নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিটি মোহনার। মোহনা পাঠিয়েছে।
আমি মোহনাকে দেখতে চেয়েছিলাম। মোহনা এই ছবিটি পাঠিয়েছে। ছবিতে মোহনাকে দেখা যাচ্ছে না। মোহনা ইচ্ছা করেই এমন ছবিটা দিয়েছে। সে চায় না, আমি তাকে দেখি। মোহনা আমাকে শাস্তি দিচ্ছে। সতের বছর আগে মোহনাকে শেষ দেখেছিলাম। ঈশ্বর মোহনাকে সব কিছুই দিয়েছিলেন- রুপ, গুন। কিন্তু সুখ দেন নি। যেটার সবচেয়ে বেশি প্রয়োজন ছিলো মোহনার। আমি শুধু এটুকুই জানি এখন মোহনা টরন্টো থাকে। একা। স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। নিশ্চয়ই কোনো চাকরি করছে। দেশে তার কেউ নেই, তাই বাকি জীবনটা সে টরন্টোতে কাটিয়ে দেবে। হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা আসলে হারিয়ে যায় না। তারা ফিরে ফিরে আসে। এই ফিরে আসাটা ভালো না মন্দ তা আমি জানি না।
একবার আমরা কুয়াকাটা গিয়েছিলাম।
ঢাকা থেকে দুরত্ব ৩৮০ কিলোমিটার। অবশ্য বরিশাল থেকে খুব কাছে মাত্র ১০৮ কিলোমিটার। ঢাকা থেকে আমি আর মোহনা বাসে করে গিয়েছিলাম। তখন রাস্তাঘাট খুব উন্নত ছিলো না। ১৪ ঘন্টার বেশি সময় লেগেছিলো। আমি মোহনাকে বলেছিলাম, চলো লঞ্চে করে যাই। লঞ্চ নাকি তার ভালো লাগে না। আমি বলেছিলাম কেবিন নিবো। কেউ বিরক্ত করতে পারবে না। মোহনা আমার কথা শুনে নি। বাসে মোহনা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিলো। তখন আমার নিজেকে রোমের সম্রাট বলে মনে হয়েছিলো। আমার মনে আছে- হোটেল নীলাঞ্জনায় উঠেছিলাম আমরা। রুমের জানালা দিয়ে সমুদ্র সৈকত দেখেছিলাম আমরা। কি বাতাস ছিলো সেদিন! তিনদিন ছিলাম আমরা একসাথে ছিলাম। প্রায় পুরো কুয়াকাটা ঘুরে বেরিয়েছি। বৌদ্ধ মন্দির, মিষ্টি পানির কূপ, ঝাউ বন, বার্মিজ মার্কেট, শুটকি পল্লী, ঝিনুক বীচ সবই দেখে ফেলেছি। কিছুই বাদ দেইনি।
মোহনা ছিলো বাবা মায়ের একমাত্র সন্তান।
আমার ধারনা মোহনার মায়ের জন্য তার জীবনটা এলোমেলো হয়ে গেছে। মোহনার মা জোর করে মোহনার বিয়ে দিয়ে দেয় এক দুষ্টলোকের সাথে। সেই বিয়ে এক বছরও টিকে নি। মোহনা বিয়েটা করতে চায় নি। কারন তখন তার লেখাপড়া শেষ হয় নি। মোহনার স্বামী ছিলো বিরাট বদ। মদ খেতো, আবার মদ খেয়ে মোহনাকে খুব মারতো। মোহনা নিজে আমাকে একদিন কাঁদতে কাঁদতে এই কথা বলেছিলো। সেদিন আমার ইচ্ছা করছিলো- মোহনার বদমাইশ স্বামীকে খুন করে ফেলি। সেদিন মোহনা আমার বুকে তার মাথা রেখেছিলো। আমি মোহনাকে আশ্রাস দিয়েছিলাম, আমি আছি তোমার সাথে। তোমার কোনো ভয় নেই। অথচ আমি কথা রাখতে পারি নি। মোহনার বিপদের সময় তার পাশে থাকতে পারি নি।
প্রথমে মারা গেলেন মোহনার মা।
তার এক বছর পর মোহনার বাবা মারা গেলেন। তারপর মোহনা কানাডা চলে গেলো। এবং আমার সাথে কোনো যোগাযোগ রাখলো না। আমি অনেক চেষ্টা করেও মোহনার সাথে যোগাযোগ করতে পারি নি। খুব অভিমানী একটা মেয়ে। এই অভিমানী মেয়েটাকেই আমি জীবনে প্রথম চুমু খাই। তার বুকে মাথা রাখি। মেয়েটা পরম মমতায় জড়িয়ে ধরেছিলো আমাকে। মেয়েটা নিজেকে সম্পূর্ন মেলে দিয়েছিলো আমার কাছে। আমিও আমার স্বচ্ছ পবিত্র ভালোবাসা আর সমস্ত মেধা, সমস্ত ভালোত্ব দিয়ে মোহনাকে কাছে টেনে নিয়েছিলাম। আমরা দুজন দুজনের মধ্যে ডুবে ছিলাম দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। কত না আনন্দময় সময় কাটিয়েছি একসাথে। অথচ সেইসব দিন গুলোর কথা বেমালুম ভুলে গেছি আজ। যোগাযোগ করার কত রকম মাধ্যম আছে, অথচ মোহনা ইচ্ছা করেই হারিয়ে গেলো। এতকাল পরে সে কেন যোগাযোগ করলো!
গতকাল সারারাত মোহনার কথা ভেবেছি।
অথচ সুরভি আমার পাশে। স্ত্রীকে পাশে রেখে অন্য মেয়ের কথা ভাবা নিশ্চয়ই পাপ। মাঝে মাঝে পাপ করতে ইচ্ছা করে। পৃথিবীর আসল মজাই পাপে। এত বছর পর গতকাল মোহনা আমার সাথে যোগাযোগ করেছে। বহু বছর আগের কথা সব ছবির মতো স্পষ্ট মনে পড়ে গেলো আমার। বুকের মধ্যে কি উথালপাতাল! কি ঝড়! মোহনা কেন এত বছর পর যোগাযোগ করতে গেলো! সে তো ইচ্ছা করেই হারিয়ে গিয়েছিলো। আমি মোহনাকে বলেছি, আমি আসবো তোমার সাথে দেখা করতে। সে মানা করেছে। যতই মানা করুক আমি যাবো। কাছে গেলে ফিরিয়ে দিতে পারবে না, জানি আমি। সেই সাহস বা শক্তি মোহনার নেই। আমি জানি। সুরভি মোহনার কথা কিছুই জানে না। আমি জানতে দিবোও না। সেটা ভালো দেখায় না। কিছু কিছু ঘটনা গোপন রাখলেই সংসারে শান্তি থাকে।
১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: হা হা হা----
২| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: পৃথিবীর আসল মজাই পাপে।
এইটা নিষিদ্ধ খাঁটি কথা।
১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: হেহে হে হে----
৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৩
সেজুতি_শিপু বলেছেন: হায়! মোহনা এত রহস্যময় ও অবলা কেন? তার কি নিজের মত চলার অধিকার নেই? আর মোহনার জন্যে এই টান নিষিদ্ধ হবার আগে তীব্র হলে কী সমস্যা ছিল?
১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: আসল সমস্যা মোহনা একা। একা থাকা বড় যন্ত্রনার।
৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: স্ত্রীকে পাশে রেখে অন্য মেয়ের কথা ভাবাও পাপ নয় মহাপাপ।তারপরেও সকল পুরুষেরই এ পাপ করতে মুনচায় ।
নিষিদ্ধ জিনিষের প্রতি মানুষের আকর্ষন দূর্নিবার তা সে নারী-পুরুষ যেই হোক।
১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: সমস্যা হলো শেষমেশ নারী পুরুষ কেউই সুখী হচ্ছেনা।
৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
বাংগালী মেয়েরা সুখী হতে পারছে না, বেশীরভাগ বাংগালী ছেলে শক্ত চরিত্রের নয়; কেহ ঘুষ খায়, কেহ ধর্মীয়ভাব দেখায়, কেহ অসংসারী, কেগ রাগী, কেহ দায়িত্বহীন, কেহ বিয়ের পর অন্য মেয়ের প্রতি আসক্ত
১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: একদম খাটি কথা বলেছেন।
৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭
সুমন জেবা বলেছেন: পাপ-পুণ্যের কথা আমি
কারে বা শুধাই।
এই দেশে যা পাপ গণ্য
অন্য দেশে পুণ্য তাই।।
১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০
রাজীব নুর বলেছেন: একদেশের গালি, একদেশের বুলি।
৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫
এইচ তালুকদার বলেছেন: রাজীব ভাই মনটা উদাস করে দিলেন। আমিও কুয়াকাটা ঘুরতে গেছিলাম
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: ওয়াও।
৮| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৭
অধীতি বলেছেন: মোহনা মোহনীয়ই বটে।"পৃথিবীর আসল মজাই পাপে"। আমিও পাপ করলাম।মোহনার তিলকে।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: হে হে হে হে----
৯| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: গল্পটি ভাল লেগেছে।গল্পের নায়ক মেরুদন্ডহীন।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: ঠিক মেরুদন্ডহীন না। অন্য কিছু হবে।
১০| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪১
অনল চৌধুরী বলেছেন: ছবিটা কার?
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: সম্ভবত মোহনার।
১১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৭
মুরাদ বেগ বলেছেন: ঘটনা কতটুকু সত্যি স্যার?
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: পুরোটাই সত্য।
১২| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৯
অনল চৌধুরী বলেছেন: মোহনা তো গল্পের চরিত্র, বাস্তবের না।
আর ব্লগের সবাই বাইরের মেয়ের কথা জানছে কিন্ত ঘরের লোক জানে না!!!!
চাঁদগাজী বলেছেন:বাংগালী মেয়েরা সুখী হতে পারছে না, বেশীরভাগ বাংগালী ছেলে শক্ত চরিত্রের নয়; কেহ ঘুষ খায়, কেহ ধর্মীয়ভাব দেখায়, কেহ অসংসারী, কেগ রাগী, কেহ দায়িত্বহীন, কেহ বিয়ের পর অন্য মেয়ের প্রতি আসক্ত -এ্যামেরিকান লোকদের কথা একটু বলেন, যেজন্য সেখানে ৫০% বিয়ে বিচ্ছেদ হয়।
ট্রাম্প-ক্লিনটন ধর্ষণ -পরকিয়া করে।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১২
রামিসা রোজা বলেছেন:
সেঁজুতি শিপু ঠিক সেই মন্তব্য করেছেন যে মন্তব্যটি আমি
করতাম ।
আর চাঁদগাজীর মন্তব্যের পুরোপুরি সহমত প্রকাশ করছি ।
১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৯
জিকোব্লগ বলেছেন:
চটি লেখা শুরু করেন ভালো করবেন।
চটি লেখক হিসেবে সুনাম কুড়াতে পারবেন।
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২২
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
হাসালেন মশাই।
১৫| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৫৪
কাতিআশা বলেছেন: জিকোব্লগের সাথে একমত!..কি সব লেখা!.ছিঃ
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০১
রাজীব নুর বলেছেন: হুম।
১৬| ১১ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৯
মো: বুরহানে সুলতান বলেছেন: Click This Link
করনা কালে গণিত শিখতে # আমার ঘরে আমার গণিত স্কুল#
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮
রাজীব নুর বলেছেন: ওকে।
১৭| ১১ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১১
কলাবাগান১ বলেছেন: এই পর্যন্ত্য দেশি-বিদেশী মিলে ১০-১১ জন মেয়ে মানুষের সাথে আপনার সম্পর্ক নিয়ে লিখেছেন.....উর্বর মস্তিস্কের স্বপ্নে পাওয়া চিন্তাধারা.....নিজেকে আপনি নায়ক হওয়ার স্বপ্ন দেখতেন...তাই এখন ব্লগে স্বপ্নে নায়ক সাজেন আর কি....এসব কথা কেউ কোনদিন প্রমান করতে পারবে না
নোয়াখালী জেলা স্কুলে আমি পড়েছি... আপনার চাচাতো ভাই এর নামে কোন শিক্ষক আছে বলে আমার পরিচিত কেউ বলতে পারল না
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: হ্যা ছোটবেলায় আমার বাংলা সিনেমার নায়ক হবার ইচ্ছা ছিলো। লাল শার্ট, জিন্স প্যান্ট আর কেডস পরে থাকতাম সব সময়। চুল গুলো উলটো করে আচড়াতাম। আপনি একদিন আমার সাথে দেখা করুন। আমার সাথে এক কাপ চা খান। তখন আপনার কাছে সব কিছু দিনের আলোর মতো পরিস্কার হবে।
আমি মিথ্যা বলি না। আমার সেই কাজিন শুধু শিক্ষক না। খুব জনপ্রিয় শিক্ষক।
১৮| ১১ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২০
কালো যাদুকর বলেছেন: আপনি যে উদ্দেশ্যে এ গল্প লিখেছেন, সেটি সার্থক হয়েছে।
একটি গল্পের উদ্দেশ্যই হওয়া উচিং শেষে একটি আকাঙ্খা থাকবে যেটি মিটবে না। সেটি এখানে অবধারিত।
তবে ছবিটি আপনাকে গল্পটি আকর্ষনীয় করতে সাহায্য করেছে।
এখন চিন্তা করে দেখুনতো ছবিটি না থাকলে, এই গল্পটি পরে পাঠক কি ভাবতেন?
আপনার গল্পটি সুন্দর হয়েছে। আমি কিন্তু বলছি না যে- ছবি টি ভাল লেগেছে।
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৯| ১১ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছবিটি বড়ই সৌন্দর্য।
আপনি ভালো থাকুন।
১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১১
আরইউ বলেছেন: ওহ, আপনিই সেই রাজীব! মোহনা আপনার কথা দু‘ একবার বলেছে।