নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দুই বন্ধুর গল্প

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১১



দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল।
কিছুক্ষন যাত্রার পর তাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায় এক বন্ধু আরেক বন্ধুকে থাপ্পড় মেরে বসে। যে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলেনি। মন খারাপ করে শুধু বালিতে লিখে রাখল 'আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমাকে চড় মারলো।

যাই হোক, এরপর তারা হাঁটতে থাকল।
এবং কিছুক্ষন পর একটি মরুদ্যান দেখতে পেল। তারা ঠিক করল সেখানে তারা বিশ্রাম নিবে এবং গোসল করবে। কিন্তু গোসল করতে গিয়ে যেই বন্ধুটি চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে ডুবতে শুরু করে, তখন তার সেই বন্ধুটি তাকে বাঁচায়। উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখল 'আল্লাহর মেহেরবানীতে আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে'।

তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করল,
আচ্ছা, আমি যখন তোকে চড় মেরেছিলাম তখন তুই তা বালির উপর লিখে রাখলি দেখলাম। আর এখন পাথরের উপর লিখলি। কেন বন্ধু? উত্তরে সে বলল, 'যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপর /এমন কিছুর উপর লিখে রাখা উচিত, যেন ক্ষমার বাতাস তা সহজেই উড়িয়ে নিয়ে যেতে পারে/মুছে দিতে পারে। আর যখন কেউ আমাদের কোন উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিত, যেন কোন বাতাসই তা কখনো উড়িয়ে নিতে না পারে/ মুছে দিতে না পারে।

গল্প থেকে শিক্ষাঃ
১। ঝগড়া-বিবাধ না করা। আর ঝগড়া লেগে গেলেও একজন থেকে অপর জন দূরে চলে যাওয়া। মাথা ঠান্ডা হলে পরে আসা। যেমনটি রাসূল (স.) করতেন। আলী (রা.) করতেন।
২। ক্ষমার দুয়ার প্রসস্ত করা। অপরের দোষ-ত্রুটি ক্ষমা করা।
৩। উপকারীর উপকার কখনো না ভুলা। আর অপরের উপকার করা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৩

আমি সাজিদ বলেছেন: ক্ষমা করা উচিত কি বলেন?

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: পুলিশ গুলো নিষ্ঠুর।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৯

রোকসানা লেইস বলেছেন: গল্পটা কোথায় যেন পড়েছিলাম।
যারা ভাস্কর্য ভেঙ্গেছে তাদের নাম কিসে লিখা উচিৎ?

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: এইসব গল্প মুখে মুখে বহুর প্রচারিত।
দুষ্ট লোকের নাম থাকবে ঘৃণায়।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: হ কইছে!

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা দরকারী পরিমাণ চাকুরীর সৃষ্টি করছেন না; তিনি দেশ পরিচালনায় মানুষকে সাথে রাখছেন না, এগুলো বালির উপর লেখা হচ্ছে না।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা হয়তো অসহায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.