নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সামুর ১৫ তম বর্ষপূর্তি!!!

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪১



১৫ বছর অনেক লম্বা সময়!
নিজের চোখেই দেখেছি- বহু ব্লগ এবং ব্লগার এত লম্বা সময় টিকে থাকতে পারে নি। যদিও তারা একসময় আস্ফালন করেছিলো খুব। সামু ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সামুর উপর বহুবার অনেক ঝড় এসেছে। সেই সব ঝড় মোকাবেলা করে সামু টিকে আছে। এটা সামুর ব্লগারদের জন্য গর্বের বিষয়। আনন্দের বিষয়। আমি দীর্ঘদিন সামুতে আছি। টিকে আছি। কিভাবে কিভাবে যে সামুতে দশ বছর পার করে দিলাম আমি নিজেও জানি না। এযুগে অনেক সময় এক বন্ধুর সাথে আরেক বন্ধুর দশ বছর সম্পর্ক টিকে না। আমি টিকে থাকি বা না থাকি সামু টিকে থাকুক কেয়ামত পর্যন্ত।

সামু ব্লগে 'চাঁদগাজী'র ভালো ভূমিকা আছে।
তার কারনে সামু জামাত শিবির থেকে মুক্ত। কেউ আচমকা ব্লগে এসে ধানাই পানাই শুরু করলে- 'চাঁদগাজী' তাকে ধরেন। চাঁদগাজীর কারনে দুষ্ট ব্লগাররা এসে সামুর পরিবেশ নষ্ট করতে পারে না। তারা চাঁদগাজীর ভয়ে পালায়। চাঁদগাজীর কাছ থেকে বহু ব্লগার ব্লগিং শিখেছেন। চাঁদগাজীর যুক্তির কাছে সাবেক ব্লগার 'অমি পিয়াল' ভাই পর্যন্ত ধরাশায়ী হয়েছেন। চাঁদগাজীর মতোন সাহসী এবং স্পষ্টভাষী ব্লগার খুব কম আছেন। আমি বিনা দ্বিধায় বলতে চাই- চাঁদগাজী সামু ব্লগের প্রান। ব্লগের বাইরেও চাঁদগাজীকে নিয়ে অনেক আলোচনা হয়। বহু ব্লগারের চাঁদগাজীকে চেনার এবং জানার আগ্রহ রয়েছে।

করোনার মধ্যে ব্লগ দিবস পালন করা কি ঠিক হবে?
এই করোনার মধ্যে বইমেলা হোক, নিউ মার্কেট খোলা থাকুক, হোক বিয়ে শাদি। কিন্তু ব্লগ দিবস এ বছর দরকার নাই। কারন একটাই 'করোনা'। আর যদি ব্লগ দিবস করতেই হয়- তাহলে অনলাইনে ঘরোয়া ভাবে আমরা এই দিবস পালন করতে পারি। আমি বিশ্বাস করি- দেশের সাধারণ মানুষ থেকে ব্লগাররা কিছুটা আলাদা। আলাদা তাদের চিন্তা ভাবনা আর কর্মকান্ড। আর যদি ব্লগ দিবস করতেই হয় তাহলে কয়েক মাস পিছিয়ে দিলে ভালো হয়। অথবা কমপক্ষে শীত কালটা যাক। আমি নিশ্চিত- সামু ব্লগে সর্বদা বহু মানুষের চোখ রয়েছে। সরকারী লোক, বেসরকারী লোক এবং সাংবাদিকদের।

ব্লগ এবং ব্লগিং অনেক বড় বিষয়।
দীর্ঘদিন আমি সামুতে থাকলেও আমি আজও ভালো একজন ব্লগার হতে পারি নি। তবে একজন ভালো ব্লগার হওয়ার তীব্র ইচ্ছা আমার আছে। সেই চেষ্টা আমার অব্যহত আছে। থাকবে। প্রতিমুহুর্ত আমি সামু থেকে শিখছি, জানছি আর অভিজ্ঞতা সঞ্চয় করছি। সামু আজ আমার জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন যেমন দাঁত ব্রাশ করি, খাই, ঘুমাই। তেমনি আমাকে প্রতিদিন সামুতে আসতে হয়। মনে হয় না গত ৩/৪ বছরে একদিন সামুতে আসা বন্ধ রেখেছি আমি। সামু আমার রক্তের সাথে মিশে গেছে। সামু ব্লগটা নিয়ে আমি অনেক আশাবাদী। বহু ব্লগার সামু ব্যবহার করে জাতে উঠেছে। জাতে উঠে সামুকে অস্বীকার করেছে।

সামুতে বহু ব্লগার আমাকে পছন্দ করেন না।
এমন কি অনেকে আমার মন্তব্যের উত্তর পর্যন্ত দেন না। চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দেন, বুঝিয়ে দেন- আমি তোমাকে অবহেলা করছি। এদিকে তারা জানেন না, অপমান অবহেলা পেয়ে পেয়ে আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে। আমারও জিদ চেপেছে- দেখি তারা আমাকে কত অপমান অবহেলা করতে পারে। তবে সামুতে কিছু ব্লগার আছেন, আমাকে স্নেহ করেন। উৎসাহ দেন। সাহস দেন। ভরসা দেন। তাদের জন্যই এখনও সামু ব্লগে টিকে আছি আমি। যাই হোক, শেষ কথা হলো- সামুকে ভালোবাসি। সামুর সমস্ত ব্লগাররা ভালো থাকুক। সুস্থ থাকুক। এবং মিলেমিশে থাকুক- এটাই আমার ১৫ তম বর্ষপূর্তিতে চাওয়া। জয় বাংলা।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:



আপনি মাঝে মাঝে আমার ব্যাপারে ইমোশানেল হয়ে যান; আমি ব্লগিং পছন্দ করি, ও বিশ্বাস করি যে, শিক্ষিত বাংগলীরা ব্লগে এসে নিজেদের ভাবনাচিন্তা ও ধারণাকে রিফাইন করার সুযোগ পাচ্ছেন।

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: আমি আবেগ থেকে আপনার ব্যাপারে বলি নি।
দেখে, শুনে, বুঝেই বলেছি।
আমি জানি আবেগ দিয়ে গল্প কবিতা লেখা যায়। কিন্তু জীবন চলে না।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনার শুরু কি সামুতে? আমার শুরু সামুতে ছিলো না!

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: হ্যা আমার ব্লগিং শুরু সামু দিয়েই।
আমার আপন ছোট ভাই (আবীর) আমাকে প্রথম সামুতে একাউন্ট খুলে দেয়।

কিন্তু তখন 'আমার ব্লগ' নামের ব্লগের লোকজনের সাথে আমার সু সম্পর্ক ছিলো। তারা আমাকে বলেছিলো সামু ছেড়ে দিতে। শুধু মাত্র তাদের ব্লগেই থাকতে বলেছিলো।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:০৭

ডঃ এম এ আলী বলেছেন:


সামুর ১৫তম বর্ষপুর্তিতে অভিনন্দন রইল ।
আপনার পোষ্টের হাই ফ্রিকোয়েন্সির জন্য অনেক পোষ্ট অবশ্য পাঠ করা হয়ে উঠেনা ।
তবে যেগুলি পাঠ করি সেগুলি খুবই ভাল লাগে , অনেক সামসাময়িক বিষয়ে আপডেট
হওয়ার সুযোগ পাই , অনেক গুরুত্বপুর্ণ বিষয়ে পারস্পারিক ধ্যান ধারণা বিনিময় ঘটে ।
এখানে বিনয়ের সাথে উল্লেখ করতে চাই যে অনেক পোষ্টে আপনার চিন্তা চেতনা ও
অভিজ্ঞতা প্রকাশের মধ্যে বেশ কিছু ইনকনসিসটেনসি পরিলক্ষিত হয়। ইনকনসিসটেনসি
গুলি একটু পরিহার করতে পারলে আপনার লেখাগুলি আরো হৃদয়গ্রাহী ও অনেক বেশী পাঠক
প্রিয়তা পেতো বলে মনে করি ।

আপনার উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি ।

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:২১

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ন।
আপনি কি আমার ধর্ম সম্পর্কে পোষ্ট গুলো নিয়ে বলছেন?
পরস্পরবিরোধিতা বা ইনকনসিসটেনসি টাইপ চরিত্র আমার না। তবে এখানেই আমার ব্যর্থতা। নিজেকে নির্দোষ প্রমান করতে পারি না। তবে হ্যা আমি চেষ্টা করবো।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: সামুর ১৫তম বর্ষপূর্তিতে সামুকে আর এই বিষয়ে লিখার জন্য আপনাকেও অভিনন্দন। সামুতে আমার লিখার বয়স হলো ১৪ বছর ৫ মাস, মনে হচ্ছে আমি সামুর প্রায় শুরুর দিক থেকেই আছি মোটামুটিভাবে। দীর্ঘ একটা সময় কেটেছে সামুতে, ব্যক্তিগতভাবে আমি আশা করবো সামু সময়ের সাথে সাথে এগিয়ে যাওয়ার পাশাপাশি লিখা প্রকাশের, পুরো সিস্টেমের তথ্য ব্যবস্থাপনা এবং তথ্যের নিরাপত্তার ইস্যুগুলোকে আরো গুরুত্বসহকারে বিবেচনা করবে। ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: আপনি প্রায় সামুর জন্মের পর থেকেই আছেন। তবে আপনার পারফরমেন্স খুব ভালো নয়।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০০

সোহানী বলেছেন: সামুর বর্ষপূর্তিতে পোস্টটাতে অনেক কিছুই স্বরণ করেছেন, ভালো লাগলো। আপনার বা চাঁদগাজি ভাইয়ের মতো এতো ডেডিকেটেড ব্লগার আর কেউ আছে কিনা আমার জানা নেই। এভাবে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ব্লগার সংখ্যা খুবই কম।

আপনি যেভাবে পোস্ট দিতে থাকেন তা আমার পক্ষে কোনভাবেই সম্ভব নয়। এতাে ডাইভার্সিফাইড চিন্তা আমি কোনভাবেই করতে পারি না। তবে আপনার চিন্তা ভাবনাকে আমি বলবো একটি শিক্ষিত বড় অংশের মতামত।

প্রশ্ন?
ভালো ব্লগার হতে চান কেন? স্বয়ং ইশ্বরও সবার কাছে ভালো না। সেখানে একজন মানুষের তা হয়ে উঠা কঠিন বটে!

১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৬

রাজীব নুর বলেছেন: সামুর জন্য কিছুই করতে পারি নি।
পোষ্ট টা আমি একটূ বেশীই দেই। সেটা কমিয়ে ফেলব। বেশি পোষ্ট দেওয়া অনেকেই পছন্দ করেন না।
জীবনে কিছুই হতে পারি নি। তাই ভাবলাম অন্তত একজন ভালো ব্লগার হই।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনা আমাকে পিটিয়ে ব্লগে এনেছে।উপন্যাস যেমন পড়তে পারি না দুই চার পাতার বেশি,ব্লগের অনেক লেখাই দুই চার লাইনের বেশি পড়তে পারি না।আর এই সব যন্ত্র পাতি চালাতেও অপটু।
দেখি কয়দিন টিকতে পারি।

১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: আপনার দরকার ব্লগে বেশি সময় দেওয়া।
প্রতিদিন তিনটা পোষ্ট লেখার দরকার আপানর। আপনি অভিজ্ঞ মানুষ। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করা খুব দরকার।
''তিথিডোর'' পড়বেন না?

আপনি বাকিটা জীবন ব্লগে থেকে যাবেন। এটা আমি জানি। কারন ব্লগার এবং ব্লগের প্রতি আপনার ভালোবাসা জন্মেছে।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৯

জিকোব্লগ বলেছেন:

উপরের ছবিটি আমেরিকান বুলডগের। এই প্রজাতি তৈরি করা হয়েছিল
মালিকের সম্পত্তির নিরাপত্তা, ফার্মের কাজ এবং ভাল্লুক তাড়ানোর জন্য।
এমনিতে প্রজাতিটি মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ। তবে নিজেদের প্রতি তাদের
অস্বাভাবিক আস্থা থাকার জন্য অনেক সময় আগুপিছু না ভেবে আক্রমণ
করে বসে। নিজের চেয়ে বহুগুণ বড় আকৃতির পশুর সঙ্গেও মারামারি করে।

আপনার পোস্টের কথা অনুসারে চাঁদগাজী নিকটি ব্লগের নিরাপত্তা নিশ্চিত
করছে ও জামাত শিবির তাড়াতে কাজ করছে। ভালো কাজ । তবে এই নিকটি
আগুপিছু না ভেবে অনেক ভালো ব্লগারকেও অযথা আক্রমণ করে বসে।
যাই হোক সামুর কাজে লাগলে নিকটি থাকা ভালো। কারণ এইভাবে রাতদিন
২৪ ঘন্টা ফ্রি ফ্রি কেউ-ই পাহারা দিতে পারবে না।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২২

কালো যাদুকর বলেছেন: ঠিক ১৫ বছর ধরেই এই ব্লগে আছি। প্রথম ৪ বছর পাঠক হিসেবে। শেষ ১১ বছর ক্রমশ ব্লগে অংশ নিয়েছি।
অনেক চড়াই উৎরাই দেখেছি।

অনেক নতুন ব্লগারকে দেখেছি। পরিচিত হয়েছি।

অনেককে চলে যেতে দেখেছি ব্যাস্ততা বাড়ার জন্য। অনেকে লেখার পরিবেশ পাননি তাই চলে গেছেন।

দিন শেষে সামুর কাছে অনেক ভাবেই আমি ঋনী।

জানিনা আরো ১৫ বছর পরে সামু কেমন থাকবে, তবে মানুষ তার ভাবনা প্রকাশ করবেই, সেটা যে ফরমেটেই হোক না কেন।

শুনেছি ফেসবুক ভেঙে যাবে, সামুও হয়ত থাকবে না একসময়, কিন্তু আমাদের সকলের ব্লগিয় সম্পর্ক ঠিকই থাকবে। আমাদের মনে, স্বৃতিতে।

সামুকে শুভেচ্ছা।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: একদিন আপনাদের নাম ব্লগ দুনিয়ায় স্বর্নাক্ষরে লেখা থাকবে।
ব্লগ এবং ব্লগার নিয়ে আপনার ভালো অভিজ্ঞতা আছে। আমি বলব এ বিষয়টা নিয়ে আপনি একটা পোষ্ট দেন।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার দশ বছর হলো এই ব্লগে

ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটির জন্য

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ।
দশ বছর অনেক লম্বা সময়।
ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা থেকে সাবধান থাকুন।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: আপনি প্রায় সামুর জন্মের পর থেকেই আছেন। তবে আপনার পারফরমেন্স খুব ভালো নয়।
না হেসে পারিনি তবে ব্লগিং যে পারফরম্যান্সের জায়গা সেটাই জানা ছিলো না, এখন জানা হলো। ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: আসলে আমি বলতে চেয়েছি- ভালো ভালো বিষয় নিয়ে পোষ্ট দেওয়া। মন খুলে প্রানবন্ত মন্তব্য করা। আপনি বহু পুরাতন ব্লগার হিসেবে ইত্যাদি বিষয় গুলো বেশ দুর্বল।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
আপনিও স্বপরিবারে সাবধান থাকবেন ভাইয়া

বিজয়ের দিনে বাইরে বের হবে না পরীকে নিয়ে

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: না পরীকে পারতপক্ষে বাসা থেকে বের করি না।
সেদিন চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৩

অপু তানভীর বলেছেন: সামুর বয়স ১৫ হয়ে গেল কিন্তু সামুর ব্লগারদের তেল দেওয়ার অভ্যাস আজও গেল না । =p~ =p~

যাই হোক আপনি সামুর পেছনে অনেক সময় ব্যায় করেন । এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার । সামুর জন্য এটা বেশ ভাল একটা ব্যাপার। আপনার মত এতো সময় কেউ সম্ভব সামুতে থাকে না । আপনি শেষ প্যারাতে যে কথা গুলো লিখেছেন সেটার পেছনে অনেক যুক্তিযুক্ত কারণ রয়েছে । এটার পেছনে আপনি একমাত্র দায়ী । কারণ গুলো নিজে খুজে বের করুন ।

১৫ বছর পূর্তিতে সামুর জন্য শুভকামনা । সামুর কাছে আমি নিজে ব্যক্তিগত ভাবে অনেক দায়ী । সামু না থাকলে আজকে অনেক কিছুই হত না আমার জীবনে ।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: সামুতে তেল কেউ দেয় না। আবার ব্লগাররা তেল পছন্দ করে না। এটা সস্তা চিন্তা।

ধনবাদ। ভালো থাকুন।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭

জিকোব্লগ বলেছেন:



আপনার গুরু একটা পোস্ট লিখেছিল :
পোস্টে কমেন্ট করতে ব্লক করবেন না, রিয়েল ব্লগার হোন।
https://www.somewhereinblog.net/blog/dec1971/29908946
আপনার সেই গুরুই এখন কমেন্ট করতে ব্লক করে ও প্রতিনিয়ত মিথ্যা বলে
যাচ্ছে। সে আগেও মিথ্যা বলেছে , এখনো মিথ্যা বলে যাচ্ছে।
সামুর জন্মদিনে ভন্ড ও মিথ্যাবাদী গুরু ত্যাগ করে একজন ভালো গুরুর
শিষ্য হোন। নতুবা আপনাকেও সবাই ভন্ড হিসেবেই চিনবে। কারণ ভন্ড
ও মিথ্যাবাদী গুরুর শিষ্যও ভন্ড ও মিথ্যাবাদীই তো হবে।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: আপনি ভুলের মধ্যে আছেন।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২০

জিকোব্লগ বলেছেন:



রাজীব নুর,
নিজে ভুলের মধ্যে আছেন বলে, ভুল আঙুল
দিয়ে ধরিয়ে দিলেও ভুল ধরতে পারছেন না।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: ওকে।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

মনিরা সুলতানা বলেছেন: সামুর ১৫তম বর্ষপূর্তিতে ব্লগ এবং ব্লগাদের জন্য শুভ কামনা।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন। ভালো থাকুন।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভালো লিখেছেন - অনেক কিছু জানা হলো।

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১১

মামুন ইসলাম বলেছেন: সামু দীর্ঘ জীবি হোক।

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.