নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দু:স্বপ্ন! ঠিক দুঃস্বপ্নও বলা চলে না সেটাকে।
একটা অন্ধকার গলি। এক প্রান্তে দাঁড়িয়ে আছি আমি। গলির অন্য প্রান্তে খুব ক্ষীন একটা আলো। কেউ কোথাও নেই। উপরে অন্ধকার আকাশ। অথবা হয়তো আকাশও ছিল না। শুধু জনহীন একটি অন্ধকার গলি। কোনো কুকুর নেই, এত প্রানহীন গলি আগে কখনো দেখিনি। গাছ নেই, ছায়া নেই, শব্দ নেই, বাতাস নেই, জ্যোছনা নেই। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। অলৌকিক কোনো ইশারায় এক পা-ও সামনে যেতে পারছি না। চোখ ভরা ভয়। না জানি কি হয়! না জানি কি অপেক্ষা করছে!
অন্ধকারটাকেই খুব বেশি ভয় পাচ্ছি।
প্রানহীন গাঢ় অন্ধকার। যে অন্ধকার কবরের কথা মনে করিয়ে দেয়। অন্য ভুবনের কথা মনে করিয়ে দেয়। মনে হলো এখানেই সব শেষ। সভ্যতার শেষ, স্বপ্ন ও সাধ্যের শেষ। আর কোথাও যাওয়ার নেই। প্রিয় মুখ গুলো আর দেখা হবে না। ওই অন্ধকার গলিই বলে দিচ্ছে, আর কিছু নেই, সব শেষ। খুব কষ্ট লাগছিল। এভাবেই সব শেষ হয়ে যায়! ছুটে পালানোর উপায় নেই। একে একে সবার কথা মনে পড়ছে। ঠিক তখন গভীর অন্ধকার থেকে কেউ একজন আসছে। তার হাতে লাঠি। লাঠির ঠক ঠক শব্দ পাচ্ছি। অথচ কাউকে দেখা যাচ্ছে না।
রাত তিনটা। সুরভি গভীর ঘুমে।
আমার যখন ঘুম ভাঙল তখন এক আকাশ ভয় আমাকে ঘিরে ধরলো। এত ভয় আগে কখনো পাইনি। কিন্তু মোটেও ভয়ের স্বপ্ন নয়। আশ্চর্য! তবে এত ভয় পেলাম কেন? গলা শুকিয়ে কাঠ। এক আকাশ ভয় আর হাহাকার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছিল। চোখের কোনায় পানি। সারা শরীর থরথর করে কাঁপছে। বিছানা থেকে নেমে এক নিঃশ্বাসে এক গ্লাস পানি খেলাম। মনে হচ্ছে আরো দুই গ্লাস খেতে পারবো। শীতের রাত। অল্প স্প্রীডে ফ্যান ঘুরছে। ইচ্ছা করছে ফ্যান বন্ধ করে এসি ছেড়ে দেই।
ব্যলকনিতে গিয়ে একটা সিগারেট ধরালাম।
স্বপ্নটা নিয়ে কিছু ভাবা দরকার। স্বপ্নটার মধ্যে ভয়ের বীজ কোথায়, ভেবে পাচ্ছি না। তবে কি কোনো সর্বনাশের সংকেত ছিল? কোনো অমঙ্গলের আভাস? আমি জানি, স্বপ্ন নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। স্বপ্নের মধ্যে সত্য বলে কিছু থাকে না। আবার হয়তো থাকেও। আব্বা মারা যাবার আগে দাদাকে স্বপ্নে দেখেছেন। মৃত্যুর আগেও দুবার 'বাবা' 'বাবা' বলে ডেকেছেন। দাদা কি আব্বাকে নিতে এসেছিলেন? আব্বা দাদাকে দেখতে পেয়েই কি বাবা বাবা বলে ডেকেছেন?
আজ গ্রামের বাড়ি গিয়েছিলাম।
গ্রামে দোয়া মাহফিল হয়েছে। এতিমখানার ছাত্ররা কোরআন খতম দিয়েছে। বারো শ' মানুষ খেয়েছে। তেহারি আর মোরগ পোলাউ রান্না হয়েছিলো। আমার ফুপুরা আমাকে জড়িয়ে ধরে কান্না করলো। আমি কবরস্থানে গেলাম। কিছুক্ষন সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। সন্ধ্যায় ঢাকা ফিরে এলাম। আবার কবে গ্রামে যাই না যাই ঠিক নাই। আব্বার কথা মনে পড়লে বুকের মধ্যে হাহাকার করে ওঠে। খুব কষ্ট হয়। খুব। চুপ করে থাকি। কাউকে বুঝতে দেই না।
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: হ্যা। সেটাই। বুঝি।
২| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৩
কলাবাগান১ বলেছেন: বেচে থাকার সময় মানুষ এর সময় হয় না হাসপাতালে গিয়ে সেবা/দেখা করার...অথচ চা দোকানে বসে জমিয়ে আড্ডা/ঝগড়া করার সময় হয়
অবহেলা আর কাকে বলে.।
পরিবারের অবহেলা অনেক মানুষকে অকালে চলে যেতে হয়
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: একজন রোগী আইসিইউতে থাকলে তাকে দেখার কোনো অপশন থাকে না। তাছাড়া করোনার কারনে হাসপাতালে ভিজিটর আসা যাওয়া নিরাপদ নয়।
চায়ের দোকান হাসপাতাল না। চায়ের দোকানে কোনো বিধিনিষেধ থাকে না।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:০১
চাঁদগাজী বলেছেন:
আপনার মন খারাপ এখনো!
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: কিছুটা।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর লেখেছেন রাজীব দা
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: ওকে।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৩
মুরাদ বেগ বলেছেন: আমার স্বপ্ন মনে থাকে না!
আপনার লেখার মধ্যে মন খারাপ করা কি যেন ছিলো।
১৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: হ্যা। হতে পারে।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬
অজানা তীর্থ বলেছেন: আল্লাহ আংকেল কে জান্নাত দান করুন।
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইজান।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩
ওমেরা বলেছেন: আপনার আব্বার জন্য বেশী বেশী দোওয়া করেন । আপনি তার সন্তান আর সন্তান হল প্রতিটা বাবা, মায়ের জন্য সদকায়ে জারিয়া আপনি দোওয়া করবেন ভালে কাজ করবেন সেটা আপনার বাবার আমল নামায় লিখা হবে ।
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: ঠিক এই কথাটাই সেদিন এক বন্ধু বললেন।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৯
কলাবাগান১ বলেছেন: লেইম এক্সকিউজ। আপনি আগেই স্ববিস্তারিত ভাবে বলেছেন কেন আপনারা করোনার আগে থেকেই উনাকে দুরে রাখতেন।
যাহোক, দোয়া করি আপনার জন্য এবং আপনার বাবাকে.. দোয়ায় কাজ হয় কিনা জানি না
আর কোন কমেন্ট করব না এ ব্যাপারে
১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি ঠিকই ধরেছেন।বাবার মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করার কারনেই এমন স্বপ্ন।মৃত মানুষকে নিয়ে বেশি চিন্তা না করাই ভালো।পারলে তার ভাল গুনগুলো অনুসরণ করুন।