নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শুভ দুপুর

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১০



আমাদের বংশে সবাই দীর্ঘদিন বেঁচে থাকে।
আমার এমনটাই ধারনা ছিলো। আমার দাদা দাদী দুজনেই দীর্ঘদিন বেঁচে ছিলেন। আমি ভেবেছিলাম আমাদের বংশের ধারাই হলো দীর্ঘদিন বেঁচে থাকা। কাজেই আব্বাও দীর্ঘদিন বেঁচে থাকবে। কোনো চিন্তা নাই। কিছু রোগ শোক তো থাকবেই। তবে সেসব আব্বা কাটিয়ে উঠতে পারবে। সমস্ত রোগ কাটিয়ে উঠতে পারলেও করোনা থেকে বাঁচতে পারলো না। তারপরও করোনা থেকে সেরে উঠেছিলো। কিন্তু হঠাত কি যে হয়ে গেলো।

আব্বাকে কোনো দিন অসুস্থ হতে দেখি নি।
কোনোদিন সে ডাক্তার দেখায় নি। তুফানের মতো চলাচল করেছে। চিৎকার করে কথা বলতো। সারা জীবন শেষে গত দুই বছর ধরে সে অসুস্থ। ডায়বেটিকস ছিলো প্রচন্ড। কিন্তু সে কোনো নিয়ম কানুন মানে নি। চায়ে চিনি খেত, সেমাই- পায়েশ কিছুই বাদ দিতো না। কেউ কিছু বললে, সে শুনতো না। মৃত্যুর একদিন আগেও সে বলেছে, হাসপাতাল আর ভালো লাগছে না। আমাকে বাসায় নিয়ে চল। আমার কিছু হয়নি। আমি ঠিক আছি।

আব্বা খুবই নরম মনের মানুষ।
আমার আব্বার সমস্ত দোষ গুন আমার ভেতর আছে। আই ফিল দ্যাট। কিভাবে কিভাবে যেন সব আমার মধ্যে চলে এসেছে। সব 'ডিএনএ'র কারসাজি নিশ্চয়ই। আমার মৃত্যুও আব্বার মতোন হবে। এরকম আমার মনে হচ্ছে। আমি সুরভিকে বলে রেখেছি। আমার অন্য ভাইদের আব্বার সাথে তেমন মিল নেই। আমি আব্বার মতো হাঁটি, খাই, কথা বলি। মানুষকে ভালোবাসি। এবং খুব সহজেই বিশ্বাস করি, আপন করে নিই। আব্বার মৃত মুখ যখন দেখলাম, মনে হলো না তিনি অসুস্থ। বেশ ভালো স্বাস্থ্য। টকটকে ফর্সা মুখ।

গতকাল সারারাত ঘুমাতে পারি নি।
বারবার আব্বার মুখ ভেসে আসছিলো চোখের সামনে। একজন মানুষকে বালিশ ছাড়া মাটিতে শুইয়ে রাখা হলো। করবের নামানোর পর কেউ একজন বলল, মুখটা পশ্চিমমুখী করে দেন। আব্বার পুরো শরীর মাটির সাথে মিশে যাবে একটু একটু করে। জন্মের পর থেকেই যাকে দেখে দেখে বড় হয়েছি। যার আদর ভালোবাসা পেয়ে বড় হয়েছি- সে মানুষটা নেই। এই না থাকাটাই ভীষন যন্ত্রনা দিচ্ছে। আব্বার করোনায় মৃত্যু না হলে- সে আরো দশ বছর বেঁচে থাকতো।

আমার অনেক গুলো চাচা ফুপু।
এদের মধ্যে সবার বড় ছিলেন আব্বা। আব্বাকে সবাই খুব মানতো। চাচা ফুপুরা কিছু করার আগে সব সময় আব্বার সাথে আলোচনা করে নিতো। আমার চাচা ফুপুরা খুব কান্নাকাটি করেছে। আমার ছয় ফুপুকে আব্বা বিয়ে দিয়েছেন। তারা সবাই ভালো আছে। সুখে আছে। এক ফুপু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেলো! আমার চাচাতো, ফুপাতো ভাইবোনের সংখ্যা অনেক। এদের কাউকে কাউকে আমি চিনিও না।

মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সময় হলে সবাই বদলি হয়ে যাবে।
আপনার জন্য সমবেদনা।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড় মাপের মানুষ।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: আব্বার বন্ধু বান্ধব আব্বাকে ''বাদশা'' বলে ডাকতো।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল মানুষগুলো এভাবেই চলে যায় আল্লাহ উনাকে জান্নাত বাসি করুণ আমিন

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩১

তারেক ফাহিম বলেছেন: সমবেদনা প্রকাশ করছি।
উনি কখন কোথায় মারা গেলেন?

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: আব্বার করোনা হয়েছিলো। অবশ্য করোনা ভালো হয়ে গিয়েছিলো। হাসপাতাল মারা গেছেন। যদিও আর একদিন পর বাসায় ফেরার কথা ছিলো।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আপনার বাবার জন্য দোয়া রইল।
আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন।
আপনার এবং আপনার পরিবেরের জন্য সমবেদনা ও শুভকামনা রইল।।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯

আমি সাজিদ বলেছেন: আপনার সাথে আপনার বাবার দাঁড়ানোর স্টাইলেও বেশ মিল আছে। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: চার ভাইয়ের মধ্যে আব্বার সাথে আমার সবচেয়ে মিল।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭

নেওয়াজ আলি বলেছেন: আপনার আব্বার জন্য দোয়ো করি। সব বাবাই যেন ভালো থাকে। বাবার অনেক রোগ শোক অভ্যাস ছেলের ভিতরও হয় । ভয় পাবেন না আল্লাহ সহায়।

১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: না ভয় পাচ্ছি না।

৮| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৯

মুরাদ বেগ বলেছেন: আপনার আব্বা কবে মারা গেলেন স্যার? আল্লাহ্ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: একদিন হলো।
শুক্রবার সকালে।

৯| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার আব্বার সাথের গাড়িটি টয়োটা ক্যারিনা ১৯৯০ - ১৯৯৩ মডেল।
মানুষের জীবন ক্ষণস্থায়ী। জেনেটিকভাবে অনেকেই আয়ু বেশী পেয়ে থাকেন তবে রোগশোক খাবারদাবার মানুষকে ক্ষয় করে দেয়। আপনার আব্বার নাম জানা হয়নি। উনার নামা জানাবেন প্লিজ।

আমরা ব্লগের সবাই আপনার আব্বার ইন্তেকালে মর্মাহত। আপনি লেখিালেখি করুন তাতে মন হালকা থাকবে। আপনার আব্বার আত্মার মাগফেরাত কামনা করছি।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: আব্বার গাড়ির প্রতি দুর্বলতা ছিলো।
সে তার নিজের গাড়ির খুব যত্ন নিতো।
আব্বার ভালো নাম মোঃ মেহের হোসেন খান।
ডাক নাম উদয়।

হ্যা ব্যস্ত থাকলে আব্বার কথা মাথায় আসে না। কষ্ট হয় না।

১০| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

মোতাব্বির কাগু বলেছেন: কিছু বলার ভাষা নেই।
আপনার বাবার জন্য প্রার্থনা করি

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



উনার বয়স কত হয়েছিলো?
করোনার সময় হাসপাতালগুলো ভয়ংকর যায়গা।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: আব্বার বয়স ৬০/৬৫ ছিলো।
বাংলাদেশের সব হাসপাতালই ভয়ানক।বিশেষ করে সরকারী হাসিপাতাল গুলো।
হাসপাতাল আসলে ব্যবসার জায়গা। সেখানে কারো মধ্যে কোনো মায়া মমতা নেই।

১২| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০১

অধীতি বলেছেন: আল্লাহ উনাকে স্বর্গবাসী করুক।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: আমিন।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮

জোবাইর বলেছেন: আপনার আব্বার মৃত্যুতে খুবই মর্মাহত হয়েছি :(। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুটা সহজে মেনে নেয়া যায় না। সব সময় একটা আফসোস থেকে যায়, 'আরেকটু সাবধান হলে মনে হয় করোনা হতো না বা ভালো চিকিৎসা পেলে মনে হয় বেঁচে যেতো' ইত্যাদি। কোভিড 19 পজিটিভ হওয়ার পরেও অনেকের শরীরে কোন ধরনের রোগলক্ষণও নেই, আবার অনেক সবল-সুস্থ লোক এতে আক্রান্ত হয়ে চিকিৎসা-সেবা পাওয়ার পরেও মারা যাচ্ছে! তাই এ ধরনের মৃত্যুর পর কোনোভাবেই মনকে সান্তনা দেওয়া যায় না। তারপরেও নিয়তির বিধান মেনে নিতে হবে।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: হাসপাতাল থেকে বলেছিলো এক দুই দিনের মধ্যে আব্বাকে ছেড়ে দিবে। কিন্তু তার আগেই মৃত্যু হানা দিলো।

১৪| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

খালিদ ইমদাদ বলেছেন: শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার আব্বার জান্নাত বাস কামনা করছি।
লেখার বিভিন্ন স্থানে উনাকে "সে" সম্ভোধন করা হয়েছে। এটাকে আমি সঠিক মনে করছি না।
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মিষ্টি এবং ধুমপান এ দুটি থেকে দুরে থাকতে চেষ্টা করবেন।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: ইদানিং আমি চায়ে চিনি কম খাচ্ছি।
হ্যা সিগারেট কমিয়ে দিবো।

১৭| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৪

কল্পদ্রুম বলেছেন: আপনার প্রতি সমবেদনা প্রকাশ করছি।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: শূকরিয়া।

১৮| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পৃথিবীর সকল মৃত বাবা মায়েরা জান্নাতবাসী হোক।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: আমিন।

১৯| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৬

সোহানী বলেছেন: আপনার এবং আপনার পরিবেরের জন্য সমবেদনা ও শুভকামনা রইল।।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।

২০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

উনার হয়তো কোন দোষ থাকতেও পারে।
কিন্তু আমার কাছে উনাকে অসাধারণ মনে হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: হ্যা উনি গ্রেট মানুষ ছিলেন।
একবার যদি তার সাথে আপনার দেখা হতো। কথা হতো। আপনি অবশ্যই মুগ্ধ হয়ে যেতেন।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আল্লাহ ওনাকে বেহেস্থ নসীব করুন। সেই সংগে আপনাকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: আমি ঠিক আছে।
শক্ত আছি।

২২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাবা হারানোর শোক খুব গভীর। তবুও মনোবল ধরে রাখুন।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: হ্যা আমি ঠিক আছি।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার বাবার প্রয়াণের পরপরই তাকে নিয়ে আপনার দ্বিতীয় লিখাটা আমার কাছে প্রত্যাশিত ছিলো। দেখতে পাচ্ছি তৃতীয় লিখাটাও লিখে ফেলেছেন।

আমারও ধারনা ছিলো আমাদের পরিবারের সবাই দীর্ঘদিন বাঁচে। আমার দাদাভাই ৮০ বছরের দিকে সম্ভবত পরলোকগমন করেছিলেন। আমাার দাদীর বেলাতেও তেমনটাই ঘটেছিলো। আমার বাবা গত হয়েছেন খুব সম্ভবত ৭৩ বছর বয়সে। আমার বাবাও পরিবারের বড় ছেলে এবং আমাদেরও চার ফুপু ছিলো। আমার বাবা আর মেঝ চাচার বয়সের পার্থক্য আড়াই বছরের। বাবা মৃত্যুর পর মেঝ চাচা বার বারই বলতেন, "ভাইজান চলে গেল, আমিও আর বেশীদিন বাঁচবো না।" সত্যি সত্যি তিনিও বাবা মারা যাওয়ার আড়াই মাসের মধ্যেই চলে গেলেন। আমার বাবাকে দেখলে যে কেউ বলতো উনি কি সামরিক বাহিনীতে আছেন? ৫-১০ ইঞ্চি একজন মানুষকে আর যাইহোক বাঙালী হিসেবে ছোট-খাটো বলা যায় না। বাবার চুলগুলো আজন্ম ছোট দেখেছি, অনেকটাই সামরিক বাহিনীর লোকদের মতো। তিনি বড় চুল পছন্দ করতেন না। আপনার মতো আমার বড় ভাইও হয়েছে অনেকটাই বাবার মতো, তবে বাবার চেয়েও লম্বা। তিনি ছ'ফুট। গ্রামের বাড়িতে গেলে রাস্তা দিয়ে বাবা আর ভাইজান একসাথে হেটে গেলে সবাই বাবাকে বলতো, তোমার ছেলে নাকি? অবশ্য আমাকে দেখলে কেউ সেটা বলতো না। আমি পরিবারের সবচেয়ে ছোট ব্যক্তি, বয়সে এবং সাইজে। দেখুন আপনার বাবাকে নিয়ে লিখা পোস্টে আমার বাবা নিয়ে রচনা লিখে ফেলছি। ঠিক এক মাস পরেই আমার বাাবার মৃত্যুবার্ষিকী, তাই হয়তো মাথায় বাবাকে নিয়ে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে।

যাইহোক, আবারও আপনার বাবার আত্মার মাগফেরাত কামনা করছি। রাব্বুল আলামীন তার প্রতি সদয় হোন, আর আপনাকে ও আপনার পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দিন এটাই প্রার্থনা করি।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।

আগামী শুক্রবার গ্রামের বাড়িতে দোয়া মহফিল হবে। ঢাকায় দোয়া হবে বুধবার।

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

রানার ব্লগ বলেছেন: আমি কোন সান্তনা দিতে চাই না, নিজেকে শক্ত করুন, ভালো থাকুন এই কামনা।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: হ্যা। আমি যথেষ্ট শক্ত আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.