।
সামাজিক জীব হিসাবে মানুষের অনেক দায়বদ্ধতা রয়েছে পরিবার,সমাজ ও দেশের প্রতি।আর তাই যা মন চায় তাই করা যায়না বলে কয়ে।
তবে,কাউকে কিছু না বলে ,কিছু দিনের জন্য হারিয়ে যাওয়ার ধারনা একেবারে খারাপ না।অনুমতি ব্যতীত এবং গন্তব্য ছাড়াই বেরিয়ে পড়ুন কিছু দিনের জন্য ।
১৩ ই জুন, ২০২০ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: ঘর সংসার হয়েই তো বিপদ হয়েছে।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:২৯
ভুয়া মফিজ বলেছেন: এতো তাড়াহুড়ার কিছু নাই। ধীরে-সুস্থে পোষ্ট দ্যান। পোষ্টানোর আগে নিজের লেখা পাঠক হিসাবে একবার পড়ে দেখবেন। আমরা পালিয়ে যাচ্ছি না, আপনার আশে-পাশেই আছি পড়ার জন্য।