নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মগের মুল্লুক

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩২



মগের মুল্লুক একটি প্রবাদ।
এই প্রবাদের পিছনের গল্পটি বলব। প্রবাদটির অর্থ বিশৃঙ্খল অবস্থা বা অরাজক পরিস্থিতি। যেরকম পরিস্থিতিতে কেউ কারও তোয়াক্কা করে না, কেউ কারও কথা শুনে না। যাকে বলে একদম বেড়াছেড়া অবস্থা। মগের মুল্লুক শব্দটির সাথে প্রতিটা বাঙ্গালী পরিচিত। কম বেশি সবাই শব্দটি অসংখ্যবাদ ব্যবহার করেছেন।

এই মগ কিন্তু চা-পানি খাওয়া বা গোসল করার মগ থেকে আসেনি। এই মগ হচ্ছে আরাকানের জলদস্যু। এই আরাকান দেশটি বার্মা বা মায়ানমার। ১৬২৫ সালের দিকে যখন এই বাংলা (বাংলাদেশ) খুব সমৃদ্ধশালী ছিল তখন, পর্তুগিজ আর মগ জলদস্যুরা পূর্ববঙ্গ অর্থাৎ এখন যেটা বাংলাদেশ তার দক্ষিণ অংশ বা নিম্নাঞ্চলে খুব লুটপাট চালায় ব্যবসার নাম দিয়ে। তখন এ ভূখণ্ড শাসন করত মুঘল সুবেদাররা। তারা এসেছিল সেই আফগান ভূমি থেকে আর তাদের শাসনের কেন্দ্র ছিল দিল্লি। তারা যেদিকের মানুষ সেদিকের মানুষেরা আসলে সমুদ্র বা নৌপথের সঙ্গে তত অভ্যস্থ ছিল না। এদিকে মগেরা নৌপথে যুদ্ধ করে খুব পটু। তাই মুঘল সুবেদাররা কখনওই মগেদের সঙ্গে পেরে উঠেনি।

ঢাকার সুবেদার তখন খান-ই-দুরান।
মানুষ হিসেবে তিনি একটু ভীতু ছিলেন। তিনি মগদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দূরে থাকুক কোনো প্রতিবাদও করেননি। মগদের ভয়ে উল্টা রাজমহল পালিয়ে যান। এই সুযোগে মগরা আমাদের ভূমিতে একদম যা ইচ্ছে তাই রকমের লুটপাট, অত্যাচার নির্যাতন করে। শুধু লুটপাট করেই তারা ক্ষান্ত দেয়নি। আমাদের দেশের মানুষদের ওরা ধরে ধরে নিয়ে যেত, এরপর সেই মানুষদের অন্যান্য দেশে নিয়ে বিক্রি করে দিত। নিপাট, নিরীহ, নির্বিবাদ একজন গৃহস্থ মানুষের সব তো তারা কেড়ে নিয়ে রাতারাতি তাকে অন্যের কৃতদাস করে দিত। বাঙালি নারীদের উপর অত্যাচার করতো।

মুঘল আমলের শেষে, সুলতানি আমলেও মগেদের এই অত্যাচার অব্যাহত ছিল। পুরো বাংলা জ্বালিয়ে পুড়িয়ে, তারা আসামেও অনেক অত্যাচার করে। ১৮২৪ সালের দিকে এই অত্যাচার চরম আকার ধারণ করে। তারপর তাদের সঙ্গে শাসক এবং সাধারণ মানুষের অনেক গুলো যুদ্ধ হয়। ১৮২৪, ১৮৫২ এবং ১৮৮৫ সালের যুদ্ধের পরে মগেদের শক্তি বেশ কমে আসে। এভাবে আস্তে আস্তে তাদের অত্যাচার থেকে মুক্তি পায় এই ভূখণ্ডের মানুষ।

যদিও মগদের এক সময় ঠিকই আমরা মগেদের অত্যাচার থেকে নিজেদের মুক্ত করতে পেরেছি, তবুও প্রায় দুইশ বছর তারা আমাদের যারপর নাই অত্যাচার করেছে। বঙ্গবাসী কখনও এ অত্যাচারের উপযুক্ত প্রতিকার বা বিচারও পায়নি। তাই এখনও যখন আমাদের সমাজে কেউ যেমন-তেমন ভাবে অন্যের উপর প্রভাব খাটায়, অত্যাচার করে, দুর্বল মানুষকে কষ্ট দেয় তখন মগেদের সময়ের কথার সঙ্গে সেটা তুলনা করা হয় আর বলা হয়, মগের মুল্লুক।

(উল্লেখ্য সব মগরা খাবাপ ছিলো না।
এন্টনী নামে একজন লোক ছিলেন। তিনি ব্যবসা করতে বাংলায় আসেন। বাংলায় এসে নদী, গাছপালা, বাউল আর মানুষ দেখে মুগ্ধ হয়ে যান। তিনি বাংলা ভাষা শিখলেন। গান শিখলেন। তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলার মানুষদের কাছে খুব প্রিয়। তার নতুন নাম হলো এন্টনি কবিয়াল। এন্টনি এক বাঙ্গালী বিধবাকে বিয়ে করেন। দারুন বাংলা গান করতে শুরু করলেন। নিজে গান লিখতে শুরু করলেন। এই এন্টনির কথা পরে বিস্তারিত লিখব।)

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

নেওয়াজ আলি বলেছেন: মগের মুল্লুগ । আমরা শুনি আর আর নাকে তেল কানে তুলা দিয়ে হাওয়া খাই।

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: বুঝলাম না।

২| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৬

নেওয়াজ আলি বলেছেন: বলেছি আসলে আমাদের দেশটা মগের মুল্লুগের আমরা চুপচাপ থাকি। লেখা পড়ে মজা করলাম :D

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: ওকে।
এখন দেশের মানুষের চিল্লায়া বলতে হবে। চুপ থাকলে হবে না।

৩| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৬

শায়মা বলেছেন: এতদিনে জানা হলো কেনো এই মগের মুলুক.....

২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: আমার সাথেই থাকুন। সব জানিয়ে দেব। হে হে---

৪| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪১

এইচ তালুকদার বলেছেন: গতকালই আমি মগ মুঘল এর যুদ্ধ নিয়ে পোষ্ট দিয়েছিলাম পড়ে দেখতে পারেন
Click This Link target='_blank' >এনেকডোটস অফ আওরঙ্গজেব-৪

২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: লিংক তো কাজ করছে না।

৫| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪২

এইচ তালুকদার বলেছেন: এনেকডোটস অফ আওরঙ্গজেব-৪

২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: হ্যা আপনার পোষ্ট আমি পড়েছি।

৬| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৪

শায়মা বলেছেন: তুমি যেভাবে দৌড়াচ্ছো....... তোমার সাথে থেকে পা ভেঙ্গে মরবো নাকি ভাইয়ু!!!!!!!!!! :-P

২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: বোন, কিচ্ছু হবে না। সেটা আমি বুঝবো।

৭| ২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



আমি তো মনে করেছিলাম, রোহিংগদের আরাকান থেকে তাড়ানোর কারণে এই প্রবাদ চালু হয়েছে!

২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: হা হা হা----

আপনি অত্যাধিক রসিক মানুষ। আপনার রসিকতার জন্য আপনাকে আমি এত পছন্দ করি।

৮| ২০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: খোকা ঘুমাল পাড়া জুড়াল বর্গি এলো দেশে - এই বর্গিদের সাথে মগের কোন সম্পর্ক আছে কি?

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: না বর্গি আলাদা।

৯| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১০

স্থিতধী বলেছেন: দেশের রাজাকার শিরোমনি ও তাঁর সাঙ্গপাঙ্গর অনেকে ঢাকায় মগদের জন্য তৈরি করা একটা এলাকায় থাকতো, জায়গাটার নাম মগবাজার। এক কালে, জায়গাটা ছিলো ঘন জঙ্গল। মগবাজারের ইতিহাস

এন্টনি ফিরিঙ্গি ছবি থেকে এন্টনি র একটা গান হয়ে যাক

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: গানটা খুব উপভোগ করলাম।
ধন্যবাদ।

১০| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১২:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনাদের এলাকায় ছিল মগদের প্রতিরোধ করার প্রধান দুর্গ।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: না।
আমি তো পূরান ঢাকায় থাকি না।

১১| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ২:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা পুরান ঢাকার কোথাও নাই,এটা আছে বিক্রমপুরের ইদ্রাকপুর ।আপিনিই বলেন পদ্মার এক কিমি দুরে আপনাদের গ্রাম।

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: ও হ্যা। আমি সেখানে গিয়েছিলাম।

স্যরি। আমি ভেবেছিলাম ঢাকার বাড়ির কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.