নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সকাল আট টায় বাসা থেকে বের হয়েছি
দুপুর বারোটা। হ্যা ঠিক বারোটা।
পকেটে হাত দিয়ে দেখি মোবাইল ফোন নেই!
বাসায় কি রেখে আসছি? তা কি করে হয়-
দশটার দিকে তো রফিকের সাথে মোবাইলে কথা বললাম।
বাসা থেকে তাড়াহুড়া করে বের হলাম সকাল আট টায়
কেন বার বার মনে হচ্ছে রফিকের সাথে কথা বলেছি,
অথচ রফিক নামে তো আমার কোনো বন্ধু নেই।
বাসে করে গুলশান যাওয়ার পথে কেউ কি মোবাইলটা নিয়ে গেল?
কিন্তু আমি তো মহাখালি থেকে গুলশান পর্যন্ত অনেকক্ষন গেমস খেললাম
না, গেমস খেলিনি। গেমস খেলেছিলাম গতকাল।
তাড়াহুড়া করে বাসা থেকে বের হতে গিয়ে ভুলে বাসায়'ই রেখে আসছি
বাসায় ফোন দিয়ে কি দেখব, ভুলে বাসায় রেখেছি কিনা?
মনে পড়লো- সুরভি তো বাসায় নেই।
সুরভিকে হোয়াটসঅ্যাপ- এ ম্যাসেজ দিলাম না
না বাসায় রেখে আসিনি।
বাসা থেকে বের হয়ে তো কয়েক জনের সাথে কথা বললাম-
মনটা খারাপ হয়ে গেল। দামী মোবাইল।
একটু পর দেখি মোবাইল বাজছে। পরিচিত রিংটোন।
সাথে কাঁপছে। পকেটে হাত দেখি- মোবাইল পকেটে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: কিছু হয়নি।
আমি ভালো আছি।
সুরভি খুব ভালো। তার সাথে আমার কখনও কথাকাটাকাটিও হয় না। আমাদের সহজ সরল সম্পর্ক। ঝগড়াহীন। তবে ভালোবাসাময়।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৫
মেহেদি_হাসান. বলেছেন: মোবাইল বাসায় রেখে আসলে হোয়াটসঅ্যাপ এ ম্যাছেজ করলেন ক্যামনে? তার মানে মোবাইল হাতেই ছিলো নাকি দুটো ফোন ইউস করেন?
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: না আমার একটাই ফোন।
মাথা আউলায়ে গেলে সব সম্ভব।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০২
Sujon Mahmud বলেছেন:
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম স্বপ্ন দেখছিলেন মনে হয়
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: হতে পারে।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২১
নেওয়াজ আলি বলেছেন: কেন এমন হচ্ছে। ভুলো মন।
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে এরকমও হয়।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ বেশ মজার কবিতা পাঠ করলাম রাজীব দা একদম নতুনত্ব এনেছেন কবিতা
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯
অধীতি বলেছেন: মাঝে মাঝে মোবাইল হাতে নিয়ে অনেক খুঁজেছি।
২৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৬
রাজীব নুর বলেছেন: হুম, এরকম হয়।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন যদি হত তবে এতোএতো মোবাইল হারাতাম না।আপনার ভাগ্য ভাল।
৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: এটা ধনীলোকদের লক্ষন।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৪
রানার ব্লগ বলেছেন: মোবাইল নিয়ে আমি মোটামুটি আতংকে থাকি, চার বার হারানোর পর আমার আর সামর্থ নাই নতুন করে আবার হারানোর।
৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: মোবাইলে হারানো অনেক কষ্টের। দরকারী নাম্বার সব হারিয়ে যায়।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: কি হয়েছে রাজীব ভাই,কেন এই ভুলো মন
- মন খারাপ,কিছু কি হারিয়ে গেছে বা ভাবীর সাথে মান-অভিমান?