নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আকাশ সমান আক্ষেপে ভরা মধ্যবিত্ত জীবন-
সারা মাস, সারা বছর, এমনকি আমৃত্যু হতাশাময় জীবন
বেতনটা যদি আর একটু বাড়তো-
অথবা যদি একটা নিজের বাড়ি থাকতো
টুকরো টুকরো অসংখ্য হাহাকার নিয়েই- মৃত্যু হয়।
মধ্যবিত্তদের পকেট থাকে ফাঁকা, কারণে-অকারণে
ঘরে বাইরে কিংবা অফিসে শুনতে হয় নানান কথা
প্রতিনিয়ত বাস্তবতার সাথে তাদের হয় সংঘর্ষ
মধ্যবিত্তরা ভাবে পৃথিবীর সকল কষ্ট শুধু তাদের।
চারপাশে শক্ত অদৃশ্য দেয়াল, এই দেয়াল যায় না ভাঙ্গা
কোনো খেলাতেই তারা জয়ী হতে পারে না
মধ্যবিত্ত মানেই শুধু পরাজয়- দিনের পর দিন
পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যুক- মধ্যবিত্তরা
দিন শেষে মধ্যবিত্তের সব রাগ গিয়ে পড়ে ঈশ্বরের উপর
অনন্ত নক্ষত্রবীথিতে রাগ করার আর যে কেউ নেই
তারপরও মধ্যবিত্তরা বেঁচে থাকে, সমাজে তাদের সংখ্যাই বেশি
তারা এক আকাশ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে-
একদিন যদি তাদের স্বপ্ন গুলো সত্যি হয়!
বোকা মধ্যবিত্তরা জানে না-
অভিশপ্ত জীবনের কোনো কিছুই কখনও সত্যি হয় না।
০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইসাহেব।
২| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হচ্ছে।
আপনার আঁকা ছবিগুলি কৈ?
০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: এই মাসের শেষে আবার আকবো।
রঙ শেষ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৫
কথক আরমান বলেছেন: মধ্যবিত্ত সমাজের উচিৎ জন্মনিয়ন্ত্রণ করা,অনেকের নিজে চলার সামর্থ্য নেই অথচ বাচ্চা আছে তিনটা। অভাবে পড়ে দেশের অনেকের প্রতিভা নস্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের যুবসমাজ সার্টিফিকেট নিয়ে চাকরির পিছনে ছুটছে,তাদের জীবনের একটাই লক্ষ্য কোনরকম ছাপোষা কেরানী হওয়া,ভিন্নকিছু করার উপায় কি আগে তো খেয়ে বাচতে হবে।
০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: আসলে অভাবে থাকলে উন্নত চিন্তাও করা যায় না ।
৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মধ্যবিত্ত যতটা অসুখি গরিবরা কিন্তু অতটা অসুখি না।মধ্যবিত্তের একটা মুখশ লাগে গরিবের লাগে না।সারাটা জীবন মধ্যবিত্ত অভিনয় করে চলে,তার মত দুঃখী পৃথীবিতে আর কেউ নেই।বিশেষ করে তৃতীয় বিশ্বে।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১৯
রাজীব নুর বলেছেন: ওকে। তর্ক করবো না। মেনে নিলাম।
৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে। ইদানিং আপনি বেশ ভালো লিখছেন। কিপ ইট আপ!
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: আপনার এই ছোট্র মন্তব্যে মনটা খুশিতে ভরে গেলো।
দোয়া করবেন।
ছবিটাও আমার তোলা।
৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৯
নেওয়াজ আলি বলেছেন: বর্তমান বাস্তবতা ও যথার্থ প্রকাশ।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১১
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, ধন্যবাদ
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২০
রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ।
৮| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৩৫
মুরাদ বেগ বলেছেন: আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:২৩
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক মধ্যবিত্ত।
৯| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৫৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: উচ্চ বিত্তে উঠার স্বপ্ন দেখে মধ্যবিত্ত।সারা জীবন এই স্বপ্নের পিছনে ছোটে।একজনের স্বপ্নও পুর্ন হয়না।শেষ জীবনে ছেলে মেয়েকে এই দায়িত্ব দিয়ে পরপারে চলে যায়।হজারে একজন উচ্চ বিত্তে যেতে পারে বিশ জন চলে যায় নিম্ন বিত্তে।
নিম্ন বিত্ত খুব একটা স্বপ্ন দেখে না।তারা যতই দুঃখে থাকুক মেনে নেয়।তাই স্বপ্ন ভংগের দুঃখ থেকে সে মুক্ত ।
অনেক দিন বস্তিতে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি।
২০/২৫ বছরের অভিজ্ঞতার সারসংকলন করলেই বিষটা বুঝতে পারবেন।
১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ, আমি আগেই জেনেছি। বুঝেছি।
১০| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।
এখন থেকে আপনি কবিতা লেখেন বাসায় বসে বসে।
১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: আমি শুয়ে শুয়ে ল্যাপটপ চালাই। বসে বসে ভালো লাগে না। কোমর ব্যথা হয়ে যায়।
১১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৬
অক্পটে বলেছেন: উচ্চবিত্তেও যে সুখ নেই এটা মধ্যবিত্তেরা জানেনা। উচ্চবিত্তেরা সুখের অসুখে মরে যায়। উচ্চবিত্তেরা বুঝে সুখ কখনো কেনা যায়না। টাকা আছে সুখ নেইরাও কম নয়।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: সহমত।
১২| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০০
ঠাকুরমাহমুদ বলেছেন:
ছবির এই ভাস্কর্য কোথায় বলতে পারেন?
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: ছবিটা বহু বছর আগে তুলেছি।
সোণার গাঁ যাদুঘর থেকে।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৯
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: জীবন্ত বাস্তব ফুটে উঠেছেে আপনাার লেখায় ।