নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই সমাজ- ৩৯

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০১



ইদানিং আমার মুখ দিয়ে গালি বের হয়ে আসে।
অথচ আমি গালিগালাজ ছোটবেলা থেকেই পছন্দ করি না। যারা গালি দেয় বা খারাপ কথা বলে সারা জীবন তাদের কাছ থেকে দূরে থেকেছি। আমি কোনোদিন কাউকে গালি দেই নাই। এখন চারপাশের মানুষের কর্মকান্ড দেখে অটোমেটিক আমার মুখ দিয়ে গালি বের হয়ে আসে। তখন মুখে হাত দিয়ে রাখি। গালি যেন বের হতে না পারে। আমার মতো মানুষের পক্ষে গালি দেওয়া সম্ভব না। আমার পরিবার সেই শিক্ষা দেয়নি। যদি সত্যিই কাউকে একটা গালি দিয়ে দেই, সুরভি সেটা কিছুতেই মেনে নিবে না। সহ্য করবে না। আমার নিজেরও ভাল লাগবে না। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা মন্দ কথা, মন্দ কাজ থেকে দূরে থাকবো।

টিভি না ছেড়ে আমি ভাত খেতে পারি না।
দীর্ঘদিনের অভ্যাস। আজ দুপুরে ভাত খাচ্ছি। টিভিতে গ্রামীন ফোনের একটা বিজ্ঞাপন দেখাচ্ছে। অতি দুর্গম এলাকা। এক মেয়ে একটা মাটির ঘরের উঠানে বসে মোবাইল সামনে রেখে অনলাইনে পড়াশোনা করছে। তার নানা বাঁশ দিয়ে কিছু একটা বানাচ্ছেন। গ্রামীন ফোনের ফোরজি নেটওয়ার্ক সারা বাংলাদেশ ছেয়ে ফেলেছে। জীবনযাত্রার মান সহজ হয়ে গেছে। ইত্যাদি। সত্যিকথা হলো, কয়েকদিন আগে আমি বান্দরবান গিয়েছি। রোয়াংছড়ি এলাকায়। সেখানে গ্রামীন ফোনের নেটওয়ার্ক নেই। সারাদিন আমি পরিবারের সাথে যোগাযোগ করতে পারি নাই।

টিভিতে খবর দেখছি।
শীতে করোনা বেড়ে যেতে পারে। তাই সরকার আগে থেকেই অনেক ব্যবস্থা গ্রহন করেছে। সরকারী হাসপাতাল গুলোতে অতিরিক্ত বেড, ডাক্তার, নার্সসহ দরকারী এবং প্রয়োজনীয় ব্যবস্থা মজুদ করে রাখা হয়েছে। খুব ভালো কথা। ভালো সংবাদ। তিন দিন আগের কথা। আমার শ্বশুর খুব অসুস্থ। টেস্ট করার পর জানা গেলো তার করোনা হয়েছে। অবস্থা খুব খারাপ। নিঃশ্বাস নিতে পারছেন না। খুব দ্রুত হাসপাতালে ভরতি করতে হবে। দশটা হাসপাতালে ফোন দেওয়া হলো, তারা বলছেন- সিট নেই। সিট নেই। যাই হোক, শেষে অনেক দেন দরবার করে একটা হাসপাতালে ভরতি করতে সক্ষম হয়েছি।

মাস্ক নিয়ে বেশ ভালো খেলা চলছে।
কোনো এক বিশেষ কারনে দেশের মানুষ মাস্ক পরতে চাচ্ছে না। সরকারও কম যায় না। অনেক সরকারী বেরসরকারী প্রতিষ্ঠান নিয়ম করেছে- মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবে না। পাবলিকও কম ত্যাদর না। তারা প্রতিষ্ঠানে প্রবেশ করার সময় পকেট থেকে মাস্ক বের করে পরছেন। প্রতিষ্ঠান থেকে বের হলেই মাস্ক খুলে ফেলছেন। বড় শপিংমল গুলোতেও মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ। সারাপথ মাস্ক ছাড়া। মার্কেটে প্রবেশের আগে মাস্ক পড়ে নিচ্ছে। আবার মার্কেট থেকে বের হওয়ার পর মাস্ক খুলে পকেটে রেখে দিচ্ছে। দেশের মানুষের মাস্কের প্রতি এত অনীহা কেন? সমস্যাটা কোথায়?

বাংলাদেশের করোনার শেষ আপডেট কি জানেন?
আমি বলে দিচ্ছি- গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২১। নতুন আক্রান্ত ২১১১। সুস্থ ১৮৯৩। নমুনা পরীক্ষা ১৬৪৬৯। মোট মৃত ৬২৭৫। আক্রান্ত ৪৩৮৭৯৫। এবং সুস্থ ৩৫৪৭৮৮ জন। জোর করে কি মানুষকে সচেতন করানো যায়? নিজ থেকে সচেতন না হলে? মুখে বলে এই জাতিকে সচেতন করানো যাবে না। নো নেভার। যার মুখে মাস্ক থাকবে না, তাকে পেছন থেকে মোটা লাঠি দিয়ে পিঠের মধ্যে ঠাশ ঠাশ করে বাড়ি দিতে হবে। যার মুখেই মাস্ক থাকবে না। কোনো কথা নেই। তার পিঠেই ঠাশ ঠাশ। ঠাশ ঠাশ ছাড়া এই জাতী লাইনে আসিবার নয়। আমার ক্ষমতা থাকলে, মাস্ক না পরে উল্টো না পরার পেছনে গোটা পাঁচেক যুক্তি দেয়া লোকদের শক্তি থাকলে পেটাতাম!

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১২

ইসিয়াক বলেছেন: আপনার শ্বশুরের অবস্থা কেমন? কেমন আছেন তিনি এখন?

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: হাসপাতালে আছে। অবস্থা বেশি ভালো না।

২| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

লর্ড ভ্যারিস বলেছেন: আমার নানাভাই আর মামাতো ভাবীর করোনা পজেটিভ ছিলো। দুজনই সুস্থ হয়ে গেছেন।

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৩| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

লর্ড ভ্যারিস বলেছেন: আমার নানাভাই আর মামাতো ভাবীর করোনা পজেটিভ ছিলো। দুজনই সুস্থ হয়ে গেছেন।

৪| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সামরিক শাসন আর একনায়কতন্ত্র দেখতে দেখতে জাতি আর সভ্য হওয়ার সময় পেল কোথায়।
ব্যক্তির কথা আলাদা,জাতিকে সভ্য হতে সুশাসন লাগে।
হাসপাতালেই আছে নাকি বাসায় চিকিত্সা নিচ্ছে।

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: অবস্থা খুব খারাপ। হাসপাতালে আছেন।

৫| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪১

মোহামমদ কামরুজজামান বলেছেন: মানুষ অভ্যাসের দাস। সে গালি দেয়া,টিভি দেখা কিংবা অন্য যে কিছু।

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

৬| ১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



নারী ব্যতিত, অন্যেরা মাস্ক না পরে রাস্তায় এলে শাস্তি দেয়া ঠিক হবে।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: শাস্তি না দিলে এরা মাস্ক পড়বে না।

৭| ১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



হাসপাতালগুলো চালায় ডাকাতেরা, শেখ হাসিনা এদেরকে কন্ট্রোল করছেন না।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: সরকারের এদিকে বিশেষ নজর দেওয়া উচিত।

৮| ১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনার শ্বশুরের অবস্হা কি ভালোর দিক্বে?

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: না। অবস্থা ভালো না।

৯| ১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

খারাপ মানুষ সবসময়ই খারাপ।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: স্যরি।

১০| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কতৃপক্ষের মধ্যেই ঘাপলা আছে।
"নো মাস্ক নো সার্ভিস" এর মানে কি?
মানে হচ্ছে সার্ভিস নিতে চাইলে মাস্ক পরুন নচেত নয়।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: প্রশাসনে অদক্ষ লোক দিয়ে ভরে গেছে।

১১| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কতৃপক্ষের মধ্যেই ঘাপলা আছে।
"নো মাস্ক নো সার্ভিস" এর মানে কি?
মানে হচ্ছে সার্ভিস নিতে চাইলে মাস্ক পরুন নচেত নয়।

১২| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: দোয়া রইলো আপনার শুশুরের জন্য আল্লাহ রহমত করো

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:০৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.