নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তিন বোনের এক স্বামী!

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ২:১৬





এক স্বামীর তিন স্ত্রী।
তারা আবার একই মায়ের পেটের। একসঙ্গে মিলে মিশেই সংসার করেন তিন বোন। রূপকথার গল্পে নয়, ভারতেই দেখা মিলেছে তাদের। তিন বোনের একসঙ্গে 'করবা চৌথ' (সারাদিন উপবাসের পরে চাঁদকে সাক্ষী করে স্বামীকে দর্শন করা) পালনের দৃশ্য দেখে বিস্মিত সবাই। ভারত অদ্ভুত একটা দেশ। আজও বহু মানুষ খোলা জায়গায় বাথরুম করেন। নানান রকম কুসংস্কার বিশ্বাস করেন। আবার তারা জ্ঞান বিজ্ঞানেও এগিয়ে যেতে চেষ্টা করছেন।

ঘটণাটি উত্তর প্রদেশের চিত্রকূট জেলার।
কৃষ্ণ'র তিন স্ত্রী শোভা, রিনা ও পিঙ্কি একসঙ্গেই এই রীতি পালন করে স্বামীর দীর্ঘজীবন কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এই ছবিটি। তাদের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। একই অনুষ্ঠানে তিন বোনের একসাথে বিয়ে হয়। নিজের ইচ্ছায়ই তারা বিয়ে করেন। এখন প্রত্যেকেরই দুটি করে সন্তান রয়েছে। কাঁসিরাম কলোনিতে তাদের সংসার। তিন বোনের মধ্যে কখনও ঝগড়া হয়নি। তারা মিলেমিশে আছেন।

এলাকাবাসী তাদের ভালোবাসেন।
তাদের এক আত্মীয় জানান, গত ১২ বছর ধরেই সুখে-শান্তিতে সংসার করছেন তারা। কৃষ্ণও স্ত্রীদের মধ্যে কোনো বৈষম্য রাখেন না। শাড়ি কিনলে তিনটা কিনেন। তাদের সন্তানরাও একসঙ্গে আনন্দে থাকে। অনেকে ভেবেছিলো- এই বিয়ে টিকবে না। কিন্তু দেখতে দেখতে ১২ বছর তো হয়ে গেল! স্বামী কৃষ্ণ ভাগ্যবান। অনেকে এক বৌ নিয়ে হিমশিম খায়। তিনি তিনজন একসাথে রেখেছেন। এবং খুব ভালো আছেন।

কৃষ্ণ কেন একসাথে তিন বোনকে বিয়ে করলেন?
তিনজনকে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষ্ণ? আত্মীয় স্বজনরা জানান, এই বিষয়টি কারও কাছেই খুলে বলেননি তিনি। তবে তারা ভালো আছেন, সুখে আছেন এটাই বড় কথা। মানুষের জীবন অনেক ছোট। যার যেটা ভালো লাগে সেটাই করা উচিত। এই তিন বোনকে আমি চিনি না। কিন্তু তারা যেন স্বামী সন্তান নিয়ে ভালো থাকে, এই প্রার্থনা আমি করি।

(সূত্রঃ আজকের দৈনিক পত্রিকা।)

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ২:২৫

সোহানী বলেছেন: আপনি দারুন একটা খবর দিয়েছেন। আহারে আমাদের পুরুষকূল এ নিয়ে আফসোসে অজ্ঞান হয়ে যাবে। এমনিতে চারটা বিয়ে নিয়ে তাদের লালা ঝরে সেখানে এরকম সুভসংবাদ তো তাদের জন্য বিশাল খবর। অপেক্ষায় আছি আপনার এ খবর কিভাবে হিট হয় সামুতে B-)

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ২:৫৩

রাজীব নুর বলেছেন: এটা হিট হবার মতো কিছু না।
স্পষ্ট বুঝা যাচ্ছে দরিদ্র পরিবারের মেয়ে তিন বোন। হয়তো বিয়ের পর তিনবেলা পেটপুরে খেতে পারছে।

২| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ২:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: সুপার হিট খবর দেখি :-B এটাকেই বলে কপাল আর কপালের নাম গোপাল #:-S
তবে উত্তর প্রদেশ বরাবরই গাওয়ার টাইপ মানে নিতান্তই মান্ধাতার আমলের এবং ধর্মান্ধ। অবশ্য যেখানকার মূখ্যমন্ত্রী আদিত্যনাথের মতো লোক, সে এলাকার মানুষের কাছ থেকে এর চেয়ে বেশী ভালো আশা করিনা।

বাজারে মনে হয় ব্যাটা মানুষের অভার তাই হয়তো তিন বোন এক সাথে :-* ... :-P

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ২:৫৬

রাজীব নুর বলেছেন: ব্যাটা মানুশের অভাব না। দরিদ্র অঞ্চল। আমার ধারনা, বিয়েছে করেছে, কারন খেয়ে বেঁচে থাকার নিশ্চয়তা আছে বলেই।

৩| ০৯ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

খুবই নোংরা একটি ব্যাপার।
ছিঃ ছিঃ ছিঃ

০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: দরিদ্ররা চায় বেঁচে থাকবে, নোংরা পবিত্র নিয়ে তাদের ভাবার সময় নাই।

৪| ০৯ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব ভাই মিলে একজনকে বিয়ে করে এমন এলাকাও আছে।বিচিত্র এক দেশ ভারত।কত ভাষার কত ধর্মের কত সংস্কৃতির এই দেশ ভাবতে অবাক লাগে।

০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: আসলেই বিচিত্র দেশ।

৫| ০৯ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



দরিদ্রের সুখ-শান্তি

০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: দরিদ্রদের সুখ পেট ভরে খেতে পারাতে।

৬| ০৯ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: কৃষ্ণ ভাল কথা বলেছেন জীবনটা ছোট যার যেটা ভাল লাগে করা উচিত -------------

০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: এই কথা কৃষ্ণ বলেনি। আমিই জুড়ে দিয়েছি।

৭| ০৯ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আফসোস!!!

০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: একেই বলে নিয়তি।

৮| ০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নোংরামীতে কি সুখ আছে?

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: পৃথিবীর আসল মজাই পাপে।

৯| ০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১১

নজসু বলেছেন:


ভারত হলো অনন্ত জলিল।
অসম্ভবকে সম্ভব করে।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: হে হে হে----

১০| ০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

অধীতি বলেছেন: দু'বেলা খাবারের চাহিদা মিটাতে পারলে বাংলাদেশেও এমন পাওয়া যাবে। 'ক্ষুধা' মারাত্মক এক বিষয়।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: জ্বী, ঠিক বলেছেন।

১১| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এক সঙ্গে তিনজন বউ।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: হে হে হে---
আমার ক্ষমতা থাকলে আমারও তিনটা থাকতো।

১২| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমার জানা মতে, কলকাতার যাদবপুরে এমন একটি পরিবার আছে। যেখানে দুই বোনকে একভদ্রলোক বিয়ে করেছেন। সেখানে অবশ্য কারণটি ছিল এরকম- বিয়ের আগে দুই বোনের অসম্ভব মিল ছিল। এক বোনকে ফেলে আরেক বোন কোন কিছু ভাবতেই পারেনা। কাজেই ছোট বোনকে ফেলে রেখে দিদি কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিল না। শেষমেশ দুই বোন সমাধান বার করে।একপাত্রকেই দুইবোন বিয়ে করবে বলে পরিবারকে জানায়। বাবা-মা প্রথমে মেনে না নিলেও পরে রাজি হয়ে যায়। উল্লেখ্য তিন জনের সংসারে কোনদিন কোন ঝগড়াঝাটি হয়নি। দুই বোনেরই একটি করে পুত্র সন্তান বর্তমান।বেজায় খুশি তারা।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: বাহ খুব ভালো।

১৩| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৭

ইসিয়াক বলেছেন: আপনার কি খেয়ে দেয়ে আর কোন কাজ নেই?


ও ভালো কথা আপনার বিয়ের কি হলো? বলছিলেন যে আরেকটি বিয়ে করবেন?

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: শুভ রাত্রি।

১৪| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১২

ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাই, এই কারণেই মনে হয় জাপানে অনেকেই বিয়েই করতে পারে না...

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: হতে পারে।

১৫| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৫

নেওয়াজ আলি বলেছেন: সত্যই হবে পেপারে পড়েছি

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:৫৪

রাজীব নুর বলেছেন: ঘটনা সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.