নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জালাল উদ্দিন রুমিকে নিয়ে একটি ঘটনা

০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪



(জালাল উদ্দীন রুমি প্রথম জীবনে ছিলেন এক জাদরেল মওলানা। কোরান হাদীস ফিকাশাস্ত্র বয়ানে তার জুড়ি ছিল না। তিনি ছিলেন দেশের আলেমকুল শিরোমণি। এ নিয়ে তার কিছুটা অহমিকা ছিল। শ্রেষ্ঠ আলেম হবার অহংকারে তিনি মগ্ন ছিলেন। ভাবলেন তিনি দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত কেতাব লিখবেন যেখানে ধর্মের সবকিছু লেখা থাকবে। দীর্ঘ বাইশ বছর পরিশ্রম করে তিনি বইটির পান্ডুলিপি তৈরি করলেন। গর্বে তিনি আরো উজ্জ্বল হয়ে উঠলেন। এমন বই তো সমসাময়িক কেউ লিখতে পারেনি।)

একদিন ওযু খানার পাশে বসে রুমি সে বইয়ের পান্ডুলিপি উল্টে পাল্টে দেখছিলেন। এমন সময় জীর্ণ বস্ত্রে এক পাগল এসে হাজির হলো তার সামনে।
মওলানা জিজ্ঞেস করলেন, কি চাও?
পাগল পাল্টা প্রশ্ন করল, তোমার হাতে ওটা কি?
মওলানা তাচ্ছিল্যের সঙ্গে জবাব দিলেন, তুমি বুঝবে না, এটা হলো কাল (জ্ঞান)।

অসতর্ক মুহূর্তে মওলানার হাত থেকে বইটি তুলে নিয়ে পাগল সেটি ফেলে দিল ওজুর পানি ভর্তি চৌবাচ্চার মধ্যে! মওলানা ভীষণ ক্ষেপে গেলেন। রাগতস্বরে বললেন, একি করলে তুমি, জ্ঞানের শ্রেষ্ঠ বইটি তুমি নষ্ট করে ফেললে! পাগল পানির মধ্যে হাত ডুবিয়ে বইটি তুলে এনে রুমির হাতে দিলেন। আশ্চর্য কান্ড! বইটি এতটুকু ভিজেনি! মওলানা অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? পাগল বলল, এটা আমার হাল (অবস্থা), বলেই দৌড়ে প্রস্থান করলো। রুমি হতচকিত হয়ে পেছন পেছন দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে ধরে ফেললেন পাগলকে। বললেন, আপনার গভীর জ্ঞানের কাছে আমার সঞ্চিত জ্ঞান অতি তুচ্ছ। আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই ওস্তাদ।

শিক্ষার যেখানে শেষ, দীক্ষার সেখানে শুরু। এতক্ষণ বুঝে গেছেন নিশ্চয়ই, ওই পাগল ছিলেন সাধক শামস তাবরেজি!

তাবরেজি প্রত্যাখ্যান করলেন রুমির প্রস্তাব।
বললেন, তুমি বড় মওলানা- তোমাকে কি শেখাব?
রুমি নাছোড়বান্দা- মাফ চাইতে লাগলেন আর অনুনয় বিনয় করতে লাগলেন।

সুফির মন গলল। সুফি শর্ত দিলেন, ঠিক আছে, তুমি যদি বাজারের মধ্য দিয়ে দু'হাতে দু'বোতল মদ উঁচু করে দেখাতে দেখাতে নিয়ে আসতে পারো- তাহলে বিবেচনা করা যেতে পারে।
মওলানার অন্তচক্ষু খুলছে- তিনি অগত্যা রাজি হলেন। বাজারের মধ্য দিয়ে দু'হাতে দু'বোতল মদ নিয়ে আসলেন। দুপাশের লোকজন ছি ছি করতে লাগলো। এত বড় মওলানা কি শেষতক মদাসক্ত হলো!

রুমি কর্ণপাত করলেন না। তিনি মদ স্পর্শও করেন নি। কিন্তু এ ঘটনায় তার দর্পচূর্ণ হলো। তিনি বিনয়ী হলেন। তাবরিজ তাকে দীক্ষা দিলেন। শুরু হলো রুমির নতুন জীবন। ধীরে ধীরে হয়ে উঠলেন মরমী সাধক। রচনা করলেন 'মসনবী'। আপনারা জানেন, এ কিতাবটিকে ফারসি ভাষার কোরান বলা হয়ে থাকে। কিন্তু তাবরিজ কর্তৃক ফেলে দেয়া পুস্তকের জন্য রুমি পরিচিত নন- সারা দুনিয়ায় তার পরিচিতি 'মসনবী'র রচয়িতা হিসাবে।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



শুরুটা ভুলের উপর ভিত্তি করে, কাগজের বই পানিতে ভিজেছিলো, নিশ্চয়ই; হয়তো, নষ্ট হয়নি।

০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: পানিতেই পড়েছিলো। অলৌকিক উপায়ে বইখানা ভিজে নি।
লজিকের বাইরেও অনেক কিছু ঘটে। যার ব্যখ্যা পাওয়া যায় না।

২| ০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



লজিকের বাইরে কিছু ঘটে না; দেখেন, আফগানিস্তান, ইরান, তুরস্কের মানুষ ঠিক ১০০০ বছর আগে যেমন ছিলো, আজো তেমন আছে; কারণ, তারা ভাবে, লজিকের বাইরেও কিছু ঘটে; ইউরোপ সেটা ভাবে না, তারা সব সময় ভালো করছে।

০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

রাজীব নুর বলেছেন: ইরান ১০০ বছর আগে থেকে, এখন অনেক উন্নত। বিশেষ করে নারী স্বাধীনতার ব্যপারে।

ইউরোপ ১০০ বছর আগে থেকেই জ্ঞানে বিজ্ঞানে উন্নত ছিলো। সেগুলো চর্চা করে তারা আরো উন্নত হয়েছে।

৩| ০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তখন কাগজ পেল কোথায়।কাগজ আবিস্কার হয় তার অনেক পরে।পান্ডুলিপি কোন না কোন লাইব্রেরীতে আছে।
সাধারণত তখন লিখা হত চামড়ায় অমুছনিয় কালি দিয়ে।ভেজার প্রশ্নই আসে না।

বিখ্যাত ব্যাক্তিদের নামে এমন হাজার হাজার গল্প আছে যার কোন সত্যতা নাই।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: গল্প গুলো পাঠ করতে তো সমস্যা নাই।

৪| ০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ইরান ১০০ বছর আগে থেকে, এখন অনেক উন্নত। বিশেষ করে নারী স্বাধীনতার ব্যপারে। "

-ইরান উন্নত মানে, তারা তেলের পয়সা দিয়ে ভালো থাকছে; তারা মানুষকে শান্তিটে থাকটে দিচ্ছে না: তারা প্রতিটি আরব "শিয়া"কে অস্ত্র দিচ্ছে; নিজ দেশের মানুষ বেকার, তারা হেজবুল্লাহ, হামাস ও ইরাক-ইয়েমেন, আরব আমিরাতের শিয়া মিলিশিয়া বাহিনীগুলোকে মাসের শেষে বেতন দিচ্ছে।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: আপনি ঠিকই বলেছেন। আপনার সাথে আমি একমত।

৫| ০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন ঃ
লজিকের বাইরেও অনেক কিছু ঘটে। যার ব্যখ্যা পাওয়া যায় না।

লজিক এর বাইরে পৃথিবীতে কিছুই ঘটে না ।
বিষয়টি এরকম হতে পারে যে যিনি ব্যাপারটি বলছেন তার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে ।এ কারণে তিনি হয়তো বলেন যে এটা লজিকের বাইরে ঘটেছে।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: সীমাবদ্ধ জ্ঞান আমার এই কথাটা সত্য। মেনে নিলাম।
তবে লজিকের বাইরে কিছু ব্যপার আছে।

৬| ০১ লা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ইরান কোন আধুনিক দেশ নয়।
তাদের দেশের ব্যাপারে বেশী কথা না বলাই ভাল ।
কারণ সময়টা খারাপ।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: ইরান কিন্তু মালোশীয়ার চেয়ে আধুনিক।

৭| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:১৩

নেওয়াজ আলি বলেছেন: বর্তমান ইরান এবং সৌদি আরব মধ্যপাচ্যের দুই শয়তান

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৮| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:০৩

আকন বিডি বলেছেন: রাসুল স. এর পর আবু বকর রা. সর্বোত্তম ব্যক্তি। তিনিও বোধয় রুমির কাছে ফেল করবেন।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: আমার ঠিক জানা নেই।

৯| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছেন।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১০| ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:১০

কবিতা ক্থ্য বলেছেন: অসাধারন।

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ অসাধারণ রাজীব দা

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.