নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ঘুম থেকে উঠে প্রতিদিন 'সকাল' দেখি-
তারপর এক কাপ চা খেয়ে 'জীবন' দেখতে বের হই
জীবনে কোনো সুখ নাই, মৃত্যুতেও কোনো শান্ত্বনা নাই।
তোমার যা মন চায়, তা'ই করো- বলার জন্য একজন মানুষ দরকার
খাইছো, জিজ্ঞেস করার জন্য- একজন মানুষ দরকার
জ্বর এসেছে কিনা দেখার জন্য- একজন মানুষ দরকার
চাকরি চলে যাওয়ার পর, পাশে থাকার জন্য- একজন মানুষ দরকার
রাগ দেখানোর জন্য- একজন মানুষ দরকার
রাস্তার পাশের দোকান থেকে চা খাওয়ার জন্য- একজন মানুষ দরকার
মধ্যদুপুরে হেঁটে বাসায় ফেরার পর, লেবুর সরবত করে দেয়ার জন্য- একজন মানুষ দরকার
খুব ক্ষুধা পেলে, ঝটপট খাবার তৈরি করে দেয়ার জন্য- একজন মানুষ দরকার
পার্কে আমার পাশে বসে বাদাম খাওয়ার জন্য- একজন মানুষ দরকার
গুলশান থেকে হেঁটে হাতিরঝিল যাওয়ার জন্য- একজন মানুষ দরকার
মধ্যরাত্রে হঠাত ঘুম ভেঙ্গে গেলে- মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়ার জন্য- একজন মানুষ দরকার
ঝুম বৃষ্টিতে হাত ধরাধরি করে ভেজার জন্য- একজন মানুষ দরকার
আমার জ্ঞানগর্ভ কথা মন দিয়ে শোনার জন্য- একজন মানুষ দরকার।
এক গ্রীক দার্শনিক ক্রাসিপাস তার গাধাকে ওয়াইন খাইয়ে দেন
এবং গাধার মাতলামো দেখে হাসতে হাসতে দার্শনিক মারা যান!
এই ঘটনা জানেন নাকি আপনারা?
২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: দেখা হবে। হবেই।
আমি জানি।
২| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
জানা ছিলো না, ক্রাসিপাস সম্পর্কে কি কি জানেন তা নিয়ে একটি পোস্ট দিতে পারেন।
২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: হ্যা তাকে নিয়ে পোষ্ট দিবো। খুব শ্রীঘই।
এবার শীত কেমন?
৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনি একরি চা'এর দোকান দেন, অনেক লোকের সাথে কথা বলতে পারবেন।
২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: হ্যা সেই ইচ্ছা আছে।
৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:২৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সেই মানুষটার কি কি দরকার তার খবর কি রাখেন?
২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার রাজীব দা
২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: ভালোবাসা।
৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৮
ইসিয়াক বলেছেন: চা’য়ের দোকান দেওয়ার কি হলো? বেশি পুঁজি লাগে না।
ইচ্ছা হলে কিন্তু উপায় হয়।
আসলে কি সত্যি সত্যি আপনার কিছু একটা করতে ইচ্ছা হয়? নাকি অকারণ এই দুঃখবিলাস?
#আপনি ছবি ভালো তুলতে পারেন কিন্তু ছবি তোলা ছেড়ে দিয়েছেন।
# আপনি ভালো গল্প লিখতে পারেন কিন্তু গল্প শেষ করেন না।
আরো অনেক গুণ ক্ষমতা আপনার আছে তবুও আপনি হতাশায় ভুগেন। কেন? এরকম চলতে থাকলে আপনি ঠিক অসুস্থ হয়ে পড়বেন। ৩৫/৩৬ বছরের যুবকের এরকম হতাশাগ্রস্থতা মানায় না। জীবন তো কেবল শুরু.......।
২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: ভালো পরামর্শ। ধন্যবাদ।
৭| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৪
সেজুতি_শিপু বলেছেন: জানিনা তো ! আসলেই একজন মানুষ দরকার হয় সবার। ভালো লাগলো কবিতা।
২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৫
নেওয়াজ আলি বলেছেন: একজন মনের মানুষ দরকার।
২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: সকলের।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৯
ঊণকৌটী বলেছেন: আপনি একজন বহুমুখী অন্তরের মানুষ, আমিও কিন্তু তেমনি, আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে আমি রাজি, সে যে দিনেই হোক না কেনো