নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৭৬

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ২:৩৪



আব্বার করোনা ধরা পড়েছে।
এখন সে মুগদা হাসপাতালে আইসিইউতে আছে। বারডেম হাসপাতালে আব্বা ভর্তি ছিলো আগে থেকেই। গতরাতে রাতে মুগদা হাসপাতালে নেওয়া হয়েছে। বারডেমে আইসিইউ খালি নেই। নানান শারীরিক সমস্যার চিকিৎসা চলছিলো বারডেমে। প্রচন্ড মাত্রায় ডায়বেটিকস। এর মধ্যে দুইবার পায়ের ইনফেকশন হয়েছিলো। সেখানে অপারেশন হয়েছে। স্ট্রোক করেছে। কাউকে চিনতে পারছিলো না। এখন শুরু হয়েছে করোনা। জানি না ভাগ্যে কি আছে! আব্বা প্রচুর সিগারেট খেতো। আজ থেকে পাঁচ বছর আগেই ডাক্তার আব্বাকে বলেছিলো- যদি বেঁচে থাকতে চান তাহলে সিগারেট ছাড়ুন। আব্বা সিগারেট ছাড়ে নি। আমি এখনও বারডেম বা মুগদা হাসপাতালে যাই নি। যাওয়া দরকার।

শ্বশুর মশাইয়ের করোনা হয়েছিলো।
তিনি এখন কিছুটা সুস্থ। হাসপাতাল থেকে বাসায় চলে এসেছেন। তেরো দিন হাসপাতালে ছিলেন। তেরো দিনে হাসপাতালের বিল এসেছে তিন লাখ পচাত্তর হাজার। সুরভির বড় ভাই এবং তার স্ত্রীও সুস্থের দিকে। সুরভির বাবা এবং ভাই সুরভির রান্না খুব পছন্দ করে। গত পরশু সুরভি তাদের জন্য রান্না করে খাবার পাঠিয়ে দিয়েছে উবার দিয়ে। মেন্যু ছিলো- খিচুড়ি, গরুর মাংস, দেশী মূরগী ঝাল ফ্রাই, চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভাজা। তারা খেয়ে আরাম পেয়ছেন। আগামী সপ্তাহে আবার খাবার পাঠাবো।

এদিকে মা'র শরীর ভালো নেই।
গত ত্রিশ বছর ধরেই মাকে দেখছি, প্রতি মাসে দুইবার ডাক্তার দেখাচ্ছে এবং নিয়মিত তিনবেলা ওষুধ খাচ্ছে। আজ শুনলাম মার চোখে ছানি পড়েছে। মার সাথে দীর্ঘদিন ধরে আমার কথাবার্তা বন্ধ। মার খবর পাই বুয়ার কাছ থেকে। আমার মার তেজ বেশী। এই তেজ দিয়ে সে ভালো কিছু করতে পারেনি। সব ছিন্নভিন্ন করে দিয়েছে। তবে সে ভালো আছে। সারাদিন শুয়ে বসে শুধু ইউটিউবে নাচ, গান আর সিনেমা দেখে। মা শুধু নিজেকে নিয়ে ভাবে।

গতকাল রাতে সুরভির শরীর খুব খারাপ করেছিলো।
সুরভি নিঃশ্বাস নিতে পারছিলো না। তখন আমি মুভি দেখছিলাম- 'The Dark Knight'। সিনেমা দেখা বন্ধ করলাম। আমি তো অমানবিক না। স্ত্রীর এই অবস্থায় মুভি দেখা যায় না। ভোর পর্যন্ত সুরভি বেশ কষ্ট করেছে। আমি চুপ করে পাশে বসে ছিলাম। নানান কথা বার্তা বলে সুরভির শ্বাস কষ্ট ভুলিয়ে দেওয়ার হাস্যকর চেষ্টা করেছিলাম। অবশ্য আমি সুরভিকে বলেছি, তোমার শরীর বেশী খারাপ লাগলে চলো হাসপাতালে যাই। সুরভি বলেছে, হাসপাতালে যেতে হবে না। এটা সাময়িক সমস্যা ঠিক হয়ে যাবে।

আজ ফুলকপি, সিম আর নতুন আলু কিনেছি।
এসব দিয়ে দুপুরে রান্না হয়েছে শিংমাছ। বেশ ভালো লাগলো খেতে। শীতের নতুন সবজি। সাথে ছিলো পালং শাক। বাধাকপি ভাজি আর ডাল। আজ রান্নাও খুব ভালো হয়েছে। ভাবী রান্না করেছেন। কিছুদিন পর অবশ্য ফুলকপি আর ভালো লাগবে না। কম্বল টম্বল বের করেছি। জোরে ফ্যান ছেড়ে কম্বল গায় দিয়ে ঘুমাতে ভালো লাগে। যত ভালোই লাগুক আমার মন ভীষন খারাপ। আব্বা হাসপাতালে। আমার আব্বাকে আমি অনেক ভালোবাসি।

মন্তব্য ৫২ টি রেটিং +০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:




আপনার বাবা সুস্হ হয়ে উঠুক, এই শুভকামনা রলো।

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ২:৪৯

রাজীব নুর বলেছেন: সুস্থ হয়ে উঠা উচিত।
সেই আশাই করছি।

২| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৫২

কবিতা ক্থ্য বলেছেন: মনের অন্তঃ কোন থেকে তার রোগ মুক্তির প্রার্থন।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: আমার জন্য হলেও আব্বার বেঁচে থাকা দরকার।

৩| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৫৯

মিরোরডডল বলেছেন:



বাবা আইসিইউতে, তাকে এখনও দেখতে যায়নি কিন্তু ফটোসেশন করে পোস্ট করা হচ্ছে !
হুইচ ওয়ান ইজ ইম্পরট্যান্ট ম্যান ? হোয়েন উইল ইউ গ্রো আপ ?

সুরভি উবার দিয়ে খাবার পাঠিয়েছে না রকেট দিয়ে, সেটা ম্যাটার না, কিন্তু এটা ইম্পরট্যান্ট বাবা মা তারা যেমনই হোক তাদের খারাপ সময়ে তাদের পাশে থাকা । মায়ের সম্পর্কে এভাবে কথা বলতে হয়না রাজীব । কিপ ইন মাইন্ড, ইউ মাস্ট রিগ্রেট ওয়ান ডে হোয়েন দে ওন্ট বি হিয়ার এনিমোর ।

স্যরি টু বি হার্শ কিন্তু বাবা মাকে নিয়ে রাজীবের এরকম দৃষ্টিভঙ্গি দিয়ে পোস্ট লেখা আমার ভালো লাগে না ।


৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: ১। আইসিইউতে থাকা অবস্থায় দেখা যাবে না। আর এই সময় আমি গিয়েই বা কি করবো?
২। আব্বা এখন কাউকে চিনতে পারছে না। গিয়েও লাভ নাই। আব্বাকে দেখার মানুষ আছে।
৩। পোষ্টের শিরোনাম ''আজকের ডায়েরী'' তাই অতি তুচ্ছ কথাও লিখে রাখি। অনেকদিন পর যখন এই লেখাটা পড়বো তখন ভালো লাগবে।
৪। মায়ের উপরে আমার অনেক রাগ জমেছে। রাগ প্রকাশ করা দরকার।

৪| ৩০ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার বাবার অসুস্থতার কথা শুনে ভীষণ খারাপ লাগছে। রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি আপনার পরিবারের সবাই সুস্থ হয়ে ফিরে আসুক তার আপন পরিবারে। বয়স বাড়ার সাথে মুরুব্বিদের বিভিন্ন কারণে রাগ বৃদ্ধি পেতে পারে, এটা স্বাভাবিক। তাদের প্রতি যাতে অনাদর না হয় সে দিকে লক্ষ্য রাখার চেষ্টা করুন, এটা আপনার দায়িত্ব বলেই মনে করি। আপনার বাবাকে দেখতে যাওয়াটা জরুরী মনে করি। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ধৈর্য্য রাখুন।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: দেখতে তো যাবোই।
আমার বাপ। আমার কলিজায় লাগে।

৫| ৩০ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:০১

ডাব্বা বলেছেন: জীবনটা শুরুই হয় শেষ হবার জন্য। পৃথিবীতে এই একটা জিনিসই নিশ্চিত। তাই আমি এ জীবন নিয়ে খুব একটা ভাবার পক্ষপাতি না। তবে আমার জীবনের মানুষগুলোকে নিয়ে খুব ভাবি।

মাঝে মাঝে কচ্ছপ হওয়াটা জরুরি।

আপনার আব্বা ও আম্মার সুস্থতা প্রার্থনা করছি।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ৩০ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:৫৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবটাই খারাপ খবর।এর মাঝেই বেঁচে থাকতে হবে দৃঢ় মনোবল নিয়ে।সবাই ভালো হয়ে সুখে থাকুক এই কামনা।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ৩০ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার গুরুজনদের দ্রুত সুস্থতা কামনা করি।

আপনি একটা ঘোরের মধ্যে আছেন।
বাস্তবসম্মত চিন্তাভাবনা করা দরকার।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: হা হা হা----
মোটেও ঘোরের মধ্যে নেই। আমার চিন্তাভাবনা বাস্তব।

৮| ৩০ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:৫৭

কালো যাদুকর বলেছেন: এমন খারাপ সময় সব সময় থাকবে না। আপনাদের সবার সুস্থতা কামনা করছি পরম করুনাময়ের কাছে। মন শক্ত রাখুন।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৯| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:২২

মুজিব রহমান বলেছেন: হুমায়ূন আহমেদের ভাষা রপ্ত করেছেন!
সবার আরোগ্য কামনা করছি!!

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: না, আমি সব সময় এভাবেই লিখি।

১০| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




৩ নম্বর মন্তব্যের সাথে একমত প্রকাশ করছি।

বাবা-মা অবশ্যই গ্রেট ম্যান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তাঁরাই

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: হ্যা তা ঠিক।
তবে পৃথিবীতে কিছু খারাপ বাপ মা আছেন।

১১| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:১৮

ঢাবিয়ান বলেছেন: পোস্ট পইড়া যা বুঝলাম তা হইলো আপনি বাপের হোটেলে খাওয়া দাওয়া করা একজন ভাদাইম্যা যার কাজ শুধু খাওন দাওন আর ব্লগ লেখন । কিছু আবার মনে কইরেন না। এই ইম্প্রেশন আপনিই দিসেন। ইম্প্রেশন বদলাইতে চাইলে এখনি দৌড় দিয়ে বাবার হাস্পাতালে যান , বাবার দেখশোনা করেন, সুরভী ভাবিরে হেল্প করেন এবং মায়ের খোজ খবর নেন। একজন মানুষ হিসেবে এইসব আপনার ডিউটি।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়ে ভুল বুঝেছেন।
হ্যা যাবো হাসপাতালে।

১২| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:২৪

আমি সাজিদ বলেছেন: হাসপাতালে যাওয়া উচিত। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: আবেগে কথা বললে হবে না।
মানুষ আপন। করোনা কারো আপন না।
আমার করোনা হলে বাসায় ১১ জন সদস্য হতে পারে।

১৩| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৪০

শাহ আজিজ বলেছেন: দোয়া , প্রার্থনা ।।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:১৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: দুটি সম্ভাবনা: সবগুলো বানোয়াট ঘটনা অথবা লেখক একজন মারাত্মক মানসিক রোগী। প্রথমটির সম্ভাবনা বেশি।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: না ভাই কিছুই বানোয়াট না।
আপনি আমার লেখা নিয়মিত পড়েন না। যারা পড়ে তারা জানেন, সবই সত্য। আমি এরকমই।
তারপরও যদি আপনার সন্দেহ থাকে, তাহলে মুগদা হাসপাতালে করোনা ইউনিটে যান। খোজ নিন। আমার বাবার নাম মোঃ মেহের হোসেন খান।

১৫| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক দোয়া করি

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ওকে।

১৬| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩১

বিএম বরকতউল্লাহ বলেছেন: মায়ের বিষয়ে কীসব বলছেন আপনি!

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: সত্য বলেছি।

১৭| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩২

ইসিয়াক বলেছেন: অবশ্যই হাসপাতালে আপনি আপনার আব্বাকে দেখতে যাবেন। দেখতে না যাওয়াটা অন্যায়।


আপনার আব্বার জন্য দোয়া রইলো।
ভালো থাকুন।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: বাংলা সিনেমার মতো কথা বলবেন না। আবেগে কথা বলবেন না।

১৮| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: আপনার আব্বার জন্য একান্ত আন্তরিক দোয়া রইলো। আমার আব্বাও বয়স্ক লোক ডর লাগে এই করোনাকালে

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: সাবধান থাকতে হবে।

১৯| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১১

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজীব ভাই ,প্রথমেই আপনার বাবার নিরাময়ের জন্য দোয়া রইল।আল্লাহ উনাকে দ্রুত নিরাময় করে দিন।

যদিও করোর পারিবারিক বা ব্যক্তিগত বিষয়ে কথা বলা আমি পছন্দ করিনা তারপরেও, আপনার কিছু পোস্ট এবং ব্লগার কলাবাগানের কিছু মন্তব্যে এটা বুঝতে পারছি আপনার পারিবারিক সদস্যদের সাথে বা ব্যক্তিগত কিছু সমস্যা আছে বা থাকতে পারে।আর আমাদের কারো জীবনই সমস্যামুক্ত নয় ।চলার পথে অনেকের সাথেই নানা রকম সমস্যা, মানষিক দ্বন্দ্ব ,মতবিরোধ এবং পাওয়া না পাওয়ার হিসাব না মিলা ইত্যাদি নানা কারনে আমাদের নিজেদের/আপনজনদের মাঝে মানষিক দূরত্ব তৈরী হয়।তবে নিজেদের মাঝে যা কিছুই হউক না কেন পাবলিকলি তা বলা উচিত না বা শোভন ও নয় । কারন, দিনশেষে আপন আপনই। আর আপনার বাবা-মা আপনারই।তাদের কে পাবলিকলি করা তাদের বা আপনার কোন অক্ষমতা (আমি তাকে দোষ বলব না ,কারন নানা কারনে এ মানষিক দূরত্ব তৈরী হয়) মানুষের মাঝে তুলে ধরার মাঝে কোন মহতত বা উন্নত চরিত্রের প্রকাশ হয়না বরং তা নিজের অক্ষমতাকেই প্রকাশ করে।
আপনার বিগত লেখা পড়ে যতটুকু বুঝতে পেরেছি আপনার একই বাসার বিভিন্ন তলায় বসবাস করেন।আজ থেকে একটু একটু চেষ্টা করুন সকলের সাথে মানষিক দূরত্ব কমিয়ে আনতে । তা হয়ত একদিনে সম্ভব হবেনা তবে আপনি চাইলে তা অবশ্যই একসময় সম্ভব হবে। আর আমি বিশ্বাস করি আপনি একজন চমতকার মানুষ। আর,আপনার মেয়ে পরি যদি আপনার সাথে কথা বলা ছেড়ে দেয় তাতে কি আপনি ভাল অনুভব করবেন?

পরিশেষে ,উপদেশ হিসাবে না নেওয়ার এবং একজন ভাই হিসাবে অনুরোধ হিসাবে নেওয়ার অনুরোধ রইল।আর আমার এই
মন্তব্যে আপনার যদি বিন্দুমাত্র মানসিক কষ্টের কারন হয় তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: আব্বার বেঁচে থাকা দরকার, আমার জন্য। আমার শক্তি আমার বাপ। আব্বাকে ছাড়া আমি অসহায়। মা ছাড়া চলা যাবে, আব্বাকে ছাড়া নয়।
আমি কোনো কিছু গোপন রাখতে পারি না। হোক পারিবারিক ব্যাপার।
ব্লগার কলা বাগান কেন জানি আমাকে পছন্দ করেন না। এটা আমার জন্য দুঃখজনক।
পারিবারিক বিষয়, আসলে লেখার খাতিতে একটার পর আরেকটা চলে আসে। তাছাড়া আমি তো মিথ্যা লিখতে পারি না। সমস্যা এখানেই।

আপনি সব মিলিয়ে সুন্দর মন্তব্য কর্বেছেন। আপনাকে ধন্যবাদ।

২০| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১১

ফটিকলাল বলেছেন: আপনার পরিবারের সবার একটু সতর্ক হওয়া উচিত

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২১| ৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আঙ্কেলের দ্রুত আরোগ্য কামনা করছি।
আর বাকি সব মিলিয়ে বুঝতে পারছি ভায়ের সময়টা খুবই খারাপ যাচ্ছে।‌ একে অপরের প্রতি যোগাযোগ আরও বাড়াতে হবে। সঙ্গে একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে আমার মনে হয় সব সমস্যা কেটে যাবে।

৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ধনবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।

২২| ৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

ফয়সাল রকি বলেছেন: দ্রুত সুস্থতা কামনা করি সবার।

৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: আল্লাহ ভরসা।

২৩| ৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

ইসিয়াক বলেছেন: করোনা রোগীকে দেখতে গেলে করোনা হবে এটা আপনাকে কে বলল। নিয়ম মেনে যাবেন। তিনি আপনার আব্বা। দুর থেকে দেখলে অসুবিধা কিছু নেই।

৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: আইসিইউ থেকে কেবিনে ফিরে আসুক। তারপর যাবো।

২৪| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩৮

তারেক ফাহিম বলেছেন: আব্বার অন্য সন্তানরা কেমন?

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: আছে, তাদের সাথে যোগাযোগ। ফোন তো আছেই।

২৫| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫

মেহবুবা বলেছেন: আশা করি সব ঠিক হয়ে যাবে।
নিজের সাথে লড়াই করা কঠিন, সেটা না করে বরং মেনে নিন।
কারো ওপর ক্ষুব্ধ হলে সেটাও ঝেড়ে ফেলুন, হিসেবের বাইরে রাখুন এবং নিজের অবস্থান থেকে যা করবার করবেন।
আপনার আব্বার কষ্ট আল্লাহ্ কমিয়ে দিক সেই দোয়া করি আল্লাহর কাছে ।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

২৬| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ২:১৫

মিঃ হাসান বলেছেন: চিন্তা, মন খারাপ কোনটাই করবেন না ভাই । আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা'আলার দরবারে তার আশু রোগমুক্তির জন্য প্রার্থনা করছি । আর আপনিও সাবধানে থাকবেন ।

২৭| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ২:৪০

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.