নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গরীবের পেটে লাথি মারল

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০০



ঘটনা আজ সোমবার সকালের।
সোমবার জিগাতলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে ফজলুরের রিকশাটিও তুলে নেওয়া হয়। করোনাভাইরাস মহামারীর মধ্যে দোকানের কাজ হারিয়ে ১৫ দিন আগে ৮০ হাজার টাকা ধার-দেনা করে ব্যাটারিচালিত রিকশাটি কিনেছিলেন। এই ছবিটা দেখার পর থেকে আমার প্রচন্ড খারাপ লাগছে। উনার পরিবার আজ হয়তো না খেয়ে থাকবে। উনার যে বাসস্থানে থাকে সেটার ভাড়া কিভাবে দিবে? সন্তান আছে কি? ওরা পড়বে না তাহলে আর? কাকে দোষ দিবো? দেশ, রাষ্ট্র, ঈশ্বর নাকি? ওরে তোরা দুর্নীতিবাজদের ধর।

ঢাকায় যত্রতত্র অবৈধ ভাবে গাড়ী পার্কিং করা থাকে, যার গাড়ী কেনার ক্ষমতা থাকে, গাড়ী উঠিয়ে নিয়ে গেলে তার জীবন শেষ হয়ে যায় না। কিন্তু কখনো কখনো কারো একটা রিক্সা তার জীবনের চেয়ে বেশি কিছু কারন এর উপরেই তার পুরো পরিবার নির্ভর করে, এটাই তার জীবনের একমাত্র অবলম্বন। রিকশাতে ব্যাটারী লাগানোর কারনে রিকশটাই ভেঙ্গে চুরমার করে নিয়ে যেতে হবে? হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করেছে, তাদের ধরুন পারলে? না মেয়র সাহেব কাজটা ঠিক হয় নাই।

জানি আইন আছে, কিন্তু আইনের সবচেয়ে বড় দায়বদ্ধতা দুর্বলকে রক্ষা করা তাকে শেষ করা নয়। ওয়ার্নিং দিয়ে বা বুঝিয়ে ছেড়ে দেওয়া যেত। ক্ষুদা নিবারনের জন্য চুরি আর আয়েশের জন্য চুরি এক কথা নয়, যারা ক্ষুদা নিবারনের জন্য চুরি করে তাদের শাস্তি নয় মুখে খাবার তুলে দিতে হয়, আর আয়েশের জন্য চুরি করলে তাকে শাস্তি দিতে হয়। এই দুঃসময়ে গরীব মানুষের উপর এই নির্দয় হওয়ার কি খুব জরুরি ছিল? জনগনের সম্পদ প্রাকৃতিক গ্যাস ইন্ডাস্ট্রিতে যাবে, কিন্তু মধ্যবিত্তের ঘাড়ে গ্যাস সিলিন্ডার! মহামান্য আপনাদের নিয়ম কানুন সব উলটো।

যে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন তাকে অনুরোধ করবো, ঘুমতে যাওয়ার আগে এই মানুষটার কান্না ভেজা প্রলাপ জড়ানো মুখটা একবার দেখে নিবেন, বুঝতে পারবেন কতটা অসামান্য ক্ষতি আপনি করেছেন। করোনা কালে সব হারানো মানুষের বিরুদ্ধে এই অভিযানটার খুব প্রয়োজন ছিল কি? ব্যাটারির রিকশা চললে দোষ। কিন্তু ব্যাটারি রিকশা তৈরি হয় কি করে, বিক্রি হয় কি করে? আমি কিছুটা মুর্খ, ব্যাটারি রিকশা পছন্দ করি, কারণ রিকশাওয়ালার কষ্ট অনেক কম হয় এই রিকশায়। শুদ্ধি অভিযান থেকে গেলো কেন?


মাননীয় মেয়র তাপশ স্যার যেখানে সেখানে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা নিবেন?

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৯

শেরজা তপন বলেছেন: যদিও ব্যাটারি রিকসা আমি পছন্দ করিনা- কিন্তু আজকে মনে হল ভুল করি।

কষ্টে অনুভুতি পুরো শরিরে ছড়িয়ে গেল!

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: ব্যাটারি চালিত রিকশায় রিকশাচালকের কষ্ট কম হয়।

২| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্যাটারিচালিত রিকশা অনেক অগেথেকেই নিষিদ্ধ আছে।তার একটু সাবধান হওয়া দরকার ছিল।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: রিকশা চালক হয়তো ভেবেছিলো সে ধরা পড়বে না।

৩| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪১

আমি সাজিদ বলেছেন: প্রাইভেট কারের উপর কড়াকড়ি শর্ত আরোপ করা উচিত।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: তা সম্ভব না।
কারন প্রাইভেট গাড়িতে লেখা থাকে, সাংদিক, প্রেস, মিডিয়া, ডাক্তার, সচিব, পুলিশ, র‍্যাব ইত্যাদি।

৪| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪২

নেওয়াজ আলি বলেছেন:

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: ভালো খবর।

৫| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



আমার কমেন্টটা (যেটা মুছে দেয়া হয়েছে ) তাপসকে নিয়ে ছিলো।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫১

রাজীব নুর বলেছেন: জ্বী। আমি মুছি নি।

৬| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪৬

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ছবিটা দেখে খুব কষ্ট লাগছিল প্যন্ডেমিকের কারনে এই মানুষগুলো এমনিতেই অসহায় হয়ে পড়েছে।আসলে অত্যাচারটা দূর্বলের উপরেই হয়!

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫২

রাজীব নুর বলেছেন: জ্বী। এরকমই হয়।

৭| ০৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্রতিটি নাগরিকের জন্য কাজের ব্যবস্থা করার দায়িত্ব রাষ্ট্রের।
এটা মনে রাখা দরকার।

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: দরিদ্র রাষ্ট্র ইচ্ছা থাকলেও পারে না।

৮| ০৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নাগরিকের মুখ বন্ধ করা কোন ভালো কাজ নয়।
আমাকে বলতে দিন।
আমার কথার স্টক কিন্তু অসীম নয়।

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: বলার জন্য ব্লগ তো আছেই।

৯| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাত দেওয়ার মুরোদ নাই, কিল মারার গোঁসাই।

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: একদম সঠিক।

১০| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৪

রাশিয়া বলেছেন: নতুন যে রিকশা অর্ডার দেয়া হয়েছে, সেটা কি ব্যাটারি রিকশা? তাহলে আমি চাইব আবারও তা তুলে নেয়া হোক। একবার এরকম একটা রিকশা বিপদজনকভাবে আমার গাড়ির সামনে এসে পড়েছিল। হার্ড ব্রেক করে কোনমতে রক্ষা পেয়েছিলাম। নইলে পাবলিকের মার হয়তো একটাও মাটিতে পড়ত না।

কান্নাকাটি করে আইনের ফাঁকফোকর খোঁজার চেষ্টা একেবারেই অনুচিত। আইনকে নির্দয় হতে হয়। আলোচিত ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা জেলেদের কান্না দেখে একবার জাটকাবাহী একটা ট্রলার ছেড়ে দিয়েছিলেন। আমি মনে করি, তিনি গরীবের প্রতি দয়া করেননি, বরং আইনের অপব্যবহার করে দেশের সাথে বেঈমানী করেছেন।

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: এতটা কঠোর হবেন না। আইন তো মানুষের জন্য। আইন কি শুধু গরীবদের জন্য? আইন দিয়ে দূর্নিতিবাজদের ধরে দেখান।

১১| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১০

রাশিয়া বলেছেন: এটা কেমন কথা বললেন? দূর্নীতিবাজরা খুব পাওয়ারফুল। তারা টাকা বা ক্ষমতা দিয়ে আইনের হাতকে দূর্বল করে দেয়। তাই বলে যারা তা করেনা, তাদেরকেও আইন দয়া দেখাবে? আইনের প্রয়োগ তাহলে হবে কোথায়?

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: আইন তো ভাই দরিদ্র মানুষদের জন্য। ধনীরা বর বড় অপরাধ করেও আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়।

১২| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০২

কল্পদ্রুম বলেছেন: এই ধরণের কাজ আমার খুব অপছন্দ। যার বিকল্প ইনকামের ব্যবস্থা আমি করে দিতে পারছি না। তার একমাত্র ইনকাম আমি কেন বন্ধ করবো! যতই আইনের দোহাই থাকুক। সিটি কর্পোরেশনের উচিত ছিলো যেই মুহুর্তে তার রিকশা ভাঙ্গা হয়েছে তখুনি রিকশার দাম তাকে দিয়ে দেওয়া।

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: যাই হক, লোকটাকে অতুন রিকশা কিনে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.