নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জীবনে সুখী হতে হলে যা করতে হবে

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৫



আজকের ইন্টারনেটের যুগে সবাই চতুর্দিক থেকে এত উপদেশ আমাদের অহরহ দিয়ে চলেছে যে কাকে ছেড়ে কারটা শুনি সেটাই বোঝাই দায়! সুখ একটা আত্মিক ব্যপার। দরিদ্র লোকজনও সুখে থাকে। অল্পে খুশি থাকা লোকেরা সুখে থাকে। সুখের সাথে একটা পরিমিতি বোধের বিষয় আছে। আপনি যদি অল্পে খুশি থাকেন, তবেই সুখে থাকবেন। অনেকে বেচে থাকার কোন অর্থ খুঁজে পায় না। কিন্তু আপনি যখন লক্ষ্য ঠিক করবেন তখন বেচে থাকার অর্থ খুঁজে পাবেন। মানুষের সুখী হওয়াটা পুরোটাই নিজের কাছে, অনেকের সবকিছু থেকেও সুখী হতে পারে না আবার অনেকের অল্প যা আছে তা নিয়েই সে সুখী কারন পুরোটাই মনের জোর। প্রায় লাখ দশেক মানুষ আছে যাদের কোনো ঘরবাড়ি নেই। কিন্তু আমার একটা থাকার জায়গা আছে, দিনশেষে রাত্রিবেলায় কোথায় ঘুমাবো সেটা আমাকে ভাবতে হয় না। সতিকারের সুখ হচ্ছে নিজের কাছে। এটা কেউ দিতে পারে না, এটা নিজেকেই অর্জন করতে হয়।

আমি সুখী এ কথা মনে প্রানে বিশ্বাস করতে পারার নামই হচ্ছে সুখ। সবার জীবনে ভালো সময়, খারাপ সময় আসে যায়। আর সেখানে খারাপটা না ধরে রেখে তা ছাপিয়ে ভালো কিছু করতে পারার নামই সুখ। জীবনে টাকা সব না। আবার টাকা ছাড়া জীবনযাপন করতেও পারবেন না। এই পৃথিবীতে আপনিই একমাত্র যে আপনাকে বুঝবে বা চিনবে। কাজেই কেউ যে আপনাকে নিয়ে ভাববে বা চিনবে এই আশাটা সমীচীন নয়। সারাদিন গম্ভীর হয়ে থাকবেন না। যদি টাকাই সব হত তাহলে সব ধনী ব্যক্তিরা সবসময় সুখী হত। ভালো থাকার জন্য হাসির বিকল্প নেই জীবনে। নিজে হাসুন, পারলে অন্যকেও হাসান। দেখবেন জীবন আমরা যত বিশ্রী ভাবি তত বিশ্রী নয়। অনেক ভালো থাকুন। জীবন একটাই। খারাপ থাকলে ক্ষতিপূরণ হিসেবে আবার আর পাবেন না। সুতরাং যা'ই হোক ভালো থাকুন।

১। আপনার আকাঙ্খা কমান, এবং সকল প্রত্যাশা থেকে দূরে থাকুন।

২। সময়কে কখনো নষ্ট করবেন না, আপনার জীবন এটা দিয়ে তৈরি।

৩। একটা দিনে কিছু না শিখা অর্থ দিনটা নষ্ট করা।

৪। নেতিবাচক লোকের সাথে থাকার চেয়ে, একা থাকা উত্তম।

৫। দুঃখ কষ্ট আপনাকে শক্তিশালী করবে এবং কঠিন সময়ের সাথে মোকাবিলা করতে সাহায্য করবে।

৬। অন্যের সাথে নিজেকে তুলনা করা ছেড়ে দিন। আপনি অনেক ভাল থাকবেন।

৭। কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম জরুরি। ভাল ঘুম না হলে আপনার মেজাজ সবসময় খিটখিটে থাকবে। ফলে, মানুষের সাথে আপনার আচরণ খুব একটা ভাল হবে না।

৮। সুখী থাকতে স্যোশাল মিডিয়ার ব্যবহার বন্ধ করতে হবে। আপনার ফ্রেন্ড লিস্টে হয়তো এমন কিছু ফ্রেন্ড রয়েছে যারা যেকোনো রেস্টুরেন্টে গেলে সে ছবি পোস্ট করে, কোন চাকরি পেলে পোস্ট করে কিংবা তার কোন সফলতা। এখন সারাক্ষণ এসব দেখার ফলে আপনার সবকনশাস মাইন্ডে না পাওয়ার একটা হতাশা কাজ করতে থাকে। আপনি কোন কিছু শো অফ করতে পারছেন না এরকম চিন্তা মনের মধ্যে সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে। ফলাফল প্রতিনিয়ত ডিপ্রেশন বাড়তে থাকে।

৯। বেশী করে বই পড়ুন আর জ্ঞান অর্জন করুন। যা আপনাকে পরিণত করবে আর আপনি ভালো থাকবেন।

১০। মানুষের উপকার করুন আর সৎ উপদেশ দিন। এতে আপনিও ভালো বোধ করবেন।

১১। ধর্মকে ব্যক্তিগত চর্চার মধ্যে রাখা উচিত। ধর্মকে জাতীয় বা আন্তর্জাতিক লক্ষ্য বানালে তা দুর্গতি বয়ে আনবে।

১২। একটু স্বচ্ছতা একটু খুলে কথা বলা একটু মানিয়ে নেওয়া জীবনের অনেক বড় সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: জীবন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে আপনার লেখায়।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

২| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুখে থাকার মুল মন্ত্র।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: তা বলা যায়।

৩| ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের শতকরা ৩৫ জন পড়তে জানেন না, তাঁরা কিভাবে সুখী হবেন?

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ২:৫১

রাজীব নুর বলেছেন: তাড়া পড়তে শিখবেন। এক বছরের কম সময় লাগবে শিখতে।

৪| ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ৩:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আর কত বছর হলে এক বছর হবে।প্রায় ৫০ বছরে শিখেছে ৬৫% লোক আর এক বছরে শিখে ফেলবে ৩৫% লোক।হিসাবটা একটু গোলমেলে হয়ে গেল না।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: আপনি আমাকে বেকায়দায় ফেলতে চান নাকি?

৫| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বেশী আলোচিত একটি ধর্মের প্রবর্তক নিজেই পড়াশোনা জানতেন না।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: তিনি লেখা পড়া না করেই জ্ঞানের সমুদ্র।

৬| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮

সাবিনা বলেছেন: সুখ আমার জানালায় টোকা মারে, আমি
খুলি না। সুখের ঠিকানা এসে বলে, "এইতো আমি'
আমি ফিরে দেখি না। অথচ, আশ্চর্য! এই সুখের অন্বেষায়
আমি বিমর্শ প্রতিক্ষণ। কিভাবে কাছে টেনে নিতে হয়
অতি কাছে সুখ,
আমি জানি না।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: বিলাসিতা।

৭| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট। পড়ে অনেক কিছু জানলাম। ভাল লেগেছে।
নুর ভাই সিংগাড়া পাওনা হয়ে গেলেন।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: সিঙ্গারা খাবো না। বার্গার আর কোক খেতে পারি।

৮| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৯

ইসিয়াক বলেছেন: আপনি কি সুখী?

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: আপনার কি মনে হয়?

৯| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: কথা ঠিক আছে, কিন্তু মনের অজান্তে আপনিও কি কিছু উপদেশ জানিয়ে দিলেন না?! :P
লিখা চালু থাক। ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: না আমি উপদেশ দেই না। সেই যোগতা আমার নেই। আমি অনুরোধ করেছি।

১০| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫২

নেওয়াজ আলি বলেছেন: গভীর ভাবনার প্রকাশ

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই।

১১| ০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

এম. হাবীব বলেছেন: আকাঙ্খা যত কমানো যাবে; সুখ ততই সহযে ধরা দেবে। অসাধারণ..

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.