নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঘরজামাই অথবা কেউ আমাকে ভালোবাসে না

২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০০



আমাদের এলাকায় ঘর জামাইয়ের সংখ্যা অনেক।
যত মেয়ের বিয়ে হয়েছে তারা শ্বশুর বাড়ি যায় নি। জামাই নিয়ে নিজের বাপ মায়ের সাথেই থাকেন। এমন কি আমার খালার দুই মেয়ের বিয়ে হয়েছে, আমার খালাতো বোনরা বিয়ের পর শ্বশুর বাড়ি যায় নি। থেকে গেছে বাপ মায়ের কাছে। আমাদের মহল্লার সব বাড়িতে এরকম এক, দুইজন করে ঘর জামাই পাওয়া যাবে। ঘর জামাই থাকা ভালো কি মন্দ, আমি সেই হিসাবে যাবো না। কেউ ঘর জামাই থাকলে আমার কিছু যায় আসে না। আমার কোনো সমস্যা নাই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কিঞ্চিৎ বিপদে পড়ে গেছি। একদিন কাকে যেন কথায় কথায় বলেছিলাম- আমাদের এলাকা ঘর জামাইয়ের এলাকা। প্রতিটা বাড়িতে একজন করে ঘর জামাই আছেই। এই কথাটা কিভাবে যেন ফাঁস হয়ে এগছে। মহল্লার সবাই সহ সমস্ত ঘর জামাইরা কিভাবে যেন জেনে গেছে। এখন সমস্ত ঘর জামাই আমাকে দেখলে ভ্রু কুচকে তাকায়। আমার সাথে তারা কথা বলেন না।

সেদিন বিকেলে এলাকার চায়ের দোকানে।
আমি চায়ের দোকানে গিয়েছি। দেখি সব ঘর জামাইরা বসে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে খুব মিল। আমি বললাম, কেমন আছেন আপনারা সবাই। কেউ আমার সাথে কথা বলল না। তারা আমার উপর খুব রাগ। এমন কি তাদের স্ত্রী ছেলেমেয়েরাও আমার উপর রাগ। কেউই আমার সাথে কথা বলে না। কারো সাথে দেখা হলে আমাকে এড়িয়ে চলে যায়। এখন, এলাকার লোকজনের সাথে আমার কোনো যোগাযোগ নেই। সেদিন মসজিদে আব্বার জন্য মিলাদ দিয়েছি। এলাকার সব ঘর জামাইরা নিয়মিত নামাজে পড়েন। নামাজ শেষে ঘর জামাইগন মিলাদে অংশ গ্রহন করেছে সবাই কিন্তু আমার সাথে কোনো কথা বলে নি। এলাকার এক মহিলা আমাকে রাস্তায় দেখলেই এই 'নজরুল' এই 'নজরুল' বলে ডাকতো। নজরুল বলার কারন হলো একসময় আমার মাথার চুল কবি নজরুলের মতো লম্বা ছিলো। এখন সেও আমার সাথে কথা বলে না। নজরুল বলে ডাকে না।

ইদানিং বেশ একা হয়ে পড়েছি।
এলাকাবাসী আমার সাথে কথা বলে না। বন্ধুরাও খুব একটা খোঁজ খবর নেয় না। এমন কি তাদের ফোন দিলেও আমার ফোন ধরে না। তাদের অফিসে গেলেও আমার সাথে দেখা করে না। আত্মীয়স্বজনরাও তেমন একটা খোঁজ খবর নেয় না। আমার অন্য ভাইদের আত্মীয়স্বজনরা ফোন দেয়। খোঁজ খবর নেয়। নিয়মিত যোগাযোগ করে কিন্তু তারা আমাকে ফোন দেয় না। আমার কোনো খোঁজ খবর নেয় না। এলাকাবাসী কোনো অনুষ্ঠানে আমাকে ডাকে না। সেদিন এলাকায় এক মুরুব্বী মহিলা মারা গেছেন। সেই মহিলার জানাজায় এলাকায় সবাই গিয়েছে। কবর দিতেও গিয়েছে। অথচ আমাকে কেউ জানায় নি। বাইরে বের হয়ে জানলাম, মহিলার জানাজায় সবাই গিয়েছে, কবর দিতেও সবাই গিয়েছে। শুধু আমিই যাই নি। আমাকে জানানো হয়নি। আমার সমস্যাটা কোথায়? আমি তাদের কি ক্ষতি করেছি? আমি তো সবার সাথে হেসে হেসেই যথেষ্ঠ আন্তরিকতার সাথেই কথা বলি। এলাকায় পিকনিকের আয়োজন চলছে। অথচ আমি কিছুই জানি না।

এই সামু ব্লগেও লোকজন আমাকে পছন্দ করেন না।
অনেক ব্লগার আমার পোষ্টে আসেন না। অথচ কারো সাথে আমি কোনো খারাপ আচরন করি নাই। বহু ব্লগার আমার মন্তব্যের উত্তর দেন না। তারপরও আমি সবার পোষ্টে নিয়মিত যাচ্ছি। মন্তব্য করছি। কারো লেখা ভালো না লাগলে আমি কঠিন বা নির্মম মন্তব্য করি না। কিন্তু কিছু ব্লগার আমাকে একেবারেই পছন্দ করেন না। এমন কি কোনো কোনো ব্লগার ফেসবুকে এসে আমাকে ইনবক্সে অকথ্য ভাষায় গালাগালিও করেছেন। ব্লগে তারা ছদ্মনামে আছেন, তেমনি ফেসবুকে তারা ছদ্মনামে আছেন। তাই কে আমাকে ইনবক্সে গালাগালি করেছেন তা বের করতে পারি নাই। তাছাড়া কুৎসিত সব গালি দিয়ে আমাকে ব্লগ করে দিয়েছে। আমি কোনো দিন সামুতে কারো সাথে ঝগড়া বা কাউকে কঠিন কিছু বলি নাই। তাহলে আমাকে অপছন্দ করার কারন কি? ভেবে পাই না। খারাপ সময় এলে চারদিক থেকেই আসে। আমি সু সময়ের অপেক্ষায় আছি। অপেক্ষা করতে করতে মাথায় চুল সাদা হতে শুরু করেছে। সেই সু সময় মনে হয় ইহ জনমে আর আসবে না। কারন আমার ভাগ্য খারাপ।

ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়া যায় না।
ঘরে-বাইরে, অফিস আদালতে, ফেসবুক-ব্লগে, আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের কাছ থেকে খারাপ ব্যবহার পেয়ে পেয়ে আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে। এখন কেউ খারাপ ব্যবহার করলে অবাক হই না। বরং কেউ ভালো ব্যবহার করলে ভ্রু কুচকে তাকাই। কিন্তু এরকম হওয়ার কথা ছিলো না। আমার ধারনা ছিলো- সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে পছন্দ করে। সবাই আমার শুভাকাঙ্ক্ষী। আমার কোনো শত্রু নেই। সবাই আমার বন্ধু। আমার আপনজন। আমি তো সবাইকে বন্ধুই ভাবি। আপন ভাবি। আমি যিশুর ফর্মুলা ব্যবহার করেছি সারাটা জীবন। কেউ এক গালে চড় মারলে আমি অন্য গাল পেতে দিয়েছি। কখনও প্রতিবাদ করি নি। ছোটবেলা থেকেই আমি এই রকম। ছোটবেলা যখন সব বাচ্চাদের সাথে খেলা করতাম। তখন কেউ কেউ আমাকে ধাক্কা দিয়ে ময়লার ড্রেনে ফেলে দিলেও আমি জিজ্ঞেস করতাম না আমাকে কেন ড্রেনে ফেলা দেওয়া হলো।

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমি যিশুর ফর্মুলা ব্যবহার করেছি সারাটা জীবন। কেউ এক গালে চড় মারলে আমি অন্য গাল পেতে দিয়েছি।

-নতুন ফর্মুলা পছন্দ না হওয়া পর্যন্ত এটা চালু রাখুন; করোনা ও শীতে মনোবল বাড়ানোর টনিক খেতে পারেন।

২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

জুন বলেছেন: বাড়ি গিয়ে মেয়ে দেখাটা আমার ব্যাক্তিগত ভাবে খুব খারাপ লাগে রাজীব নুর । তারপর যখন শুনি পাত্রের আগেই পছন্দ থাকে বলে মেয়েটিকে অকারণ বাতিল করে। পাত্র কেন আগেই তাদের গুরুজনদের কনভিন্স করে না তার পছন্দের ব্যাপারে।

২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: আপনি রাইট।
সমাজে গাধা পুরুশের অভাব নাই।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার এলাকা সম্পর্কে জানা হলো। যিশুর ফর্মূলা চালু রাখুন।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: আমার এলাকায় আপনাকে স্বাগতম।
যে কোনো সময় চলে আসবেন।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫১

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে আমরা সবাই আপনাকে পছন্দ করি ভাই।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: এজন্যই এখনও টিকে আছি।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০

কবীর হুমায়ূন বলেছেন: কোন এলাকায় বা কোন গ্রামের ঘরজামাইরা ঐ গ্রামের পোলাকে অবহেলা করে, সে গ্রামের ঠিকানা পেলে, ঘরজামাইদেরকে সালাম জানায়ে আসতাম। সুন্দর রম্য রচনা। সামুতে কিন্তু রাজীব নুর জামাই আদরেই আছে। এ জামাই কি ঘরজামাই!!

ভালো লাগলো পড়ে। শুভ কামনা।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: না ঘর জামাই না।
আমার বাপ মায়ের বাড়িতে আছি।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

রামিসা রোজা বলেছেন:

আপনার সহজ-সরল লেখাগুলো পড়তে খুবই ভালোবাসি।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে খুব সাবধান থাকুন।

৭| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



আজকে থেকে ঘর-জামাই ব্লগারেরা আপনাকে এড়িয়ে যাবে।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় না কোনো ব্লগার ঘরজামাই থাকেন।

৮| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

আমিন রবিন বলেছেন: আপনি কি আপনার দেশের বাড়ির কথা বলছেন? আমিতো জানতাম আপনি ঢাকায় থাকেন। ঢাকায়তো পাশের ফ্ল্যাটের মানুষকেই কেউ চেনেনা, আর মহল্লার সবাইকে চেনাতো অসম্ভব!

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: না আমি ঢাকার কথা বলছি।
আমি ভাড়াটিয়া নই। আমাদের নিজেদের বাড়ী। তাছাড়া এখানেই আমার জন্ম। কাজেই এলাকার সবাই সবাইকে চিনি। জানি।
বাড়িওয়ালারা সবাই সবাইকে চিনে। কিন্তু ভাড়াটীয়ারা কেউ কাউকে চিনে না। জানে না। বুঝে না।

৯| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: গল্প ভালো জমেছে।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।

১০| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যারা ঘর জামাই থাকে তারা হয়তো ফরজের চেয়ে সুন্নত কে বেশি প্রাধান্য দেয়।ঘর জামাই থাকলেই তো কোন কাম কাজ নাকরে বসে বসে ধ্যান করলেই চলে।সেটা নির্জন কোন স্থানে বা পাহাড়ের গুহায়।
সবার ভালবাসা পাওয়া আর শোনার পাথর বাটি চাওয়া সমান কাজ।বরং সবাইকে ভাল বাসতে পারেন,কিউ মানা করবে না।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: ধনবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১১| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩০

ঊণকৌটী বলেছেন: আপনার সাথে সরাসরি কথা বলতে চাই, আমি নর্থ ইস্ট ইন্ডিয়া এর ত্রিপুরার থেকে বলছি, কিছু কাজ করতে চাই, নর্থইস্ট ইন্ডিয়া এর গেটওয়ে হতে চলেছে ত্রিপুরা , চিটাগাং বন্দর থেকে সরাসরি পুরো ত্রিপুরার বুকে দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য হবে, তো এই ব্যাপারে কথা বলতে চাই আমার concat no.+919436121585

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: ওকে।

১২| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৩

নেওয়াজ আলি বলেছেন: রাজিব ভাই আপনার ধারনা হয়তো ভুলও হতে পারে। আপনাকে ভালো না বাসার কোন কারণ দেখছি না। লাভ ইউ ডিয়ার

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ আলী ভাই।
ভরসা পেলাম।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৮

সোহানী বলেছেন: মন খারাপ করবেন না, আসি সত্যটা বলছি। সেটা হলো, আপনার হাতে অনেক সময় তাই এতো কিছু ভাবার সময় পান। কে কি করলো, আপনাকে নিয়ে কি ভাবলো, কেন ভাবলো..... এরকম হাজারটা ভাবনা আপনার মাথায় ঘুরে। কাজ শুরু করেন দেখবেন সব ঠিক হয়ে গেছে। যখন ব্যাস্ত থাকবেন তখন এতো কিছু চিন্তার করার মতো ধৈর্য্য বা সময় কোনটাই পাবেন না।

আমি সকাল ৬ থেকে দৈাড় শুরু করি রাত ১২/১ পর্যন্ত ছুটে চলি। এই যে এখন ব্লগ লিখছি পাশে মেয়েকে বাংলা শেখাচ্ছি। তার মাঝে যদি উইকএন্ডে একটু সময় হাতে থাকে তখন কাজ খুঁজতে থাকি। কাজ ছাড়া আমি এক মিনিটও অলস বসে থাকতে পারি না। তাই কে কি বললো বা ভাবলো তা নিয়ে আমার মাথা ব্যাথা করার মতো কোনই সময় হাতে থাকে না।

সরি আবারো উপদেশ দিলাম।

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৬:২২

কবিতা ক্থ্য বলেছেন: ঘর জামাই হইতে মুন্চায় রাজীব ভাই, আপনার এলাকায় কি কোনো ব্যবস্হা করতে পারেন আমার জন্য?
কথা দিলাম জীবনে কক্ষনো আপনাকে এড়ায়া চলবোনা।

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: আমি চেষ্টা করবো।

১৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৯

ইসিয়াক বলেছেন:

গান শুনুন.......
https://www.youtube.com/watch?v=YQFjiu1XVvA

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: লিংক সুন্দর করে দিন।

১৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪২

রানার ব্লগ বলেছেন: আমার এক টা জিনিস খুব অপছন্দ, মেয়েরা কম্পলিমেন্ট জানালেও লাইনের শেষে ভাই কেন জুড়ে দেয়।

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: এটা তাদের অভ্যাস।

১৭| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৫

রানার ব্লগ বলেছেন: ও হা আপনার জন্য একটা গান দিলাম
https://youtu.be/8UmiqGvAvl0

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: লিংক ঠিক করে দেন।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৪

কামরুননাহার কলি বলেছেন: কে কি বলল আর না বললো সেটা বিষয়না। আপনিও কারো কথায় কান না দেন, এড়িয়ে চলুন, অন্যায় দেখলে উপদেশ দেন, ভালো দেখলে স্বাগত জানান। মানুষ আপনাকে দেখতে পারে না, আর না পারে সেটা নিয়ে মন খারাপ না করলেই হয়। শুধু নিজে ভালো থাকলেই হয়। তাদের কথায় কি আসে যায়। তারা তো আর আপনার দায়িত্ব নিচ্ছেনা। সো কেনো তাদের জন্য মন খারাপ হবে।

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সুন্দর বলেছেন।

১৯| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২১

রানার ব্লগ বলেছেন: লিঙ্ক

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর গান।

২০| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভায়ের একাকীত্বে‌ আমার খুব খারাপ লাগছে। তবে আপনার পাড়ার ঘটনাটা হয়তো কিয়দংশ সত্যি। কিন্তু ব্লগারদের সম্পর্কে ভায়ের ধারণা ঠিক নয়।যদি জনপ্রিয়তা নিরিখে একটা ভোট হয় তাহলে নয়াপ্রজন্মের ব্লগারদের মধ্যে ছোট বাবুটা অনেক বেশি ভোট পাবে। এবার কলকাতায় এলে কেসি দাসের রসগোল্লা খাওয়াবো প্রমিস।
নো চিন্তা নো টেনসন।হ্যাপি ব্লগিং।

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: হ্যা দাদা কলকাতা আসবো। বারবার আসবো কারনে অকারনে।
শুধু মিষ্টিতে আমার পোষাবে না। আমি আর একটু বেশি কিছু খেতে চাই।

২১| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭

তারেক ফাহিম বলেছেন: ব্লগে আপনার লিখাগুলো পড়ার চেষ্টা করি।

পছন্দেরও আপনি।

সবার ভালোবাসা পাওয়াটা কষ্টসাধ্য, নিজের গতি ঠিক রাখেন।
শুভকামনা।

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'মেয়েটি নীচে দাঁড়াইয়া আছে'। এই বাক্যটার ইংরেজি জানেন। এটার ইংরেজি হোল Misunderstanding. আপনার সাথে মনে হয় অনেকের এই রকম মিস আন্ডার স্ট্যান্ডিং হয়েছে বিভিন্ন কারণে।

এবার বলেন তো ঘরজামাইয়ের ইংরেজি কি?

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: ঘরজামাইয়ের ইংরেজি কি আপনিই বলে দেন।

২৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঘরজামাইয়ের ইংরেজি হোল ' House-son-in-law'. আপনার পরিচিত ঘরজামাইদের প্রশ্নটা করলে দেখবেন তারা আমার জবাবটাই দিয়েছে।

ঘরজামাই হোল মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কারণ ঘরজামাই মানে ঘর আশ্রিত জামাই। মধ্যপদ 'আশ্রিত' লোপ পাওয়ার কারণে শব্দটা পরিনত হয় ঘরজামাই। আপনার পরিচিত ঘরজামাইদের জিজ্ঞেস করলে তারাও সঠিক সমাস বলতে পারবে। কারণ ঘরজামাই হতে হলে এই সব প্রশ্নের উত্তর জানতে হয়।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: এতদিন আপনি কোথায় ছিলেন ওস্তাদ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.