নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
লঞ্চে করে গ্রামের বাড়ি যাচ্ছি।
আমি আর আব্বা। ডিসেম্বর মাস বার্ষিক পরীক্ষা শেষ আমার। হাতে অনেক সময়। আব্বা বললেন, চল ঘুরে আসি। অনেকদিন তোর দাদা দাদীকে দেখি না! আমার অন্য ভাইরা গেলো না। কারন গ্রামে বিদ্যুৎ নেই। এখন আমাদের গ্রামের বাড়ি যেতে দেড় ঘন্টা সময়ও লাগে না। চমৎকার রাস্তা হয়েছে। কিন্তু সেই সময় ৬/৭ ঘন্টা সময় লাগতো। ছোট একটা লঞ্চ। লঞ্চ ভরতি নানান রকম মানুষ। নানান রকম হকার। কেউ ডিম সিদ্ধ বিক্রি করছে, কেউ বাদাম, কেউ ঝালমুড়ি। একজনকে দেখলাম লঞ্চে দুটা ছাগল নিয়ে উঠেছে। আব্বা আমাকে নিয়ে লঞ্চের ছাদে গেলেন। একটা পরিস্কার চাদর পেতে দিলেন। আব্বা চাদরে বসে বললেন, তুই আমার কোলে মাথা রেখে আকাশের দিকে মুখ করে শুয়ে থাক। আকাশ দ্যাখ।
বিশাল পদ্মা নদী।
ছোট্র একটা লঞ্চ ধীরে ধীরে, দুলে-দুলে চলছে। হঠাত আকাশ কালো করে মেঘ জমতে শুরু করলো। মুহুর্তে চারিদিক অন্ধকার হয়ে এলো। নদী উথালপাতাল করছে খুব। মনে হচ্ছে যেন লঞ্চ ডুবে যাবে। লঞ্চের সারেং বলছে ঝড় শুরু হবে। বিরাট ঝড় হবে। সবাই আল্লাহকে ডাকেন। আমার কিচ্ছু করার নাই। লঞ্চের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেলো। কেউ কেউ নামাজে দাঁড়িয়ে গেলো। কেউ কেউ চিৎকার করে আল্লাহ আল্লাহ করছিলো। আমার আব্বা আমাকে কোলে নিয়ে বিভিন্ন মানুষজনের কাছে গিয়ে বলছে, আমার ছেলেটাকে বাচান। আমি সাঁতার জানি না। কেউ আমাকে নিতে রাজী হলো না। প্রচণ্ড বিপদের সময় কেউ কাউকে সাহায্য করে না। বিপদের সময় নিজে বেঁচে থাকাটাই বড় কথা।
আব্বা যাকে সামনে পাচ্ছে, বলছে- আমার ছেলেটাকে বাঁচান।
আব্বার অস্থিরতা দেখে এক হুজুর এসে বললেন, আমি সাঁতার জানি ভাইসাহেব। আপনি আপনার ছেলেকে আমার কাছে দেন। আপনাকে কথা দিলাম- এই ঝড়ে যদি লঞ্চ ডুবে যায়, আমি আপনার ছেলেকে বাঁচাবো। আমি যেভাবেই হোক সাঁতার কেটে তাকে তীরে পৌছাবো। আব্বা কাঁদতে কাঁদতে আমাকে হুজুরের কোলে তুলে দিলেন। আমার কপালে চুমু দিলেন। আব্বা হুজুরকে বললেন, আমার বাড়ি কামার গাঁ। খান বাড়ি। হুজুর বললেন, আমি পৌঁছে দিবো। কথা দিলাম।
আজ সকালে গ্রামে গেলাম।
আব্বার কবরটা দেখে এলাম। কবরের পাশে কিছুক্ষন বসে থাকলাম। আব্বাকে কি আমাকে দেখতে পেয়েছেন? আগামী শুক্রবার গ্রামের বাড়িতে দোয়া মাহফিল হবে আব্বার জন্য। সমস্ত গ্রামের মানুষকে বলা হয়েছে। আমাদের এলাকায় চারটা এতিমখানা আর মাদ্রাসা আছে। ওদের সবাইকে আসতে বলা হয়েছে। ওরা কোরআন খতম দিবে। মানে ধর্মীয় যেসব নিয়ম কানুন আছে- সবই পালন করা হবে। মোট দুই হাজার মানুষের খাবারের আয়োজন করা হবে। ঢাকা থেকে বাবুর্চি যাবে। রান্না কোথায় হবে, সামিয়ানা কোথায় হবে, চেয়ার টেবিল কোথায় বসবে সব দেখিয়ে দিলাম।
সব কাজ দেখাশোনা করবেন আমার চাচা ফুপুরা।
গতকাল মিটিং হয়েছে। আব্বার কাছে চারজন লোক টাকা পায়। সব মিলিয়ে দুই লাখ টাকার মতোন। শুক্রবার তাদের আসতে বলা হয়েছে। তাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। অনেকে জানিয়েছেন- তারা আব্বার কাছ থেকে টাকা নিয়েছে। আমরা বলেছি, সেই টাকা ফেরত দিতে হবে না। আব্বার জন্য দোয়া করে দিবেন। গতকাল মিটিং এ জানতে পারলাম আব্বার সাভার এবং মানিকগঞ্জে কিছু জমি আছে। আমরা চাচাদের বলে দিয়েছি- আমাদের কিচ্ছু লাগবে না। শুক্রবারের অনুষ্ঠানের জন্য চাচাদের হাতে এক লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি যা লাগবে চাচা ফুপুরা দিয়ে দিবেন।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪০
আমি সাজিদ বলেছেন: আশা করি আপনি আপনার বাবার মতোন আপনার সন্তানদের কাছে সুপারম্যান বাবা হবেন।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: আই উইল ট্রাই।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯
সপ্তম৮৪ বলেছেন: কখন কি ঘটবে আমরা জানি না । সবই তার অছিলা , তারই ইশারা। আমরা তার খেলার পুতুল মাত্র।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৪
রাজীব নুর বলেছেন: তা কিছুটা ঠিক।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
রাবেয়া রাহীম বলেছেন: খুব কম বাবা আপনার বাবার মতন এমন দায়িতৎকাল হয়ে থাকেন। আপনার বাবার রুহের মাগফেরাত কামনা করছি।
মহান রব আপনাকে এই শোক সামলিয়ে উঠার তাওফিক দিন ।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৪
রাজীব নুর বলেছেন: আমি শক্ত আছি।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনাকে সংসার দেখতে হবে, পরিবারের চালানোর জন্য প্ল্যান করেন।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: আমার পক্ষে সম্ভব না।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি খুবই ভালো মানুষ ছিলেন।
আপনার উচিত তাকে অনুসরণ করা।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: না আব্বার মতো পারবো না।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৪
নেওয়াজ আলি বলেছেন: দোয়া করেন বাবার জন্য। আপনারা ভালো থাকলে উনার আত্মা শান্তি পাবে
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: হ্যা ঠিক বলেছেন।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: ভাইয়া বাবার সাথে তোমার চেহারার এত মিল....
বুঝা যাচ্ছে তিনিও খুব ভালো মানুষ ছিলেন।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: হ্যা আমার সাথেই বেশি মিল।
৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: তার জীবন সে কাটিয়ে দিয়ে গেছে,আপনাদের সামনে পড়ে আছে দীর্ঘ জীবন সংগ্রাম।মায়ের দিকে নজর রাখবেন।নিজের প্রতিও
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: মা ভালো আছে। আমি কিছুটা ভেঙ্গে পড়েছি। কিন্তু মা ঠিক আছে।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইেতা জীবন!
অসীম শুন্যতায় ঘেরা!
আপনার পিতার বিদেহী আত্মার শান্তির প্রার্থনা রইলো।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪২
আহমাদ আল আমিন বলেছেন: এতদিন আপনার লেখা পড়ে মনটা ভালো হয়ে যেত। আজ তার উল্টা হলো। ওপারে ভালো থাকুন আপনার বাবা।
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: ্মন্তব্যের জন্য ধন্যবাদ।
করোনা থেকে সাবধান থাকবেন।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৪
ইলি বলেছেন: আপনার বাবার রুহের মাগফেরাত কামনা করছি।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৮
রানার ব্লগ বলেছেন: আপনাকে সৎ উপদেশ দেই , আমি জানি আপনার ভালো লাগবে না, আমারও লাগে নাই যখন আমার বাবা মারা গিয়েছেন কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আগামিতেও পাবো। যদি আপনার বাবার জমি থেকে থাকে সাভার ও মানিকগঞ্জে ওটা নিজের নামে করে নিন নতুবা পরবর্তিতে বিকট সমস্যায় পরবেন।
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: স্যরি।
জমিজমা আমার দরকার নেই।
এগুলো মানুষকে লোভী করে তোলে।
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাবারা এমন নিজে মরে গেয়েও সন্তানদের বাঁচিয়ে রাখেন।
পরকালে ভাল থাকনু উনি।
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: আপনি ভালো থাকুন।
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২২
ভুয়া মফিজ বলেছেন: আপনার আব্বার খবরটা পড়েছি। আল্লাহ উনাকে ভালো রাখুন, এই দোয়া করি।
আপনি একবার বলেছেন, আমি শক্ত আছি, আরেকবার বলেছেন, আমি কিছুটা ভেঙ্গে পড়েছি। তবে যাই হোক না কেন, আপনি স্বাভাবিকভাবেই ব্লগিং করছেন দেখে ভালো লাগলো। আমরা কেউ-ই চিরদিন পৃথিবীতে থাকবো না। এটাকে মেনে নেয়া যদিও বেশ কঠিন, তারপরেও এটাই বাস্তবতা।
আশা করছি, আপনি সব দুঃখ দ্রুত কাটিয়ে উঠবেন।
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: শক্ত থাকতে চেষ্টা করছি আমি। কিন্তু বার বার আব্বার মুখ ভেসে আসছে চোখের সামনে। তখন খুব খারাপ লাগে। কষ্ট লাগে।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৫
জুন বলেছেন: আপনার আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসীব করুন রাজীব নুর । শোক কাটিয়ে ওঠার শক্তি দিক আল্লাহ আপনাকে।
আমার মা মারা গেছেন অনেক আগে যখন আমি স্কুল পার হয়েছি । বাবা কয়েক বছর হলো। আম্মার মৃত্যুটা অনেকটা ভুলতে পেরেছি কিন্তু আব্বার কথা আমি ভুলতে পারি না। একটা নিস্বার্থ ভালোবাসার স্থান। আফসোস লাগে, মনে হয় অনেক কিছুই হয়তো করি নি আব্বার জন্য।
১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: আমিও আব্বার জন্য কিছু করতে পারি নি।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আল্লাহ আপনার আব্বাকে বেহেস্থ দান করুন।