নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটি মারাত্মক কাহিনী

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২০



বড় অদ্ভুত! বড় রহস্যময়!
হজরত ইউনুস (আ.) যে কত গুরুত্বপূর্ণ একজন নবী ছিলেন সেটা বোঝাতেই আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে তার নামেই একটি সূরা নাজিল করেছেন। যার নাম সূরা ইউনুস। ইউনুস নবীকে একটি ঘটনার জন্য আল্লাহ তায়ালা শাস্তি দিয়েছিলেন এবং মাছের পেটে অনেক দিন থাকতে হয়েছিল। ইউনুস নবী মাছের পেটে থাকা অবস্থায় দোয়া পড়েছিলেন। যেই দোয়াটার কারণে তাকে সেই মাছের পেট থেকে মুক্তি দেয়া হয়েছিল। তিনি যদি এই দোয়াটি না পড়তেন তাহলে তাকে কেয়ামত পর্যন্ত সেই মাছের পেটে থাকতে হতো।

খুব পাওয়ারফুল দোয়া।
আল্লাহ তায়ালা তাকে আশূরীয়া বাসীদের হেদায়েতের জন্য ইরাকে যেতে নির্দেশ দেন। সে হিসেবে তিনি ইরাকে গিয়ে আশূরীয়া বাসীদের আল্লাহর পথে আনার চেষ্টায় সংগ্রামে লিপ্ত হন। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, আর ইউনুস ছিল পয়গম্বরদের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছালো। অর্থাৎ তিনি আল্লাহ তায়ালার হুকুম না মেনেই অন্যত্র হিজরত করলেন। পথের মধ্যে সমুদ্র পড়লে তা পাড়ি দেয়ার জন্য একটি জাহাজে উঠেন। জাহাজটি মাঝ সমুদ্রে ঘূর্ণিঝড়ে পড়ে। তখন জাহাজের চালক ধারণা করেন যে, জাহাজে কোনো অপরাধী আছে। যে কারণে জাহাজটি বিপদে পড়েছে। পরে তখনকার নিয়ম অনুযায়ী অপরাধীকে চিহ্নিত করতে লটারির ব্যবস্থা করা হয়। লটারিতে বারবার হজরত ইউনুস (আ.) নাম উঠে। তখন বাধ্য হয়েই ইউনূস নবীকে সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটি বিপদ থেকে রক্ষা পায়। তখন আল্লাহর আদেশে বিরাট একটি মাছ তাকে গিলে ফেলে।

মাছের পেটে নবী ইউনুস (আ.) 'লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন'। অর্থঃ (হে আল্লাহ!) আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি অপরাধী। দোয়াটি পাঠ করেছিলে এবং আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন।

হজরত ইউনুস (আ) ৪০ দিন মাছের পেটে ছিলেন।
কেউ কেউ বলেন সাত দিন ছিলেন, আবার কেউ বলেন তিন শ' চল্লিশ বছর ছিলেন। প্রকৃতপক্ষে, কতদিন ছিলেন তা মুখ্য নয়। তিনি মাছের পেটে ছিলেন, এটাই আসল ব্যপার। কেন কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন এটাই বড় কথা। দীর্ঘ ৪০ দিন মাছের পেটে পানি-খাদ্যবিহীন অবস্থায় থাকায় ফ্যাকাসে এবং ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন নবী। যে কারণে এই অবস্থা থেকে নিরাময়ের জন্য আল্লাহ্তায়ালা পরিবেশ দূষণমুক্তকারী এবং নির্মল ছায়াদানকারী লাউগাছ সেখানে গজিয়ে দেন। সেই লাউগাছটি এত দ্রুত গজিয়ে ওঠে যে, মুহূর্তের মধ্যে ঘন লতাপাতায় তা তাঁবুর আকার ধারণ করে। তিনি কচি লাউ খাবার হিসেবে গ্রহণ করেন। শরীরে শক্তি ফিরে পান।

নবীরা কখনো পাপী ছিলেন না।
তারা পাপ করেন নি। কিন্তু কেউ কেউ ভুল করেছেন। আর সেটাও আল্লাহর পরিকল্পনার অংশ। ইউনুস (আ) অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় মাছের পেট থেকে তীরে এসে পৌছলেন। আল্লাহ নির্দেশে 'ইয়াকতীন' নামক গাছ তার পাশে গজিয়ে উঠলো। এর ছায়ায় তিনি আশ্রয় পেলেন, গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন, তার উপশম হলো। অত:পর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন। গিয়ে তিনি বিস্মিত হলেন। তিনি দেখলেন, তার জাতির সবাই- ১০০% তার বার্তা গ্রহণ করেছেন। উল্লেখ্য, ২৮ বছর বয়সে ইউনূস (আ.) নবুয়্যত লাভ করেন। নবী মাছের পেট থেকে মুক্তি পেয়ে নীনাওয়া শহরেই ফিরে গিয়েছিলেন ও সেখানে তার আত্নীয়দের সাথেই জীবনের শেষ দিন পার করেছেন।

যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পড়ে দোয়া করে তার দোয়া কবুল হয়। কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে আল্লাহর রহমতে সে বিপদ থেকে উদ্ধার পায়। সিজদায় যেয়ে ৪০ বার দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। অলৌকিক বিষয়ে আমার কোনো বিশ্বাস নেই। এই আধুনিক যুগে এসে এসব রুপকথা বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না। আমি ক্ষমাপ্রার্থী। অদৃশ্য সৃষ্টিকর্তাকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি চোখের সামনে দেখা সৃষ্টিশীল মানুষগুলোকে।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

আমি নই বলেছেন: কি দরকার এগুলো নিয়ে লেখার!!! এগুলো অপ্রগতিশীল, গোয়ার, মুর্খ বিশ্বাসীদের জন্যই রেখে দ্যান, আপনি বরং প্রগতিশীল তসলিমা নাসরিনের বানি প্রচার করুন, আপনাকে সেটাই ভাল মানাবে।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: সর‍্যি।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: খুবি ভাল রাজীব দা

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:



আদি সমাজের রূপকথার সমষ্টি হচ্ছে আজকের ধর্মগুলো।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: মানুষ এর থেকে বেরিয়ে আসতে পারছে না কেন?

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: #আমি নই, এত সুন্দর মন্তব্য আমারও দিতে মন চায়
জাজাকাল্লাহ খাইরান।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

ফটিকলাল বলেছেন: লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন।'

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: আমিন।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সব বাদ দিয়ে অন্য কিছু নিয়ে লেখেন।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: সহমত।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

জিকোব্লগ বলেছেন: পোস্টের শেষে লেখক বলেছে : অদৃশ্য সৃষ্টিকর্তাকে আমি বিশ্বাস করি না।

মানে, পোস্টের শেষে রাজীব নুর নিজেকে নাস্তিক হিসেবে আত্ম-স্বীকৃতি
দিয়েছে। এই ধরণের পোস্ট লেখে ইসলামকে ব্যাঙ্গ করার মানে কী !
একজন নাস্তিকের ইসলাম নিয়ে ব্যাঙ্গ করার জন্য প্রতিবাদ জানাচ্ছি।
হোক সে বহুত পুরান ব্লগার, কিন্তু সে ইসলামের চির শত্রু।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: আমি সবার বন্ধু।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৬

কথক আরমান বলেছেন: কিছু মানুষকে দেখেছি দোয়া ইউনূস পড়েও বিপদ হতে মুক্তি পাচ্ছেনা,দুয়েকজন দোয়া ইউনূস পড়ে বিপদমুক্তির চেয়ে মরে গিয়ে বাচতে চাইছেন,পরিস্থিতি মানুষকে ইউনূস নবী বানিয়ে দেয়। আল্লাহ সবাইকে হেফাজত করুক।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: আমার এক বন্ধু ইউনূস সূরা পড়ে উপকার পেয়েছে।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই গল্পটা এক সময় খুব জনপ্রিয় ছিল।বর্তমানে অচল।অনেকদিন পরে শুনলাম।গাঁজার উপর কড়াকড়ি আরোপ করার পর এই গল্প জনপ্রিয়তা হাঁরায়।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: হা হা হা----
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি যদি মুসলিম বলে নিজেকে দাবি করতে চান তাহলে কয়েকটা বিষয়ে শর্তহীন ভাবে বিশ্বাস রাখতে হবে।
আর বাকি বিষয়গুলিতে অবশ্যই আপনার বিচার বিবেচনা খাটাতে হবে।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: আমি সবার আগে মানুষ।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২১

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার বাবা, মা, সুরভীর অসুখের কী অবস্থা? এখন ভালো?

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: আব্বা আইসিইউ থেকে এখন বেডে আছে। মা'র চিকিৎসা চলছে। সুরভি ভালো আছে।

ধন্যবাদ আপনাকে।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:২৯

অজানা তীর্থ বলেছেন: লেখার বিষয় বস্তুটি আমার জানা, আমার নজরে শুধু একটা কথায় লেগেছে " আমি ক্ষমাপ্রার্থী"। আমি যে ধর্মে বিশ্বাস করি তাতে আমার সৃষ্টিকর্তার একটি বড়গুণ তিনি পরম করুণাময় ও ক্ষমাশীল।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪৯

মরুর ধুলি বলেছেন: বিকৃত মস্তিস্ক আর যাকে বলে! এতো বিদ্বেষ, এতো বিকৃতি ইসলামকে নিয়ে। তারপরও রাজীবের মতো মানুষগুলো ইসলামের অগ্রযাত্রাকে থামাতে পেরেছে কি ? কখনো নয় কারণ “ ইন্নাদ দ্বিনী ইন্দাললাহিল ইসলাম” (আল কুরআন) । বরং ইসলাম বিদ্বেষীরাই যুগে যুগে ইতিহাসে ময়লা আবর্জনা হিসাবে ঠাঁই পেয়েছে।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: আহ হা রেগে যাচ্ছেন কেন?
শান্ত হোন।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৭

জিকোব্লগ বলেছেন:



সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না, ওকে।
স্বঘোষিত নাস্তিক হয়েছেন , ওকে।
স্বাধীন ভাবে অবশ্যই চিন্তা করতে পারেন।
কিন্তু,ইসলাম নিয়ে মজা ঠাট্টা করেন কেন?
সবার বন্ধু হলে , বন্ধুর অনুভূতিতে
আঘাত করে পোষ্ট লেখতেন না।

তনা দিদির মুরিদ নিয়েছেন কিনা?
তনা কিন্তু হিন্দু বিদ্ধেষী না।
সে মন্দিরের সাথে ফটো তোলে,
মসজিদের সাথে না। আপনিও
কি তনার মতন কোনো সুবিধার
সন্ধানে আছেন? নাকি সুবিধা
ইতিমধ্যে ভোগ করছেন?

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: আমি সাধারণ ভাবেই চলছি। সুবিধা নিতে লজ্জা হয়।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যদি সৃষ্টিকর্তা বিশ্বাস না করেন তবে এই পোস্ট তো মূল্যহীন ও অর্থহীন।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: আরেজ ভাই জীবনের এক পর্যায়ে এসে সব মানুষের মনে হয়- জীবনটাই মূল্যহীন।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯

আমি নই বলেছেন: @জিকোব্লগ ভাই তেনারা এখন এলিট প্রজাতীর প্রানী হয়ে গেছেন সুতরাং আপনার কথা তাদের কান পর্যন্ত যাবেনা, ঠিক যেমনটা পিপরার সাউন্ড আমাদের কানে আসেনা, তেমনটা। মানঅপমানের বোধটাও তাদের আর আমাদের মত কাজ করবেনা, কোনটা বললে তার আশেপাশের মানুষগুলো মনে কষ্ট পেতে পারে এই সকল অনুভুতির অনেক উপরে তারা। সুতরাং নিজে ভালো থাকতে চাইলে ইগনোর করা শিখুন কারন আপনার অনুভুতির কোনো মুল্যই তাদের কাছে নেই।

@রাজিব আপনি ইসলামের বিদ্বেশি কিনা জানিনা তবে সবার বন্ধু হলে নুরুলইসলা০৬০৪ এর বিদ্রুপের রিপ্লাইয়ে অন্তত একটা প্রতিবাদ করতে পারতেন।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: লোকজনের অনুভূতি কি এতই সস্তা সামান্যতেই আঘাত লাগে!

সবার মঙ্গল হোক।

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৫

এমেরিকা বলেছেন: @ আমি নই, ব্লগ নীতিমালার পরিপন্থী আচরণ বারংবার করার জন্য নুরুলইসলা০৬০৪ নামক কমেন্টেটরের আইডি অনেক আগেই ব্যান হবার কথা। কিন্তু সামু কর্তিপক্ষ কোন এক বিশেষ কারণে তা রেখে দিয়েছে। আমার ধারণা উদাসী স্বপ্নের পরে এরকম একটা আইডি দরকার ছিল বলেই সে টিকে গিয়েছে।

@ রাজীব নুর, আপনাকে আগেও বলেছি, দেখা জিনিসের ক্ষেত্রে বিশ্বাস কথাটা খাটেনা। কেউ মিথ্যা বললে আপনি প্রমাণ করতে পারেন, কিন্তু দেখতে পারেন না। ঠিক তেমনি, কেউ সত্যি কথা বললেও আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু দেখতে পারেন না।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: বিশ্বাস অবিশ্বাস এবং দেখানো অত্যাদি ব্যাপক আলোচনার বিষয়।

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৮

অক্পটে বলেছেন: রাজিবদা আপনাকে মরিয়া প্রমাণ করতে হবেনা যে আপনি নাস্তিক, আগেও বুঝা গিয়াছিল এখনো ব্লগবাসী বুঝতে পারে আপনি নাস্তিক মানুষ। লেখার ইতিবৃত্তে জাহির করার দরকার নেই দাদা। নাস্তক্যবাদ খারাপ না, আপনার ইচ্ছাশক্তিটাই এখানে মূখ্য। বাংলাদেশের মতো রাষ্ট্রে আপনার মতো পন্ডিতরা অঘোড়ে প্রাণ হারায়। নাস্তিক্যবাদ জাহির করা অনেক বেশি জরুরী না হলে এই বিষয়টা বাদ দিয়ে অন্য যে সকল বিষয় নিয়ে লিখতেন তা নিয়েই লিখেন। আমরা অবোধেরা আপনাকে ভালবাসি আপনার অন্যান্য লেখা পড়ে। আমরা চাই আপনি ভাল থাকুন আমাদের সুরভী ভাবী নিরাপদে থাকুন।

০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: ওকে। এসব বিষয় নিয়ে আর লিখব না।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩১

আমি নই বলেছেন: লেখক বলেছেন: লোকজনের অনুভূতি কি এতই সস্তা সামান্যতেই আঘাত লাগে!

হা হা, হাসালেন ভাই। আপনার বিভিন্ন মন্তব্যে পড়েছি আপনি ভাস্কর্য বিরোধিদের করা ভাষায় সমালোচনা করেছেন (এটা আপনার স্বাধীনতা, আপনি করতেই পারেন এবং আমি আপনার মতকে সম্মান জানাই), কোথাও কোথাওতো তাদের দেশ বিরোধী ঘোষনা করেছেন। যতটুকু বুঝি মোল্লাদের ভাস্কর্য বিরোধিতায় আপনার আবেগ/অনুভুতিতে বা অন্য কোথাও আঘাত লেগেছে বলেই এমন রিয়াকশন, তা না হলে কে কোথায় ভাস্কর্য বিরোধিতা করল না কি করল তাতে আপনি কেন রিয়াক্ট করবেন!!!! তাও কথা ছিল যদি আপনার নিজের ভাস্কর্য হত।

আপনি কেন রিয়াক্ট করলেন? নিজেকে এই প্রশ্নটা করেন সম্ভবত তাহলেই লোকজনের অনুভূতি সস্তা না দামী বুঝতে পারবেন।

০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: মানবিক এবং নৈতিক দিক থেকে বলেছি।

২১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

রানার ব্লগ বলেছেন: খারাপ না ভালোই লিখেছেন। যেখানে স্বয়ং আল্লাহ যে কোন বিষয় যোরযবরদস্তি পছন্দ করেন না সেই খানে কিছু আইডি দেখছি সন্ত্রাসি মনভাবে আগাচ্ছে।

০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: এটাই ধার্মিকদের সমস্যা। এর থেকে তারা কেন বেরিয়ে আসতে পারছে না! আজিব !

২২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনিই কি জানেন বাংলাদেশ এখন পিছন পথে হাঁটছে?

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: না জানি না।
তবে আপনার কথাটা ঠিক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.