নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু বলার নাই

০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪



পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা এক নির্বোধ প্রেসিডেন্টের পাল্লায় পড়েছিলো। যাক, এবার তারা মুক্তি পেল। আমার পৃথিবীতে আসার দিনটিকে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। নিজেকে যতটা জানি, এখানে আসার তেমন গরজ থাকার কথাও না। ঘটনাচক্রে চলে আসা। এহেন মানুষের নিজের জন্মদিন নিয়ে উচ্ছ্বাস না থাকাই স্বাভাবিক। আমারও নেই। হুমায়ূন আহমেদ বলেছেন, জগৎতাই চলছে মিথ্যার উপরে, সত্যি কথা এখন শুধু বলে পাগলরা। জীবনে শুধু এমন একজনকে দরকার, যে পিঠের যেই জায়গাটা চুলকাচ্ছে ঠিক সেই জায়গাটাই চুলকে দিতে পারবে। 'শূন্য' একটি অতি শক্তিশালী জ্ঞান। এই যেমন ধরেন, শূন্যে ভাসে বলে গোটা পৃথিবীকে একটা লাথি মারা যায় না। যাই হোক, দেশের বর্তমান করোনা পরিস্থিতি জানেন? আমি জানিয়ে দিচ্ছি- গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৮। নতুন আক্রান্ত ১৪৭৪। সুস্থ ১৫৭৭। নমুনা পরীক্ষা ১২৭৬০। মোট মৃত ৬০৬৭। আক্রান্ত ৪২০২৩৮। সুস্থ ৩৩৮১৪৫ জন। এখন কয়েকটা ছবি দেখুন, হয়তো ভালো লাগবে। অথবা মেজাজ খারাপ হবে।


১।
এই রকম ছাগল দিয়েই দেশ ভরে গেছে। এরাই চাঁদগাজীর প্রশ্নপত্র ফাঁস জেনারেশন।

২।
এরা ময়লার মধ্যে বসে প্রেম ভালোবাসা করছে কেন? আর পরিস্কার জায়গা কি নেই? মানুষের রুচি এত খারাপ হবে কেন?

৩।
এই ছবি গুলো আমাকে খুব কষ্ট দেয়। একটা সিট নিলে কি হতো। হোক সে কাজের মেয়ে। মানুষ তো। পুরো পথ মেয়েটা এরকম দাঁড়িয়ে যাবে!

৪।
প্রতি বছর দূর্গা পূজার সময় বাংলাদেশের কোথাও না কোথাও প্রতিমা ভাঙ্গবে। এত সংকীর্ন কেন ধার্মিকদের মন!

৫।
জো বাইডেন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। বিশেষ কোনো আইনগত জটিলতা সৃষ্টি না হলে তিনি আগামী জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করবেন। যখন বাইডেন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করবেন তখন তার সঙ্গে ফার্স্টলেডি হিসেবে থাকবেন জিল বাইডেন। তিনি এতদিন পেশায় শিক্ষিকা ছিলেন। জিল হচ্ছেন বাইডেনের দ্বিতীয় স্ত্রী। ১৯৭২ সালে বাইডেনের প্রথম স্ত্রী গাড়ি দুর্ঘটনায় নিহত হলে জিলকে বিয়ে করেন। ৬৯ বছর বয়সী জিল বাইডেন কয়েক দশক ধরে শিক্ষকতার পেশায় ছিলেন।

ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন কয়েক মাস আগে দলের কনভেনশনে নিজের স্ত্রীর পরিচয়টা এভাবে দিয়েছিলেন তিনি- ‘দেশজুড়ে আপনার যারা আছেন তাদের সবাইকে বলছি, আপনাদের সেই প্রিয় শিক্ষকটির কথা ভাবুন যিনি নিজেকে বিশ্বাস করার মতো আস্থা আপনাদের মধ্যে সৃষ্টি করেছিলেন। জিল বাইডেন তেমনই এক ফার্স্টলেডি হবেন।’ নতুন মার্কিন ফার্স্টলেডি জিল জ্যাকবসের জন্ম ১৯৫১ সালের জুনে নিউ জার্সিতে। পাঁচ বোনের মধ্যে বড় জিল বেড়ে উঠেছিলেন ফিলাডেলফিয়ার উইলো গ্রোভ শহরে।

জো বাইডেন অবশ্য জিলের দ্বিতীয় স্বামী। এর আগে প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিল স্টিভেনসনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। ১৯৭২ সালে সড়ক দুর্ঘটনায় প্রথম স্ত্রী ও এক বছরের কন্যা সন্তানকে হারান জো বাইডেন। এই দুর্ঘটনার তিন বছর পর বাইডেনের ভাইয়ের মাধ্যমে পরিচয় হয় জিলের। ওই সময় সিনেটর ছিলেন বাইডেন আর জিল তখনও কলেজছাত্রী। জিলকে বিয়ের জন্য পাঁচবার প্রস্তাব দিয়েছিলেন বাইডেন। এ ব্যাপারে মার্কিন সাময়িকী ভোগকে দেওয়া সাক্ষাতকারে জিল বলেন, ‘আমি চাইনি বাইডেনের সন্তানরা তাদের আরেক মাকে হারাক। এজন্য আমি শতভাগ নিশ্চিত হতে চেয়েছিলাম।’ শেষ পর্যন্ত ১৯৭৫ সালে নিউ ইয়র্ক সিটিতে বিয়ে হয় বাইডেন ও জিলের। ১৯৮২ সালে এই দম্পতির কন্যা সন্তান অ্যাশলির জন্ম হয়।

দুই বিষয়ে স্নাতোকোত্তর জিল ২০০৭ সালে ইউনিভার্সিটি অব দিলাওয়ার থেকে শিক্ষায় ডক্টরেট করেছেন। ওয়াশিংটন ডিসিতে বসবাসের আগে তিনি একটি কমিউনিটি কলেজ, একটি সরকারি স্কুল ও কিশোরদের একটি মানসিক হাসপাতালে শিক্ষকতা করেছেন। ১৯৯১ থেকে ৯৩ সাল পর্যন্ত তিনি দিলওয়ারের ব্রান্ডিওয়াই হাইস্কুলে ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। ওবামা আমলে তার স্বামী যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন তিনি নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। গত আগস্টে টুইটারে তিনি লিখেছিলেন, ‘আমি যেটা করি সেটা শিক্ষকতা নয়। তবে এটাই আমি।’

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good post.

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

২| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্পের কারণে, মানুষ বাইডেনের উপর অনেক বেশী আশা রাখছেন; হতাশ না হলেই হলো!

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: না বাইডেন ভালো কিছু করবেন।

৩| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


১ নং ছবি:

কোন সব হতভাগ্য মেয়ের কপালে পড়বে এসব হ্যাংলাগুলো? গড়ে, বাংগালী মেয়েদের কপালে অপদার্থ স্বামী জোটে!

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: বাঙ্গালী মেয়েরা অসহায়।

৪| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পড়ে ভাল লাগলো।টুক টাক কিছু জানাও হল।

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন জনাব?

৫| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বৈচিত্রতা ভালো লাগলো।

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দস্যু।

৬| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪, সওয়াব কামানোর এমন সুন্দর সুযোগ কে হাতছাড়া করে।
৩, এমন দৃশ্য অহরহ দেখা যায়,যত দিন মানুষকে মানুষ ভাবতে শিখবো,ততদিন এই দৃশ্য দেখতেই হবে।
৫, উপরে

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার ভালো লাগে।

৭| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবিগুলো বাস্তবতার প্রতিচ্ছবি। ফেসবুক হচ্ছে বাংলাদেশের আয়না। বাংলাদেশের মানুষ কেমন জানতে হলে ফেসবুক দেখতে হবে।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: টিকটক দেখলে বাংলাদেশের মানুষ সম্পর্কে জানা যাবে।

৮| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১১

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: শুভ জন্মদিন। :)
জিল বাইডেন সম্পর্কে তেমন কিছু জানতাম না। এই পোস্টের কল্যাণে জানা হয়ে গেল।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: পড়লেই জানা যায়।

৯| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:৫৩

নেওয়াজ আলি বলেছেন: তিন মানুষরূপি ছাগল ঠিকই । আর তিন নং ছবি মানুষরূপি আরো ছাগল

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ২:২১

রাজীব নুর বলেছেন: জ্বী।

১০| ০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


যৌবনের তাড়নায় ময়লার ভাগাড়কেও এখন মনে হচ্ছে জান্নাতের বাগিচা।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: এই তো। ব্যাপারটা ধরতে পেরেছেন।

১১| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১০

ইসিয়াক বলেছেন: আমিও অনেক জায়গাতে দেখেছি অপরিচ্ছন্ন জায়গায় বসে প্রেমিক প্রেমিকা প্রেম করছে। আসলে এদের রুচিবোধের অভাব।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আমার পক্ষে তো সম্ভব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.