নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৭৪

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১৯



বিয়েটা হয়ে গেছে।
যে বিয়ে নিয়ে আমি, সুরভি, আর ভাবী খুব লাফাচ্ছিলাম। একমাস নানান ঘটনা চলছিলো। শুধু দেখা সাক্ষাত, আর আলাপ আলোচনা। একবার ছেলের মামা আসেন মেয়ের বাসায়। আবার মেয়ের চাচা যায় ছেলের বাসায়। ঘুরে ঘুরে এরকমই চলছিলো বারবার। গতকাল রাতে এসব দেখা সাক্ষাতের অবসান ঘটেছে। ফাইনালি গতকাল কাবিন হয়ে গেছে। মেয়ের বাসায় ছেলে পক্ষের সমস্ত আত্মীয় স্বজন এসেছে। তখন আমি বলেই ফেললাম, একমাস ধরে শুধু দেখা স্বাক্ষাত আর কথাবার্তা। আর কত! দুই পক্ষই যখন রাজী। সবচেয়ে বড় কথা ছেলেমেয়ে দুজন দুজনকে পছন্দ করেছে। তাহলে আর দেরী করে লাভ নেই। আসুন আমরা আজই কাবিনটা করে ফেলি। আমার কথার সাথে সবাই একমত হলেন। কাজী ডাকা হলো। এবং বিয়ে হয়ে গেলো রাত বারোটায়। ঝামেলা বিহীন সুন্দর বিয়ে। এই বিয়েতে আমি লাফানোর কারন হলো- ছেলে মেয়ে দুজনই ভদ্র, ভালো শিক্ষিত এবং আধুনিক।

গতকাল রাতে বাসায় ফিরলাম দুই টায়।
এদিকে সুরভির শরীরটা ভালো নেই। বিয়ে নিয়ে সুরভি আর ভাবীর উত্তেজনার শেষ নাই। গতকাল রাতে বর, মেয়ের বাসায় থেকে গেছে। ছেলে কিছুতেই থাকবে না। অনেক বুঝিয়ে তাকে রাখা হয়েছে। এ মাসের শেষে বিরাট অনুষ্ঠান হবে। দুইটা অনুষ্ঠান হবে। একটা অনুষ্ঠান মেয়েরা করবে, একটা ছেলেরা। গতকাল রাতে অনেক খানাপিনার ব্যবস্থা করা হয়েছিলো। পোলাউ, গরুর মাংস, রোষ্ট,সবজি, ইলিশ মাছ, রুই মাছ ভাজা, চিংড়ি ফ্রাই, কাবাব, বোরহানি, কোক। তারপর পায়েশ, পুডিং, কেক, নানান রকম মিষ্টি আর ফলটল। রাতে আমি আরাম করে খেতে পারি নি। রাত আট টায় এক হোটেলে আমি হালিম আর নান রুটি খেয়েছি। গতকাল তো আর বিয়ে হওয়ার কথা ছিলো না। আগে জানলে হোটেলে খেতাম না। মেয়ের মা ভালো রান্না করেছেন। অবশ্য তারা প্রচুর খাবার দিয়ে দিয়েছেন। আজ রান্না করতে হবে না সুরভির।

এদিকে আরেক কাহিনী।
রাতে বাসায় ফেরার পর সুরভির বাসা থেকে ফোন। সুরভির বাবার অবস্থা খুব বেশি খারাপ। হাসপাতালে ভর্তি। বেশ কিছুদিন ধরে সুরভির বাবা অসুস্থ। জ্বর, ঠান্ডা, কিচ্ছু খেতে পারেন না, মেজাজ হয়ে গেছে খিটমিটি। কোনো খাবারে স্বাদ পান না। শরীর প্রচন্ড দুর্বল। করোনা টেস্ট করা হলো। ৭২ ঘন্টা পর জানা গেলো সুরভির বাবার করোনা হয়েছে। অবস্থা তার খুব খারাপ। তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ২৪ ঘন্টা পার হওয়ার আগেই হাসপাতালের বিল হলো এক লাখ টাকা। সারারাত সুরভি ঘুমায় নি। কেঁদেছে। এখন আমি কি করবো? শ্বশুর মশাইকে দেখতে যাবো হাসপাতালে? সুরভিকেই কিভাবে শ্বাস্ত্বনা দিবো? সকালে জানতে পারলাম, সুরভির দুই ভাইয়েরও করোনা হয়েছে। ভয়াবহ অবস্থা। আমার মাথা কাজ করছে না। এদিকে আমারও কোমর ভাঙ্গা অবস্থা। মেরুদন্ড দিন দিন অদৃশ্য ভাবে নড়বড়ে হয়ে যাচ্ছে।

সুরভিদের বিল্ডিং এ একজনের করোনা হয়েছিলো।
সে বিষয়টা গোপন রেখেছিলো। সেই করোনা রোগী প্রতিদিন আগের মতোই বিল্ডিং এর সবার সাথে মিশেছে। বিন্ডিং এর নিচে চা খেয়েছে, কেরাম খেলেছে। গল্প করেছে। সবার ঘরে ঘরে গিয়ে গল্প করেছে। নিচতলায় প্রতিদিন গল্প গুজব করেছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। একসময় এই লোকের ভয়াবহ অবস্থা হয়। হাসপাতালে ভরতি এবং তিনি মারা যান। এরপর সুরভির বাবার করোনা হলো। এখন সে হাসপাতালে। শারীরিক অবস্থার উন্নতি হয়নি। সুরভি বাবা মানুষ হিসেবে ভালো। সারা জীবন সৎ এবং সুন্দর জীবন যাপন করেছেন। সময় মতো খাওয়া, সময় মতো ঘুম। চা সিগারেট খান না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। প্রতিমাসে একবার নিজের গ্রামের বাড়িতে বেড়াতে যান। চাকরি থেকে অবসর নিয়ে এখন নিজের চেম্বারে বসেন। তার স্ত্রী মানে আমার শ্বাশুরি তের বছর আগে মারা গেছেন ক্যান্সারে। এখন আমার করিনীয় কি?

গতকাল ভোরে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়।
মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি কানে আসলো। একটা ছবির কথা মনে পড়ল, ভারত সমাট্র শাজাহানের নামাজ পড়ার ছবি! পরিবারে একটা ছেলে যখন চাকরী না পায়, সেই বেকার ছেলেটা পরিবারের সবচেয়ে কাছের মানুষদের কাছেই বারবার উপেক্ষিত হয়। কি অদ্ভুদ ব্যাপার! যাদেরকে সেই কঠিন মুহূর্তগুলোতে বেশি দরকার হয় তারাই উপেক্ষা করে সবচেয়ে বেশি! সংসার নামের জোকটি অবয়ব থেকে সব ভা্লোবাসা আর মমতা শুষে নিয়ে সেখানে ছিটিয়ে দেয় রাশি রাশি গ্লানি আর যাতনা। যখন খারাপ সময় আসে, একটার পর একটা আসতেই থাকে। এই চলতি মাসে ঢাকা শহরে করোনা কিন্তু নিরবে বাড়তে শুরু করেছে। সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। যাদু শিল্পী জুয়েল আইচ, নাট্যকর্মী আজিজুল হাকিম, অভিনেতা অপূর্ব থেকে শুরু করে বহু লোক করোনা আক্রান্ত হচ্ছে প্রতিদিন। অথচ করোনা নিয়ে শহরের মানুষের মধ্যে কোনো সচেতনা নেই।

আমার প্রচণ্ড রাগ হয়-
সেদিন এক শিক্ষিকার সাথে রাস্তায় দেখা। আমি বললাম, আপা আপনার মাস্ক কই? শিক্ষিকা মহিলা বললেন, আমার করোনা হবে না। করোনা হবে ধনীদের। আপা হাসতে হাসতে বললেন, কখনও শুনিছিস বস্তিতে থাকা কারো করোনা হয়েছে? গতকাল বিয়েতে এক মুরব্বী বললেন, করোনা আল্লাহর গজব। বেছে বেছে আল্লাহপাক খারাপ দেশ গুলোতে করোনা দিচ্ছেন, ওদের শিক্ষা দেওয়ার জন্য। ভালো দেশ গুলোতে কিন্তু করোনা হয়নি। চায়ের দোকানের শামসু ভাই বিশ্বাসই করেন না করোনা বলে যে একটা ভাইরাস আছে। তিনি বলেন, এগুলো মিডিয়ার সৃষ্টি। বাস্তবে কোনো করোনা ফরোনা নাই। মাদ্রাসার এক হুজুর বললেন, দুষ্টলোকদের বিনাশ করতে আল্লাহপাক করোনা দুনিয়াতে পাঠিয়েছেন। কাজেই ভালো মানুষদের ভয় নেই। আল্লাহ এবার বহু দুষ্টলোক দুনিয়া থেকে উঠিয়ে নিবেন। হে হে...। করোনা কবে থামবে সেই অপেক্ষায় আমি।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দেশের মানুষ কোন নিয়ম মানছে না।
করোনা ভাইরাস এই সুযোগ নিচ্ছে।

আপনার শশুর সাহেবের জন্য শুভ কামনা।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

২| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দুষ্ট লোক মাপার দাড়িপাল্লা কি আছে?

আমার জানামতে, দেশে খারাপ মানুষ খুব বেশী।
তবে তাদেরকে করোনা দিয়ে শিক্ষা দেয়া খুব একটা ভালো সিদ্ধান্ত হতে পারে না।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাংলাদেশে গত শীতে করোনা আসেনি। এবার পুরো শীত পাবে করোনা ! আল্লাহ জানেন আমরা কোন পরিক্ষায় পরেছি। মানুষজন কি বলে না বলে তা জানার - শোনার দরকার নেই নিজে সাবধান থাকতে হবে - এছাড়া আর কিছু করার নেই এই মূহুর্তে।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: সারা দেশে, সব পাড়া মহল্লায় সরকার থেকে করোনা নিয়ে বিশেষ ঘোষনা দেওয়ার দরকার আছে।

৪| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১১

সুব্রত দত্ত বলেছেন: ভালো লিখেছেন।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: ভালো লিখি বা মন্দ লিখি জগতের তাতে কিছুই এসে যায় না।

৫| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: গল্প তো ভালই লিখতে পারেন।
না পড়ে আর পারলাম না!

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: মাই ডিয়ার এটা গল্প না। বাস্তব।

আপনি আসলে মন দিয়ে লেখা পড়েন না। চোখ বুলিয়ে যান।

৬| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: শেষের টা মজাই লাগল রাজীব দা

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ!

৭| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১২

অনল চৌধুরী বলেছেন: এদিকে আমারও কোমর ভাঙ্গা অবস্থা। মেরুদন্ড দিন দিন অদৃশ্য ভাবে নড়বড়ে হয়ে যাচ্ছে- শরীরচর্চা করেন। তাহলে ভূড়ি কমবে আর এসব হাড়ের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে।

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর পরামর্শ দিয়েছেন।

৮| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২০

নেওয়াজ আলি বলেছেন: গ্রাম অঞ্চলে হাট বাজারে কোন আইন নিয়ম কিছুই মানছে না মানুষ। বাজের গেলে ভয় লাগে

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: ওকে।

৯| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

জিকোব্লগ বলেছেন:



কর্ম না করেও আপনি কিভাবে ইনকাম করেন? আপনি
যদি সঠিক উত্তর দেন, দেশের বেকাররা অনেক উপকৃত হবে

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: ইচ্ছা করে পায়ে পা দেওয়ার অভ্যাস বাদ দেন।

১০| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

ইসিয়াক বলেছেন: নিয়ম মেনে চলুন ,মাস্ক পরুন আশা করি কোন সমস্যা হবে না।

আপনার শ্বশুর মশাইয়ের জন্য দোয়া রইলো।

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: ওকে।

১১| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

অধীতি বলেছেন: এই মিথগুলো যে কবে যাবে :|

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: করোনা চলে যাবে মিথ যাবে না।

১২| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

ভুয়া মফিজ বলেছেন: আপনার এতো চিন্তা করার দরকার কি? যারা করলে কাজের কাজ হবে, তারাই করে না। আপনি হুদাই ব্যস্ত হচ্ছেন।

তার চেয়ে হালিম দিয়ে নানরুটি খান, ব্লগিং করেন, বই পড়েন। তারপরে সময় পেলে মুভি দেখেন। আল্লাহ উনার মাল নিয়ে কি করবেন, সেটা উনার উপরই ছেড়ে দিয়ে আপনি যতোটা সম্ভব নিশ্চিন্তে থাকার চেষ্টা করেন। জাস্ট চিল!! B-)

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: সব ছেড়ে ছুড়েই তো হাত পা নিয়ে বসে আছি।
নাকি আপনার ধারনা হাডুডু খেলছি?

১৩| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

ভুয়া মফিজ বলেছেন: নাহ্......... তেমনটা মনে করছি না। এই বয়সে হাডুডু খেলা যে আপনার জন্য নিরাপদ না, সেই বোধ আপনার আছে। এই ব্যাপারে আমি নিশ্চিত!! :-B

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: আমাকে কেন বুড়ো ভাবছেন?
আমার চেয়ে সাকিল আল হাছান বড়। শাকিব খান বড়।

১৪| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এদেশে দুস্টলোকের সংখ্যা প্রচুর। সব দুস্ট করোনায় অক্কা পেলে দেশ খালি হয়ে যাবে।

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

১৫| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

জিকোব্লগ বলেছেন: আরে ভাই রাগ করেন কেন?

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: না রাগ করি নাই।
আমার চেহারাটাই এরকম, দেখলে মনে হবে বিশ্বের সবার উপর রেগে আছি।

১৬| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যে সমস্যাটা সামনে আসবে চেষ্টা করুন সেটার সমাধান করতে।সময় নিজেই একটা সমাধান করে দেয়।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: জ্বী, সময়ের অপেক্ষাতেই আছি।

১৭| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সুস্থতার সাথে বেঁচে থাকাটা খুবই জরুরী।

১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: জ্বী বড় ভাই।

১৮| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিয়ে নিয়ে আমি একটা সমস্যার মধ্যে
ঘোর পাক খাচ্ছি। কথাই চালা চালি হচ্ছে!
ছেলে পক্ষ বলে কাবিন করতে আসবে ৪০ জন
বিয়ের সময় নাকি ২০০ জন। মেয়ে পক্ষ বলে
বারে আসবার দরকার কি? একবারে সব সমাধান
করুন। বিয়েতে নাকি হাজার কথা বলতে হয় !!

১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: হা হা হা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.