নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যাদুর কাঠি

০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০০




আমরা যত কথাই বলি,
প্রত্যেকে আমরা বসবাস করি-
শামুকের খোলের চেয়েও ছোট্ট কোনো ঘরে
একান্তে কুণ্ডুলি পাকিয়ে- খুব ভয়ে ভয়ে
জীবনে আমরা সবাই বড্ড একা
আমাদের জীবন অনেকটা নির্বাসিত।

আমরা অনভ্যস্ত, অন্ধ, বধির-
তাই কখনই খুঁজে পাই না স্বচ্ছ পবিত্র ভালোবাসাকে,
যতক্ষণ না ভালোবাসা নিজে তার সিংহাসন থেকে নেমে এসে
আমাদের চোখে চোখ রেখে দাঁড়ায়।

প্রথমবার ভালোবাসার পর আর কিছুই থাকে না আগের মতন,
এটা সম্ভবত এমন এক অনুভূতি যেটা ছাড়া জীবন অপূর্ণই থেকে যায়
এই তীব্রতম অনুভূতি জীবনের ছোট ছোট আবেগ উচ্ছ্বাসকে দেয় পূর্ণতা।

ভালোবাসা আমাদের সাহসী করে তোলে,
হৃদয়ের ময়লা দূর করে আনে অনাবিল পবিত্রতা।

তারপর আমরা বুঝতে পারি আমাদের এই জীবনের সবকিছুর মুলে
যেই অনুভূতি তার নামই- 'ভালোবাসা'।
আর আমাদের মুক্তির আস্বাদ দিতে পারে
শুধুই বিশুদ্ধতম ভালোবাসা।



(এই কবিতাখানি আমার মধ্যে কিছুটা আবেগ সৃষ্টি করেছেঃ ভালোবাসার অর্থ এই নয় যে তুমি দুর্বল। তুমি এতটাই শক্ত যে তুমি কাউকে ভালোবাসার ক্ষমতা রাখ এবং তার সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষন আজ পৃথিবীর মানুষজন নিয়ে ভাবলাম। বুকের মধ্যে কেমন একটা চাপ চাপ কষ্ট হলো। কেমন একটা ব্যথা। এই ব্যথার নাম রবীন্দ্রনাথ দিয়েছেন, 'বাজিলো বুকে সুখের মতো ব্যথা'। মরেই যদি যাই- তাহলে পৃথিবীর আরও কিছু মানুষের সঙ্গে পরিচয় হোক। সারা পৃথিবীতে অল্প কিছু মানুষের সঙ্গেই আমার পরিচয় হয়েছে। অথচ পৃথিবীতে কত কোটি কোটি মানুষ। ''তুমি যদি রজনীগন্ধা ফুল হতে, তবে তোমাকে আমি রেখে দিতাম- আমার জানালার পাশে। সারারাত তুমি গন্ধ ছড়াতে! আমি ঘুমিয়ে পড়তাম- তবু তুমি গন্ধ ছড়াতে!' কবিতা, গল্প, গান, নাচ, কিচ্ছু চাই না আমার- শুধু একমুঠো ভালোবাসা।)


মূল কবিতাঃ Touched by An Angel
কবিঃ Maya Angelou

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:




একজন মেয়ে অনেককে ভালোবাসে।

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: হ্যা, একজন মেয়ে তার মাবাবাকে ভালোবাসে। সন্তানকে ভালো, স্বামীকে ভালোবাসে, আত্মীয়স্বজনকে ভালোবাসে।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বেঁচে থাকার জন্য ভালবাসা অনেক পরের বিষয়।ভালবাসা ছাড়াও বেঁচে থাকা যায় কিন্তু খাদ্য ছাড়া যায় না।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা না থাকলে খেয়েও আরাম পাওয়া যাবে না।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষের মৌলিক যে দাবিগুলো আছে সেখানে ভালবাসার কোন স্থান নেই।এগুলো আজাইরা মানুষের চিন্তা।একান্ত ব্যক্তিগত ব্যপারসেপার

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: আসলে মানুষের বয়স বাড়েলে আবেগ ভালোবাসা কমে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.